১) বিনীতভাবে জানাই, সহ-ব্লগার মাসুদা ভাট্টির এসব প্রায় পরাবাস্তব ললিপপ ফ্যান্টাসির সাথে আন্তত বছর ২০ ধরে পরিচিত। এমন সুখপাঠ্যে সাহিত্যের উপকার হয় কী? হলেও হতে পারে, তবে অপকার হয়তো নাই, সেসব সাহিত্যের রথি-মহারথিরা বলবেন। কিন্তু চণ্ডাল কাঁচ-কে কাঁচ ও কোদাল-কে কোদালই বলে অভ্যস্ত।
২) সাধারণ ব্লগ লেখালিখর কালে, কিছু ছেদ দিয়ে টানা আওয়ামী জামানায়, আমাদের আপা হঠাৎ বিলাত ফেরত সরকারি কলামিস্ট হয়ে ওঠেন (গুগল করে দেখুন), সে-ও পড়তে ভালই লাগে, বিশেষ করে আল্লাহর দুনিয়ায় যখন আওয়ামী লীগ ছাড়া কিছু নাই।
৩) অফটপিকে জানাই, বুকের ভেতর কাঁটা বিঁধে থাক অন্য জায়গায়। ….
বেশ কিছুদিন আগে রাঙামাটির বাঘাইছড়ি পাহাড়ি জনপদে অগ্নি সংযোগের সরেজমিন তদন্ত রিপোর্টের কালে মানবাধিকার গোষ্ঠীর ভেতর আমাদের আপাও ছিলেন। কিন্তু বোধগম্য কারণেই, তিনি ঢাকায় ফিরে এ নিয়ে এক বর্ণও কোথাও লেখেননি।
বিনীত ভাবে জানাই, এ নিয়ে একাধিক সরেজমিন সংবাদের পর চণ্ডলের একটি ব্লগ নোট এখানে :
কেখিকার ব্যক্তিজীবন নিয়ে কুটনামি করাকে পরচর্চা বলে। কাচ বা কোদাল কিস্যুই বলে না। ব্যক্তিচর্চা করে মন্তব্য করলে সেটা কোথাও একবিন্দুও ভ্যালু অ্যাড করে না। বিপ্লব রহমানের মন্তব্যটা একেবারেই অবাঞ্চিত।
এই গল্পটা প্রথম যেদিন পড়েছিলাম, অনেকক্ষণ নড়তে চড়তে পাারি নি। থম ধরে বসে ছিলাম। সুধু আভাসে এই ভাবে অসহায়তা বোনা যায় তা সব সময় মনে পড়ে না। আজ আবার পড়ে একই রকম ভালো লাগল। যদিও মাঝে সময় বয়ে গেছে অনেক।
@পাঠক (?),
লেখিকার ব্যক্তিজীবন বা কূটনামি পাইলেন কই? বরং তার বিবিধ লেখায় এবং না লেখায় থম মাইরা আছি, পাঠক হিসেবেই। আপ্তজ্ঞানে আপ্লুত না হইয়া নিজ নাম পরিচয়ে লগিন কইরা মন্তব্য করলে ভ্যালু এডের হেডম হইতো, বেকুবি ছাড়া।
মাসুদার লেখনী শক্তিশালী, প্রত্যাশামতই। তবে এই গল্প অতিরিক্ত লম্বা লেগেছে, ক্লান্ত করেছে।
ওহ আবার সেই নাম পরিচয় লগিনের বিরক্তিকর দাবি।
কেন বাবা লগিন বাহানা? ফেকুদের কী যা খুশী বালছাল বলার অধিকার নেই?
কে বলছেন, কি বলছেন? দুইই গুরুত্বপূর্ণ। তাই লগিন আর আন লগিন পোস্টে পার্থক্য আছে।
ফেসবুক, ব্লগ ও অন্যান্য ক্ষেত্রে সাধারণত ফেক আইডি থেকেই ঝামেলা করা হয়। কারণ, মাস্ক পরে ঢিল ছোড়া অনেক সহজ।
তাই বিপ্লব কটুক্তি করলেও বেশ করেছেন। নিজের মত স্পষ্ট জানিয়েছেন। তবে হয়তো সব সত্যিকথা সব সময় বলতে নেই। করোনা কালের চাপও আছে।
মাসুদার অনেক ভাল লেখার মধ্যে এটিও একটি। কিন্তু তাকে নিয়ে অনেক লন্ডন থেকে শুরু করে বাংলাদেশে অনেক বিতর্ক চলছে। শুধু সরকারি লেখক বলেই নন, কিছুদিন আগে তসলিমা নাসরিনও তাকে একহাত নিয়েছেন, বেশ উপভোগ্য!
"বিপ্লব কটুক্তি করলেও বেশ করেছেন। নিজের মত স্পষ্ট জানিয়েছেন। তবে হয়তো সব সত্যিকথা সব সময় বলতে নেই। "
হ! (হাই তোলার ইমো)
"সে" যদিও নাম পরিচয়হীন লগিনহীন নিক তবুও সমর্থন করেছে বলে তার "হ্যাডম" চেকের বাতেলা আসে নি।
পষ্টাপষ্টি লিখলেই তো হয় "আমার লেখা বা মন্তব্যের প্রসংশা করবেন শুধু। কোনরকম বিরূপ কথা বললেই আধার কার্ড দেখতে চাইব"।
অ্যাডমিন বিপ্লব রহমানের লগিনের সাথে কোটের মধ্যের মেসেজটা জুড়ে দিতে পারে।
আপনি ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ।
হেসে গেলাম। মুখোশের কদর বাড়ছে।...