এবারের কলকাতা বইমেলা (২০২৪) -এ থাকছে আমার এই বইগুলিঃ-
১) ধর্মাধর্ম
“আমার ধর্মাধর্ম হল কোদণ্ডস্বরূপ” – কবির আর্ষ প্রয়োগে, কোদণ্ড অর্থ কোদাল ধরে নিয়েই, লেখক ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস খুঁড়ে আলোচনা করেছেন কী ভাবে মানুষের বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছিল আমাদের ধর্ম ভাবনা, এবং তার পাশাপাশি অধর্মের ভাবনাও। আজকের প্রযুক্তি-মোড়া বিশ্ব যখন ধর্মীয় অবিশ্বাস ও অস্থিরতায় নিয়ত ব্যতিব্যস্ত, তখন এমন পর্যালোচনা আধুনিক বিশ্বের প্রতিটি ধর্ম নিয়েই জরুরি হয়ে উঠেছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যা রেখে গেছেন – সেটা তো দেখা গেল – এবার আমরা কী রেখে যাবো আমাদের উত্তরপুরুষদের জন্যে? ধর্মভিত্তিক দমবন্ধ করা হানাহানি নাকি বিশ্বজোড়া একটিই ধর্ম – মানবধর্ম?
প্রকাশকঃ গুরুচণ্ডা৯
প্রাপ্তিস্থান- বইমেলা প্রাঙ্গণ - ৫২৮ নম্বর স্টল।
২। চিরসখা হে - শ্রীমদ্ভাগবত গীতার মূলানুগ বাংলা অনুবাদ - ব্যাখ্যা-টিকা-টিপ্পনি এবং "বেশ একটু গুছিয়ে-বুঝিয়ে" দেওয়ার প্রয়াসহীন - অর্থাৎ গীতা পড়তে আপনি হাঁফিয়ে উঠবেন না।
প্রকাশকঃ সৃষ্টিসুখ
প্রাপ্তিস্থানঃ বইমেলা প্রাঙ্গণ - ৬৫১ নং স্টল (৯ নম্বর গেটের কাছে)
৩। বিনি সুতোর মালা -
বিনি সুতোর মালা একজন মানুষের শৈশব, কৈশোর বা তারুণ্যের ধারাবিবরণী নয়। এই কাহিনী মূলত ষাট থেকে আশির দশকের বাঙালি মধ্যবিত্ত পরিবারের এক সদস্যের আত্মকথন। সমকালীন আর্থ-সামাজিক প্রেক্ষাপট উন্মোচিত হয়েছে সাধারণ একজন মানুষের কলমে। স্বভাবতই তাত্ত্বিক আলোচনার পরিবর্তে এ বইয়ে স্থান পেয়েছে আমজনতার জীবনচর্যা থেকে উঠে আসা গল্প। এই কারণেই আর পাঁচটা আত্মজীবনীমূলক রচনার থেকে এই সংকলনের মেজাজ এবং কথনশৈলী সম্পূর্ণ আলাদা।
প্রকাশকঃ সৃষ্টিসুখ
প্রাপ্তিস্থানঃ বইমেলা প্রাঙ্গণ - ৬৫১ নং স্টল (৯ নম্বর গেটের কাছে)
৪। দশে দশ -
..."এই মুহূর্তে দুই বাংলার সাহিত্যের চার্ট বাস্টার তালিকায় একবার চোখ বোলালেই পরিষ্কার হবে - আধুনিক সাহিত্যের পাতায় বীরদর্পে ফিরে এসেছে ভূত-পেতনি-তন্ত্র-মন্ত্র-রাক্ষস-ডাইনি-অলীক - ফ্যান্টাসি - পরাবাস্তব - বাস্তব ভিনগ্রহ/ভিন্ গ্রহী - রগরগে রহস্য রোমাঞ্চের জগৎ।
এই প্রেক্ষীতে বর্ষীয়ান সাহিত্যিক শ্রী কিশোর ঘোষালের এই গল্প সংগ্রহটি ব্যতিক্রমী প্রয়াস বৈকি! কলমচি ব্রাত্য বিষয় ও ব্রাত্যজনের জীবনকে তুলে নিয়েছেন কলমে। উঠে এসেছে পরশ মনা জিতেনের মেয়ে ফটিক হীরালালজির মতো সেই অজস্র চরিত্ররা - শহরের আলোকিত রাজপথে অন্ধকার গলিতে বস্তিতে হাইরাইজে রুটের বাসে লোকাল ট্রেনে যাদের দেখা মেলে...(লিখছেন শ্রী যুক্ত দেবজ্যোতি ভট্টাচার্য)
প্রকাশকঃ সৃষ্টিসুখ
প্রাপ্তিস্থানঃ বইমেলা প্রাঙ্গণ - ৬৫১ নং স্টল (৯ নম্বর গেটের কাছে)
৫। তিন এক্কে তিন হেমকান্ত মীন -
শোভাময়ী সান্যাল একজন গৃহবধূ। তবে আর পাঁচজনের থেকে তিনি আলাদা,কারণ তিনি ক্ষুরধার বুদ্ধিকে কাজে লাগিয়ে ভেদ করেন একের পর এক রহস্য। তাঁর সহাকারী হিসাবে আছে তার পুত্র জ্যোতিষ্ক সান্যাল। এই কিশোর যেমন তার মাকে রহস্যের কিনারা করতে সাহায্য করে,তেমনই সুন্দর গদ্যে প্রতিটি কাহিনিকে লিপিবদ্ধও করে ফেলে এই সংকলনে আছে মাতাপুত্রের এই জুটির তিনটি রহস্য কাহিনী।
প্রকাশকঃ সৃষ্টিসুখ
প্রাপ্তিস্থানঃ বইমেলা প্রাঙ্গণ - ৬৫১ নং স্টল (৯ নম্বর গেটের কাছে)
টিম সৃষ্টিসুখ ঃ ৯৯১০২ ৭০৪৩২ / ৮৯৬১২ ৩৭০৫০
অথবা লেখক ঃ ৯৪৩৩০ ০২৫০৭; E-mail:
ghosal.kishore@gmail.com
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।