প্রিয় ছাত্রছাত্রীরা,
এসো, কোভিড অতিমারীকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমরা দ্বাদশ অঙ্গীকার করি।
১। কলেজে এসে সাবান দিয়ে হাত ধোবো, আর স্যানিটাইজার স্প্রে করে ব্যাগটা জীবাণুমুক্ত করব।
২। ক্লাসে ঢুকে সব জানলা খুলে দেব। ডেস্কে নিজের বসার জায়গা জীবাণুমুক্ত করব। ছাড়া ছাড়া বসব।
৩। কলেজে মাস্ক খুলবোনা, মাস্ক ঢিলে রাখবোনা, মাস্ক ঠিক করে নিতে হলে দু পাশে দড়ি ধরে ঠিক করব, মাস্কে নাক, মুখ দুটোই ঢেকে রাখবো।
৪। যতটা পারবো, বাড়ি থেকে টিফিন আনবো। ক্যান্টিন বা অন্য কমন জায়গায় ভিড় করবোনা।
৫। টয়লেট ব্যবহারের পর অতি অবশ্যই সাবান দিয়ে হাত ধোবো। স্যানিটাইজার স্প্রে করে টয়লেট সিট জীবাণুমুক্ত করে তবেই ব্যবহার করব।
৬। পান মশলা, গুটখা খাবোনা, কলেজে যত্রতত্র থুতু ফেলবোনা।
৭। বাড়ি ফিরে মাস্ক, জামাকাপড় ধুয়ে দেব। সম্ভব না হলে একদিন রোদে রাখব, তারপর আবার ব্যবহার করব।
৮। সারাদিনের কাজে মাস্ক ছিঁড়ে যেতে পারে, ভিজে যেতে পারে, তাই ব্যাগে পরিষ্কার ঠোঙাতে একটা অতিরিক্ত মাস্ক নিয়ে আসবো।
৯। কলেজে নিয়ে আসবো - ছোট শিশিতে তরল সাবান বা সোপ পেপার, স্যানিটাইজার স্প্রে, হাত মোছার তোয়ালে রুমাল, অতিরিক্ত মাস্ক, সম্ভব হলে বাড়ির টিফিন। যদি কোনো বন্ধু আনতে না পারে, তাকে সাহায্য করবো।
১০। সাবান দিয়ে হাত ধোবো তিনবার -
ক) ক্লাসে ঢোকার আগে,
খ) টিফিন খাবার আগে,
গ) টয়লেট ব্যবহারের পরে।
১১। স্যানিটাইজার স্প্রে করব তিন ক্ষেত্রে -
ক) ক্লাসে ঢোকার আগে ব্যাগে,
খ) টয়লেট সিটে,
গ) রেলিং জাতীয় কমন জায়গা ধরে ফেললে হাতে।
১২। আমরা ভয় পাবোনা, বেপরোয়াও হবোনা, নিয়ম মানবো, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
ভূপ্রহরী, ভূগোল বিভাগ, প্রভু জগদ্বন্ধু কলেজ, আন্দুল, হাওড়া।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।