এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • সংবাদ 

    রোমেল রহমান লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৬ জানুয়ারি ২০২৩ | ৮৯০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • কোর্ট এলাকায় গত তিনদিন ধরে দাঁড়িয়ে আছে এক গাধা! কিন্তু আজ কোর্ট চত্বরে সকাল থেকে তুল্কালাম ভীড়। দেশের এক ধনকুবেরের বান্ধবী হত্যা মামলার রায় আজ। এবং যথারীতি কোর্ট বেকসুর খালাস দিয়েছে ধনকুবেরকে! ফলে এই সংবাদ সংগ্রহ করতে এসে বিখ্যাত বা হাফখ্যাত চ্যানেলের সাংবাদিকদের চাপে সদ্য খোলা এক ইউটিউব চ্যানেলের মালিক কাম মেসিয়ার টাইপ এক তরুণ পিছিয়ে পড়ে। অথচ গত রাতেও সে স্বপ্নে দেখেছে এই নিউজ কাভার দিয়ে তার চ্যানেল হিট খেতে খেতে কয়লা হয়ে গেছে। কিন্তু মাঠে এসে দেখা গেলো ঘটনা অন্যরকম। সাংবাদিকদের তুমুল ভীড় ঠেলে তার মতো নবিশের আগানো বেসম্ভব এবং আরও জানা গেলো এই নিউজ তোলা গেলেও প্রচার করা যাবে না হইচই করে। কেননা ধনকুবের উপর থেকে চাপ দিয়ে নিচের সব গলিয়ে দিয়েছে! ফলে সকাল থেকে না খেয়ে ঝিমাতে থাকা ইউটিউবার গাধা থেকে কয়েক হাত দূরে বসে পড়ে। ভ্যানে করে ভাত বিক্রি  করতে আসা এক জলহস্তী টাইপ মহিলাকে দেখা যায় দুটো মুলো গাধাটার সামনে ধরতেই গাধাটা খেয়ে নিলো, এবং মহিলা গাধাটার মাথায় হাত বুলিয়ে দিলো! ফলে ইউটিবার ছেলেটার কৌতুহল ছল্কে ওঠে এবং মহিলার কাছে গিয়ে জানতে পায় — গত তিনদিন ধরে গাধাটা এখানে দাঁড়িয়ে আছে এবং সে বিচারকদের কারোর দেখা এখনো পায় নি, এমনকি কোন উকিল- মোক্তার পর্যন্ত তাকে পাত্তা দেয়নি। মহিলাটি দরদ ভেজা স্বরে দীর্ঘশ্বাস ফেলে বলে, দুনিয়ায় ইন্সাফ নাই গো বাজান, থকলে গাধাডা এম্নে খাড়ায় থাকে তিনডা দিন? বিস্মিত ইউটিবারের পাশে ভাত খেতে আসা এক রিক্সাওয়ালা বলে, এর আগে গাধাডা থানার সামনে খাড়ায় আছিলো তিন চাইর দিন! কিন্তু কোন কাম হয় নাই দেইখা এইখানে ধন্না দিছে! লাভ নাই। ফলে কন্টেন্ট হান্টার ইউটিবার গাধার মুখের সামনে মাইক্রোফোন ধরে তার সাক্ষাৎকার নিতে চেষ্টা করে! কেননা ভাতওয়ালী খালা বলেছে, গাধারও মন আছে, সমাজ আছে, হাউকাউ আছে; বুঝতে পারলে জবানও আছে গাধার। ফলে গাধার জবানবন্দি নেবার এই দৃশ্য একটু দূর থেকে এক নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান তুলে ফেলে! এবং তারা এগিয়ে এসে জানতে পায় — ইউটিবার গাধা কোর্ট থানা এবং জলহস্তী মহিলার বৃত্তান্ত!  এবং সেদিন বিকেলে ইউটিবার তার চ্যানেলে নিউজ করে — ' বিচারের বাণী নিভৃতে কাঁদে..' থেকে শুরু করে, রাষ্ট্র আজ ধনীক শ্রেণীর হাতে বন্দী ; বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে...গাধার অশ্রু দেখবার সময় তার নেই; ইত্যাদি টেনে সমাজের লেজ পর্যন্ত। এবং সেই নিউজ চ্যানেলটি সন্ধ্যায় নিউজ করে — কোর্ট এলাকায় নালিশ করতে আসা এক গাধার সাক্ষাৎকার নিতে আসা এক ইউটিবারকে নিয়ে, যেখানে গাধার মুখোমুখি মাইক্রোফোন হাতে ইউটিউবারকে এবং বিকেলে আপলোড করা তার নিউজের স্ক্রীনশর্ট সহ একজন আইন বিশেষজ্ঞ এবং একজন পশু বিশেষজ্ঞর ভাষ্য দিয়ে রিপোর্টটা প্রচার করা হয়, যেখানে এও বলা হয় — আজ ছিলো সরগরম কোর্ট এলাকা একটি বিখ্যাত হত্যা মামলার রায়ের অপেক্ষায়...। ফলে সেদিন রাতে অন্যসব নিউজ চ্যানেলে সর্ববিশারদ বুদ্ধিজীবীদের দিয়ে তুমুল টকশো আয়োজন করা হয় রাষ্ট্র, গাধা আইন, প্রাণের অধিকার ও সম্প্রচার বিধিমালা ইত্যাদি নিয়ে। শেষ রাতের দিকে ইউটিবারের ইউটিউব চ্যানেল সত্যিই গরম হয়ে যায়।  পরদিন সকালে দেশের সব চ্যানেল থেকে জানা যেতে থাকে — 
    ১। গাধা নিরুদ্দেশ
    ২। ইউটিউবার যুবক গুম
    ৩। ইউটিউবারের ফেইসবুক সহ সকল একাউন্ট হ্যাক।
    ৪। বিদেশি ষড়যন্ত্রের অংশ এই ঘটনা। 
    ৫। আদালত অবমাননা 
    ৬। রাষ্ট্রদ্রোহ 
    ৭। এবং দেশের বিভিন্ন স্থানে বিচিত্র পক্ষে মানববন্ধন। ইত্যাদি.. 

    ফলে বেলা বাড়তে থাকলে বিড়ি ফুক্তে ফুক্তে থানার ওসি বিব্রত চোখেমুখে ভাবতে থাকে গাধাটাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতে রাখবে না কোর্টে চালান করে দেবে? নাকি কসাইয়ের হাতে দিয়ে দেবে? সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলহস্তী সাইজের ভাত বিক্রেতা খালা, তাকে তো আর কসাইয়ের হাতে দেয়া যায় না; আপাতত দুজনকেই প্রিজনার্স ভ্যানে করে থানার পেছনে রাখা হয়েছে। আইন তো তার নিজের গতিতে চলবে! 

    ২০ অক্টোবর ২০২২

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১৬ জানুয়ারি ২০২৩ | ৮৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন