এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গোদি মিডিয়ার নতুন কেলেঙ্কারি 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১২ জুলাই ২০২৫ | ৫৭ বার পঠিত
  • বিশ্বাস না হলেও সত্যি। কাল এক টিভি চ্যানেল মনোজিৎ কাণ্ডে মনোজিতের মোবাইলে রেকর্ড করা অত্যাচারের ভিডিও সরাসরি দেখিয়েছে টিভিতে। যাচাই করার উপায় নেই, অন্তত, সেরকমই দাবী করেছে। "রিয়েল রেপ ভিডিও" বলে খুব নাকি সার্চ হচ্ছিল গুগলে। দর্শকের চাহিদা ছিলই। সেটা আর পানু চ্যানেলের হাতে ছেড়ে দেবে কেন। নিজেরাই দেখিয়ে দিয়েছে। 

    বিশ্বাস না হলেও এতে আশ্চর্যের কিছু নেই। "ন্যায়"এর ছদ্মবেশে বিকৃত যৌনতায় সুড়সুড়ি, বা সুড়সুড়িটাকেই ন্যায় বলা, বাংলার টিভি তো আজ শুরু করেনি। সন্দেশখালির সময় তারা যৌনদাসীর ফ্যান্টাসি তুলে ধরেছিল হই হই করে। ঠিক যেন আরব শেখ আর তার হারেমের আরব্য রজনী। আরজি করের সময় নিয়ে এসেছিল বহুজনে মিলে লাঞ্ছনার চিত্রকল্প। বেশ কিছু লোক মিলে ছিঁড়ে খাচ্ছে একটা মেয়েকে,  চেপে ধরে আছে আবার আরেকটা মেয়ে, শরীরে একটু-আধটু নয়, পুরে দেওয়া হচ্ছে দেড়শো গ্রাম বীর্য, বলবেন না, এই চিত্রকল্পে কোনো বিকৃতি ছিলনা, অথবা আপনি সেটা টের পাননি। পরের ধাপে এসেছিল শবদেহের সঙ্গে সঙ্গমের 'খবর'। দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায়। বিকৃতির পরের ধাপ। এর পরের ধাপ আর সাক্ষাৎ ভিডিও ছাড়া আর কীই বা হতে পারত। সেটাও হয়ে গেল এবার। রিয়েলিটি শো এর একটা বীভৎস মজা তো আছেই। আর নারীকে ছিঁড়ে খাওয়া একটা চমৎকার রিয়েলিটি শো। রক্ত-মাংস-কান্না-ঘাম সহ। এনজয় করুন। ধরা না পড়লে এনজয়, না পড়লেই ধনঞ্জয় - বিখ্যাত হয়ে যাওয়া এই লাইনটা ভুলে যাননি নিশ্চয়ই। 

    বিশ্বাস না হলেও অবশ্যম্ভাবী, কিছু কিছু বুদ্ধিমান মানুষ  এই অবধি পড়েই  ঝাঁপিয়ে পড়বেন, তৃণমূলকে ডিফেন্ড করা হচ্ছে বলে। কিচ্ছু হচ্ছেনা। শাসক দল যথেচ্ছ গুণ্ডামি করেছে সন্দেশখালিতে। আরজি কর একটা সরকারি হাসপাতাল। কর্মরতা অবস্থায় এক ডাক্তার সেখানে অত্যাচারিত এবং খুন হয়েছেন এক আধা-সরকারি নিরাপত্তারক্ষীর হাতে। ল কলেজে সরকারি দলের একজন কর্মকর্তার হাতে , গার্ডরুম এবং ইউনিয়ন রুমে অত্যাচারিত হয়েছেন এক ছাত্রী, যিনি আবার সেই দলেরই কর্মী (এখনও বিচার হয়নি, কিন্তু কেউ এতে আপত্তি করছেন বলেও দেখিনি, ফলে আপাতত সত্যি ধরে নিলাম)। এর সবকটাই ভয়ঙ্কর ঘটনা। দায় প্রতিটা ক্ষেত্রেই সরকারের, আমরা এমনিই জানি। কিন্তু সেটাকে ভয়ঙ্করতর করে তোলার জন্য যৌনদাসী, গণ-অত্যাচার, ১৫০ গ্রাম, ভিডিও, এসবের প্রয়োজন পড়েনা। এগুলো বিকৃত যৌনতাকে সুড়সুড়ি শুধু নয়, স্বীকৃতি দেওয়া, বৈধতা দেওয়া। সরকারি অপশাসনকে অপশাসন, সুড়সুড়িকে সুড়সুড়ি, বিকৃতিকে বিকৃতি এবং বৈধতা দেওয়াকে বৈধতা দেওয়া বলুন। 

    এবং সবশেষে, বিশ্বাস না হলেও সবার উপর মানুষ সত্যের মতো, গোদি মিডিয়াকে এই স্বীকৃতি, এই বৈধতা, লার্জার দ্যান লাইফ বানানো, এইসব  আমাদের চারপাশের সচেতন লোকজনই করে আসছেন। আগামী কালই একটা ছবি বেরোলে তাঁরা আহ্লাদে গদগদ হবেন। ডাকলেই ওখানে গিয়ে 'বিতর্ক' করবেন। এইটা নিয়েও খুব বেশি কিছু হইচই হবেনা, কী জানি কোন দাদা বা দিদির কুনজরে পড়ে যাই, ভেবে। নতুন করে এসব নিয়ে আর কী বলার থাকতে পারে। তবু একটা কথা বলি, এনেবলার বলে একটা কথা খুব চালু হয়েছে। এই মিডিয়ার ব্যাভিচার নিয়ে যাঁরা কৌশলগতভাবে মুখে চেপে বসে আছেন, সুবিধা মতো কোনো একটা রাজনীতি বা অন্য কিছুর চাদর গায়ে চাপিয়ে, তাঁরাই কিন্তু আসল এনেবলার। সেই খোলস ছেড়ে বেরিয়ে আসবেন, এমন আশা কম।  ফলে ক্লিক-বেট আর টিআরপির নামে এ জিনিস চলবেই। কী আর করবেন, প্রগতির নামে, চেপে যান। জয় বাংলা। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন