১
শব্দকে হত্যা কর
এই তিনটি তামিল শব্দে
বললেন তিরুভল্লুভর
শব্দকে হত্যা কর
আর্তি একটি গুজরাতি শব্দ
লিখলেন বিনোদ কুমার শুক্ল
হিন্দী ভাষার মুকম্মল কবি তিনি
আর লিখলেন যদিও হিন্দীতে,
আর্তি একটা বাংলা শব্দ
মুকম্মলও,আমি উর্দু শব্দ
কব্জি ডুবিয়ে খাই কিনা
এবার আধিপত্য শব্দটা এখানে লিখছি
বাংলা হরফের সংগঠনে লিখছি
আমি হিন্দী শব্দ আধিপত্যের
আধিপত্য মানি না
একই কথাটা ককবরকে কীভাবে
লিখতে হয় আমাকে জিজ্ঞাসা করবেন না
আজ আপনাদের বলি,
ককবরক থেকে আমি কয়েকটা
অনাবিল খিস্তি তুলতে পেরেছি শুধু
আর যেমন পকেটে পয়সা না থাকলে বলা যাবে
রাঙ খরই,শিখেছি,যে শিখিয়েছে
তার কাছে বাংলা শব্দে কথা বলতে জানা ছিল
তার বাধ্যতামূলক শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বাধ্যতামূলক
এখানে অপ্রাসঙ্গিক,তবু বলছি,অপরিচিত ভাষার খিস্তিতে
আপনাদের সহজেই অভিবাদন করা যায়,জানি
বস্তুত,আমার এমন কোনো প্রিয় শব্দ নেই
যে শব্দ আমি ভাবতে পারি না
অথচ সম্পূর্ণ সঠিক তা নয়
আধিপত্য শব্দটিকে অনেকটা ভাবতে পারলেও
কোনোভাবেই আধিপত্য আমার প্রিয় শব্দ হয়নি
আপনাদের পীড়া হচ্ছে জেনে
আধিপত্য শব্দটা টানা কয়েকবার লিখে
তাদের রেখেছি পাশাপাশি এবং ওপর-নিচে
এভাবে রাখতেই আমার কাছে স্পষ্ট হল
আধিপত্যের ওপরে-নিচে আছে আধিপত্য,
পাশাপাশিও আছে
আবার কোনো কোনো ভাষার শব্দকোষ ঘাঁটলে দেখা যাবে
এই চেহারা-সুরতের কোনো এন্ট্রিই নেই,নাহ্
আধিপত্য শব্দটিকে ভাবতে হলে তবে,তার
প্ররোচনা অন্তত দরকার
শব্দটিকে ঘুরিয়ে ফিরিয়ে আরো কিছুক্ষণ দেখছি
ঠিক তখনই মনে হল,আপনাদের
গাঙ্গেয় ভাষাতে প্রাচীন সেই প্ররোচনা আছে।