আমি উঠে আসবই
মূল
কবিতাঃ স্টিল আই রাইজ
কবিঃ মায়া অ্যাঞ্জেলো
(https://www.poetryfoundation.org/poems/46446/still-i-rise )
তোমাদের ইতিহাসে চেপে দিতে পারো
কুৎসিত জোচ্চোর মিথ্যা কলমচি
দলে পিষে দিতে পারো নোংরা ধূলোয়
তবুও ধুলোর ঝড়ে, আমি উঠে আসছিই
আমার স্পর্ধা তোমায় কাঁপন ধরায় কি?
মনমরা কেন তুমি আহারে এমন করে?
ভাবছ কি করে ঘুরি যেন তেলের খনি
তেল তোলে রাতদিন আমার-ই ঘরে?
আকাশের চাঁদ আর সূর্য যেমন
কিংবা জোয়ার আসা, জল থই থই,
দুরন্ত আশার মত প্রবল লাফে
নিশ্চিত জেনে রাখো, আমি উঠবই।
চেয়েছিলে বুঝি আমি ভেঙ্গেচুরে যাই?
মাথা নুয়ে থাকি আর চোখটা নামাই?
চোখের জলের মত নেমে আসে কাঁধ?
বুকভাঙ্গা কান্নায় শক্তি হারাই?
আমার দৃপ্ত তেজ ধরায় কি জ্বালা?
তীব্র আঘাত লাগে হাড়ে মজ্জায়?
কেন কি এমন হাসি, যেন সোনার খনি
পেয়ে গেছি এইখানে এই আঙিনায়।
কথার গুলিতে তুমি ফুঁড়ে দিতে পারো
চোখের ছুরিতে কাটো খুন প্রত্যাশী
মেরে ফেলো যদি তুমি ঘৃণার আগুনে
তবুও হাওয়ার মত, আমি উঠে আসি।
এ দেহের মাদকতা ঘেন্না ধরায়?
বিস্ময়ে আগা-মাথা পাও না খুঁজে?
কেন নাচি উল্লাসে, যেন হীরের আকর
এই ঊরুসন্ধিতে রেখেছি গুঁজে?
লজ্জায় গড়ে তোলা ইতিহাস ছেড়ে
আমি উঠছি
ব্যাথায় শিকড়-গাঁথা অতীত ফুঁড়ে
আমি উঠছি
কৃষ্ণ সমুদ্র আমি, উদ্বেল, অপার
ফুলছি, ফুঁসছি আমি আনছি জোয়ার।
পিছনে ফেলেছি রাত, আতঙ্ক, ত্রাস
আমি উঠছি
এসেছে নূতন ভোর মুক্ত আকাশ
আমি উঠছি
এনেছি সে উপহার, বংশপরম্পরায় পেয়েছি যা দান
দাসেদের মুক্তির স্বপ্ন আমি, আমিই আশার গান
আমি উঠছি
আমি উঠছি
আমি উঠছি।
অনুবাদঃ – জুন ৭, ২০২০
*********************************
খাঁচায় বন্দী পাখী
মূল
কবিতাঃ কেজ্ড বার্ড
কবিঃ মায়া অ্যাঞ্জেলো
(https://www.poetryfoundation.org/poems/48989/caged-bird )
বাতাসে সওয়ার মুক্ত পাখিটি সোজা উঠে যায় আকাশে
ভেসে নেমে যায় সমীরণ স্রোত যেখানে ফুরিয়ে আসে।
কমলা রোদের রশ্মিপ্রবাহে ডানাদুটি মাখে তার ।
স্পর্ধায় রাখে আকাশেতে অধিকার।
খাঁচার গর্তে বন্দী পাখিটি মাথা কুটে মরে লাট খেয়ে
হতাশ ক্রোধের শলাকায় তার দৃষ্টি গিয়েছে আটকে
ডানা দুটি গেছে ছাঁটা আর চরণে শিকল টানে।
নিরূপায় পাখি তাই গলা খোলে তার গানে।
খাঁচার পাখির সুরের লহরী কেঁপে কেঁপে ওঠে শঙ্কায়
সেই অজানার অমোঘ টানেতে মন তার যাহা চায়
দূর দূরান্তে পাহাড়ের গায় শোনা যায় সুর তার
খাঁচার পাখিটি গান গায় ওর মুক্তি আকাঙ্ক্ষার।
স্বাধীন পাখিটি কল্পনা করে সুমধুর মৃদু বাতাসের
বাণিজ্য বায়ু ধীরে ঘুরে যায় গাছে গাছে ফিসফাসে
উজ্জ্বল ভোরে উঠোনের ধারে পুষ্ট পোকার প্রাতরাশ
মুক্ত পাখির মনে হয় যেন, এ তার নিজের আকাশ।
খাঁচার পাখির পায়ের তলায় স্বপ্নেরা গেছে কবরে
ছায়াও আতঙ্কে দুঃস্বপ্নের চিৎকার করে বেঘোরে
ডানা দুটি তার ছাঁটানো হয়েছে, শিকল বসেছে পায়
কি করবে পাখি, গলা চিরে গান গায়।
খাঁচার পাখির সুরের লহরী কেঁপে কেঁপে ওঠে শঙ্কায়
সেই অজানার অমোঘ টানেতে মন তার যেটা চায়
তাই তার সুর ছড়িয়ে পড়েছে দূর পাহাড়ের পার
খাঁচার পাখি যে শোনাচ্ছে গান মুক্তি আকাঙ্ক্ষার।
অনুবাদ – জুন ৩, ২০২০
*********************************
হার্লেম
মূল
কবিতাঃ Harlem
কবিঃ LANGSTON HUGHES
(https://www.poetryfoundation.org/poems/46548/harlem)
কি হয় সে স্বপ্নের যদি মুলতবি হয়ে যায় তার?
চিমসে শুকায় বুঝি
যেন কিসমিস খর রৌদ্রের তাপে?
না কি পেকে ওঠে কোন ক্ষতের মত
গলগল পুঁজ নামে দুঃসহ চাপে?
দুর্গন্ধে কি ভরে পচা মাংসের?
কিংবা চটা পড়া চিনির খোসায় ঢাকা
কোন মিষ্টির, ছিল যা রসের?
হয়তো নেহাত-ই ধ্বসে যায়
বিশাল বোঝার মত নিজের মনে।
না কি ফেটে পড়ে প্রবল বিস্ফোরণে?
অনুবাদ – জুন ২, ২০২০
*********************************