এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শুভেন্দু অধিকারীও একজন মানুষ - তাঁর প্রতি আমার সমবেদনা আছে 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ৩১ জুলাই ২০২৫ | ২১৬ বার পঠিত
  • শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগান শুনে কালকে রাস্তায় একজনকে মারতে গিয়েছিলেন। জয় শ্রীরাম বলে খানিকক্ষণ চেঁচামেচি করেন, তারপর রোহিঙ্গা বলে গাল দেন, এবং সবশেষে নিজের নিরাপত্তারক্ষীদের ডেকে হিন্দিতে আদেশ দিয়ে ওই একলা বাঙালি যুবকটিকে ঠ্যাঙান। এই ভিডিও ভাইরাল (বিশদে জানতে হলে গুরুর ভিডিও চ্যানেল দেখুন দুপুর ১২টায়)।  খিল্লি, ছিছিক্কার সবই হচ্ছে, কিন্তু দেখুন, যে যাই বলুন, শুভেন্দুর প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা আছে। কেউ কেউ বলবেন, উনি নিজের পার্টির পিছনেই বাঁশ দিয়েছেন। সেটা ঠিকই, কারণ ওঁর দলের নেতারা বাংলায় এসে বাঙালি হবার চেষ্টা করছেন, কেউ জয় মা কালী বলছেন, কেউ তো জয় বাংলাও বলছেন। শুনে যদিও ভারতীয় জেমিনি-সার্কাস পার্টির মতো লাগছে, কিন্তু চেষ্টায় কোনো খামতি নেই। কেন করছেন? না,  বাংলায় জয় বাংলা স্লোগানটা সবার। তৃণমূলের না। জয় বাংলা না বললে বাংলার ভোটে কিছু করা যাবেনা। আমরা সবাই জানি ওগুলো জুমলা। শুভেন্দু সেই জুমলাটাই প্রকাশ্যে এনে দিয়েছেন। পরিষ্কার দেখিয়ে দিয়েছেন, 'জয় বাংলা' শুনলেই ওঁদের মাথায় রক্ত চড়ে যায়। তখন 'জয় শ্রীরাম' বলে গোবলয়ের হিন্দুস্তানি হিন্দুবীরদের পা চাটতে হয়। তারপর হিন্দিতে নিরাপত্তারক্ষী ডেকে বাঙালিকে ঠ্যাঙাতে হয়। গোটা গোবলয় জুড়েই তাই চলছে, বাংলায়ও সেটাই ছক। সেই গোপন কথাটা উনি ফাঁস করে দিলেন। 

    কিন্তু ভেবেছেন কি, কোন অবস্থায় মানুষ এরকম করে? আমরা জানি, বিজেপি নেতা হলে আর বাঙালি থাকা মুশকিল। কিন্তু তারপরেও, বিশ্বাস করুন, দাঙ্গাবাজ হতে পারেন, মিথ্যেবাদী হতে পারেন, কিন্তু ওঁরাও মানুষ।  রাগ-দুঃখ সবই হয়। বছরের পর বছর ধরে লড়ে চলেছি, ভেবেছিলাম মুখ্যমন্ত্রী হব, হয়ে গেছি লিলিপুট, বাংলার মানুষের কাছ থেকে লাথি ঝাঁটা ছাড়া আর কিছু জোটেনা, এরকম হলে আপনি কী করতেন? তার উপর গোবলয় থেকে নেতারা এসে বাপ-মা তুলে হিন্দিতে খিস্তি দেয়, এবং তারপরেও সোনা মুখ করে তাদের জুতো চাটতে হয়। এরকম খ্যাঁচাকলে পড়লে আমি-আপনি হয়তো উল্টো হয়ে রাস্তায় ডিগবাজি দিতাম। বেডরুমে ঢুকে হিসি করে ফেলতাম। উনি তো তার চেয়ে অনেক কম করেছেন। 

    হ্যাঁ, তার পরেও বলতেই হবে, রোহিঙ্গা ব্যাপারটা ঠিক বলেননি। যে লোকটি জয় বাংলা বলছিল, সে রোহিঙ্গা নয়। এছাড়াও রোহিঙ্গারা বাঙালি নয়, মায়ানমারের লোক, খামোখ ঝুঁকি নিয়ে অনুপ্রবেশ করে শুভেন্দুকে চটাতে যাবেই বা কেন। রোহিঙ্গাদের ভাষাও এরকম না। কিন্তু ভুল হলেও এতে দোষের কিছু নেই। কারণ, সত্যি বলুন তো পৃথিবীতে ১০-১২ লাখ রোহিঙ্গা আছে। তার মধ্যে ভারতে এসেছে হয়তো কয়েক হাজার, এবার আপনি দশ-বিশ-পঞ্চাশ লাখ, এক কোটি রোহিঙ্গা কোথা থেকে পাবেন? পদ্ধতি তো একটাই। গয়লারা দুধে জল দেয়, উনিজির বাচ্চা  নির্বাচন কমিশন ভোটার তালিকায় জল মেশায়। ফলে স্বীকৃত একটা পদ্ধতি আছেই, যে ভেজাল দিতেই হবে। উনিও তাই যাকে পারছেন রোহিঙ্গা বলছেন। হুগলিতে বলেছেন, কাল হাওড়ায় বলবেন, পরশু কলকাতায় বলবেন। বেশ করবেন বলবেন, ব্যবসায়ীরা ভেজাল দিতে পারে, মোদিজি তাদের জামাই আদর করেন, আর উনি পারবেন না? 

    তবে হ্যাঁ, সম্পূর্ণ সমবেদনা সত্ত্বেও বলছি, উনি যা করেন করুন, আপনার আমার ওইজন্যই একটু সাবধানে থাকা দরকার। নইলে আমাদেরও হয়তো রোহিঙ্গা বলে কেন্দ্রীয় বাহিনী লেলিয়ে দিলেন। কীকরে সাবধানে থাকবেন, সে আমি অবশ্য বলতে পারবনা। পশ্চিমবঙ্গের মাটিতে একজন বিরোধী দলনেতা, ক্ষমতার কাছাকাছিও আসেননি, জয় বাংলা বলার জন্য হিন্দিতে নিরাপত্তারক্ষীকে ডেকে  বাঙালিকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন, এটা অগণতান্ত্রিক, বেআইনী, দুইই। কিন্তু ওঁর কিছু হবেনা, আদালত তো রক্ষাকবচ দিয়েই রেখেছে, প্রতিবাদীরাও টিভির পর্দায় চুপচাপই থাকবেন, এসব বিপজ্জনক জায়গায় নাক গলালে কখন কী হয়ে যায়। ফলে পাগলা কুকুর দেখলে যেভাবে সাবধান হন, সেই ভাবেই হবেন। হাতে লাঠি নেবেন, না দৌড়ে পালাবেন, সে অবশ্য আপনার ব্যাপার।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 122.56.***.*** | ৩১ জুলাই ২০২৫ ০৮:০২732850
  • গোবলয়প্রেমী সন্তানেরে হে মুগ্ধ জননী,
    রেখেছ বিজেপি করে বাঙালী করনি। 
  • কালনিমে | 2402:3a80:4304:b9dd:553e:6c5c:7223:***:*** | ৩১ জুলাই ২০২৫ ০৮:৫০732852
  • ভাড়ুদত্ত বা তার সিকিউরিটি কোন আইনে সাধারণ মানুষ কে হেনস্থা করতে পারে? মানে ল এন্ড অর্ডার ব‍্লে কিছু নেই দেশে?
  • অরিন | 2404:4404:4405:700:717c:2e5d:611f:***:*** | ৩১ জুলাই ২০২৫ ১২:৩৪732855
  • ধন্যবাদ কালনিমে। আমি সৈকতের ইউটিউব ভিডিওতে শুভেন্দু অধিকারী আর তার সিকিইরিটি ফোর্সের লোকেদের আচার আচরণ দেখে স্তম্ভিত হয়ে গেলাম যে একটা গণতান্ত্রিক দেশে একজন জনপ্রতিনিধি এই ধরণের ঔদ্ধত্য প্রদর্শণ করার সাহস কোথা থেকে পায়? তবে তার থেকেও বিরক্ত লাগল সৈকতের বিষয়টিকে লঘু করার চেষ্টা দেখে। আদৌ বিষয়টার ব্যঙ্গবিদ্রূপের না দ্ব্যর্থহীন ভাষায় নিন্দার সে কথা ভেবে দেখার জন্য সৈকতের কাছে অনুরোধ করব। শুভেন্দু কতটা frustrated সে কথা এখানে বিবেচ্য নয়, তাকে বিশ্লেষণ না করলেও চলবে। এইরকম ঘৃণ্য আচরণ এবং assault এর পর শুভেন্দুর বিধানসভার পদ কেন খারিজ করা হবে না সৈকত ভিডিওতে কেন সেই প্রসঙ্গ তুলল না আমার কাছে অবোধ্য, তবে কি ব্যঙ্গের নাম করে একধরণের কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে? সৈকত হয়ত এ পোস্ট দেখবেন না, উত্তর ও দেবে না, কিন্তু এই প্রশ্ন ও তর্কের একটা অবকাশ আছে যে কখন ব্যঙ্গ বিদ্রূপ আর কখন প্রতিবাদ করা যৌক্তিক। 
  • aranya | 2601:84:4600:5410:24bf:b999:537d:***:*** | ০১ আগস্ট ২০২৫ ০১:৩২732877
  • অরিন, আপনার পয়েন্ট টা বুঝতে পারছি। কিন্তু, স্যাটায়ার ও তো প্রতিবাদের মাধ্যম 
  • অরিন | 2404:4404:4405:700:3dd4:9195:4e95:***:*** | ০১ আগস্ট ২০২৫ ০২:৪২732878
  • Satire  অবশ্যই প্রতিবাদের মাধ্যম। কিন্তু একজন সহনাগরিককে বাংলায় জয়ধ্বনি দেবার জন্য নিগৃহী হতে দেখে satire, এক্ষেত্রে অন্তত,  প্রতিবাদ হিসেবে খুব একটা সঙ্গত বলে মনে হয়নি, অন্তত এছাড়াও আরেকটু জোরালো হতে পারত | কিছুনা হলেও আরো একটা অতিরিক্ত  প্রতিবাদ রাখলে ভাল লাগত এই আর কি। এখন সৈকত ভবিষ্যতের কথা ভেবে হয়ত শুধু satire ছাড়া আর কিছু করবে না স্থির করেছে, এও হতে পারে, বাস্তববাদী লোক। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন