প্রতিলিপির অংশবিশেষ:
নিট পরীক্ষার গত বছরের ফলাফলের দিকে একবার যদি তাকাই, তাহলে দেখা যাবে, মাত্র দু্জন শিক্ষার্থী পূর্ণ ৭২০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল। দুজন পুরো নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছিল, ঠিক তার পর দ্বিতীয় স্থানাধিকারী পেয়েছে ৭১৬ নম্বর। সহজ অঙ্ক করলেই বোঝা যাবে, সেই দ্বিতীয় স্থানাধিকারী শিক্ষার্থী ১৭৯টি সঠিক উত্তর দিয়েছিল এবং একটি প্রশ্ন পাস করেছিল অর্থাৎ এড়িয়ে গিয়েছিল। যদি সেই শিক্ষার্থী প্রশ্নটি এড়িয়ে না দিয়ে ভুল উত্তর দিত, তবে তার নেতিবাচক নম্বর হয়ে স্কোরটি ৭১৫ হয়ে যেত। তার ঠিক পরেই দেখুন, সাতজন শিক্ষার্থী ৭১৫ নম্বর পেয়েছে।
অর্থাৎ এই সিস্টেমে ৭২০-র পরেই ৭১৬, ৭১৫ ইত্যাদি পাওয়া সম্ভব, কিন্তু ৭১৭, ৭১৮ বা ৭১৯ নম্বর পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যেমন, NEET-২০২২-এ প্রথম স্থানাধিকারী ৭১৫ নম্বর পেয়েছিল। তার আগের বছরের পরীক্ষাগুলিতেও ঠিক এই একই ধরণের প্যাটার্ন দেখা যায়।
এখন NEET-২০২৪ ফলাফলগুলি দেখুন। ২৩.৩ লাখ শিক্ষার্থী ৫ মে রবিবার পরীক্ষা দিয়েছিল। ফলাফল ঘোষণার তারিখ ছিল ১৪ জুন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে কিছুটা এগিয়ে এনে, চুপচাপ ৪ জুন ফল ঘোষণা করা হয়, ঠিক যেদিন সবাই লোকসভার ফলাফল নিয়ে ব্যস্ত। সেদিন সারা দেশ যখন ভোটের ফলাফলের চুলচেরা বিশ্লেষণ আর ব্যাখ্যা করতে ব্যস্ত, শিক্ষার্থীরা ফলাফল দেখে হতবাক। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় অনলাইনে ব্যাপক অভিযোগ। তাহলে, র্যাঙ্ক তালিকায় কি ভুল?
NTA যে তালিকা ছেড়েছিল সেইদিন বাজারে, সেগুলো দেখলেই ব্যাপারটা বেশ পরিস্কার হয়ে যায়। আপনি ২০২৩ সালের তালিকার সঙ্গে তুলনা করলেই নম্বরের ডিস্ট্রিবিউশনের অদ্ভুত পার্থক্য লক্ষ্য করবেন। সবথেকে অবাক করা বিষয় হল এবার ৬৭ জন শিক্ষার্থী ৭২০/৭২০ পেয়েছে, সেটা এমনিই একটা আশ্চর্য ব্যাপার, কারণ পরীক্ষার প্রশ্ন আগের মতই কঠিন, হঠাৎ করে সহজ কিছু হয়ে যায়নি। যদি তর্কের খাতিরে মেনেও নেওয়া যায় যে এটা সম্ভব, আরও আশ্চর্য ব্যাপার এই যে উল্টো গণনা করলেই দেখা যায় যে ৭১৯, ৭১৮ ইত্যাদি নম্বর দেওয়া হয়েছে যা পাওয়াই অসম্ভব।
এই গোলমালটা ফাঁস হতেই আস্তে আস্তে ঝুলি থেকে বেরিয়ে আসে একের পর এক বেড়াল। একই ঝাঁঝার, হরিয়ানা কেন্দ্র থেকে ৮ জন শিক্ষার্থী ৭২০, ৭১৯ এবং ৭১৮ নম্বর পেয়েছে। দিল্লি, হরিয়ানা এবং রাজস্থান থেকে শিক্ষার্থীরা এই কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছে। এছাড়াও, এই সাতজন শিক্ষার্থীর মধ্যে শুধু প্রথম নাম আছে, যা খুব অস্বাভাবিক মনে হয়। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা এবং কোচিং প্রতিষ্ঠানগুলি অনলাইনে গিয়ে NTA-কে জিজ্ঞাসা করেছে কিভাবে ৭১৯ নম্বর পাওয়া সম্ভব।