দখল
এতদিনে সম্পূর্ণ হল, - দখল !
খরস্রোতা নদী, শীতল নয়ানজুলি, এমনকি ঝরনাগুলোও,
সবুজ গালচেতে বোনা.. মেটে রঙের পথ, গিরিখাত..
সব.. শব.. সবই দখল করা গেছে |
দেখো, যেন কোনো কথা না হতে পারে ,
গাছের সঙ্গে গাছের,
নদীর সঙ্গে জলের, শস্যের সঙ্গে ভিজে মাটির..
হাওয়ায়, ইথার তরঙ্গে, কোথাও,
... কোত্থাও যেন
ভেসে না বেড়ায়
...কোনো কুশল সংলাপ !
হতে পারে, ঘাসে কিছু গাঢ় লাল দাগ,
হতে পারে, কিছু ছিন্নভিন্ন কোমল টিউলিপ,
হতে পারে গলায় পা দিয়ে থামাতে হবে
আপেলবাগান থেকে ভেসে আসা আর্তনাদ...
তা হোক |
তাই হোক ! দখল সম্পূর্ণ করো !
এরপর আসবে অগ্নুৎপাতের দীপাবলি,
খালি আলো আর শব্দের ঝলকানি !
গরম সীসে আর সপ্লিন্টারের উৎসবে..
যারা ছিল না, - তারাও সামিল হবে এবার ..
.. অনিবার্য কৌশলে স্বতসিদ্ধ হবে
দখলের অজুহাত !
~~~
পোড়া মাটির পুতুল
কই হে !
কোথায় গেলে সব ?
হাংরি প্রজন্মের অ্যাংরি ইয়ংম্যানেরা?
সব যে হাতছাড়া হয়ে গেল....
ভেসে গেল সমস্ত ইশতেহার, তীব্র এবং নগ্ন শব্দের সবল অভিঘাত
নেমে আসার আগেই
ধর্ষিত হয়ে গেল..
কলমের অধিকার
জ্বালানোর পোড়াকাঠে লেখা রইল
সারি সারি এপিটাফ..
ওঠো ! ফিরে এসো মলয়,
সমীর, দেবী রায় !
এক একটা গোটা জনপদ লাশ হয়ে
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে চেয়ে আছে
নবারুণ আসবে বলে..
কাঁচা আর বিষাক্ত শব্দের চাঁদমারিতে
ছিন্নভিন্ন করে দেবে পাকা ইমারত !
পদাতিক চলো, মিছিলে
পা মেলাই,... কৃত্তিবাস? !
বাঁদিকের উঠোনে টানা রোদে
শুকিয়েছে নীল, আর বাকিটুকু জলে
শক্তির আধা-অপচয়..
দেশ জাতি দ্বেষ জাতি পোড়া
মাটির পুতুল দিয়ে
চিত্রনাট্য,স্টেজ, আলো, পর্দা সব রেডি,
সেট সাজিয়েছি...
মৃত্যু উপত্যকার...
যাবতীয় আলো দর্শকের চোখে !
মঞ্চ অন্ধকার |
মানস ঘোষ
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।