বৃষ্টিগান ইলশেগুঁড়ি বৃষ্টিগান |
|
জারজ পিঁপড়ে সেই যে জারজ পিঁপড়ে, জারে জন্ম যার এদিকে আরশোলা কিছু আনাচে কানাচে সেই যে জারজ পিঁপড়ে কোথা ছিলে তুমি? তলে বস, হাতে পাতা, আঙুলে লেখনি, তাকাও জারের কাচে, কাচেদের পারে, জঁহাসে আচ্ছা আর শহর, স-কলি আরশোলা টেবিলের আনাচে কানাচে, ঘর ভাসছে জলে, আর ঘরমধ্যে জার, |
|
দালাল ধূমে জন্ম ধূমাবতী বৈধব্যের সাজ, সে ছাই গলাতে মাখি, কপালে, কপোলে, আমি ক্ষুব্ধ রুদ্রমূর্তি, সপ্ত মহাকাল, |
|
আমি ও চন্দ্রবাবু আমি ও চন্দ্রবাবু মাঝে মাঝে মতান্তর হলে, যদি কিছু তারামাছ ধরা পড়ে ভাগ্যের কবলে, সমস্ত দুপুর, পৃথিবী অচেনা গন্ধ, নোনা রোদ নিয়ে, অবশেষে রাঙা হলে রোদ, মৎস্যের আতান্তর দেখে ধরি গৃহপথ! আমি ও চন্দ্রবাবু মাঝে মাঝে মতান্তর হলে, |
|
কে জানে? মেঘেতে আলোর রেখা ক্রমশই ক্ষীণ কিছু বঁড়শি ভেসে গেলে কিছুই সামর্থ্যে নেই সমস্ত দুপুর, কাব্য, নোনা রোদ,ডুবে গেল পুকুরের জলে, সেই রাতে, যার দিনে, কিছু বঁড়শি ভেসে গেলে, |
|
কলকে ফাটাও কলমে আগুন ঝরাই....
ঝাঁকে মাছ বাড়ছে কেবল... কুটোখড় আঁকড়ে ধরি ... চেপে যায় যৌন খিদে... পাশে পেনসিলভানিয়া ... এমনি ফ্রাস্ট্রেশন এ
|
ছবি ঃ মৃগাঙ্কশেখর গাঙ্গুলি