'নিন্দে যখন রটেইছে, শালা বিয়েই করব'। বঙবয়ের মজ্জাগত ইম্পালসিভ চরিত্র কে পুঁজি করে চরম অবৈবাহিক পুরুষ টিকেও টোপর রূপী টুপী পরানোর ঘৃণ্য চক্রান্তের পেছনে থাকা এই সেল্ফ- উস্কানিমূলক স্লোগান টি আদতে মাল্টি-অর্থবাহী। এই যেমন আপনি। নিন্দুকের ( মা মাসী বন্ধুবর্গ) মতে আপনি রিসার্চ-মাইন্ডেড( কারণ আপনি বাজার করতে গিয়ে ফেরত আনতে ভোলেন), আপনি ব্রিলিয়ান্ট(আপনি এক রাত্তির পড়ে পাশ করে যান), আপনি আইন স্টাইনের অবৈধ প্রপৌত্র (নাইট-আউটোথিত গাত্রে পরীক্ষা হলে দেরির ভয়ে, আপনার টেরি বাগানো হয়ে ওঠে না )। বাড়-খেকো আপনি এক বার ফেরত সন্ধ্যেবেলা ঠিক করলেন 'শালা পি-এইচ-ডি-ইই করব' । দিগ্বিজয়ের স্বপ্ন নিয়ে মাঠে গরু ধরতে চললেন, দর্শন ছাত্র যেমতি চলিয়াছিল আঁধার ঘরে বিড়াল অন্বেষণে। আপনার এডভেঞ্চার নিয়ে লেখা যেতে পারত বিশ্বের করুণতম মেমোয়ার, কিন্তু কে না জানে কে-সি-এন টেস্টারের অভিজ্ঞতা তার অন্তরেই সমধিস্থ থাকিবে, যেমন আপনার বিষময় গ্রাজুয়েট জীবন(সৃজনীশক্তি সমুলে উপড়ে ফেলা, নন-টেকনিকাল লেখায় হাত কাঁপিয়ে দেয়া আপনার একমাত্রিক গ্রাজুয়েট জীবন), ভাতিবে(ও ভাটিবে), গুরু-পাতায় ধার-হীন স্যাটায়ারে।
কেন হল, কেন হয়, এরকম?
বিপর্যয় রাজনৈতিক হউক বা একডেমিক, পহেলা টোটকা- 'আত্মসমীক্ষা'।
ভেবে দেখুন, যে আপনি চিরকাল স্টেজে মারনে ওয়ালা পার্টি, যার কাছে অধ্যবসায় ও সেল্ফ-ডিসিপ্লিনের আদর্শ মিড-নাইন্টিজ ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেই আপনি স্কুল কালেজে পরীক্ষিত রাতারতি পালাবদলের ক্র্যাশ বৈপ্লবিক মডেল টি একধার সে এপ্লাই করে দিলেন এক দুর্গম টেরেইনে যেখানে সার্ভাইভাল স্ট্রাটেজি ভিন্ন , যেখানে রাষ্ট্র শক্তি/ ফেকাল্টির নখদন্ত দশগুণ হিংস্র, যেখানে ধৈর্য, পরিশ্রম, আলাপ-আলোচনার দাম, ইন্ডিভিজুয়াল ও সাডেন স্ট্রোক ( অফ ব্রিলিয়ান্স/বিদ্রোহ) এর সম-পরিমাণ গুরুত্বপূর্ণ বা আরো বেশী !
এই লেখাটি কে আপনার রেস্কু-প্ল্যান ভাবলে ভুল করবেন, অযাচিত উপদেশ/টিপ্স তালিকা হিসেবে দেখলে ভাল, আর হ্যাঁ, আপনার 'ওফিসিয়াল উপদেষ্টার' এতে কোন হাত নেই।
বিয়ে থেকেই যখন এত কথা উঠল, তুলনা টা আরো গুছিয়ে পাতা যাক।
টপিক নির্বাচন:
সম্ভাব্য পাত্রীর মতই এমন একজন কে ধরুন যার ওপর বেশী 'কাজ' হয় নি। (এখানে নাহয় কন্সার্ভেটিভ খেললেন।) এমন একজন যার জনক/জননী দের সাথে আপনার বাবা/মার(এডভাইসর) এর জানা শোনা আছে। টপিক 'হট' হলে দারুন, ইন্টারেস্টিং হলে আপনার দিক থেকে সম্পর্ক টিকবে, তবে এদিক হলে যেহেতু আবার ওদিক যায়, মানে গুণাবলির আধিক্য যেহেতু ইন্ব্হার্সলি প্রোপোর্শনাল টু পটবার চান্স, তাই নিজ রেট সমঝে এগোন।
থিসিস-ঈর্ষা:
পরস্ত্রী-কাতরতা। হবেই। কলিগের বউকে বেশী সুন্দরী লাগবে, আর কাজকে লাগবে পাথ-ব্রেকিং। 'আমিই ঐ থিসিসের মর্ম বুঝি'। এই বলে আত্ম-সান্ত্বনা লাভ করুন :আপনারটির সাথে আপনার সম্পর্ক আমৃত্যু নয়, কিছুদিন যেতে দিন, তারপরেই পাবমেড-বিস্তৃত পেপার-ফসলা উর্বর ভূমিতে আপন পোতিভার বীজ ছ্ড়াইতে আপনাকে আটকায় কে!
থিংক মোর ওয়ার্ক লেস (*):
আপনার দুর্বলতা কে শক্তি তে পরিনত করুন। আপনি অলস। একগাদা কোডিঙ, রাতভর সিমুলেশান আপনার জন্য নয়। যত পারা যায় থিওরেটিকাল রেজাল্ট নামানোর ধান্দা করুন। এই যুদ্ধে একমাত্র অস্ত্র মগজাস্ত্র --শুয়ে শুয়ে, গ্রসারি ব্যাগ হাতে অন্যমনস্ক ফেরতা পথে বোরিং সেমিনারে ভিসিটর মামনিকে মাপতে মাপতে, হাই ওয়ে তে দীর্ঘ ড্রাইভে বন্ধু-ভাটে ভাটার টানে --- যেটি আপনি অনায়াসেই শাণাতে পারেন।
(*: অবশ্য এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, লেখকের নিজের সাবজেক্ট স্টাটিস্টিক্স ও সমধর্মী বিষয়-পত্তর, যেখানে থিওরী ও অ্যাপ্লিকেশানের একটি ইন্টার-ফেস রয়েছে, সেগুলো মাথায় রেখে লেখা)
পড়া ও শোনা:
৯৫ শতাংশ পেপারের মূল বক্তব্য একটি প্যরায় গুটিয়ে আনা যায়। প্রথম বছরে আপনার কাজ হল শকুনে-দৃষ্টি বাগিয়ে মেথডস/ডিসকাশন ত্থেকে ছোঁ মেরে নির্যাস টুকু ছেঁকে নিতে শেখা। এডভাইসরের কথা মন দিয়ে শুনুন, শুভাকাঙ্খী ও সমব্যথীদের শুধু কান দিন। ইনফোর্মেশান ওভার-লোড এভোয়েড করুন যেমন করুন ঘ্যান-ঘ্যান পার্টি ও পেসিমিস্ট সম্প্রদায় । http://www.phdcomics.com নিয়মিত পড়ুন ও পড়ান।
অবসর:
নেট থেকে নিত্যনতুন রান্না ডাউনলোড করে মা দিদিদের চমকে দিন। তবে এন-আর-আই বৌদিদের সাথে টেক্কা দিতে যাবেন না, ভুলেও! পাতি 'শান্তিপূর্ণ সহাবস্থানের' নীতি অবলম্বন করে নেমন্তন্ন যোগাড় করতে থাকুন। আপনার টপ-রামেন ময় ব্লান্ড কুলিনারী জীবনে নিয়ে আসুন 'ইন্দোনেসিয়ান চিকেন' , 'পাকিস্তানী শরবত' ( ও আরো হাজার খানা বাপের জন্মে নাম-না-শুননেওয়ালা, অথচ 'ঝক্কাস' স্কেলে বাপের নাম ভুলিয়ে দেওয়া আইটেমের) কোমল এক্সোটিক স্পর্শ।
(টীকা: বুঝিয়ে বলি, এক্সোটিক-নেস টি রন্ধন-প্রণালী ও ডিশ-নামকরন হেতু , আর কোমলতা পার্ট টা শুধুই বৌঠান-দের দের ভালবাসা-মাখা পরিবেশন গুণ )
৪ঠা জানুয়ারী, ২০১০
২০১০ 16631