Beautiful concept! Aro golpor pratashai roilam!
অসাধারণ....
সাইবার স্পেসের গুচ্ছের অপচয়!
খুব ভাল লাগল লেখাটি পড়ে। কল্পনাশক্তি ও চিন্তাশক্তি দুইই খুব প্রখর। বীভৎস রাজনীতির শেকলে আষ্টে পিষ্টে জড়িয়ে আজ আমরা ভয়াবহ দিন কাটাচ্ছি। হাতের কব্জিও কেটে রেখে দিচ্ছে যাতে লেখার স্বাধীনতাটুকুও না থাকে। কিন্তু শত হলেও প্রতিবাদী স্বর ক্ষীন হলেও বেঁচে থাকে যাতে ভর করে মানুষ স্বাধীনতা বস্তুটির স্বাদ পেতে চায়। ছড়িয়ে দিতে চায় সে স্বাদ সবার মধ্যে। ‘কুকুর বা অন্যান্য জন্তুর সঙ্গে মানুষের তফাতটা বোধহয় এখানে যে, মানুষ নিজের বকলেস নিজেই পরে আবার নিজেই খোলে।‘-লাইনটি অনবদ্য। কি সুন্দর উপমা দিয়েছেন লেখিকা।সে রকমই আরেকটি লাইন হল - ‘প্রাচীনকাল থেকেই হাতিকে আমাদের দেশে সমৃদ্ধি, রাজকীয়তা, সৌভাগ্যের প্রতীক হিসেবে মানা হয়। তাই সিংহদুয়ার, রাজদ্বারের এর দুপাশে, মন্দিরগাত্রে হাতি খোদিত থাকে। কিন্তু আজ এই ভীষণ দুর্বিপাকে সৌভাগ্যলক্ষীকেও গুহাশ্রিত হতে হয়েছে।‘সমাপ্তিও টেনেছেন অতি সুন্দর আশার বানী দিয়ে -‘আমি জানি, আগামীতে এই শব্দ থেকেই তৈরি হবে সেই হাতিয়ার, যা ওই সিংহাসনকে মুক্তি দেবে। আমি অপেক্ষায় রইলাম তাদের, যারা এই শব্দের হাত ধরে সমস্ত মিথ্যের অচলায়তন ভেঙে তর্জনী তুলে নির্বাচন করবে নিজেদের আগামী ভবিষ্যৎকে। আমি অপেক্ষায় রইলাম সেই যুগসন্ধিক্ষণের।‘
Bahhh khub valo concept
বেশ ভাল লেখা। কলমের জোরও প্রশংসার। আরও লেখা পাব এই প্রত্যাশায়।
দুর্দান্ত
দুর্দান্ত