এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • আমি অভিজিৎ রায়ের লোক--------- Biplob Rahman

    অভিজিতের জন্য লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৩ মার্চ ২০১৫ | ৯৯৮ বার পঠিত
  • ২০০৬ সালের কথা। বাংলা ব্লগের আদিযুগে সামহোয়ার ইনব্লগ ডটনেট-এ লেখা মকশ করার চষ্টো। মৌলবাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রজন্ম ৭১ এর অবিরাম অনলাইন সংগ্রাম। যাত্রা শুরু সচলায়তন ডটকম, আমারব্লগ ডটকম-এর। সচলের বারান্দায় বিজ্ঞানের লেখা পড়তে গিয়ে অভিজিৎ-এর ধারালো লেখার মুখোমুখি। একদিন তিনিই ইনবক্স করেন, মান্যবর, 'কল্পনা চাকমা এখন কোথায়?' আর 'অপারেশন মোনায়েম খাঁ কিলিং' লেখাদুটি মুক্তমনা ডটকম-এর বাংলা সাইটে হুবহু প্রকাশ করতে চাই। আপনার আপত্তি নেই তো? ইত্যাদি।
    তখন মুক্তমনা দ্বিভাষিক অনলাইন পত্রমাত্র। সম্মতি দিতেই লেখা দুটি সেখানে প্রকাশিত হয়।

    লিংক-০১: http://biplobcht.blogspot.com/2013/06/blog-post_5393.html
    লিংক-০২: http://biplobcht.blogspot.com/2007/12/blog-post.html

    শুরু হয় অবিশ্বাসের দর্শনের ছাত্র-শিক্ষকের ইনবক্স আলাপচারিতা।

    অবরুদ্ধ হতে হতে প্রিয় ব্লগ সাইটটি শিগগিরই দুর্গবন্দি হয়ে পড়ে। এর সঞ্চালকরা হয়ে পড়েন একেকজন রক্তকরবীর রাজা। কারুবসনা লেখেন, ওইপারে থুতু টলমল। আর মাসকাওয়াথ আহসান লেখেন, হুমায়ুন আহমেদের হলুদ হিমু। এইসব ব্লগ ক্যাচালেরকালে অভি দা'র আবার ইনবক্স: মুক্তমনা এখন বাংলা ব্লগ। এই আপনার লগিন, পাসওয়ার্ড। হাত খুলে লিখুন।

    প্রতিদিনের সংবাদবহুল কর্মময় জীবন। মেগাসিটি ঢাকার বিভত্স যানজট, ধূলো, গরম, রোদ, ঝড়বৃষ্টি। মাঝে মাঝে সংবাদের সন্ধ্যানে পাহাড়-পর্বত, জঙ্গল-জলা, আদিবাসী ভূমিতে কষ্টকর যাত্রা। এই করতে করতে চিড়েচ্যাপ্টার পর্বে একমাত্র জানালা হয়ে দাঁড়ায় মুক্তমনা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মোবাইল ফোন টিপেই পড়ে ফেলা দারুণ সব তাজা লেখা। নিজের লেখাপত্তরও কিছু থাকে, নিছক বিজ্ঞান, যুক্তি, দর্শনের ভাড়িক্কি লেখার বাইরে নিজের কথা, আদিবাসী মানুষের কথা, এমনকি বেশ কিছু চটুল লেখাও হতে থাকে। তবে নাস্তিক্যবাদের দীর্ঘ প্রচারণায়, দশাসই বিজ্ঞানের কচকচানি প্রবন্ধ আর বিবর্তনবাদের আধুনিক জেনেটিক জটিল লেখায় চুনোপুটি ব্লগার অধম হাঁফিয়ে ওঠে। মাঝে মাঝেই দাঁত ফুটাতে ব্যর্থ হয়ে দীর্ঘ ডুব।

    আবারো অভিদা'র ইনবক্স। ফেবুতে ততোদিনে বেশ চেনাজানা। লিংক, মতামত বিনিময়। অভিদা, জানতে চান, রে বিপ্লব। মুক্তমনায় লেখেন না কেন? সরল স্বীকারোক্তি, মুক্তমনার সেরাম ওজনদার লেখায় ক্লান্ত। তিনি বলেন, এই জন্যই আপনার কুড়মুড়ে ঝরঝরে লেখা চাই। আদিবাসী জনপদের কথা। চাই দেখা থেকে লেখা।সংবাদ নেপথ্য কথন।

    অভিদাই ছত্রধর। আবার মুক্তমনায় লেখা। উন্মোচন ডটনেট, গুরুচণ্ডালি ডটকম-এ টোকাটুকি। কিন্তু দলবাজি দেখে দেখে ক্লান্ত বলে সযতনে সব ব্লগাড্ডা এড়িয়ে চলা, গুরুতর ইস্যুতে সমাবেশ, মানববন্ধন ইত্যাদি বাদে। তাই বইমেলার আড্ডায় বাস্তব মিথস্ক্রিয়া ব্লগারদের সঙ্গে আর হয় না। 'তার ছিড়েঁ গেছে কবে? একদিন কোন হাহা রবে'।...মাঝে সুলেখক কুলদা রায় এসে মুক্তমনায় গোল বাধান। সেই গোল ছড়ায় সচল থেকে উন্মোচনে। ব্লগ থেকে ব্লগে। ফেসবুকের নোটে নোটে। এইসব নোটপত্রের সুপ্তফনা বেশীরভাগই মন্তব্যে। কুলদা রায় লেখেন:

    "এটা নিয়ে অভিজিৎ রায়ের সঙ্গে এবং তার মুরীদদের সঙ্গে আমার একটা বাহাস হয়েছিল। যুক্তিবাদি তাত্ত্বিক অভিজিত্ এবং তার সহলেখক ফরিদ আহমদ রবীন্দ্রনাথকে এই গানটি বাঁধার কারণে রবীন্দ্রনাথকে পুরো চোর ঠাউরেছেন। তার পরিপ্রেক্ষিতেই এই তথ্যগুলো দেওয়া হয়েছিল। মুক্তমনার অভিজিত্ রায় ও ফরিদ আহমদের এই লেখাটি যেহেতু মগবাজারদের আদর্শের সঙ্গে বেশ চলে সেকারণে লেখাটিই ইতিমধ্যেই বিডিআর্টসে প্রকাশিত হয়েছে। তাদের দেওয়ালে আলো ঝলমলো করে ঝুলছে। ইতিমধ্যেই মগবাজারী লোকজন অভিজিত্দের তথ্য নিয়ে নেমে পড়েছে। আশা করা হচ্ছে সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, ইনকিলাবে তাদের লেখাটা যাবে।"

    লিংক-০৩: http://www.sachalayatan.com/node/41311
    লিংক-০৪: http://www.unmochon.net/node/993

    অগ্রসর লেখক অভিজিৎকে এভাবে জ্যান্ত জবাই বহুবার হতে হয়েছে প্রগতির ভেকধারী ডিজিটাল রক্ষী বাহিনীর হাতে। বলতে দ্বিধা নেই, "নাস্তিক ব্লগার" অভিজিত্ তখনো ছিলেন খুব নিঃসঙ্গ। সচলের তারকা ব্লগাররা তখন নিরবই ছিলেন।

    এদিকে 'সমকামীতা', 'অবিশ্বাসের দর্শন', 'শূন্য থেকে মহাবিশ্ব', 'বিশ্বাসের ভাইরাস', 'ভিক্টোরিয়া ওকাম্পো: এক রবি-বিদেশীনির খোঁজে' -- অভিজিৎ এর একক বা যুগল বইয়ের কদর বাড়ে।মুক্তমনার বাইরে বিডিনিউজ এবং কয়েকটি জাতীয় দৈনিকে একের পর এক তিনি লিখতে থাকেন যাদুকরি সব লেখা।
    লিংক-০৫: http://opinion.bdnews24.com/bangla/archives/author/avijit_roy

    যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি ঘটে শাহবাগ গণবিস্ফোরণ। এই সময় মুক্তিযুদ্ধ থেকে দৃষ্টি সরাতে হেফাজতে ইসলাম "নাস্তিক ব্লগার" দের পাল্টা ফাঁসি দাবি করতে থাকে। হেফাজতিদের হেফাজতে নেওয়ার কেৌশলে (?) সরকার আসিফ, রাসেল, বিপ্লব ও সুব্রত -- এই চার ব্লগারকে গ্রেফাতার করে। ডিজিটাল রক্ষী বাহিনীর অন্যতম সিপাহ সালার অমি রহমান পিয়াল ফেবুতে বিব্রত বোধ করেন এই চার ব্লগারকে নিয়ে। ইমরান-জেবতিক-পিয়াল-সুশান্ত-আইজু-ইফতেখার সমর্থিত শাহবাগের আন্দোলন তাই শেষ পর্যন্ত "চার নাস্তিক ব্লগারের মুক্তি"র প্রশ্নে আশ্চর্য নিরব থাকে। পিয়াল ফেবু নোটে সরাসরি নাস্তিক ব্লগার, তথা মুক্তমনাদের নিয়ে বিরোক্তি প্রকাশ করেন। অভিজিৎ প্রতিবাদ জানান লিখে। কারণ ওই একটিই তার হাতিয়ার-- যুক্তি-তর্ক। ততোদিন শাহবাগ আন্দোলনটি কাঠের ঘোড়ায় পরিনত হয়েছে। পরে রক্ষীবাহিনীর চপেটাঘাতে কয়েক টুকরো।

    লিংক-০৬: http://www.guruchandali.com/default/2013/04/10/1365565320000.html#.VPG
    gUCfIYQs

    লিংক-০৭: http://www.guruchandali.com/default/2013/07/18/1374093468604.html#.VPG
    hOyfIYQs

    শুরু থেকে শেষ পর্যন্ত অভিজিৎ একা লড়ে গেছেন প্রবাসে চার ব্লগারের মুক্তির দাবিতে। ইংরেজী-বাংলায় লিখেছেন অসংখ্য নোট। বিশ্বের নানা প্রান্তে মুক্তচিন্তার সপক্ষে মানবন্ধন গড়ে তুলতে, তথা ব্লগারদের মুক্তির দাবিটিকে আকুণ্ঠ উস্কে দিয়েছেন। মুক্তমনার ব্যানারে তিনি লেখেন:

    ”Mukto-Mona says
    April 3, 2013 at 10:00 pm

    Bangladesh government squishing freedom of speech by arresting and harassing young bloggers inside the country

    To whom it may concern

    We are drawing your attention to an ominous development that is taking place right now in Bangladesh. To appease a handful of radical islamist preachers, the government has embarked on a campaign to curtail freedom of speech. To this effect, the police under government dictate have arrested three bloggers (Subrata Adhikari Shuvo, Mashiur Rahman Biplob and Rasel Parvez) in Dhaka, and then several others including one popular atheist blogger, Asif Mohiuddin in the following day. They were interrogated by police and further remanded in custody for seven more days. Torture in police custody is commonplace in Bangladesh for the detainees, often to extract incriminating statements. This time, several hapless bloggers are at the receiving end of government’s wrath. The government claims that these young bloggers have offended Islam and Muhammad, Islam’s holy prophet. It is worth noting that Bangladesh has no blasphemy law and the nation’s constitution allows the “freedom of thought, conscience and expression” as a fundamental right. In the aftermath of a popular protest in February and March 2013 known as Shahbag Movement, which was organized by bloggers and cyber writers, a section of Islamists have waged a disinformation campaign to label the bloggers ‘atheists’. The government is now trying to appease these Islamists. The government has made a list of nearly 100 bloggers and cyber forum participants who they labeled atheists and defamers of Islam. Through interview given to popular press, a spokesperson for the government has announced that the government will arrest and prosecute these “errant” bloggers. Although there is no law against atheism in Bangladesh, the government is persecuting these bloggers on charges of offending Islam and its Prophet. The government has already blocked a few popular websites to curtail free flow of information and promises to do even more to appease the Islamists. Since the constitution of the People’s Republic of Bangladesh ensures freedom of speech and expression [article 39 (1, 2) of chapter-3], we believe Bangladesh Government’s heinous action against the popular bloggers is unconstitutional and a gross violation of the Universal Declaration of Human Rights (Article 19 of the Universal Declaration of Human Rights, adopted in 1948, which clearly states, “Everyone has the right to freedom of opinion and expression”).

    We urge you to look into this serious matter and join with us in expressing grave concern so that bloggers and writers are not harassed and persecuted by state machinery because of the views they hold on religion and other such matters. The government has taken this easy route to appease a handful of rouge Mullahs whose support they need to win the upcoming election. We hope you understand the gravity of the situation which is worsening by the day.

    Mukto-Mona (Freethinkers) ”
    লিংক-০৮: http://freethoughtblogs.com/taslima/2013/04/03/atheists-are-arrested/

    মস্তিস্কে চর্বিদার কুলীন ব্লগার কোং অভিজিৎ কে নিয়ে দীর্ঘ অস্বস্তিতে ছিলেন। কিন্তু তার দুধারি লেখনিতে ফর্দাফাই হওয়ার আশঙ্কায় তাকে ঘাটানোর সাহস পাননি।

    আরেকটি ফেসবুক নোটে তিনি বলছেন:

    "ব্লগারদের জন্য কাজ করতে গিয়ে অদ্ভুত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বহু পরিচিত জন হঠাত্ করেই যেন অপরিচিত হয়ে গেলেন। হয়তো নিরাপত্তার কারণে, কিংবা হয়তো আমার লেখা কিংবা স্ট্যাটাস হঠাত্ করেই তাদের চক্ষুশূল হয়ে উঠল, কে জানে। দেশে হাজারো বিপদ, হাজারো সমস্যা। দোষ কাউকেই আমি দেই না। কিন্তু পাশাপাশি অনেক অপরিচিত জনকে, যাদের সেভাবে চিনতামও না, তারা হয়ে উঠলেন আপনজনের চেয়েও বেশি।"

    লিংক-০৯: https://www.facebook.com/Avijit.Roy.MuktoMona/posts/533950453327896

    এইভাবে একান্ত অভিজিৎ ক্রমেই একা হতে হতে জামাত-হেফাজত-আনসারটিম দ্বারা ঘেরাও হতে থাকেন। ফ্যানাটিক ফারাবির ধমকে অনেক আগেই অনলাইন শপ রকমারি ডটকম থেকে "নাস্তিক" ড. আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও অভিজিৎ রায়ের বই বিক্রি বন্ধ হলে আমরা বিস্মিত হই না। নিভৃত পাঠকেরা তাকে ঘিরে রাখেন বুকের মায়ায়, পাঁজড়ের হাড় দিয়ে। তাই লেখার জন্য অভিজিৎ খুন হলে অফলাইনে তো বটেই, তোলপাড় হয় অনলাইনে, এপার-ওপার সব বাংলায়।

    "বিজ্ঞান লেখক, ব্লগার অভিজিত্ রায় হত্যা ও তাঁর স্ত্রী বন্যা আহমেদকে গুরুতর জখমের ঘটনায় ব্লগ সাইটে তোলপাড় শুরু হয়েছে। বাংলা ভাষার ব্লগ লেখকরা ব্লগ, টুইটার ও ফেসবুকে এই বর্বরোচিত সন্ত্রাসী ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন। অনেকেই ঘটনার প্রতিবাদে আন্তর্জালিক প্রোফাইলে নিজের ছবির বদলে অভিজিতের ছবি জুড়ে দিয়েছেন। কেউ আবার শোকের প্রতীক হিসেবে ডিজিটাল কালো ব্যাজ বা ডিজিটাল মোমবাতির প্রজ্বলিত শিখা ব্যবহার করছেন প্রোফাইলে।"

    লিংক-১০: http://shar.es/1WyRTp

    আর অভিজিৎ কন্যা তৃষ্ণা বাবার মৃত্যুর ১৫ ঘন্টার মধ্যে দৃঢ় ভাষায় লেখেন:

    "বাবা খুন হওয়ার পর আমি মর্মাহত ও নিঃসঙ্গ হয়েছি, একথা বললে আসলে খুব কমই বলা হয়। কিন্তু তার হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ার সংগ্রাম স্তব্ধ করা যাবে না। তিনি আমাকে মুক্তমনার সংগ্রাম চালিয়ে যাওয়ার যে শিক্ষা দিয়েছেন, সে সংগ্রাম চলবেই। বাবা, আমি তোমাকে ভালবাসি। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।'

    লিংক-১১: http://t.co/M9iuRhu5E0

    অভিজিত্ হত্যার বিচার দাবি করে মুহাম্মাদ জাফর ইকবাল, ফিরোজ আহমেদসহ খ্যাতনামা লেখকরা অনেকেই কলম ধরেন। তারা উদ্বিগ্ন হন এই ভেবে যে, অভিজিতরা কি এভাবেই খুন হতে থাকবেন?

    লিংক-১২:
    http://opinion.bdnews24.com/bangla/archives/25586

    লিংক-১৩: http://t.co/QEL7OcIynZ

    কিন্তু শিক্ষকজ্ঞানে আমরা যারা অভিজিৎকে অনুসরণ করি, যারা নিজেদের 'অভিজিতের লোক' বলে দাবি করি, তারা অবশ্য এই হত্যার বিচার কামনা করি না। কারণ, আমরা জানি, এই সব হত্যার বিচার করে লাভ নেই। আসলে এই রাষ্ট্র কাঠামোয় হুমায়ুন আজাদ, ব্লগার রাজিব বা অভিজিত্ হত্যার বিচার হবে না, এটি প্রায় নিশ্চিত। খোদ রাষ্ট্র স্বয়ং জামাত-হেফাজত-আনসারটিমের জন্মদাতা, লালনকারী ও তোষক। তাই মেৌলবাদের এই উত্সমুখ যতদিন বন্ধ না হবে, ততোদিন মুক্তমনারা এভাবে খুন হতেই থাকবেন। অন্যদিকে আমরাও মুক্তমনার সংগ্রাম এগিয়ে নিতে মরীয়া। মেৌলবাদের ছুরির নীচে গলা পেতে দিতে সর্বদাই প্রস্তুত। কিন্তু বাস্তবতা এই যে, শেষ পর্যন্ত হত্যা করে অভিজিতদের শেষ করা যায় না। আমরা আসলে একেকজন রক্তবীজের ঝাড়। যতোবারই হত্যা করো, ততোবারই আমরা জন্মাবো। আমরা প্রত্যেকেই একেকজন অভিজিৎ!আমিই অভিভিৎ!

    মূল নোটটি এখানে: http://biplobcht.blogspot.com/2015/03/blog-post.html
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৩ মার্চ ২০১৫ | ৯৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন