গত ১৭ই ডিসেম্বর ২০১৮ লোক সভায় "ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) বিল" নামক একটি প্রস্তাবিত আইন পাশ করা হয়। ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামী ও প্রান্তিক লিঙ্গের মানুষদের অধিকার সংক্রান্ত এই বিল বা খসড়া আইনটি ২০১৬ সালে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক (Ministry of Social Justice and Empowerment) প্রথম সংসদে পেশ করেছিল । তখন রূপান্তরকামী এবং প্রান্তিক লিঙ্গ পরিচয়ের ব্যক্তিবর্গ এই বিলের নানারকম সমস্যাজনক দিকের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় এবং বিলটি সংশোধনের জন্য তাঁদের মতামত এবং সুপারিশ জানায় । অথচ যাদের অধিকার সুরক্ষার নামে এই বিল, তাদেরই মতামত অগ্রাহ্য করে সরকার ডিসেম্বর ২০১৮তে পুনরায় বিলটি পেশ করে, বেশিরভাগ অংশ অপরিবর্তিত রেখেই। অতয়েব রাজ্য সভায় যাতে বিলটি পাশ না হয়, বরং আইন হওয়ার পূর্বে বিলটি সঠিক রূপে সংশোধন করা হয়, তার জন্য সারা দেশ জুড়ে রূপান্তরকামী ও প্রান্তিক লিঙ্গের গোষ্ঠীবর্গ আবার প্রতিবাদে সোচ্চার হয়েছে । এই বিলটির বিভিন্ন সমস্যাজনক দিক রয়েছে যার কারণে আমাদের অধিকার সুরক্ষার পরিবর্তে হনন করা হতে পারে, ক্ষমতায়নের পরিবর্তে অপরাধিকরণ হতে পারে, যথা :-
১) লিঙ্গ স্বনির্ধারণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে: