আবার কাণ্ড যাদবপুরে। ইংরিজির অধ্যাপিকা দয়িতা মজুমদার নিগৃহীত হলেন একদল 'হিন্দু ভীর'এর হাতে। ঘটনার সূত্রপাত যাদবপুর এইটবি তে। শ্যামাপ্রসাদের নামাঙ্কিত কোনো একটি কমিটির সভা চলছিল সেখানে। শ্যামাপ্রসাদের আদর্শকে অক্ষুণ্ন রেখে সভার বক্তারা যথারীতি বিষোদ্গার করছিলেন সংখ্যালঘুর উদ্দেশ্যে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে দয়িতা ভব্যতা বজায় রেখে বলেছেন ঘৃণা ছড়ানো হচ্ছিল। যারা ততটা রাজনৈতিক সঠিকত্বে বিশ্বাসী নন, তাঁদের সোশাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে। 'কাটার বাচ্চা', 'মোল্লার বাচ্চা' ইত্যাদিও উচ্চারিত হয়েছিল। যাদবপুরবাসী যেহেতু এমনকি বর্বরদেরও বাকস্বাধীনতায় বিশ্বাসী, তাই কেউ বাধা দেননি।
গোল বাধে এর পরে। জনৈক বক্তা আঙুল উঁচিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে দেখিয়ে বলতে থাকেন, ওই বিশ্ববিদ্যালয়টিই যত নষ্টের গোড়া। ওখানে রোজ আল্লাহু আকবর ধ্বনি দেওয়া হয়। নেহাৎই শ্যামাপ্রসাদীয় আফিমের নেশাড়ু না হলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষেই এই অদ্ভুতুড়ে দাবি মেনে নেওয়া মুশকিল। সভার কাছ দিয়ে হেঁটে যাওয়া দয়িতা বলে ফেলেন 'এটা মিথ্যে কথা'। এবং 'হিন্দু ভীর'রা তাঁর উপর চড়াও হন। দয়িতার বর্ণনানুযায়ী, একদল মাসীমা, যাঁদের দেখে মনে হয় এখনই 'আর একটা মাছ (কিংবা মিষ্টি) দিই মা?' বলবেন, সেরকমই একদল মহিলা হঠাৎ উন্মত্ত হয়ে ঘিরে ফেলেন। রক্তারক্তি অবশ্য কিছু হয়নি, হাত-পাও অক্ষত। কিন্তু হেনস্থা হয়। কাছেই উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। তাঁদের অবশ্য শারীরিক নিগ্রহও হয়।
খবর পেয়ে ছাত্রছাত্রীরা জমায়েত হন এলাকায়। স্থানীয় মানুষরাও এসে সভাস্থল ঘিরে ফেলেন। পুলিশ কর্তব্য পালন না করলে হিন্দু বীরদের অশেষ দুর্গতি ছিল। একলা মহিলাকে পেয়ে যে 'ভীর' রা হেনস্থা করেছিলেন, তাঁরা অবশ্য আর টিকি দেখা যায়নি। পুলিশে এফ-আই-আর করা হয়। ভাঙচুর হয় সভাস্থল।
ঘটনাস্থল থেকে পালিয়ে এসে 'ভীর'রা তাঁদের শেষ সম্বলের আশ্রয় নেন, যার নাম আইটি সেল। গভীর রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি গভীর বীরত্বব্যঞ্জক উদাত্ত আহ্বানঃ "যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের পাশে CAA সংক্রান্ত এক জনসভাকে কেন্দ্র করে যাদবপুর ইউনিভার্সিটির কিছু নকশাল পন্থী পড়ুয়া এবং স্থানীয় হার্মাদ বাহিনী সভা বানচাল করার চেষ্টা করে। স্লোগান তোলে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সভা শেষে তারা স্টেজ ভাঙচুর করে, স্টেজে লাল ঝান্ডা গেড়ে দেয়, এবং সেই সময় উপস্থিত আমাদের মহিলা ও বরিষ্ঠ কর্মীদের উপর হাত তোলে। এদের এই সাহস ক্রমশই বেড়ে চলেছে।"
এই দুঃসাহসের বিরুদ্ধে, আজ, অর্থাৎ ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার দুপুর ৩ টের সময় যাদবপুর থানার সামনে 'ভীর' রা একটি ধর্ণার আয়োজন করেছেন। "বিজেপি, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ অন্যান্য মোর্চা এবং প্রত্যেক সেলের সব পদাধিকারী ও দায়িত্বপ্রাপ্ত কার্য্যকর্তা সহ সকল বিজেপি কর্মীবৃন্দের এই প্রতিবাদে উপস্থিতি বাধ্যতামূলক"।
আশা করা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্থানীয় মানুষরাও এই ধর্ণায় উপস্থিত হয়ে একে সাফল্যমন্ডিত করে তুলবেন।