এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  বিবিধ

  • আকাটের পত্র

    কৃষ্ণেন্দু মুখার্জ্জী লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৩ মে ২০১৭ | ১১৪১ বার পঠিত
  • ভাই মর্কট,

    এমন সঙ্কটের সময়ে তোমায় ছাড়া আর কাকেই বা চিঠি লিখি বলো ! আমার এখন ক্ষুব্বিপদ ! মহামারি অবস্থা যাকে বলে । যেদিন টিভিতে বলেছে মাধমিকের রেজাল্ট বেরোবে এই সপ্তাহের শেষের দিকে, সেদিন থেকেই ঘরের পরিবেশ কেমনধারা হাউমাউ হয়ে উঠেছে। সবার আচার-আচরণ খুব সন্দেহজনক । কয়েকদিন ধরেই লক্ষ্য করছি মা রোজ আমায় দেখিয়ে দেখিয়ে খুন্তি-শিল-নোড়া সব পরিষ্কার করছে আর যত্ন করে সাজিয়ে রাখছে। সেই যে আলুজেঠু, যিনি এককালে নামকরা তন্ত্রসাধক ছিলেন, তাঁর আবার এখন শুনি শবসাধনা করে পিশাচসিদ্ধ হওয়ার শখ জেগেছে। তা তিনি আজকাল আমাকে দেখতে পেলেই এমন একটা পৈশাচিক হাসি দিচ্ছেন, আমার তো ভয়েই সবকিছু শুকিয়ে যাচ্ছে । বুঝতে পেরেছি দিন ঘনিয়ে আসছে । বাবা রোজ বন্ধ ঘরের ভেতর আবৃত্তিচর্চা করে। আওয়াজ আসে , “ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি...”। এ তো ভালো লক্ষণ নয়। পরপর চার দিন ধরে বাবা একই কবিতা আবৃত্তি করে কেন ! রেজাল্টের দিনের জন্যে আগাম প্রস্তুতি নাকি ! এদিকে বাড়ির ছাগলগুলো হঠাৎ করেই আমার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিয়েছে । এসব অত্যন্ত অশুভ সঙ্কেত।

    বাড়ি থেকে বের হওয়াও দুষ্কর হয়ে পড়েছে। পথে ঘাটে যার সাথেই দেখা হয়, সে-ই জ্বালাতন শুরু করে। টিনটিনের কমিকসে সেই হাসিহাসি মুখওয়ালা উটগুলোর ছবি আঁকা থাকে দেখেছ ? একেবারে হুবহু সেইরকম মুখ করে সবাই আসছে আর বলে যাচ্ছে, “ কয়েকদিনের মধ্যেই রেজাল্ট তো ! হুঁ হুঁ ”। বদ্বাদুড় একেকটা ! এসব যতই শুনছি তত আতঙ্ক বেড়ে যাচ্ছে । সেদিন এঁড়েদা বলে আমি নাকি খুব মোটা হয়ে যাচ্ছি বেশি চিন্তা করে করে। “... আরে এত টেনশনের কী আছে ! মাধ্যমিক আবার একটা পরীক্ষা হল ! এই তো আমিই তিনবার দিয়ে দিলুম... ”। আমি ভয়ে পালিয়ে এলুম ওখান থেকে ।

    আমাদের পাড়ায় সব রত্নদের বাস । বড়রাস্তার মোড়ে শেয়ালকাকুর বাড়ি । ওনার মেয়ে গোটা পাড়ার গর্ব। গতবার উচ্চমাধ্যমিকে, যেসব মেয়ের নাম ‘র’ দিয়ে শুরু, তাদের মধ্যে যারা কালো পেন দিয়ে সব পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে আবার যারা চশমা পরে না, সেই মেয়ে তাদের মধ্যে দ্বিতীয় হয়েছিল । ওনার ছোট ছেলেও কম যায় না । আগের বারের মাধ্যমিকে, জানুয়ারি মাসে জন্ম হওয়া ও এখনও গোঁফ না গজানো পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়ে সে পাড়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এই নিয়ে শেয়ালকাকুর গর্বের শেষ ছিল না । বড়বাজার থেকে একগুচ্ছ পেখম কিনে পেছনে লাগিয়ে সারা পাড়া ঘুরে বেড়িয়েছিলেন এক সপ্তাহ। পরশ্রীকাতর লোকেরা কটাক্ষ করেছিল বটে, “ শেয়াল আবার ময়ূর হয়েছে শখ করে !” কিন্তু দুর্জনদের কথায় কান দিতে নেই ।

    সেই শেয়ালকাকু গত পরশু আমাদের বাড়ি এসেছিলেন। বিচক্ষণ ব্যক্তি। অনেক জ্ঞান-ট্যান দিলেন বাড়ির সকলকে । “... এইসময় ছেলের উপর চাপ দেবেন না, এটা তেমন কোন গুরুতর পরীক্ষাই নয়। রেজাল্ট নিয়ে এত বাড়াবাড়ি না করাই ভালো” – এইরকম অনেক ভালো ভালো কথা । বাবা তখন একমনে খাঁড়ায় শান দিচ্ছিল ( সেই যে আলুজেঠুর কাছে যে খাঁড়াটা ছিল, আগেরবার দেখেছিলে। একসময় ওতে করে পাঁঠাবলি হত, এখন ওটা দিয়ে জল ছাড়া আর কিছুই কাটা যায় না) । কী শুনল বা বুঝল জানি না । খালি শেয়ালকাকুর কথা শেষ হতে খাঁড়াটা একপাশে সরিয়ে রেখে বল্লো, “হ্যাঁ নিশ্চয়, নিশ্চয় । রেজাল্ট একবার খারাপ করুক না ! ঘাড় ধরে বের করে দেব ঘর থেকে” । শেয়ালমহাশয় আর কথা বাড়ালেন না।

    বাবা যে সারাক্ষণ খালি আবৃত্তিই করে আর খাঁড়ায় শান দেয় এমনটা না । কাল বিকেলে আমি খেলতে যাবো, দেখি বাবা এসেছে আমার ঘরে। ভালো করে তাকিয়ে দেখলুম, না লাঠি-ফাটি কিছু নেই হাতে । নিশ্চিন্তে একটা হাঁফ ছাড়তে যাবো, অমনি হুঙ্কার,

    -“ বাবু সেজে কোথায় যাওয়া হচ্ছে ! কাল বাদে পরশু রেজাল্ট খেয়াল আছে ?

    আমি মিউমিউ স্বরে জানালুম যে খেলতে যাচ্ছি। আবার হুঙ্কার ছাড়ল বাবা। “ কত পাবে মাধ্যমিকে ?”

    -“ আজ্ঞে সেটা কী করে বলি আগের থেকে ?”

    -“ তাও কোনো অনুমান ?”

    -“ ইয়ে, অনুমান... অনুমান...” আমি বিস্তর সময় নিয়ে ভাবতে লাগলুম । “হনুমান!” বলে বিরক্ত হয়ে বাবা চলে গেল। তার একটু পরে আবার বোন এসে ফুচকা খাওয়ার অনুমতি চাওয়া মাত্রই বাবা তাকে সটান হনুমতি বলে দিল। বাবা কবি হয়ে যাচ্ছে নাকি ! সব্বোনাশ ! আর রক্ষা নেই !

    মাঝে মাঝে ভাবি খামোখা এত দুশ্চিন্তা হচ্ছেই বা কেন ! পরীক্ষা তো এতটাও খারাপ দিইনি । সবকটা পরীক্ষা, যাকে বলে একেবারে টপক্লাস হয়েছে ! বাংলার কথাই ধরা যাক না । সব প্রশ্ন তো করেইছি, উপরন্তু আবার ছবি অবধি এঁকে দিয়ে এসেছি একটা । আট নম্বরের প্রশ্ন ছিল । বিভীষণ আর ইন্দ্রজিতের চরিত্রের বর্ণনা । স্যারেরা বলে বর্ণনামূলক প্রশ্নে ছবি দেওয়া মাস্ট । বাংলার স্যার বলেনি বটে এরকম কিছু। কিন্তু বাংলাই বা কেন ব্যতিক্রম হবে ! অতএব আঁকা গেল একখান ছবি । নিকুম্ভিলা যজ্ঞাগারে বিভীষণ নতমস্তকে দাঁড়িয়ে আছে। হাতে একটা আধখাওয়া বিড়ি । ‘যজ্ঞাগারে ধূমপান নিষেধ’- এরকম একটা নির্দেশের দিকে আঙুল দেখিয়ে ইন্দ্রজিৎ তাঁকে বেদম ভর্ৎসনা করছেন । “ হায় তাতঃ , উচিত কি তব এ কাজ” ইত্যাদি। পেছনে দাঁত কেতরে পড়ে আছে লক্ষ্মণ । অত্যন্ত প্রাসঙ্গিক ছবি প্রশ্নের প্রেক্ষিতে । সাথে একটা কোটেশনও দিয়েছি আলবার্ট আইনস্টাইনের । যথা – “ পাবলিক প্লেসে বিড়ি খেলে একশো টাকা জরিমানা”। সব মিলিয়ে ওটায় আটে অন্তত সাড়ে সাত নিশ্চিত। প্রবন্ধটাও জম্পেশ লিখে এসেছি । ‘বাংলার উৎসব’ এসেছিল । মদন মিত্র থেকে শুরু করে চোলাই অবধি কিছুই বাদ দিইনি।

    অঙ্ক নিয়েও কোন চাপের কারণ দেখছি না । বদগোপালদাদা আগেরবার নাকি পঁচিশ নম্বরের অঙ্ক ছেড়ে এসে চল্লিশ পেয়েছিল। আমি কোন ঝুঁকি নিইনি । খাঁটি পঞ্চাশ নম্বর ছেড়ে এসেছি । আশি পাবোই । সোজা ঐকিক নিয়ম । আরও বেশি ছেড়ে আসতে পারতুম, কিন্তু তাতে আবার আমার নম্বর একশো ছাড়িয়ে যাওয়ার উপক্রম হত। পরীক্ষককে আমি এত সমস্যায় ফেলতে চাই না । তুমি তো জানোই, খুবুদার বালক আমি ।

    ভূগোলে ম্যাপ পয়েন্টিং নিয়ে একটু খুঁতখুঁত লাগছে বটে। কিন্তু সেটাও তেমন কিছু না । পামির গ্রন্থি ম্যাপে আসলে যেখানে হত, সেখান থেকে দেড়-দু ইঞ্চি দক্ষিণে নামিয়ে দিয়েছি । মানে ওই ভারত মহাসাগরের মাঝামাঝি চলে এসেছে আরকি । তবে এতেও কি চিন্তার কোনো কারণ আছে ? তুমিই বল ? অত বড় একটা জায়গা যদি মাত্র দু ইঞ্চি সরেই আসে , তবে এমন কি আর পার্থক্য বোঝা যাবে ! আমি তো শুনেছি হিমালয় নাকি প্রতি বছর তিন ইঞ্চি করে সরে আসছে নিজের জায়গা থেকে। তা এতো বড় হিমালয়ই যখন সরে আসছে, তখন পামিরের সরতে আর বাধা কি ! তাই এতে নম্বর কাটার তো কোনো প্রশ্নই নেই, বরং আমার দূরদর্শিতার কথা চিন্তা করে আরও কিছু নম্বর বেশি না দিয়ে দ্যায় ! বাকি কয়েকটা জায়গাও ওরকম এক-দু ইঞ্চি করে সরে এসছে (একটা তো আবার ম্যাপ ছাড়িয়ে বেরিয়েই গেছে) , সে যাই হোক , ওগুলো আগের যুক্তি অনুসারেই নম্বর পেয়ে যাবো আশা রাখছি।

    এসব কথা থাক । পরীক্ষার শেষ দিনে একটা মজার কাণ্ড হয়েছিল বরং সেই কথা বলি তোমায় । আমাদের শেষ দিনে পরীক্ষা ছিল জীবন বিজ্ঞান । দু-ঘণ্টার মতো কেটেছে। আমি মন দিয়ে উত্তর লিখে যাচ্ছি। বেশ মনে পড়ে, প্রশ্ন ছিল রুই মাছের অভিযোজন । বেশ একটা টসটসে রুই মাছ এঁকেছি । চোখে একটা গগলস পরিয়ে দেব কিনা ভাবছি । গগলস না পরে জলের ভেতর থাকলে খুব চোখ জ্বালা করে দেখেছি । মাছেরও করে নিশ্চয় ! মাছ বলে কি আর মানুষ নয় ! তাই চশমা পরাবো বলে পেন্সিলখানি ছুঁইয়েছি মাছের চোখে, অমনি দেখি দুজন লোক ঝুড়ি হাতে ঢুকে পড়েছে পরীক্ষার রুমে । ঝুড়িখানা বাগিয়ে ধরে রুমের মাঝামাঝি চলে এল। তারপর বলতে শুরু করল, “একটু পরেই সাব-ইন্সপেক্টর আসবেন পরীক্ষা পরিদর্শন করতে। তার আগে, যাদের কাছে টুকলি-চোতা-বইপত্র যা কিছু আছে সব এখানে দিয়ে যাও। উনি এসে ধরলে কিন্তু কেলেঙ্কারি হবে”।

    অমনি ঘরের মধ্যে একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেল । ছেলেপুলে দেখি যেখানে যেখানে কাগজপত্র লুকিয়ে রেখেছিল, সবকিছু বের করে ঝুড়ির মধ্যে ফেলে দিয়ে আসছে। সে যেন মেলা বসে গেছে। কী হইচই ! আমার পাশের ছেলেটা দেখি ফিরে এল কিছুক্ষণ পর। হাতে একগাদা কাগজ ! খ্যাঁকখ্যাঁক করে হেসে বলে , “ যাক ! পাঁচ আর ছ’নম্বরেরগুলোরও গতি হয়ে গেল ।”

    যখন ভিড় কমল , তখন দেখি যতটা ঘন-জনবসতিপূর্ণ মেলা বসেছিল, তার তুলনায় ঝুড়িতে প্রায় কিছুই জমা পড়েনি । একদল ছেলে টুকলি জমা দিয়ে এসেছে, আর একদল সেখান থেকে নিজেদের সুবিধেমতো টুকলি হাতিয়ে এনে এখন টুকতে বসে পড়েছে। ফলে ব্যালেন্স হয়ে গেছে । ঝুড়িবাহকেরা বেশ হতাশ হয়ে ফিরে গেল । দুঃখের বিষয়, ইন্সপেক্টর সেদিন আর এলেন না ।

    এসব মজার ঘটনা মনে আসছে বটে, কিন্তু আমার দুশ্চিন্তা কিছুমাত্র কমছে না । বাইরে যতবার বেরুচ্ছি, তত হতাশ হয়ে পড়ছি হে । বাজারের মধ্যে একটা কোচিং সেন্টার ইয়াব্বড়ো বিজ্ঞাপন দিয়েছে । লেখা আছে ‘একশো শতাংশ চাকরীর গ্যারেন্টি’। তার নিচেই একটা চপ তেলেভাজার দোকান । এটাকে কি তুমি কোইন্সিডেন্স বলবে ? সেই যে সেবার বাদুড়লাল পঞ্চাশখানা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের চেষ্টা করল, আর তারপর ওর ড্রয়ার থেকে ‘কথাঞ্জলি’ পাওয়া গেল - তুমি সেটাকেও কোইন্সিডেন্স বলে উড়িয়ে দিয়েছিলে। এই তোমার এক বদভ্যাস ! ধুর ভাল্লাগেনা ! আমার আবার মনখারাপ হয়ে গেল ।

    এবার পরীক্ষার পরের ছুটিতে আর পিসির বাড়ি যাইনি। তবে ওখান থেকে নিয়মিতই খবর পেয়ে থাকি । পিসে গ্রাম পঞ্চায়েতে একটা কোনও একটা সদস্যপদ পেয়েছিলেন, কিন্তু গর্হিত আচরণের কারণে বিতাড়িত হয়েছেন । বিতাড়নের কারণও নাকি খুব তুচ্ছ । পিসের পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল , কিন্তু প্রধানকে তিনি চিনতেন না । পাড়ার লোকে বুঝিয়ে দিয়েছিল যে লোকটা বোয়াল মাছের মতো বড় পেট করে সব মিটিংয়ে সামনের সারিতে বসে থাকে, ওটাই নাকি প্রধান । সেই মতো পরের মিটিংয়ে গিয়ে পিসে প্রধানকে আইডেনটিফাই করলেন, এবং মিটিং শেষ হতেই মুখে একগাল হাসি নিয়ে এগিয়ে গেলেন । সঙ্গে মধুর সম্ভাষণ , “ নমস্কার বোয়ালবাবু...”। প্রধান গম্ভীর হয়ে গেলেন। সেদিন আর বেশি কথা হল না, তবে পরদিনই পিসে বহিস্কারপত্র পেলেন ।

    ওখান থেকে আর কিছু তেমন খবর পাইনি । আর পেলেও সেরকম পাত্তা দিইনি । আজকাল নিজেকে নিয়েই চিন্তার শেষ নেই । তবে এর মধ্যে ধেড়েকাকু একটু আশার কথা শুনিয়েছেন এই যা । একদিন কথায় কথায় বলেছিলেন ওনার ছেলে নাকি মাধ্যমিকে চুয়াল্লিশ র‍্যাঙ্ক করছিল । আমি তো খুবোবাক ! চুয়াল্লিশ র‍্যাঙ্ক জানা গ্যালো কী করে ! এক থেকে দশের বাইরে তো কিছু বলে না টিভিতে । না তার উত্তরে উনি যা বললেন শুনে তো আমি তাজ্জব হয়ে গেলুম হে । একেবার নিখুঁত হিসেব । সেবার মাধ্যমিকে সর্বোচ্চ হয়েছিল নাকি ছ’শো চুরাশি । আর ওঁর ছেলে পেয়েছিল ছ’শো একচল্লিশ । তা মাঝের সবকটা নম্বরও যদি পূরণ হয়ে গিয়ে থাকে, তাইলেও তো ছেলের স্থান চুয়াল্লিশই হচ্ছে , নাকি ! উনি সবাইকে একেবারে জলের মতো হিসেব করে বুঝিয়ে দিলেন । সেই থেকে আমি একটু নিশ্চিন্তে আছি হে । ফেলও যদি করি, এমনকি শূন্যও যদি পাই , তাও এক থেকে সাতশোর মধ্যে র‍্যাঙ্ক আমার আটকায় কে ! আর দশ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে প্রথম সাতশোয় থাকা – আহা সে এক গর্বের বিষয় তো বটেই ! কী বলো তুমি ! কিয়ানন্দ, কিয়ুল্লাস ইত্যাদি !

    এই বুকভরা আশা নিয়েই আপাতত ঘুমোতে চল্লুম । রেজাল্ট-ফেজাল্ট সব মিটে গেলে পিসির বাড়ি ঘুরতে যাবো। তোমার সময় হলে এসো তখন। ক্ষুব্মজা হবে।

    এখন তাহলে এই অবধিই।

    ইতি,
    তোমার আকাট
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ২৩ মে ২০১৭ | ১১৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ***:*** | ২৩ মে ২০১৭ ০৬:০৯59658
  • হ্যাঃহ্যাঃ। ভাল্লাগ্লো।
  • Mahua | ***:*** | ২৩ মে ২০১৭ ১১:০১59657
  • :-)
  • pi | ***:*** | ২৪ মে ২০১৭ ০৪:২৭59659
  • খাসা !
  • রিভু | ***:*** | ২৪ মে ২০১৭ ১১:১৮59660
  • দারুণ!
  • শঙ্খ | ***:*** | ২৫ মে ২০১৭ ০১:৫৮59662
  • বাহ সাঙ্ঘাতিক ভালো। ক্ষুব্মজা হলো।
  • de | ***:*** | ২৫ মে ২০১৭ ০৯:৫৮59661
  • :))))))
  • Suhasini | ***:*** | ২৬ মে ২০১৭ ১২:২৬59663
  • খুব এক চোট হাসা গেল!
  • শিবাংশু | ***:*** | ২৭ মে ২০১৭ ০১:৪৯59678
  • বাহ, এক কথায় দারুণ ...
  • pritha | ***:*** | ২৭ মে ২০১৭ ০৪:২৩59675
  • kiii durdanto bhalo lekha...
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ***:*** | ২৭ মে ২০১৭ ০৪:৩২59676
  • প্যালা, টেনিদা একসাথে।
  • বিমান চক্রবর্তী | ***:*** | ২৭ মে ২০১৭ ০৬:২৪59677
  • ভীষণ ভালো লেখা। অনেকদিন আগের কথা মনে পড়ে যাচ্ছিল। র‍্যাঙ্কিকের হিসেবটা দারুন
  • Du | ***:*** | ০১ জুন ২০১৭ ০২:৩৮59679
  • আরে এটা তো জব্বর ঃ))
  • সিকি | ***:*** | ০১ জুন ২০১৭ ১০:৪৪59680
  • তুললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন