এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  রাজনীতি

  • তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি

    অতনু চক্রবর্তী 
    আলোচনা | রাজনীতি | ২৭ জুলাই ২০২২ | ১৩৩৩৫ বার পঠিত | রেটিং ৪.৪ (৭ জন)
  • রাজ্য রাজনীতিতে বিরাট  তোলপাড় তুলে উদ্ধার কোটি কোটি টাকা,  দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার  পার্থ চট্টোপাধ্যায় যিনি রাজ্য মন্ত্রীসভার দ্বিতীয় ব্যক্তি । শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রীই নন, তিনি তৃণমূল দলের বিরাট মাপের এক নেতা, শৃঙ্খলা রক্ষাকারী কমিটির চেয়ারম্যান ও বটে । শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যার উপর দল  সঁপেছিল তিনিই এতো বড় কেলেঙ্কারি, আর্থিক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়লেন --- নির্মম পরিহাসের এর থেকে বড় উদাহরণ সাম্প্রতিক সময়ে রয়েছে কিনা সন্দেহ আছে । তাঁর সাঙাততন্ত্রের  কদর্য চেহারাও  দেখলো গোটা রাজ্য। কিভাবে তাঁরই এক ঘনিষ্ঠ সহযোগীর বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হল গুপ্তধন, কোটি কোটি টাকা,  অঢেল বিদেশি মুদ্রা ও সোনার অলঙ্কার! মিলল কি বিপুল স্থাবর  সম্পত্তির হদিশ । কুৎসিত বৈভবের নির্লজ্জ প্রদর্শনী চোখে আঙুল তুলে দেখিয়ে দিল ক্ষমতার অলিন্দে থাকা এই সমস্ত হোমরা চোমরা নেতা - মন্ত্রী কত বড় বহরের অন্যায় - অবিচার - কে গোপনে সংগঠিত করেছিল বছর বছর ধরে। এতোবড় দুর্নীতির সাথে নাম জড়ানো  সত্ত্বেও রাজ্য মন্ত্রীসভা থেকে পার্থবাবুকে বরখাস্ত করা হল না। বোঝাই গেল, দুর্নীতির প্রশ্নে শূন্য সহনশীলতার নীতি আমাদের নীতিবাগিশ  মুখ্যমন্ত্রীর না- পসন্দ। আর তারপরেও সবাইকে  অবাক করে  মুখ্যমন্ত্রী জানালেন, তিনি নাকি এই সমস্ত কিছুর বিন্দু - বিসর্গ ও জানতেন না!!  

    কিন্তু, এতো বড় অন্যায়ের শিকার যাঁরা হলেন, তাঁদের কি হবে?  রাজ্যের সাধারণ ঘরের অগুনতি  ছেলে মেয়েরা বহু পরিশ্রম করে এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় নাম ওঠার পরও দেখলেন তাঁদের চাকরি হলো না। উল্টে তা বিপুল টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল।   এদিকে, ডাহা মিথ্যার আশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন।  বঙ্গ - সম্মান প্রদানের মঞ্চকে তিনি আত্মপক্ষ সমর্থনের মঞ্চে পরিনত করে অবলীলায় জানালেন যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির বিষয়ে তিনি আগে কিছুই জানতে পারেননি। অথচ কে না জানে, ২০১৯ সালের এসএলএসটি - র মেধা তালিকায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে- র নাম হঠাৎ উড়ে এসে জুড়ে বসল আর তিনি চাকরি পেয়ে গেলেন "যাদুকরী"  স্পর্শে।  গেজেট অনুযায়ী নিয়োগ না করার প্রতিবাদে ২০১৯ -র ২৮ শে ফেব্রুয়ারি কলকাতার মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে ' যুব ছাত্র অধিকার মঞ্চ' এর ব্যানারে দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগের দাবিতে শুরু হয় অনশন আন্দোলন। ২৯ দিনের মাথায় হঠাৎ অনশনস্থলে আবির্ভূত হলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এসএসসি কে ঘুঘুর বাসা হিসাবে আখ্যায়িত করেন। তিনি সেখানে গঠন করেন একটা কমিটি ---- আর, সেখানে তাঁদেরই রেখে দিলেন  যাঁরা ইতিমধ্যেই দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত।  কে না জানে, তৃণমূল ক্ষমতায় আসার পর এসএসসি - র মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক নিয়োগের পরীক্ষা অচিরেই বন্ধ হয়ে যায়। ২০১২ সালে যে পরীক্ষা হয়, তাতেও লেপ্টে ছিল দুর্নীতির বড়সড় অভিযোগ। টেট কেলেঙ্কারি প্রকাশ্যে যে এলো, তাও কি মুখ্যমন্ত্রী জানতেন না?  হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ গ্রুপ সি ও গ্রুপ ডি - র নিয়োগ দুর্নীতি যাচাই করতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। এটাও কি জানতেন না মুখ্যমন্ত্রী? হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটি এসএসসির বিরুদ্ধে দুর্নীতির যে আঙুল তুলেছিলেন, তাও কি শুনতে পাননি মুখ্যমন্ত্রী?  না কি শুনতে চাননি? একদিকে   ক্ষমতার দম্ভ ও দাপটের মিশেল, অন্যদিকে ঠগ খুঁজতে দল উজাড় হওয়ার আশঙ্কায় তিনি নীতিহীন আপোষ করেছেন দুর্নীতির সাথে। 

    ২০১৫ সালে সংঘটিত আপার প্রাইমারি প্যানেলের মধ্যে বিরাট অসঙ্গতি থাকায় আদালত নির্দেশ দিয়েছিল অবিলম্বে তা সংশোধন করতে।   আজও ওই প্যানেলের নিয়োগ সম্পন্ন হলো না। ফলে, প্যানেলের মধ্যে থাকা চাকুরিপ্রার্থীরা ২০১৫- ২০২২ - --- এই দীর্ঘ সাত বছর ধরে যে স্বপ্ন সযত্নে লালন পালন করেছিলেন, তার ভ্রূণ হত্যা হল। টেট কেলেঙ্কারি প্রকাশ্যে আসলেও তার সমাধান আজ পর্যন্ত হল না। এদিকে,  সংকট থেকে পরিত্রাণ খুঁজতে মুখ্যমন্ত্রী আদালতের দিকে দায় ঠেলে দিলেন। হাইকোর্ট ও শিক্ষা সচিবের কাছ থেকে জানতে চেয়েছে কোন কোন শূন্যপদ পূরণ আদালতের রায়ের কারণ বাধাপ্রাপ্ত হয়েছে, তা হলফনামা পেশ করে জানাতে। 

    সাম্প্রতিক দুর্নীতি কান্ডে ঢাকা পড়ে যাচ্ছে রাজ্যে আতঙ্কজনক কর্মহীনতার ছবি। রাজ্যের শিক্ষাব্যবস্থায় ঘনিয়ে ওঠা সরকার - সৃষ্ট নৈরাজ্য, পড়ুয়া -পিছু শিক্ষকদের লজ্জাজনক ঘাটতি, রাজ্য সরকারি - আধা সরকারি - স্বশাসিত সংস্থাগুলোতে বছরের পর বছর বিপুল পরিমাণে শূন্যপদ না পূরণ করার আখ্যান। পড়ুয়া - শিক্ষক অনুপাতের চরম দৈন্যতা আজ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গিলে খাচ্ছে। সংবাদে প্রকাশ, মুর্শিদাবাদের শমসেরগঞ্জে সাকার ঘাট জুনিয়ার হাই স্কুলে উচ্চ প্রাথমিকে ৭৭২ জন পড়ুয়া পিছু শিক্ষকের সংখ্যা মাত্র ১! এটা কোন ব্যতিক্রমী উদাহরণ নয়। বহু উচ্চ প্রাথমিক স্কুলে মাত্র এক বা দু' জন শিক্ষকের উপর পঠন পাঠনের পুরো দায়ভারটি ন্যস্ত। এমনও দেখা যায়, সেই এক বা দু'জন শিক্ষক ছুটিতে গেলে স্কুলের গ্রুপ -  ডি কর্মীকে ক্লাস নিতে হয়। কখনও বা আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করে এই অবস্থার সামাল দেওয়ার চেষ্টা চলে। শিক্ষার প্রতি এই নির্দয় অবহেলা অপরাধসম। শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। শিক্ষাকে জাতির মেরুদন্ড বলে ক্লান্তিহীন বিজ্ঞাপন যতই দেওয়া হোক না কেন, এই রাজ্য সরকার তিলে তিলে গোটা শিক্ষাব্যবস্থাকেই ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ছয় মাস পার হওয়া সত্ত্বেও  ২০২১ সালের টেট লিখিত পরীক্ষায় পাশ করা কর্মপ্রত্যাশীদের নিয়োগ প্রক্রিয়া শুরুই করা গেল না। আরও উল্লেখ্য, এই নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে কোন ধরনের মামলাই দায়ের করা হয়নি।

    শুধু পর্যাপ্ত শিক্ষকের অভাবই নয়, সরকার এবং সরকার - পোষিত স্কুলগুলোতে শিক্ষার ন্যূনতম পরিবেশ, পরিকাঠামো পর্যন্ত নেই। নেই পর্যাপ্ত স্কুল ঘর, কোথাও খোলা আকাশের নীচে চলছে পঠন পাঠন, কোথাও শিক্ষক নেই, নেই শৌচাগার - পরিশ্রুত পানীয় জল - এমনই করুন অবস্থা রাজ্যের শিক্ষাক্ষেত্রে। গোটা শিক্ষাক্ষেত্র জুড়ে কত শূন্যপদ রয়েছে ( শিক্ষক - অশিক্ষক পদে)  তার কোন সরকারি হিসাব আজ পর্যন্ত পেলনা রাজ্যবাসী। অথচ, তুমুল মস্করা করে, ২১ জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন রাজ্যে নাকি ৩০ হাজার চাকরি তৈরি! সরকার নাকি শুধুমাত্র নিয়োগ পত্র দেওয়ার অপেক্ষায়। আর, ঠিক ক'দিন আগে সংবাদে প্রকাশিত হল রাজ্যে কর্মসংস্থানের আরেকটি মর্মান্তিক ছবি। সংবাদে প্রকাশ, মালদায় সরকারি কর্মসংস্থান কেন্দ্র পরিচারিকাদের জন্য একটা প্রশিক্ষণ শিবির সংগঠিত করে, যাতে অংশ নেয় ৪০ জন স্নাতক ও স্নাতকোত্তর মহিলারা। 

    এতো বড় একটা ঘটনার পরও রাজ্যের নাগরিক  সমাজ নীরব নিশ্চল! ক্ষমতার উদ্ধত চোখে চোখ রেখে প্রশ্ন তোলার মূল্যবোধ এ রাজ্যে যেন বড়ই বিষম বস্তু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, যে সমস্ত টগবগে প্রাণ কাউকে তোয়াক্কা না করে গান্ধী মূর্তির পাদদেশকে পরিনত করেছেন তাঁদের প্রতিবাদ প্রতিরোধের তীর্থস্থান, এক গণ আদালত, এক গণ সংসদে -- সেটাই আগামীতে রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনবে এক ফুটন্ত সকাল! সেই অবিচল, অবিনশ্বর বিশ্বাসের উপর ভর করেই উত্তাল সমুদ্রে বেয়ে চলেছে নবজীবনের তরনী। সমস্ত বাধা বন্ধনকে উপেক্ষা করে।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৭ জুলাই ২০২২ | ১৩৩৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ২১ মে ২০২৪ ০৭:০১532054
  • গায়ের চামড়া গণ্ডারের চেয়েও মোটা!
  • দীপ | 42.***.*** | ২১ মে ২০২৪ ০৭:০৪532055
  • "বেচারা দীপচাড্ডি ভোটের বাজারে কটা টাকা উপায় করছে, স্প্যাম ইত্যাদি বলে ইনকামের পথ বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে? "
     
    কাদের ইনকামের পথ বন্ধ হচ্ছে, সে তো বোঝাই যাচ্ছে! তাই এতো কান্নাকাটি! 
     
  • দীপ | 2402:3a80:a3d:2e8c:0:4d:d616:***:*** | ২২ মে ২০২৪ ১৮:০৫532163
  • আবার সর্বসমক্ষে অপদস্থ হলো রাজ্য সরকার।
     
    একটু পরেই স্প্যামার আর ট্রোলারদের মড়া কান্না শুরু হবে।
  • দীপ | 2402:3a80:a02:b99e:0:50:eaeb:***:*** | ২৫ মে ২০২৪ ১১:১৪532304
  • এগুলো নিয়ে আলোচনা করলেই সে বিজেপির লোক, চাড্ডি! 
    লেখা মুছে দেওয়া হয়! 
  • দীপ | 2402:3a80:a3c:e56b:0:67:d2d9:***:*** | ২৯ মে ২০২৪ ১৩:৩৫532480
  • বুড়ো ভামের নাটক!
  • π | ২৯ মে ২০২৪ ১৮:১৭532484
    • দীপ | 2402:3a80:a3d:2e8c:0:4d:d616:dc01 | ২২ মে ২০২৪ ১৮:০৫53216 
    • একটু পরেই স্প্যামার আর 
    • ট্রোলারদের মড়া কান্না শুরু হবে।
     
    দীপের পক্ষ থেকে এই পোস্ট গুরুর কোটেবল কোটস বানিয়ে তার হল অব ফেমে তুলে রাখা উচিত। 
  • Debu | 2603:8001:3300:691b:1c2b:2f0a:7233:***:*** | ২৯ আগস্ট ২০২৪ ০২:৪৪536928
  • পার্থ এবং তৃণ মুলি গুণী বিপ্লবীরা আগে মুদ্রা গুনতো এখন প্রহর গুনছে  জেলে 
  • দীপ | 42.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ২২:২৮538773
  • এটা ভুল করে দীপের জায়গায় দীঘা হয়ে গেছে।
    ভুলের জন্য দুঃখিত।
  • দীপ | 2402:3a80:198d:fb31:778:5634:1232:***:*** | ২৬ অক্টোবর ২০২৪ ১৯:০৫538888
  • "মেলাবেন তিনি মেলাবেন"
    ঘাসফুল-পদ্মফুল সাংস্কৃতিক  সু-'পবন'

    ধৃষ্টতা মার্জনা করবেন, অমিয় চক্রবর্তী মহাশয়।
    একটু শুধরে কাল উপযোগী করে নিয়ে লেখা গেল,  " মেলালেন তিনি মেলালেন "।
    যিনি মেলালেন, সেই চরিত্রটি কবি কল্প নয়, রক্ত মাংসের মানুষ। পবন সিং। 
    তরুণ বয়সী অতীব জনপ্রিয় ভোজপুরী গায়ক। নিবাস পাটনা। 
    অষ্টাদশ লোকসভায় তাঁকে আসানসোল কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিল বি জে পি। পবনের "ক্রাউড পুলিং"  এর অন্যতম কারণ তাঁর উদাত্ত কণ্ঠে স্পষ্ট উচ্চারণে  যৌনগন্ধী চটুল গানসহযোগে স্টেজ দাপানো পারফরমেন্স। হিন্দি বলয়ে পবন, 'সুপার ডুপার স্টার'। যেহেতু পশ্চিম বর্ধমানের আসানসোল, বার্নপুর অঞ্চলে হিন্দি বিশেষত বিহার ও উত্তরপ্রদেশের মানুষের সংখ্যাধিক্য, তাই সেখানে বিশেষ করে নবীন প্রজন্মের কাছে পবন সিং একটা ' হাউজ হোল্ড নেম 'জীবন্ত কিংবদন্তী। 
    যে জনবিন্যাসের হিসেব কষে  তৃণমূল বিহারী  শত্রুঘ সিনহাকে প্রার্থী করে ওই কেন্দ্রের উপনির্বাচনে কেল্লাফতে করেছিল, সেই কৌশলেই গত মে মাসের ভোটে পবনকে দাঁড় করিয়ে মাস্টার স্ট্রোক দিতে চায় বিজেপি। 
    কিন্তু আসানসোলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই পবনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। বাঙালি জাতির মহিলাদের নিয়ে তাঁর অশালীন কথা নির্ভর কিছু ' সুপার হিট ' গানের প্রসঙ্গ ওঠে। বাংলা অন্ত প্রাণ, সেই প্রতিবাদে শামিল হয় তৃণমূল। তুমুল বিতর্কের মুখে পড়ে, পবন টের পায়, তাঁর পক্ষে বাংলা ভূখণ্ডে ভোটে লড়াই করা ঠিক হবে না। তাই বিজেপি নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলে ময়দান থেকে উধাও হয়ে গেলেন ওই ভোজপুরী তারকা। 
    কিন্তু মাস সাতেকের ব্যবধানে পবন ফের সেই আসানসোল সংসদীয় কেন্দ্রের অন্তর্গত জামুড়িয়ায় সম্মানে অবতীর্ন হতে চলেছেন আসন্ন দেওয়ালিতে। আগামী ৩ নভেম্বর পবন সিং নাইট হবে । 
    যে তৃণমূল তাঁকে  তাড়িয়েছিলো , এবার তারাই তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন, রীতিমতো নগদ নারায়ণে মূল্য চুকিয়ে। 
    জামুড়িয়ায় তৃণমূল বিধায়ক হরেরাম সিং। তাঁরই পুত্র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রেম পাল সিংয়ের উদ্যোগে এই  "গালা ভোজপুরী মিউজিক্যাল নাইট শো"।
    সেবার ভোটের আবহে বৃহত্তর বাংলার আবেগ খুঁচিয়ে বিজেপি বিরোধিতায় শান দিতে পবন হটাও আওয়াজে গলা মিলিয়েছিলো তৃণমূল। এবার সেই  '   'বঙ্গনারী বিদ্বেষী ' পবনের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা যাবে, জমুড়িয়ার তৃণমূলকে।  

    এমন মাস্টার স্ট্রোক একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব কেননা, কোনও আদর্শবাদের তাড়না বা পরিভাষায়  'আইডিওলজিক্যাল ব্যাগেজ ' তাকে বহন করতে হয় না। তার উপজীব্য স্রেফ নিরেট বাস্তববাদ বা  'পলিটিক্যাল প্র্যাগমাটিজম'। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সাফল্য এখনোও পর্যন্ত গগন চুম্বি।  'দ্রোহকাল ' পর্বের পরেও মমতা বিকল্প হীন। 
    তাই সমকালে তৃণমূল অপ্রতিরোধ্য।
     
    ফেসবুক থেকে প্রাপ্ত।
  • দীপ | 2402:3a80:1cd7:8fa9:878:5634:1232:***:*** | ২৮ অক্টোবর ২০২৪ ২৩:০৩538947
  • কংগ্রেস বুঝিল বামেদের সাথে চলা যায় না। বামেরা বুঝিল লেসার এভিল খুঁজিতে হইবে। বিজেপি বুঝিল যতই তড়পাই এখানে, ওখানে সেটিং অনেক মজবুত। ছিনাল হাসিল।
    ইহাই বাঙলার রাজনীতি।
    #ভেনোচরিতকতা
     
    ফেসবুক থেকে প্রাপ্ত।
  • দীপ | 2402:3a80:198b:714f:678:5634:1232:***:*** | ০৬ নভেম্বর ২০২৪ ১৩:০৬539167
  • অধ্যাপক আবদুস সাত্তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। তাঁর পদ হবে একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান। বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ছিলেন। তার আগে বাম আমলে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য এর মন্ত্রিসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন।
     
    বাম থেকে কং, সেখান থেকে পিসি! 
    জিনিয়াস!
  • দীপ | 2402:3a80:196f:dc85:878:5634:1232:***:*** | ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৯539444
  • ভাটপাড়া সম্মান রেখেছে! উপনির্বাচন কে ঘিরে ভোটের বাজারে সকাল থেকে চলছে গুলি পরপর বোমা, প্রাণের শহর ভাটপাড়ার গৌরবময় ইতিহাসকে ধরে রাখার জন্যে আমার সকল বন্ধুবর ক্রিমিনাল ভাইদের অভিনন্দন। এইভাবেই আমাদের আস্তে আস্তে পরমাণু বোমের দিকে এগিয়ে যেতে হবে। 
     
    এই আশেপাশে NIA নেই তো? 
     
    -অরিত্র দত্ত বণিক 
  • দীপ | 2402:3a80:198f:2fc2:878:5634:1232:***:*** | ১৭ নভেম্বর ২০২৪ ২২:৩৫539507
  • বাংলাকে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট করা যাবে না। এসব কালচার বাঙলায় চলবেনা। খুব ভালো মেয়র সাহেব। কিন্তু বেলডাঙ্গা কালচার কেনো? কেনো ট্রেন রাস্তা বন্ধ হবে? আপনি আচরি ধর্ম জগতের শেখাও বাপু। বেলডাঙ্গার লঙ্কা ভালো কিন্তু মার দাঙ্গা কেনো? কেনো সাহস হয় এসব করার? ইন্টারনেট বন্ধ করে আর পেটোয়া চ্যানেলে খবর প্রকাশ না করতে দিলেই কি ২০২৪ সালে কোন খবর আটকে থাকে? ওপাশে মুকুন্দপুরে আজ ভরা বাজারে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। কেনো স্যার? কিসের ভরসায় কিসের কালচারে এখানে এসব হচ্ছে? এটা তো উত্তরপ্রদেশ না, তাহলে? এসব একটু চেষ্টা করলেই শক্ত হাতে দমন করা যায়। পুলিশ কে সফ্ট টার্গেট করে হবে কী? আপনার দলের বিধায়ক যদি বলে আমরা মুর্শিদাবাদে ৭০ শতাংশ, চাইলে ওই ৩০ শতাংশ কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। কী ব্যবস্থা নিয়েছিলেন? আপনার মাননীয় বিধায়ক জাভেদ খান আর তাঁর সুপুত্র, হ্যাঁ, এক দম নাম করেই বলছি, কেমন কালচার তৈরি করেছে? কী ব্যবস্থা নিয়েছেন? আজ নিজের দলের কাউন্সিলর কে গুলি চালিয়েছে, তাই রেগে পুলিশকে টার্গেট করছেন? পুলিশ কাদের? আর জি কর কাণ্ডে পুলিশ গ্রেপ্তার হয়েছে কেনো? সেই ব্যাটা যখন কোন নার্সিংহোমে ভর্তি হতে পারছিল না, কে ওই নার্সিং হোম আর হাসপাতাল গুলোকে ধমক দিয়েছিল? হয় চুপ থাকুন স্যার নইলে বলুন সব ঠিক হচ্ছে। দয়া করে পুলিশ কাজ করছে না এসব বলবেন না। পুলিশ কাজ করলে সুন্দরবন কিংবা নর্থ বেঙ্গলে ট্রান্সফার হয়ে যায় রাতারাতি। বৌ বাচ্চা নিয়ে তাঁরা করবে টা কী? হয় তাবেদারি নয় ধরে আনতে বললে বেঁধে আনবে। নিজেদের বদলান স্যার। এভাবে প্রশাসন চলে না। আজ মানুষ পুলিশ কে বিশ্বাস করেনা। এর জন্য করা দায়ী ভাবুন একটু। দায়িত্ব যখন নিয়েছেন ঠিকভাবে পালন করুন নইলে ছেড়ে দিন। কেউ পৃথিবীতে অপরিহার্য নয়। 
    #ভেনোচরিতকতা
  • দীপ | 42.***.*** | ১৯ নভেম্বর ২০২৪ ১৬:১২539526
  • স্কুল সার্ভিসের পরে এবার পিএস সি।
     
    ২০২৪ সালে এখনও পর্যন্ত WBCS-এর কোনও ফর্ম ছাড়েনি WBPSC। ২০২২ এবং ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করতে পারেনি WBPSC। WBCS-টা এতদিন প্রতিবছর হত।
     
     
  • দীপ | 2402:3a80:196c:76:778:5634:1232:***:*** | ২২ নভেম্বর ২০২৪ ১৫:৪৩539570
  • এক চালুনি আরেক কে প্রশ্ন করে ভারতে চৌর্য সাম্রাজ্য কবে থেকে চালু হয়েছে? নেতারা এত কথা বলে না। ন্যাতারা বলে। নেতারা সবার সাথে ভালু সম্পর্ক রাখে, ছেলে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে, কেউ আম দার্জিলিংয়ের চা, কমলালেবু পাঠায়। ন্যাতার দল ঘুষি পাকিয়ে প্রশ্ন করে সকালে রুটি সোয়াবিন খেয়ে। কেউ মাথা নাড়ে, আমার মত হারামি খোরাক পেলে ল্যাজ নাড়ে। অবস্থা বদলায় না। দেখুন আদানি আমার পেছন মারলো নাকি আম্বানি তাতে আমার কিছুই যায় আসে না। একটাই পাছা। যে যখন ক্ষমতায় আসবে মারবে। তাই সব সময় বলি বদলে দিতে। আপনারা বদল চান না। তাহলে এখন কুঁই কুঁই কেনো? আমি বহুবার বলেছি, আর যাই করুন, গণশক্তি পড়া লোকজন কে একটু এড়িয়ে চলবেন। এরা জানে না এমন কিছু এই মহাবিশ্বে নেই। বিশ্বে যে দিন থেকে শাসন ক্ষমতা মানুষের হাতে এসেছে রাজা চুরি করেছে। আর প্রজা? সেও চুরি করেছে। প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখুন, ঘুষ দিয়ে কাজ হাসিল সেই কবে থেকে চলছে। ঘুষ দেবতা খায় তো মানুষ। তাই চৌর্য সাম্রাজ্য কবে থেকে শুরু হয়েছে এসব প্রশ্ন পাল্টা আপনাদের করলে বিপদে পরে যাবেন। ভারতীয় রাজনীতি করবেন আর চুরি করবেন না, সেটা হয় না। নিজের পাছার গু না ধুয়ে অন্যের পাছার গুয়ের সন্ধান করে কী লাভ? যার দিকে আঙুল তুলবেন সেই আপনাদের দিকে আঙুল তুলে দেখাবে পাছায় গু লেগে। আর প্রজা? সে তো ঘুষ দিয়েই কাজ হাসিল করে। কেনো করে? জানে ঘুষ না দিলে কাজ হবেনা। ঘুষ অমুক খাচ্ছে জানালেও কাজ হবে না। বেশি কথা বললে আর জি কর হবে আবার। কিন্তু এসব কথায় আমি তেমন আমল দেই না। কিন্তু অবাক হয়ে দেখি সরাসরি শাসক দলের মুখপাত্র এত কান্ডের পরেও প্রকাশ্যে থ্রেট দিচ্ছে! কই থ্রেট কালচার বন্ধ হয়ে গেছে? বলছে ২০২৬ এ সিপিআইএম কিংবা বিজেপির দালালি করা পুলিশ কে সুন্দর বন বাঘ পাহাড়া দিতে পাঠাবেন কিংবা কোচবিহারে চালান করে দেবেন! মানে নীচু তলার পুলিশ হলে তৃণমূল করতেই হবে? মানে সরকারি কর্মচারী হলে তৃণমূল মাস্ট। নইলে ব্যাগ গুছিয়ে রাখতে হবে? যে রকমটা সিপিআইএম এক সময় আবদার করতো? সে সময়ে সবাই সিপিআইএম। এখন সবাই তৃণমূল। কোনদিন বিজেপি এলে সবাই বিজেপি! নইলে সেই এক হুমকি, ব্যাগ গুছিয়ে রাখুন। এক সময় নিজে কোচবিহার চাকরি করেছি। মন্দ না। কিন্তু কিছু হলেই কোচবিহার বা সুন্দরবন পাঠিয়ে দেবো মানে? ওখানে যারা থাকে তারা মানুষ না? নাকি সব বিরোধী লোকজন সেখানে ভর্তি? এভাবে এসব জায়গাকে অপমান করার দায়িত্ব তাকে কে দিয়েছে? সেখানে তো তৃণমূল জেতে। তাহলে সেখানে পাঠিয়ে দেবেন মানে? মাধ্যমিক ফেল বুদ্ধিতে এর থেকে বেশি আর কী মাথায় আসবে? সি পি আই এম লেসার এভিল খুঁজবে, তিনু দিল্লি কে ম্যানেজ করে বিজেপির জুজু মুসলমানদের দেবে আর চাড্ডি গুলো ' পারেনা লাগাতে, ঘন ঘন হাই তোলে কাজের সময়ে ' করে বেড়াবে। ওপাশে আদানি কাটিয়ে শেয়ার আবার ঘুরে দাঁড়াচ্ছে। সাধুবাবা দিদি গদি বাঁচিয়ে নোবেল শান্তি পুরস্কার পাবার তালে লবি করছে আর বিচিত্র বীর্যরা এই বাজারে গণশক্তিয় লেখা নিয়ে ব্যস্ত। চৌর্য সাম্রাজ্য কবে থেকে চালু হয়েছে মার্কা বাল ছাল করে। ওদিকে আবার নিম্ন চাপ আসছে!
    #ভেনোচরিতকতা
  • দীপ | 2402:3a80:196c:c74e:778:5634:1232:***:*** | ২৩ নভেম্বর ২০২৪ ০০:৩৪539580
  • উন্নয়নের অসামান্য প্রমাণ বটে! 
    বাহ্যিক আড়ম্বরকে উন্নয়ন বলে প্রচার করলে কিছুই বলার থাকেনা! 
    গত কয়েক মাসে একের পর এক রেলদুর্ঘটনার খবর এসেছে! এবার যাত্রীর মৃতদেহ পাওয়া গেলো! 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন