
Kausiki Bhattacharya | 42.***.*** | ১৭ ডিসেম্বর ২০২০ ১৫:৫৫101148অসাধারণ
সুদেষ্ণা মৈত্র | 115.96.***.*** | ১৭ ডিসেম্বর ২০২০ ১৬:০৩101150ভালো। বেশ ভালো।
এই অনবদ্য স্মৃতিচারণের থেকে মস্ত পাওনা এই তিনবার লেখার চাবিকাঠি। কালির কলমে, চোখের কলমে আর মনের কলমে।
দেবেশ রায়কে একবারই দেখেছিলাম শিলচরে, সালটা বোধহয় ১৯৯১। তখন সদ্য 'তিস্তাপাড়ের বৃত্তান্ত' আকাদেমি পেয়েছে। টাউন হলে আলোচনা চক্রের পরদিন 'রাবীন্দ্রিকী'র কর্ণধার রূপক দামের বাসায় চা-চক্রে আড্ডা দিতে এলেন। আমি ছিলাম প্রায় নীরব দর্শক মাত্র।
santosh banerjee | ২১ ডিসেম্বর ২০২০ ১৮:৪০101252এমন একটা মানুষ নীরবে থাকলেন।..নীরবে কাজ টি করলেন।..আর একেবারে নীরবে চলে গেলেন !! কর্পোরেট লেখক হয়ে ওঠা হয়নি তো !!তাই !! এই পোড়া দেশে ওনারা কেন জন্মান ??কেন ? আক্ষেপ না , রাগ হয় !!আমার যাঁরা এখনো বেঁচে আছি ....মানে শ্বাস নিচ্ছি ....আসুন না , ওনাকে নতুন করে জানি ।..জানার চেষ্টা করি !!!
নীলোৎপল সরকার | 103.26.***.*** | ১৫ মে ২০২১ ১৮:১৯106030আমার এক আত্মীয়া, আমার ভাইঝির শাশুড়ি, শ্রীলেখা ভৌমিক, জলপাইগুড়ির মেয়ে।
জাঁক করে বলতেন, আমি দেবেশ রায়ের সহপাঠী
অনেকদিন আগে, দেশ শারদ সংখ্যায় পড়েছিলাম -- আপতত শান্তি কল্যাণ হয়ে আছে, এই নামে গল্প, লেখক দেবেশ রায়।
দুজনেই প্রয়াত। গল্পটা ভুলিনি আজও !