এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Sambuddha Bisi | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১০537953
  • চার্জশীটের জেরক্স চাই
    গুঁজলে কোথায়, সিবিআই?
  • পাপাঙ্গুল | 106.2.***.*** | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৩537958
  • একটা জিনিস খেয়াল করার আছে। হোয়া মেসেজে সোমা মুখার্জির নাম আবার এখন আবাপর অন্তর্তদন্তর রিপোর্টারেরও নাম সোমা মুখার্জি। এই নাম একই হওয়াটা কাকতালীয় নয় বলেই মনে হয়।  
  • শান্তনু নাথ | 103.67.***.*** | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৮537964
  • একেবারে চটি চাটা লেখা, এমন লেখা অনেকেই লেখে, চটি পিসীকে মহিমান্বিত করার জন্য।
  • aranya | 2601:84:4600:5410:7da5:39e3:dcd2:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৮537970
  • 'চটি চাটা' ইঃ বিশেষণ ব্যবহার না করে, লেখাটার কি কি সমস্যা / দুর্বলতা পয়েন্ট করে লিখলে ভাল হয় 
  • aranya | 2601:84:4600:5410:7da5:39e3:dcd2:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৬537972
  • যেমন, 
     
    ১। সিবিআই এর কনভিকশন রিপোর্ট অত খারাপ নয় 
     
    'The DoPT, in its report, also mentioned that during the year 2022, courts had delivered judgements in 557 CBI cases. “Out of these, 364 cases resulted in conviction, 111 in acquittal, 13 in discharge and 69 cases were disposed of for other reasons. The conviction rate was 74.59 per cent,” it said'.
     
     
    উন্নাও এবং হাথরাস কেসে সিবিআই তদন্ত করে এবং কনভিকশন হয়। সিবিআই-এর  যে দুজন মহিলা অফিসার এখন আরজিকর কেস এর তদন্তের চার্জে আছেন, তাদের একজন উন্নাও এবং অন্যজন হাথরাস তদন্ত লিড করেছিলেন, যতদূর মনে পড়ছে 
     
    ২। সিবিআই বা যে কোন তদন্ত কারী সংস্থা তাদের তদন্তের ডিটেলস, কারা সন্দেহের আওতায় এ সব তদন্ত চলাকালীন প্রকাশ করবে না, ধরে নেওয়া যায়, যাতে অপরাধীরা  সাবধান না হতে পারে। সেক্ষেত্রে নিয়মিত আপডেট এর দাবি জানালেও , তদন্ত চলছে, অগ্রগতি হচ্ছে এমন কিছু বাঁধা লব্জের বাইরে কোন আপডেট পাওয়ার কি সম্ভাবনা আছে? 
     
    ৩। কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করেছে, আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, এমন হওয়ার হাই চান্স। অতএব কলকাতা পুলিশ এবং পুলিশ মন্ত্রীর ওপর ভরসা করা যায় না। সিবিআই নিরপেক্ষ নয়, কেন্দ্রীয় সরকার-এর কন্ট্রোলে, কিন্তু এক্ষেত্রে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে বিচার চাওয়া ছাড়া আর কি উপায় আছে ? 
  • r2h | 208.127.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৪537974
  • কী উপায় আছে- এটা ইন্টারেস্টিং।
    এরা নিরপেক্ষ নয় - তা জানা, এদের চাপও দেওয়া যায় না, এরা তদন্তের অগ্রগতির আপডেটও দেয় না- কিন্তু এরা দিল্লিওলা। তাই এদের ওপর ভরসা।

    অন্যদিকে, রাজ্য পুলিশ - নিরপেক্ষ না, কিন্তু চাপ দেওয়া যায়, বেশি চাপ দিলে আপডেটও দেয়। কিন্তু তাদের বাতিল করে দেওয়া ছাড়া উপায় নেই।

    হতেই পারে তাও কিছু কারন আছে।
    কপু ও সিবিআই-এর সুবিধা ও অসুবিধা - এইরকম একটা টেবিল থাকলে বোঝা যেত।
  • aranya | 2601:84:4600:5410:7da5:39e3:dcd2:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৯537975
  • 'কী উপায় আছে' বলতে ভারতে আর কোন তদন্তকারী সংস্থার ওপর তদন্তের ভার দেওয়া যেতে পারে? ভারতের খুনের কেসে তো স্কটল্যান্ড ইয়ার্ড, এফবিআই বা ইন্টারপোল কে ডাকা যায় না 
     
    সিবিআই অন্তত মৃতার বাবা মা-র দ্বিতীয় পোস্ট মর্টেমের আবেদন উপেক্ষা করে সাত তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেয় নি, কলকাতা পুলিশের মত। ঘটনাস্থলে গাদা খানিক লোক কে ঢুকতেও দেয় নি। 
     
    কপু-কে বাতিল করেছে হাইকোর্ট, বাতিল না করে উপায় নেই বলেই করেছে 
  • aranya | 2601:84:4600:5410:7da5:39e3:dcd2:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩২537976
  • সিবিআই - এর  ওপর চাপ দেওয়া যায় , দেওয়া উচিত ও। চাপ টা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের 
     
    তদন্তের ক্ষতি না করে ঠিক কি ধরণের আপডেট আশা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে, সেটা আমার কাছে পরিস্কার নয় 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৮537978
  • মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল কীকরে জানা গেল? তদন্তকারী সংস্থা  তো জানায়নি। দরকারও নেই। তাহলে এই "তথ্য" গুলো কোথা থেকে জানা যাচ্ছে? 
     
    হয় বলুন আপডেট দরকার, কারণ তথ্য দরকার। অথবা বলুন, আপডেট দরকার নেই, তথ্যেরও দরকার নেই। কিন্তু আপডেট দরকার নেই, কারণ আমার "বিশ্বস্ত সুত্র" আছে, এটাই গোলমেলে। 
  • জানার দরকার নেই | 169.15.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৪537979
  • কোনো তদন্তকারী সংস্থাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের evidence আসামী পক্ষকে জানায় না। তদন্ত শেষ হওয়ার পর সমস্ত evidenceএর কপি আসামী পক্ষকে দেওয়া হয়, যাতে সে নিজেকে ডিফেন্ড করতে পারে সেগুলোকে কাউন্টার করে ।
    সমস্ত প্রমাণগুলো জুড়ে একটা গল্প/Fact তৈরি হয়, সেটাই চার্জশিটে লেখা থাকে, সেটার কপিও দেওয়া হয়। সুতরাং চার্জশিট জমা না হওয়া পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থাই তাদের প্রতিষ্ঠিত গল্পটা বলবে না। 
    তবে যা যা প্রক্রিয়া করতে কোর্টের অনুমতি লাগবে, সেই সেই প্রক্রিয়ার বিষয়ে কোর্টকে জানাবে, এবং প্রয়োজন হলে আসামী পক্ষকেও জানাবে। এই কোর্টে জানানো বিষয়গুলো কোনো না কোনোভাবে বাজারে লিক হবে আর আসামী পক্ষকে জানানো বিষয়গুলো তো ওপেন। 
    এবার বিশাল কল্পনাশক্তির অধিকারী কিছু মানুষ যারা পুলিশি তদন্তের 'ত'-ও বোঝে না, বিচারব্যবস্থারও 'ব' জানেনা, আইনের বইগুলো আসলে কিভাবে একটা ধারা পড়ার সময় অন্যান্য ধারার সংজ্ঞা মিলিয়ে মিলিয়ে পড়ে ইন্টারপ্রিট করতে হয় তার কিছু মাত্র জানে না, তারাই ওই লিকড তথ্য(যেগুলো আসলে কিছু পক্রিয়ার নাম ) আর আসামীকে জানানো বিষয়গুলোকে নিয়ে নিজেদের মনের মাধুরী মিশিয়ে রসালো কাহিনি বানাবে, যা তাদের সিনেমা দেখা বোধের সাথে ম্যাচ করে।
    যতদিন না চার্জশিট জমা প​ড়বে ততদিন নিত্যদিন নতুন নতুন গল্প চলতেই থাকবে বাজারি মিডিয়াতে।
  • aranya | 2601:84:4600:5410:1cf3:66d4:2e83:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৮537980
  • এই "তথ্য"গুলো জানা যাচ্ছে, মৃতার বাবা মা-র কথা থেকে (ভিডিও ক্লিপে  শুনেছি ওদের এই কথাগুলো বলতে )। 
    ভিডিও ক্লিপ গুলো ফেক, এমন কোন অভিযোগ শুনি নি 
    কলকাতা পুলিশ বা পুলিশমন্ত্রীর তুলনায় মৃতার বাবা, মা-র কথা আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য 
  • aranya | 2601:84:4600:5410:1cf3:66d4:2e83:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৭537981
  • 'কপু ও সিবিআই-এর সুবিধা ও অসুবিধা' - এ প্রসঙ্গে আরও একটা কথা। 
    তদন্তের উদ্দেশ্য প্রকৃত অপরাধীদের সনাক্ত করা , বিচার ও  শাস্তিদান। নিরপরাধ কাউকে যেন ফাঁসানো না হয় .
     
    এক্ষেত্রে, খুনের পরের দিনই পুলিশ মন্ত্রী বলেন ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসী চাই। কলকাতা পুলিশের কমিশনার বলেন ধৃত ব্যক্তি এক ভয়ংকর অপরাধী। অথচ সেই ব্যক্তি আদৌ খুনী কিনা, তা নিয়ে এখনও তদন্ত চলছে .
     
    কলকাতা হাইকোর্ট যে তদন্তের ব্যাপারে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেন নি, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই 
  • না জা দ নে | 169.15.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪০537982
  • কোপু একটা ছোটো এজন্সি তাই ধৃত সিভিক ভলান্টিয়ার কে এক ভয়ংকর অপরাধী বলেছে!
    সিবিআই একটা ব​ড়ো এজন্সি তাই থানার ওসিকেই প্রায় রেপিস্ট ও মার্ডারার বানিয়ে দিয়েছে, অন্তত পাবলিকের চোখে।
    তাই কোপু ছোটোলোক আর সিবিআই ব​ড়োলোক।
  • r2h | 208.127.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫০537983
  • সিবিআই তিন মাস তদন্ত করে একই লোককে অপরাধী বললে কপুর তিনদিনে তদন্ত করে বলে দেওয়ার ফলে বেশি আস্থাভাজন হবে কিনা- সেটা দেখার।

    পুলিশ বা তদন্তকারী বাহিনী প্রায়ই বিশ্বাসযোগ্য না। কেন্দ্রীয় বাহিনীগুলি কী কী করে ও কী কী করতে পারে তার অনেক উদাহরন চারদিকে গিজগিজ করছে। আবার ভালো কাজও করে।
    অন্যদিকে কপুও বদ, আবার পার্কস্ট্রিট কান্ডে সরাসরি মুখ্যমন্ত্রীর হোস্টিলিটির পরেও অপরাধী শনাক্ত করেছে।

    সেসবের পরেও একটি বাহিনী অন্য বাহিনীর তুলনায় বেশি আস্থাভাজন কেন - তাতেই একটু অবাক, আর কিছু না।

    তবে কাউকেই বিশ্বাস করতে না পারা একটি বিষম শূণ্যতা, তার থেকে মুক্তি আমরা খুঁজি, ব্যাঙ্গমা ব্যাঙ্গমী, রাজপুত্র ইত্যাদি। সিবিআই ততটা কাল্পনিক না হলেও বেশ দিল্লিওলা।

    তবে এই সব কূটকচালি আর কী, দিনের শেষে অপারাধীরা ধরা পড়ুক, উপযুক্ত শাস্তি হোক, দুর্নীতির আখ্ড়া গুলি ভাঙুক - এই আমরা সবাই চাই, পদ্মপাতায় এইটুকু মতৈক্য তো আছেই।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৮537984
  • আমার আপডেটের লিস্টে তিলোত্তমার বাবার ভিডিওগুলো আছে। একাধিক বয়ান। কোনোটায় বলা হচ্ছে পুলিশ চাপ  দিয়েছে। কোনোটায় বলা হচ্ছে চাপ দেওয়াটা বাজে কথা। সব কটাই টিভির একান্ত সাক্ষাৎকার। কোন বয়ানটা নেব কীকরে বোঝা গেল? 
     
    এখনও "কাকা" কে, কে চাপ দিয়েছেন এই নিয়ে নানা বয়ানের স্রোত। নানা লোকের। আপডেট করা হয়নি। করব। এর কোনো বয়ানটাই মিথ্যে কেউ দাবী করেননি। জানা সম্ভব না। এর মধ্যে থেকে পছন্দমতো বেছে নিলে ন্যারেটিভ বানাতে সুবিধে হয়। তথ্য কিছু জানা যায়না।জ 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৬537985
  • এছাড়া কলতান এবং ছাত্রসমাজের কেসে হাইকোর্ট বস্তুত ধামাচাপা দিয়ে তদন্তই বন্ধ করে দিয়েছে। তারা বিশ্বাসযোগ্য হল কীকরে। 
     
    কপু অভীক দে কে ফরেনসিক বিশেষজ্ঞ বলে চালিয়েছে। ১৪ ই আগস্ট রাতের ঘটনার আপডেট বন্ধ করে দিয়েছে। এই দুটো প্রামাণ্য। এই দুটো নিয়ে প্রশ্ন তোলাই যায়। 
     
    সিবিআই কখনও একটাও আপডেট দেয়নি। তদন্ত বাঁচিয়ে যেটুকু দেওয়া যায়, সেটুকুও না। সঞ্জয় রাই, অন্য যেকোনো কেসে হলে বেল পেয়ে যেত। তথ্যপ্রমাণ লোপাটের কেসে কোনো প্রমাণ নেই, আদালতে তারাই বলেছে। এর সবকটাই সন্দেহজনক। 
     
    এর সব কটাই তথ্যসমর্থিত। প্রশ্ন তুলতে হলে তথ্যের ভিত্তিতেই তুলতে হবে। সেই জন্যই আপডেট দরকার। আপডেট না চাইলে ঠিক আছে। কিন্তু গুজব ছড়াবেন না।
  • . | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১০537986
  • এবং কোন তথ্য প্রমাণ ভিত্তির জোরে সন্দীপ ঘোষের ডাক্তারি লাইসেন্স কেড়ে নেওয়া হলো? অপরাধ তো প্রমাণই হয় নি, চার্জশীটও নেই, তবে কেন ডাক্তারি লাইসেন্স কেড়ে নেওয়া হলো? 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১৪537987
  • আদৌ হয়েছে কিনা  সে নিয়েই সন্দেহ আছে। আমি এই ব্যাপারের আইন কানুন জানিনা। তবে আপাতদৃষ্টিতে তো বেআইনীই মনে হয়। 
  • :|: | 174.25.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪০537988
  • "আদৌ হয়েছে কিনা  সে নিয়েই সন্দেহ আছে।" কী হয়েছে কিনা নিয়ে সন্দেহ? মার্ডার? 
  • aranya | 2601:84:4600:5410:cc4e:ac14:3825:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫০537990
  • তথ্য খুবই ​​​​​​​ভাল ​​​​​​​জিনিস। ​​​​​​​যেমন ​​​​​​​নিচের ​​​​​​​তথ্য ​​​​​​​গুলো 
     
     
    ১। কপু-র এক ওসি কে সিবিআই প্রমাণ লোপের অভিযোগে গ্রেপ্তার করেছে 
    ২। পুলিশ মন্ত্রী অকল্পনীয় দ্রুততায় বিচারাধীন এক বন্দীর ফাঁসির দাবি করেছেন
    ৩। পুলিশ মন্ত্রীর ভাইপো আরও এক ধাপ এগিয়ে সেই বন্দীকে এনকাউন্টার করে দিতে বলেছেন ।   এই এনকাউন্টার কিলিং এর  আহ্বানের জন্য ভাইপো টির বিরুদ্ধে তার দল এবং কপু কোন পদক্ষেপ করে নি 
    ৪। কপু খুনের দিন সেমিনার হলে পুলিশ ছাড়াও অন্য লোকেদের ঢুকতে দিয়েছিল 
  • aranya | 2601:84:4600:5410:cc4e:ac14:3825:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৮537993
  • 'আমার আপডেটের লিস্টে তিলোত্তমার বাবার ভিডিওগুলো আছে। একাধিক বয়ান। কোনোটায় বলা হচ্ছে পুলিশ চাপ  দিয়েছে। কোনোটায় বলা হচ্ছে চাপ দেওয়াটা বাজে কথা'
     
    - মৃতার বাবা পরস্পর বিরোধী কথা বলেছেন, এটা র কি একাধিক দৃষ্টান্ত আছে? আমার একটা ই মনে পড়ছে -  পুলিশ তাদের টাকা অফার করেছিল বলে পরে বলেন যে তেমন কিছু হয় নি, এবং তারও পরে বলেন , টাকা অফার করেনি বলাটা তৃণমূলের চাপে, পুলিশের বিরুদ্ধে কিছু বললে তদন্ত ব্যাহত হতে পারে, এসব বলা হয়েছিল ওদের, টাকা অফার করার ঘটনাটাই সত্য  
     
    মেয়ের দেহ রেখে দিতে চেয়েছিলেন, দ্বিতীয় বার ময়নাতদন্ত চেয়েছিলেন - এ কথাগুলো ও কি মৃতার বাবা কখনো অস্বীকার করেছেন ? 
     
    আর একটা প্রশ্ন - এরকম খুনের ক্ষেত্রে পুলিশের SOP কি? দ্বিতীয় বার পোস্ট মর্টেমের জন্য দেহ কিছুদিন রেখে দেওয়া উচিত - এটা তো কমন সেন্স মনে হয় 
  • :) | 2405:8100:8000:5ca1::219:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৪537994
  • কপুর মত প্রেস কনফারেন্স করে নির্ভেজাল ঢপ মারার মত দক্ষতা সিবিআই এখনো দেখাচ্ছে না কেন? এই মর্মে আন্দোলন চাই।
  • এনকাউন্টার | 2409:40e7:119:784c:3086:94ff:fef1:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪০537998
  • মহারাষ্ট্রে বদলাপুর ঘটনায় সত্যি এনকাউন্টার করে দেওয়া দলটি নিয়ে অরণ্যবাবুর বক্তব্য কী ? অবশ্য কোথাও বক্তব্য নিশ্চয়ই রেখেছেন ,এতবড় ঘটনায়,তাওএই মাত্র দুইদিন আগে ঘটে যাওয়া, কিচছু বলবেন না, এমন হওয়া বেশ অসম্ভব। সেই বক্তব্য পেস্ট করে দিলেও হবে। ও হ্যাঁ,আসামের গতমাসের স্কুলছাত্রীর গণধর্ষণে অভিযুক্ত 'মৃত' দোষীই নয়,এও প্রকাশিত দেখেছেন নিশ্চয়।

    মহামহোদয় সিবিআই এর মনীশ শিশোদিয়া আর অরবিন্দ কেজরিওয়ালের কেস নিয়ে যা বক্তব্য, নিশ্চয়ই আছে ধরে নিয়ে বলছি,আরেকবার জানাবেন।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:5c69:84ca:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০০538001
  • "কপুর মত প্রেস কনফারেন্স করে নির্ভেজাল ঢপ মারার মত দক্ষতা সিবিআই এখনো দেখাচ্ছে না কেন?"
     
    যাকলা ঢপ মারার দক্ষতা তো সিবিআই সারা দেশ জুড়ে দেখিয়ে চলেছে! স্বয়ং সুপ্রিম কোর্ট তার প্রশংসা করেছে তো! 
  • dc | 2a02:26f7:d6c6:680d:0:b08b:5604:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮538002
  • মাইরি সিবিআই এর ওপর এই ভক্তি দেখলে প্রধানসেবকও হেসে ফেলবে। 
  • সুপ্রিম কোর্ট | 2405:8100:8000:5ca1::21c:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৪538003
  • হ্যাঁ, পারদিওলা তো বলেইছেন এমন কাণ্ড তিরিশ বছরে দেখেননি। এর পরেও যে কপুকে ভক্তি করবে না তাকে ব্লক করাই উচিত।
  • :|: | 174.25.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৪538004
  • পাদ্রীওয়ালা পেরাকটিস করছেন ৩৫ বছর। ১৯৮৯ থেকে। তিরিশ বছরে এমন দেখেননি। তাইলে তার আগের পাঁচ বছরে দেখেছেন। সেই কেসটার ডিটেইল জানতে বড়ো মঞ্চায়। 
  • হরিদাস পাল | 117.239.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৯538007
  • কথা এ  আছে যা রটে তা কিছু তো বটে ! কিংবা "যেখানে দেখিবে ছাই , উড়াইয়া দেখো তাই , পাইলে পাইতে পারো অমূল্য রতন " !  এ পরিস্থিতে , যেখানে তথ্য লোপাট করা হয়েছে এবং যখন সাধারণ জনতা জেনেও বলতে চাইছেনা , সেখানে CBI র উচিত সব ছাই উড়িয়ে উড়িয়ে দেখা , হয়তো  এর মধ্যে থেকেই  "অমূল্য রতন" রা বেরিয়ে আসবেন , যাদের  আড়াল করার চেষ্টা হচ্ছে  !
  • সূত্র | 138.199.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৭538015
  • SOP জানা নেই তবে দীর্ঘ দিন যে সব নিয়ম চলে আসছে তা এরকম।
    কারো বডি আটকে রেখে দেওয়ার ক্ষমতা পুলিশের নেই। পোস্টমর্টেম হয়ে গেলে বডি বাড়ির লোককে হ্যান্ডওভার করাটাই নিয়ম।
    বাড়ির লোক পাওয়া না গেলে বডি রেখে দেওয়া হবে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, কতদিন সেটা ওরাই বলতে পারবে।
    বডি পাওয়ার পর বাড়ির লোক কী করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, জ্বালাবে না কবরে দেবে না ফেলে রেখে দেবে...
    তবে বডি হ্যান্ডওভার হয়ে যাওয়ার পর যদি কোনো ল অ্যান্ড অর্ডার জনিত সমস্যা সৃষ্টি হয়, যেমন হাসপাতাল ঘেরাও (অন্যান্য রোগীদের অসুবিধা), পথ অবরোধ (পথচারীদের অসুবিধা), ডেডবডিকে পাবলিক প্লেসে ফেলে রাখা (ডেডবডির ডিগনিটি)... 
    এসব ক্ষেত্রে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব এই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করবে।
    আর সেটা করতে গেলে প্রথমেই হ্যান্ডওভার হয়ে যাওয়া ডেডবডি এবং বাড়ির লোকজনকে সেখান থেকে তাদের গন্তব্যে যেতে ফেসিলিটেট করাটাই নিয়ম।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

RGKar
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন