কোরোনা নিয়ে নতুন কিছু আমার বলার নেই যেটা এখানে কেউ না কেউ ইতিমধ্যেই বলে ফেলেছে।
ডাক্তার ও আমি নোই, সুতরাং কোনো আশ্বাস , সমাধান দিতে পারিনা। কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে মডেল করার চেষ্টা যে কিছুদিন এর মধ্যে আমাদের দেশে কিরকম ভাবে আক্রান্ত এর সংখ্যা বাড়বে (বা কমবে)
পরবর্তী ৬ দিন এর জন্যে ভারতে কোরোনা এর ছড়ানোর হার অনেকটা এরকম হতে পারে ।
Date | Total Case |
21-03-2020 | 277 |
22-03-2020 | 324 |
23-03-2020 | 360 |
24-03-2020 | 383 |
25-03-2020 | 397 |
26-03-2020 | 405 |
এটা প্রেডিক্ট করার জন্যে আমার ডাটা সোর্স হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটি এর মেইনটেইন করা ডাটা সোর্স। উপরোক্ত প্রেডিকশন অস্ট্রিয়া, চেগ রিপাব্লিক এবং জার্মানি এর ডেটা মডেল এর সাথে সবচেয়ে মিল দেয়.LSTM ব্যবহার করা হয়েছে এর জন্যে।
কিন্তু খুব ভবিষ্যৎ এর জন্যে তা ভালো রাস্তা না.
তাই যদি আরো কিছুদিন ভবিষ্যৎ এর কথা ভাবতে চাই তাহলে কালমান ফিল্টার ব্যবহার করে আমি নিচের ট্রেন্ড টা পাই
আশা করছি সত্যি সত্য এরকম হবেনা। যদিও সাধারণত কেউ চায়না তার মডেল ভুল হোক, কিন্তু এবারে চাইছি।
আরো কিছু এনালাইসিস এবং যা করেছি তা গিটহাব এবং কোলাব এ আছে. আরো কিছু বন্ধু এতে উৎসাহ দেখিয়েছে গত কয়েকঘন্টা তে সুতরাং হয়তো ভবিষ্যতে আরো ইন্টারেষ্টিং কিছু ট্রেন্ড এখানে পোস্ট করতে পারবো। এবং সঙ্গে ছোট্ট একটা লেখা কিভাবে এটা আপনারাও চাইলে কোনো অন্য দেশ বা কোনো স্পেসিফিক স্টেট এর জন্যে ব্যবহার করতে পারেন (আমার কাছে স্টেট ভিত্তিক ডেটা নেই, কিন্তু থাকলে করা সম্ভব)
এক একটা ফিগারে দুদিন করে দাঁড়িয়ে থাকছে। এটা একটু গন্ডগোল মনে হচ্ছে।