dc, kk একেবারেই স্পট অন।
ধ্যানের কোন rigid definition সম্ভব নয়, কারণ ধ্যান একটি framework যার জন্য একটি umbrella term যে
ধ্যান == মনোযোগ (double equality)
এবার ধ্যানের নানান সাবটাইপ, তাদের প্রিসাইজ definition যেমন mindfulness meditation, যাকে এক কথায় বলে "moment to memont intronsic nonjudgmental awareness", মানে প্রত্যেক "ক্ষণে" মনে যা উদিত হচ্ছে তাকে কোন বিচার না করে তাতে মন দেওয়া। এবার তার সাবটাইপ আরো preisely defined, অনাপনসতী (পালি), যে নিঃশ্বাস প্রশ্বাসের পর্যবেক্ষণ।
যে কারণে কেকে'র কিসমিস মেডিটেশন এই ফ্রেমওয়ারকে আসে।
আচ্ছা, এবার testable hypothesis, এইটা meditation research এ অসম্ভব জটিল, যে কারণে neurophenomenologyর কথাটা উঠছে, তার কারণ ধ্যানের observation subjective, objective নয়। ফলে আপনি যে পজিটিভিস্ট rationalist lens দিয়ে দেখতে চাইছেন হয়ত পুরোপুরি পারবেন না। যে কারণে empirical research, এগুলোর কথা উঠছে, আগের লেখাটায় দেবাশিসবাবুর সঙ্গে খুব ভাল আলোচনা হচ্ছিল।
যে কারণে meditation research এ কিছু ক্লিনিকাল আউটকামের বাইরে আর কিছু দেখতে পাওয়া যায় না, এমন কিছু আউটকাম, যেগুলো হয় objectively মাপা যায়, নয়ত যার মাপবার instrument validated যেমন stress inventory। এ বাদ দিলে fMRI আর magnetoencephalography, EEG, সে আরেক গল্প, সেইসব বলার জন্যেই শুরু করেছিলাম, অতএব চলবে।