এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ইচ্ছাপত্র

    Sutapa Das লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৭ মে ২০১৮ | ১৮১৫ বার পঠিত
  • আমার ডায়াবেটিস নেই। শত্তুরের মুখে ছাই দিয়ে (যদি কখনো ধরা পড়েও বা, আমি আর প্যাথোলজিস্ট ছাড়া কাকপক্ষীতেও টের পাবে না বাওয়া হুঁ হুঁ! ) হ', ওজন কিঞ্চিত বেশী বটেক, ডাক্তারে বকা দিলে দুয়েক কেজি কমাইও বটে, কিঞ্চিত সম্মান না করলে চিকিচ্ছে করবে কেন!! (তারপর যে কে সেই)

    তবে কিনা আনন্দের কথা, 2009 সালের থেকে সেই যে এবেলা-ওবেলা হাই প্রেসারের ওষুধ আর কখনো সখনো ডাক্তারবাবুর লিখে দেয়া ওয়াটার পিল (ডাইইউরেটিক) , সে পাপচক্রব্যূহকে, এ যুগের অভিমন্যু আমি, ভেঙ্গেছি।

    গত জুলাই মাসে, শরীর চলে না, দাঁড়ালে সব অন্ধকার, মিঁউমিঁউয়ের বেশী কথা কইলে হাঁফ ধরে, এমন হালে, ক্রমপতনশীল রক্তচাপ দেখে, ভ্রুতে সেকেন্ড ব্র্যাকেট টেনে ডাক্তারবাবু দিলেন প্রথমে রাতের অ্যামলোভাস ছেঁটে। সে দফা অরুন মিত্রের মত উঠে দাঁড়ালেম শয্যা ছেড়ে। বেশ দিন যায়।

    নভেম্বরের শেষে , রক্ত দিয়ে এনু ডেঙ্গুতে ভোগা এক অচেনা বালক কে কলকেতায়, তো দুদিন কিছু বুঝিনি, দিব্য আছিলাম। ও মা, আবার দেখি এতবড় শরীরটা বিছানা থেকে নামতে চায় না, দুবলা মানুষের মত তার মাথায় ঘনচক্কর, মেয়েদের সাথে তিনবেলা বচসা নেই, ইস্কুলে চেয়ারে বসে মরা ভেটকিমাছের মত চোখের কোনে সব দেখি, কিছু কইতে পারি না দম পাইনা! কেলো! বাড়ী থেকে পাঁচমিনিটের রাস্তা, ভয়ে দুদিন রিক্সায় গেনু, চলতে চলতে 'পতন ও মূর্ছা' গেলে 'এ দেহ খানি তুলে ধর'তে কেউ আউগ্যাইবে না ভেবে!

    নিজেই বুঝি না মেশিনে হইলো টা কি তাই ফের গচ্ছা ! ( কোন লজ্জা নাই স্বীকার করতে, নিজের এই প্রায় পৌনে এক কুইন্ট্যাল শরীরখানার পিছনে খাদ্য ,বস্ত্র এবং সাবান তেলবাবদ খরচা ছাড়া আমার সঅঅব খর্চা গচ্চাই মনে হয়!, এ ব্যাপারে পড়াশুনা বিশেষ উন্নত করতে পারে নাই আমার মগজকে) এবার আবারও পতনশীল চাপকে স্হিতাবস্হা দিতে ডাক্তারবাবুর নিদান, সকালের উচ্চচাপের অষুধও বন্ধ!! প্রায় কঁকিয়ে উঠে নিবেদন করি, আমি কিনা সদ্য নেটমেডসের সাইটে তিনপাতা ঐ ওষুধখানি অর্ডার দিছি ,মেয়েদের দুবছর ধরে লাগাতার চলতে থাকা PCOS য়ের ওষুধের সাথেই, তার কি হবে! করুণাবশত অথবা অবজ্ঞায় বিধান নির্দিষ্ট হলো অর্ধেক করে চলবে তবে সেখানি!
    সদ্য তার আগের বছর , সিস্টাইটিসের লাগাতার সংক্রমনের সময় ডাক্তারভাইটি তার নিয়মমতো ছুটির বিধান দিতে বেশ বচসাই হয়েছিলো। কারন তার একহপ্তা আগেই অখদ্যে ভাইরাল ফিভার আর ব্রঙ্কিয়াল সমস্যায় এক হপ্তা বিছানাবাসী ছিলাম গাঁইগুঁই করেও, আর সেইদিন মেডিক্যাল সার্টিফিকেট চাওয়ায় তিনি মেডিক্যালি ফিট লিখবেনই না। সেবছর কলহপ্রিয়ার যুক্তিজাল ভাইটির সম্ভবত স্মরনে ছিলো, তাই তিনি ছুটি লিখলেন না। আমি তো ফাঁপরে! শরীর চলে না তার স্কুলমুখো হবো কি ? ইদিকে ডাক্তারে না আদেশ দিলে বিছানায়ই বা থাকি কি করে!
    চেম্বার থেকে বেরিয়ে এসে মেয়েকে বলায়, সে আবার ঢুকলো, বললো ডাক্তারবাবুকে। দৃশ্যত খুশী সে ভাইটি আনন্দে একহপ্তা 'রেস্ট ' নিতে কইলেন, কাগজে কলমে।

    এমন অম্লমধুর সম্পর্কের বিবরন ছেড়ে আসল কথায় আসি। আমি, 48 বছরের অর্ধশিক্ষিত জ্ঞানপাপী মহিলা, প্রায়শই আঠাশ বছর বয়সের মত মিষ্টি খেয়ে ফেলি (তারপরের অপরাধবোধটুকু চিরকাল লোকচক্ষুর আড়ালে হলেও, বুকের ভেতর চুপকে থাকে) । আজও ঢাকেশ্বরীর পুরোনো চেহারা ও স্বাদের মিষ্টি আনা হয়েছে দেখে কিছু অনাচার চলবে ওজন ভুলে।

    কিন্তু... কিন্তু.. অমনধারা অসৈরণ করে করে যখন ডাক্তারের হাতের বাইরে যাবে সব, তখন যাতে পরিবারের কেউ ডাক্তারকে কোন প্রকার অসম্মান না করতে পারে তার একটা আইনী উপায় ভাবতে হবে মিষ্টত্ব মনেমগজে থাকতে থাকতেই। যেমন কিনা স্হাবর অস্হাবর সম্পত্তির উইল হয় , তেমন একখানি ইচ্ছাপত্র মুমূর্ষু রোগীকে দিয়ে স্বাক্ষর করানো যায় না প্রাক-গঙ্গাযাত্রাপর্বে!?বয়ানটির খসড়া এমন হোক, আর প্রাজ্ঞজনের পরামর্শে দু এক বাক্য সংযোজন-বিয়োজন হতেই পারে, মূলভাবটি অক্ষুন্ন রেখেই।

    'আমি , নিম্নস্বাক্ষরকারিনী, সারাজীবন ডাক্তারের সুপরামর্শ দাবড়াইয়া অগ্রাহ্য করিয়া আপন শর্তে জীবন কাটাইয়া আসিয়াছি (আমার প্রায় জন্মগত অ্যান্ট্রাল গ্যাসট্রাইটিস, ডায়াগনোসিসকারী গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, কফি, বাঁধাকপি ও নারকেল না খাইবার পরামর্শ দেওয়ায় সেই বিশিষ্ট সুচিকিতসকের পুনরায় মুখদর্শন করি নাই) , নিজ বিবেচনায় শরীরের যত্ন লইতে চেষ্টা করিয়াছি আজীবন, এই মর্মে মুচলেকা দিতেছি যে, যদি আমার অবহেলাজনিত কোন শারীরিক পরিস্হিতির চিকিতসা করিতে চিকিতসক অপারগ হন ও আমার প্রাণ বিয়োগ ঘটে তবে আমার আত্মজন সে বাবদ চিকিতসককে দোষী ঠাউরাইবে না বা কোনরূপ অসম্মান করিবে না। আমার এই আদেশপত্র অন্যথাকারীকে আমার শেষকাজের তথা পরিত্যক্ত দোআনি চারআনির অধিকার হইতে বিযুক্ত করা হইবেক' ।

    স্বাক্ষর: শ্রীমত্যা সুতপা দাসী
    (সাকিন ও তাংঃ অদ্যাবধি নির্দিষ্ট নহে)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৭ মে ২০১৮ | ১৮১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Munia | unkwn.***.*** | ১৭ মে ২০১৮ ০১:৩২62672
  • হা হা হা!
    দারুণ!
  • Du | unkwn.***.*** | ১৭ মে ২০১৮ ০৭:৩০62673
  • হা হা!
  • aranya | unkwn.***.*** | ১৭ মে ২০১৮ ০৯:৩৮62674
  • গ্রেট :-)

    আমি ডায়াবেটিক, তাও মিষ্টি খেয়ে ফেলি ও অপরাধবোধে ভুগি, কিছুতেই কোন রকম নিয়ম মানতে মন চায় না
  • সুতপা | unkwn.***.*** | ১৮ মে ২০১৮ ০৪:১১62676
  • অনন্যা, কোন অপরাধবোধে ভুগবেন না, মিষ্টি খেলেই অনেকটা হেঁটে বা স্পট জগিং করে নেবেন,কর্তার পকেট ফাঁকা করে যদি না জমিয়ে খরচ তরে ফেলা যায়, তবে ধরে কোন পুলিশের সাধ্যি! চিনির হিসেবও, খরচ করলে, রক্তে রেকর্ড থাকবে না ভাই! :)
  • সুতপা | unkwn.***.*** | ১৮ মে ২০১৮ ০৪:১১62675
  • অনন্যা, কোন অপরাধবোধে ভুগবেন না, মিষ্টি খেলেই অনেকটা হেঁটে বা স্পট জগিং করে নেবেন,কর্তার পকেট ফাঁকা করে যদি না জমিয়ে খরচ তরে ফেলা যায়, তবে ধরে কোন পুলিশের সাধ্যি! চিনির হিসেবও, খরচ করলে, রক্তে রেকর্ড থাকবে না ভাই! :)
  • | unkwn.***.*** | ১৮ মে ২০১৮ ০৫:১২62677
  • এহ :)))))
  • বিপ্লব রহমান | unkwn.***.*** | ২১ মে ২০১৮ ০২:২১62678
  • বাপ্রে! এ যে অসুখের ডিপো! লেখাটি সেরাম!
  • aranya | unkwn.***.*** | ২১ মে ২০১৮ ০৩:০৫62679
  • ধন্যবাদ সুতপা, আপুনি বড় ভাল লেখেন :-)
    আলসেমি কাটিয়ে হাঁটতে হবেক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন