
১।
o | ১৭ মে ২০২০ ১০:৪৯93418লেখাটার জন্য অনেক ধন্যবাদ। :-) দেশীয় উপন্যাসের ফর্ম ব্যাপারটা যদি তিস্তাপারে দেখি, কালীপ্রসন্নর মহাভারতের ছাপ আছে তো তাই না? পর্বভাগ, পরিচ্ছেদগুলির শিরোনাম ইত্যাদি। বাংলা উপন্যাস যদি বঙ্কিমি ধারায় না বইত, তাহলে কোনদিকে যেত সেইটে মনে হয় পরীক্ষা করতে চাইছিলেন।
সিএস | 2405:201:8803:bff6:125:aa54:917f:***:*** | ১৭ মে ২০২০ ১৭:৩৫93421সিএস | 2405:201:8803:bff6:125:aa54:917f:2ba3 | ১৭ মে ২০২০ ১৭:৩৫
চমৎকার হয়েছে। তিস্তা ... ... পাঠে আমার নিজের তৃপ্তি-টা অনুভব করলাম।
93421
অমর মিত্র | 202.8.***.*** | ১৮ মে ২০২০ ১৩:৫৩93437বিশ্লেষণ চমৎকার। লেখক দেবেশ রায়কে অনেকটাই উপলব্ধি করতে পেরেছেন। পড়ে সমৃদ্ধ হলাম অনেক আগে পড়া উপন্যাসগুলির কথা মনে পড়ে গেল। ভারতে মৌসুমি বায়ুর প্রবেশের এক দীর্ঘ অসামান্য বিবরণ কি ইতিহাসের লোকজন উপন্যাসে ছিল?
সিএস | 103.99.***.*** | ১৮ মে ২০২০ ১৭:৩৩93443
বিপুল দাস | 117.2.***.*** | ১৮ মে ২০২০ ২১:০১93447এই প্রজন্মের তরুণ গদ্যলেখকদের অবশ্যপাঠ্য। ভালো লাগল সময় ও ঘটনাকে উপন্যাসে দেবেশ রায় কী ভাবে ধরেছেন, সেই বিশ্লেষণ।
-- বিপুল দাস
সম্বিৎ | ১৯ মে ২০২০ ০৪:১৬93456সৈকতের লেখাটা অসামান্য।
খুব সহমত। বহুবারই ভাবি বস্তুবাদই দেবেশ রায়ের খুঁটি। সমসাময়িকতা, রাজনীতি, অবশ্যই তা বাঁদিক ঘেঁষা। মানুষ খুন করে কেন পড়তে পড়তে আমার মাথায় প্রায়ই এই প্রশ্নটা গজাতো যে পরিষ্কার দুটো ভাগে আমাদের ঔপন্যাসিকদের ভাগ করতে পারি কিনা। বস্তুবাদী আর ভাববাদী।
অথচ নিজেই জানি তা পারি না, পথে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে ঢোঁড়াইরা। বাঘারুও কী তাই নয় ? তাঁর সম্বন্ধে যা ভাবাভাবি তাতে তিষ্ঠোতে না দিয়ে এই দেবেশ রায় চিরকালই আমার কাছে বিরাট ধাঁধার মতো রয়ে গেলেন।