এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক

  • কোবরাপোস্ট এবং যক্ষপুরী সম্পর্কে দু’একটি কথা -প্রথম পর্ব

    খবরদার লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | ৩১ মে ২০১৮ | ১৬৫৬ বার পঠিত
  • গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে যেটির সাথে সবচেয়ে বেশি ইন্টার্যাকশন হয়ে থাকে আমনাগরিকের, তা হল গণমাধ্যম। আমাদের ছোটবেলায়, মানে নব্বইয়ের শেষ বা শূন্য দশকের শুরুর দিকে কোন তথ্যের ধ্রুবসত্যতা যাচাইয়ের কষ্ঠিপাথর ছিল তা “কাগজে বেরিয়েছে” কিনা। পরে এর সাথে যোগ দেয় “টিভিতে দেখিয়েছে” কিনা। তখনো ফেসবুক হোয়াটসঅ্যাপ আসেনি। পোস্ট ট্রুথ শব্দটা অজানা ছিল, তাই মিডিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আস্থা অটল ছিল অনেকটাই। এখন সেসব গতজন্মের কথা। এখন সবাই জেনে গেছি কোন কোন খবরের চ্যানেল আইডিওলজিক্যালি সরকার বিরোধী, আর কারা কারা সরকারপক্ষের। আইডিওলজিক্যালি শব্দটার উপর জোর দিলাম এখানে।
    কোবরাপোস্টের ব্যাপারে আগে তাই দু’এক কথা বলে নেওয়া দরকার। ২০০৩ সালে তেহেলকার প্রতিষ্ঠাতা সাংবাদিক অনিরুদ্ধ বহাল কোবরা পোস্ট নামক অলাভজনক সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন। অনিরুদ্ধ ও তাঁর টিমের বিভিন্ন স্টিং অপারেশন পরবর্তী কালে প্রকাশ্যে আসে। এর মধ্যে ২০০৫ সালের “অপারেশন দুর্যোধন”, ২০১৩ এর “রেড স্পাইডার”, “অপারেশন ব্লু ভাইরাস” উল্লেখযোগ্য। ২০১৮ তে যখন কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়, মার্ক জুকারবার্গকে অন ক্যামেরা রোস্ট করছেন আমেরিকান সেনেটররা, কোবরাপস্টের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের সাংবাদিক তখন সঙ্গোপনে কোবরাপোস্টের সাংবাদিক পুষ্প শর্মা একটি স্টিং অভিযানে নেমেছিলেন। প্রসঙ্গতঃ, এই পুষ্প শর্মাই ২০১৬ সালে একটি লেখায় দাবি করেছিলেন আয়ুশ মন্ত্রকে সংখ্যালঘু কর্মীদের নিয়োগ করা হয় না। পরে অবশ্য মন্ত্রকের পক্ষ থেকে এই দাবিকে নস্যাৎ করা হয় এবং স্বল্প সময়ের জন্য পুষ্প শর্মা গ্রেপ্তার হন।
    কোবরাপোস্টের দাবী অনুযায়ী তাদের সাংবাদিক পুষ্প শর্মা কাল্পনিক একটি সংস্থা শ্রীমদ্ভগবতগীতা প্রচার সমিতির কর্মকর্তা জনৈক আচার্য সেজে দেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ সংস্থার (যার মধ্যে খবরে চ্যানেল, নিউজ পেপার এবং ওয়েব পোর্টাল সবই আছে) কর্তাব্যাক্তিদের অ্যাপ্রোচ করেন টাকার বিনিময়ে একটি বিশেষ আইডিওলজিকে প্রোমোট করতে। এটি তিনটি ফেজে বিভক্ত। প্রথম ফেজে গীতার বাণী প্রচারের মাধ্যমে, দ্বিতীয় ফেজে বিরোধী দলের নেতানেত্রীদের ব্যংগ করার মাধ্যমে এবং তৃতীয় ফেজে সাধারণ নির্বাচনের প্রাক্কালে একটি রাজনৈতিক দলের সুবিধামতো অ্যাগ্রেসিভ প্রোমোটিং করার প্রস্তাব দেওয়া হয়।
    যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই যথাসম্ভব নাম না লিখে বিষয়টি লেখার চেষ্টা করছি। তিন ফেজে বিভক্ত এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল “অপারেশন ১৩৬” (প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র‍্যাংক ১৩৬ তম স্থানে)। এখন কোবরাপোস্টের দাবী সত্য হলে তাঁরা সারা দেশের ২৫-৩০টি মিডিয়া হাউসকে অ্যাপ্রোচ করেছিলেন তাদের মধ্যে একমাত্র বাংলার বর্তমান এবং দৈনিক সংবাদ পত্রিকাগষ্ঠী এই প্রস্তাবে সায় দেয়নি।কোবরাপোস্টের দাবি অনুযায়ী, অন্যান্য মিডিয়া হাউসগুলি তাদের প্রস্তাব মেনে বিশেষ টিম গঠন করার কথা বলেছিল যে টিম একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধাজনক আদর্শ এবং পরোক্ষভাবে তাদের সুবিধাজনক আদর্শ প্রচার করবে।
    ভিডিওতে দেখা যাচ্ছে, দেশের অন্যতম প্রধান মিডিয়া হাউস, যারা একাধিক ভাষার সংবাদপত্র ও টিভি চ্যানেলের মালিক তাঁরা পুষ্প শর্মার প্রস্তাব মতো “খবর” প্রচারের জন্য ১০০০ কটি টাকা চেয়েছেন। পরে অবশ্য সেটা দরাদরি করে ৫০০ কোটি টাকাতে নেমে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে অন্যান্য কর্পোরেট সংস্থার মাধ্যমে সেই টাকা নেওয়া হবে, যদিও প্রথমে চেকে পেমেন্ট নেওয়ার কথা ভাবছিলেন সেই মিডিয়া গ্রুপের শীর্ষস্থানীয় কর্তা। ওই একই গ্রুপের একটি রেডিও চ্যানেলের শীর্ষস্থানীয় কর্তাব্যাক্তি অবশ্য ভিডিওতে স্বীকার করেছেন তাঁরা ঐ রাজনৈতিক দলের সুবিধামতো ক্যাম্পেন আগেও করেছেন।
    অন্য একটি সর্বভারতীয় খবরের কাগজের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পুষ্প শর্মাকে আশ্বস্ত করেছেন তাঁদের সিইও বর্তমানে দেশের প্রধান বিরোধী দলের সমর্থক হলেও, তারা দেখবেন যাতে সম্পাদকীয়তে “deep negative” কোন সমালোচনা না বেরোয়। এই গ্রুপের রেডিও চ্যানেলের জনৈক ম্যানেজার ভিডিওতে বলেছেন তিনি সঙ্ঘের মতাদর্শের অনুগামী এবং গুজরাট কান্ডের (২০০২?) সমর্থক। আরেকটি মিডিয়া গ্রুপ যাদের পাক্ষিক ম্যাগাজিন এবং খবরের চ্যানেলের দেশজোড়া খ্যাতি, তার একজন কর্মকর্তা দাবি করেছেন তাঁঁর কেওমাত্র উদ্দেশ্য যাতে কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন দল আবার ক্ষমতায় আসে।প্রসঙ্গত , এই গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে একমাত্র প্রেসের স্বাধীনতা নিয়ে দু এক কথা বলতে দেখা গেছে। তিনি দাবি করেছেন কোন অ্যাক্টিভিটির সাথে এই মিডিয়া গ্রুপ একমত না হলে, তাঁঁরা সম্পাদকীয়তে সমালোচনা করবেন। অন্ধকারের মধ্যেও ক্ষীণ আশার আলো পাওয়া যায় এই মন্তব্যে। টানেলের শেষে আলোর রেখা দেখা যায় বাংলার দুই সংবাদপত্রের আচরণেও, যাঁঁরা টাকার টোপের কাছে নতি স্বীকার করেননি। প্রায় ২৫-৩০টি সংস্থার মধ্যে থেকে মাত্র তিন চারটির উদাহরণ দিলাম। মোর অর লেস, একই সুর শোনা গেছে সবার কথায়।
    এছাড়াও ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট কোম্পানিকেও কোবরাপোস্টের তরফ থেকে অ্যপ্রোচ করা হয়। সেই ভিডিওতে চমকে ওঠার অনেক উপাদান পাবেন, যা নিয়ে পরের পর্বে লিখবো।
    হাই কোর্ট স্থগিতাদেশ জারি করার ফলে অচিরেই আমরা ভুলে যাবো। এমনিতেই বীভৎস মজার চক্করে যে কোন সেনসেশন বা খবরের আয়ু মাত্র দেড় দিন।তারপর কোন না কোন বৃহত্তর সেনসেশন এসে ঢেকে দেবে। ইতিমধ্যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আরো দুই ধাপ নেমে গেছে ভারতের র‍্যাঙ্কিং। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রীতিমতো নড়বড় করছে। এক স্ট্যান্ড আপ কমেডিয়ানের সাথে আলাপচারিতায় সরকারবিরোধী কথাবার্তা বলার জন্য এক প্রবীণ সাংবাদিক হুমকি পেয়েছেন গত সপ্তাহেই। যক্ষপুরীতে রাজ্যপাট চালাচ্ছেন মহারাজ, বাইরে পড়ে রয়েছে রঞ্জনের মৃতদেহ।

    (-ক্রমশ )


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ৩১ মে ২০১৮ | ১৬৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হুতোম | ***:*** | ০১ জুন ২০১৮ ০৭:৫৬83759
  • সমৃদ্ধ হলুম গোছের ক্লিশে হওয়া কমেন্ট করলামনা, ভীষণ ভালো উপস্থাপনা। দ্বিতীয় কিস্তির অপেক্ষায় থাকলাম।
    শুধু দুটো বক্তব্য ছিল, এখনকার দিনে গণ মাধ্যমের ইডিওলজি আদতে গুলতাপ্পা, এডিটোরিয়াল পলিসি একটা থাকে বটে, কিন্তু সেটি দোদুল্যমান।

    সম্পাদকীয় তে ডিপ নেগেটিভ কিছু লেখা হলেও সাধারণ সমাজে তার গুরুত্ত্ব বিশেষ পড়েনা, সম্পাদকীয় পৃষ্টাটি সাধারণ পাঠক মনোযোগ দিয়ে পড়েন এমনটা বোধহয় নয়।
  • de | ***:*** | ০১ জুন ২০১৮ ০৮:১৯83760
  • পড়ছি -

    সম্পাদকীয় সম্বন্ধে হুতোমের সাথে একমত -
  • প্রতিভা | ***:*** | ০১ জুন ২০১৮ ০৮:৩৪83761
  • পরের কিস্তির অপেক্ষা।
  • একজন | ***:*** | ০২ জুন ২০১৮ ০৯:৩৭83762
  • কে এই পুষ্প শর্মা? পুষ্প শর্মা এবং কোবরাপোস্ট নিয়ে একটু আলোচনা হোক।
  • রৌহিন | ***:*** | ০২ জুন ২০১৮ ১০:১৫83763
  • রভিশ কুমারের ইন্টারভিউটা দেখছিলাম। এত সহজে এত কঠিন সত্যি বলতে থাকলে প্রানের হুমকি পাওয়াই স্বাভাবিক এই সময়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন