এনআরসি, ক্যা, এনপিয়ার - সোশ্যাল মিডিয়ার দেওয়াল এখন এদেরি দখলে। বড়দিন, নববর্ষে পালাপার্বণের ভরা মোচ্ছবের বাজারেও। এরকম গম্ভীর বিষয় নিয়েও ইয়ার্কি, ফাজলামি, খোরাক, খিল্লি, ব্যংগবিদ্রূপে ছেয়ে যাচ্ছে ফেসবুক ট্যুইটার ফেসবুকের দেওয়াল, রাস্তায় নেমে যুদ্ধের সংগে সমানতালে চলছে মায়াদুনিয়ায় পোস্ট আর পোলের লড়াই। সেসব যুদ্ধেরই কিছু আঁচ, দেয়ালের কিছু ভেংচি কাটা ছবির টুকরো, রইল এই সংকলনে।
আপনাদের নজরে মণিমুক্তো কিছু এলে পাঠান এই ঠিকানায়, পরবর্তী দেয়াল লিখনের জন্য, guruchandali@gmail.com
শুভ নববর্ষ। ২০২০ বিজেপি বাদে সবার ভাল কাটুক
-রৌহিন ব্যানার্জি
১ জানুয়ারি, ২০২০
ধনখড় যা করছে বুঝে করছে। আপ ক্রোনোলজি সমঝিয়ে।
প্রথমে, অমিত শা বিজেপি বুদ্ধিজীবী সমাবেশে এসে বাংলার মাটিতে দাঁড়িয়ে দেশভাগে শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে গর্ব করলো।
তারপর, বিজেপি উদবাস্তু পকেটে এনারসি ও ক্যাব নিয়ে প্রচার করলো, মতুয়া ভোট পুরোটাই পেলো। পুরো প্রচারে এনারসির কথাও বারবার বলে গেলো।
তারপর, একদিকে ধনখড় আসলো আর অন্যদিকে মোহিত রায় - পুরনো জেনোফোব - ও তার সাঙ্গপাঙ্গরা মাঠে নামলো। আমার বাবার মতন লোকেদের কাছে ৪৬এর দাঙ্গা আর নোয়াখালী নিয়ে ফরয়ার্ড আসা শুরু হল। তারপর, ক্যা পাশ হলো, মতুয়া ও অন্যান্য উদবাস্তুদের মধ্যে প্রচার শুরু হল। একই সাথে দেশভাগে শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে গর্ব ও হিন্দু উদবাস্তুদের পরিত্রাতা সাজা হলো, দ্বিচারিতা কেউ ধরলো না। ঋত্বিক হিন্দু হলেন।এরপর, ফাইনালি, ধনখড় বঙ্গভঙ্গ নিয়ে গর্ব করলো, নিজেকে যে ভাইসরয় ভাবে, সেটা বুঝিয়ে দিলো।
জেতার জন্য বঙ্গভঙ্গ করতে ওদের আপত্তি নেই। ভঙ্গ কথাটার অর্থ মনে রাখবেন।
-স্বাতী মৈত্র
৩১ ডিসেম্বর
- ওদের রাবণের গুষ্টি
(যিনি বলছেন তাঁর ৭ ভাইবোন)
- ওদের নাম আরবি কেন
(ওনার ছেলে ওনাকে ড্যাড বলে ডাকে)
- ওরা টুপি পরবে কেন
(উনি ছেলের পৈতে দিয়েছেন)
- ওরা মুসলিম হলেও শিক্ষিত
(ওনার ছেলের দশজন টিউশন টিচার)
- তা বলে ঐভাবে পশু কাটবে
(রবিবার পাঁঠা না হলে চলেনা)
- ওরা কখনো শুয়োর খাবে? আমরা কিন্তু বিফ খাই
(ওনার কোন মুসলমানের সাথে আলাপ নেই)
- ওদের ধর্মে মেয়েদের সম্মান নেই
(উনি পণ নিয়ে বিয়ে করেছিলেন)
- ও বাবা পার্ক সার্কাস, যাস না
(উনি কখনো নিজের ঘেটোর বাইরে বেরোননি)
- যত ক্রাইম মুসলমানরা করে
(উনি নীরব মোদির নাম মনে করতে পারছেন না)
- আমরা বাবা খুব সেকুলার, ওরাই তো দূরে দূরে থাকে
(ওনার বাড়িতে বাথরুম পরিষ্কার করবার জমাদারকে উনি জল খেতে দেননা, 'হাইজিন' বলে)
- ওদের বড্ড কুসংস্কার
(ওনার হাতে তিনটে আংটি)
- ৪৬এর দাঙ্গা, নোয়াখালী
(বিজেপিকে ভোট দিয়েছেন)
- মমতাজ বেগম হেহেহে
(আইটি সেলের হাজারটা ফেক ভিডিও এইমাত্র ছেলেকে ফরোয়ার্ড করলেন)
এগুলো শুনেছেন তো? আশেপাশেই, ঘরের মধ্যেই? হ্যাঁ, বাঙালি উচ্চবর্ণদের বলছি।
- (দীপ্তর্ক চৌধুরীর একটি ইংরেজি পোস্টের অনুপ্রেরণায় Swati Moitra র লেখা)
২৮ ডিসেম্বর
এন পি আর এবং এন আর সি-র মধে কোনও সম্পর্ক নেই- অমিত শাহ..
ও আমার কেউ নয়. পিসতুতো ভাই হয়. শুনে তাই মোর মাথা ঘোরে বন বন বন বন. Sweetheart, (Sweetheart) I am sitting alone...
- অভিজিত মজুমদার
২৬ ডিসেম্বর