রোশনি ইসলাম-এর কবিতা
ভেলকিবাজ
মেঘের বিছানায়
স্বপ্নগুলো ভাসে
ওজের ভেলকিবাজ
সেই আজব দুনিয়ায়।
নিরাপদ সন্ধ্যা আসে
ঘরের দরজায়।
হারিয়ে যাচ্ছি
ফিনল্যান্ড
হাজার হাজার হ্রদের দেশ।
বোটিং ফিশিং
চমৎকার সব আয়োজন।
উল্লাস –––
স্কি-স্টিক হাতে হাতে
বরফ-চাদরে হারিয়ে যাচ্ছি ক্রমশ।
পর্যটক
পৃথিবী জুড়ে নানান পর্যটক
মানববন্ধন আনন্দ উল্লাস
রক ক্লাইমবিং, র্যাফটিং...
মুক্ত জীবন অনুসন্ধান
গাছের আড়াল থেকে কেউ ডাকছে
দৃশ্য থেকে দৃশ্যান্তর
ঝর্নার জলে ভিজে
খুঁজতে থাকলাম রহস্যময় ডাক।
লাইভ ভিডিও
ফেসবুকে লাইভ ভিডিও শেয়ার করে –––
যাত্রাপথের সাক্ষী হয়ে থাকলাম।
ক্লান্ত পায়ে নদীর পারে
স্বপ্ন আর বাস্তব জানতে দাঁড়িয়ে থাকি –––
টাপুর-টুপুর বৃষ্টির জলে।
মিশে যাই
জলপ্রপাতের জল অজানা শিহরণ নিয়ে
ভেসে যেতে থাকি। বরফ গলে গলে
জল। এই উপত্যকা সবুজ বন্যায়
রবীন্দ্রগান সম্বল। আশায় আশায়
অবিশ্রাম প্রহরী হয়ে আবর্তিত বার-বার।
খন্ডিত বেদনা হারিয়ে আনন্দধারায় মিশে যাই।
কম্পাস হাতে
প্রশান্ত মহাসাগর
সীমাহীন আকাশে উড়ছে অ্যালব্যাট্রস
সাগরতীরে বাচ্চারা বালিঘর
বানাচ্ছে।
কম্পাস হাতে পৌঁছে যাচ্ছি
জাহাজ দুলে উঠছে –––
সূর্যাস্তের আকাশ
অশান্ত জলের ছায়ায় ঝিনুক ভাসছে, ভাসছে আহ্লাদ
কাক
অন্তহীন আকাশে উড়ে বেড়ানো –––
চারদিকে বৃষ্টির জল
সেই জলের কাছে এসে
নিজের প্রতিবিম্ব দেখে মুগ্ধ
ধানখেত
কাকতাড়ুয়ার-র হাতে বসে
বেশ উচ্চতায় তার কণ্ঠস্বর
শোনা যেতে থাকল
পাখি
প্রতিবাদ হয়েছিল গভীর অন্ধকারে
রাতে। হেঁটে পৌঁছে গেছি সেই
পাহাড় ঘন জঙ্গল। শুকনো ক্ষতে
সমস্ত আক্রোশ মিলিয়ে গেছে ধীরে ধীরে।
সবুজ ডানার পাখি উড়ে যাচ্ছে,
ঝরে পড়ছে কিছু পালক উজ্জ্বল আরও উজ্জ্বল
কমলালেবু-সকাল
স্মৃতিগুলো কত নিবিড় এলোমেলো।
সেই যে শীতের মরশুমে কমলালেবু-সকাল
উষ্ণতর সূর্যের আলোয় প্যানজি ডায়ান্থাস
ঘূর্ণায়মান নাগরদোলা
টুকরো খবর
স্বাগত নতুন সকাল
মাটি আকাশ ছুঁতে চায়
দিগন্তরেখায় টুকরো টুকরো মেঘ
পাখিদের ডানায় স্বপ্ন ঝরছে
খবরের কাগজে টুকরো খবর
ফটোগ্রাফি
বরফবৃষ্টির সকাল
স্বপ্নময় আকাশ।
ছুটন্ত ঘোড়ার পিঠে
শিশু তরুণ তরুণী
ক্যামেরার শট্।
পাইন দেবদারু-র জঙ্গলে
বাতাস বয়ে যায়।
ফিরে আসছি
বিশাল বাইসন ঘোড়া হরিণ
ছুটে আসছে –––
ত্রিশ হাজার বছর পুরোনো গুহাচিত্র।
অবাক বিস্ময়-ঘোর
ইউরোপ এশিয়া আফ্রিকা
অস্ট্রেলিয়া আমেরিকা
ঘুরে ফিরে আসছি।
আকাশে ফ্যালকন পাখা মেলেছে
ফেরা
উত্তপ্ত পৃথিবীর বুকে শুয়ে থাকি।
আদিম মানুষের সঙ্গে এখনকার
মানুষের কত-কত পার্থক্য!
মাটি আর মাটি আনন্দ-বেদনার
ছবি। বিস্তৃত ভূগোল আকাশ-ছোঁয়া
মর্যাদায় স্বপ্নময় সাধ। সমুদ্রতীরে
নারকেল গাছ, পুজোর ছুটিতে
বাড়ি ফেরার আনন্দে মশগুল।
মঞ্চ
১
দেশ-দেশান্তর ঘুরে
ঝিলমিল স্মৃতি।
আদিগন্ত ঝলমল মঞ্চ
আর গভীর জলাশয়।
উৎসবমুখর চত্বর
উড়ে আসছে নীলকণ্ঠ পাখি।
২
আলোক-বৃষ্টি
উল্লসিত বাতাস
জেগে উঠছে
সভাকক্ষ।
ভোরের রোদ
ইতিহাস আহ্বান।
লাল গোলাপ
ঝাউবন
ছায়া ছায়া খেলা।
পালক
কেরল-এর মুন্নার পর্বত
বেগুনিরঙের ফুল
নীলগিরি ছেয়ে আছে।
সমুদ্র ফেনা লাল ঘাস
চিন-এর দাওয়া কাউন্টি
লাল সমুদ্রতট।
সোনালি রোদ্দুর
পরিযায়ী পাখির পালক
ঝরে পড়ে
আসা-যাওয়া
১
নিথর মূর্তির বাক্যালাপ
সে কি প্রতিধ্বনি!
দূরে পাহাড়ের কোলে
নদীর জলোচ্ছ্বাস
এসো, নিমগ্ন হই
শুনি কলতান।
২
পাহাড় জলপ্রপাত
রংবেরঙের পাখি।
গাছের শাখায় দোলনা
দুলছে।
এই আসা-যাওয়া
এই হাসি-কান্না
প্রকৃতি ছুঁয়েই
খুশির হাওয়ার বন্যা।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।