
১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা। ইংরেজদের সঙ্গে সহযোগিতা করা। এর ঠিক ছ’বছর পরে এক হিন্দুত্ববাদীর গুলিতে গান্ধীর মৃত্যু। গান্ধীহত্যা নিয়ে গঠিত কাপুর কমিশনের রিপোর্টে হত্যার জন্য হিন্দুত্বাদীদের দায়ী করা, সে কারণেই, ভারতীয় রাজনীতিতে দীর্ঘ দিন ধরে এই সব ইংরেজ বন্ধু, স্বাধীনতা আন্দোলন বিরোধী হিন্দুত্ববাদীরা কলকে পেতেন না। পরে ১৯৭৪-৭৫-এ জয়প্রকাশকে সামনে রেখে ইন্দিরার বিরুদ্ধে আন্দোলন এবং রাম মন্দির আন্দোলন মধ্যে দিয়ে হিন্দুত্বাদীরা ভারতের রাজনীতিতে গুরুত্ব পেতে শুরু করে। প্রথমে নরসীমা রাওয়ের আমলে সুপ্রিম কোর্টে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রাচীন পুরাতাত্ত্বিক সৌধ বাবরি মসজিদ ভাঙা হয়। এখনও তার জন্য কাউকে শাস্তি পেতে হয়নি। উল্টে উল্লাস প্রকাশ করে বিজেপি নেতা, সেই সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বলেছিলেন, কোনও ঠিকাদারকে দিলে তিন মাস লাগত, করসেবকেরা একদিনে ভেঙে দিয়েছে। আজ, ৫ অগস্ট সেখানেই রাম মন্দিরের ভূমি পুজো হচ্ছে।
বিল্টু | 201.15.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৯:৪৩96008শ্যামল বাবু, আমরা পোর্টেবল প্ল্যাস্টিক জারে পাঠাই। ঘুরতে ফিরতে ধীরেসুস্থে খাবেন। ভেঙে যাবার ভয় নেই।
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:7c4f:b2e6:2c21:***:*** | ০৭ আগস্ট ২০২০ ২২:৫৬96012আমার গোমুত্র খাওয়ার দরকার নেই। আপনাদের খেলে হয়তো মুখটা পরিষ্কার হবে।
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ২৩:১১96013
বিল্টু | 201.15.***.*** | ০৭ আগস্ট ২০২০ ২৩:১২96014বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে শ্যামলবাবু। তবে বেস্ট হয় যদি আমাদের থেকে একটা গোরু নেন। গিফট পেপারে মুড়ে পাঠাবো। গোরু নিলে মূত্র ফ্রি।
S | 2a0b:f4c2::***:*** | ০৭ আগস্ট ২০২০ ২৩:৩২96015
dc | 27.62.***.*** | ০৭ আগস্ট ২০২০ ২৩:৩৪96016
S | 2405:8100:8000:5ca1::15c:***:*** | ০৭ আগস্ট ২০২০ ২৩:৫৩96020
r2h | 73.106.***.*** | ০৮ আগস্ট ২০২০ ০০:৩৭96022
রঞ্জন | 122.176.***.*** | ০৯ আগস্ট ২০২০ ০৭:৩২96080আমি মুল লেখাটির ভাবনার সঙ্গে একমত হয়েও একটি বক্তব্য নিয়ে কিঞ্চিৎ ভিন্নমত পোষণ করি।
জাবালি প্রসঙ্গে শুভাশিস বাবু রামায়ণের সহিষ্ণুতার কথা বলেছেন। মূল পাঠ কি তাই বলে?
জাবালি যখন ভরত-শত্রুঘ্নদের সঙ্গে গিয়ে নদীর তীরে রামের সঙ্গে দেখা করে তাঁকে পিতৃসত্য পালনের জন্যে বনবাস অযৌক্তিক বলে যুক্তি দিয়ে বোঝালেন( লেখক সঠিক বর্ণনা দিয়েছেন)। এটাও বললেন যে আলাদা করে পরলোক বলে কিছু নেই। পিতার আত্মা স্বর্গে যায় এসব কে দেখেছে? শাস্ত্রে অমন অনেক কিছু বলা হয়।
তখন ক্রোধিত রাম তাঁকে তিরস্কার করে বললেন যে জাবালি নাস্তিক। এবং নাস্তিক, বৌদ্ধ ও চোরদের কঠিন শাস্তি দেয়া উচিত। এবার ভয় পেয়ে জাবালি পিছিয়ে গেলেন। নিজের আগের অবস্থান থেকে সরে গিয়ে বললেন --না না, এসব ভুল নয়। এককথায় উড়িয়ে দেয়া যায়না।
এ জন্যেই জাবালি পরে আমন্ত্রিত হন।
বাল্মীকি রামায়ণ এক আদ্যন্ত ব্রাহ্মণবাদী নারীবিরোধী অসহিষ্ণু গ্রন্থ। শূদ্রক তপস্বী হত্যা (কৃত্তিবাসী রামায়ণ ও রামচরিত মানসে নেই) এবং উত্তরকান্ডে সীতার 'সতীত্বে'রপক্ষে বাল্মীকির সাক্ষ্য সত্ত্বেও রামের অগ্নিপরীক্ষার ব্যাপারে অবিচল থাকা এর প্রমাণ।
খেয়াল করবেন-- ভূমিপূজনে বাবরি মসজিদ মামলায় প্রধান পিটিশনার (প্রয়াত) মুসলিম ভদলোকের ছেলেও আমন্ত্রিত। এটাকেও তাহলে 'কাটাঘায়ে নুনের ছিটে' না বলে বিরুদ্ধমতের প্রতি সহিষ্ণুতা বলতে হয়।
২ শ্যামলবাবু ঠিক বলেছেন; 'এমন কি Pakistan, Afganisthan সব দেশে আছে- আর আমাদের দেশে হলেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি'। সত্যিই তো, এখন পাকিস্তান-আফগানিস্তানের মত ধার্মিক রাষ্ট্রগুলোই আমাদের মডেল। তাহলে ব্লাসফেমি অ্যাক্টও আসুক এবার।
রঞ্জন | 122.176.***.*** | ০৯ আগস্ট ২০২০ ০৭:৩২96079আমি মুল লেখাটির ভাবনার সঙ্গে একমত হয়েও একটি বক্তব্য নিয়ে কিঞ্চিৎ ভিন্নমত পোষণ করি।
জাবালি প্রসঙ্গে শুভাশিস বাবু রামায়ণের সহিষ্ণুতার কথা বলেছেন। মূল পাঠ কি তাই বলে?
জাবালি যখন ভরত-শত্রুঘ্নদের সঙ্গে গিয়ে নদীর তীরে রামের সঙ্গে দেখা করে তাঁকে পিতৃসত্য পালনের জন্যে বনবাস অযৌক্তিক বলে যুক্তি দিয়ে বোঝালেন( লেখক সঠিক বর্ণনা দিয়েছেন)। এটাও বললেন যে আলাদা করে পরলোক বলে কিছু নেই। পিতার আত্মা স্বর্গে যায় এসব কে দেখেছে? শাস্ত্রে অমন অনেক কিছু বলা হয়।
তখন ক্রোধিত রাম তাঁকে তিরস্কার করে বললেন যে জাবালি নাস্তিক। এবং নাস্তিক, বৌদ্ধ ও চোরদের কঠিন শাস্তি দেয়া উচিত। এবার ভয় পেয়ে জাবালি পিছিয়ে গেলেন। নিজের আগের অবস্থান থেকে সরে গিয়ে বললেন --না না, এসব ভুল নয়। এককথায় উড়িয়ে দেয়া যায়না।
এ জন্যেই জাবালি পরে আমন্ত্রিত হন।
বাল্মীকি রামায়ণ এক আদ্যন্ত ব্রাহ্মণবাদী নারীবিরোধী অসহিষ্ণু গ্রন্থ। শূদ্রক তপস্বী হত্যা (কৃত্তিবাসী রামায়ণ ও রামচরিত মানসে নেই) এবং উত্তরকান্ডে সীতার 'সতীত্বে'রপক্ষে বাল্মীকির সাক্ষ্য সত্ত্বেও রামের অগ্নিপরীক্ষার ব্যাপারে অবিচল থাকা এর প্রমাণ।
খেয়াল করবেন-- ভূমিপূজনে বাবরি মসজিদ মামলায় প্রধান পিটিশনার (প্রয়াত) মুসলিম ভদলোকের ছেলেও আমন্ত্রিত। এটাকেও তাহলে 'কাটাঘায়ে নুনের ছিটে' না বলে বিরুদ্ধমতের প্রতি সহিষ্ণুতা বলতে হয়।
২ শ্যামলবাবু ঠিক বলেছেন; 'এমন কি Pakistan, Afganisthan সব দেশে আছে- আর আমাদের দেশে হলেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি'। সত্যিই তো, এখন পাকিস্তান-আফগানিস্তানের মত ধার্মিক রাষ্ট্রগুলোই আমাদের মডেল। তাহলে ব্লাসফেমি অ্যাক্টও আসুক এবার।
রঞ্জন | 122.176.***.*** | ০৯ আগস্ট ২০২০ ০৭:৩৩96081্সরি। দু'বার টোকা দেয়ায় এই বিপত্তি। খেয়াল রাখব।