এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আ খোঁ | 2402:3a80:1cd0:b382:178:5634:1232:***:*** | ৩১ মার্চ ২০২৪ ১৬:০০530062
  • জঙ্গি ট্রেড ইউনিয়ন? জ্যোতি বোস? সিঙ্গুর আন্দোলন? হাহাহাহা হিহিহিহি হোহোহোহো…। ইত্যাদি ইত্যাদি ... 
    আমি না, ঘুরায় জানে বাঙালির সর্বনাশের মূল উদার অর্থনীতির কাছে বাঙালি উচ্চমধ্যবিত্ত আর মধ্যবিত্তের শিরদাঁড়া বিকাও। কবি কহেন বাঙালি কোনোদিনই জগৎ শেঠ টাইপ বানিয়া ছিল না। হাজার বছর ধরে উজানে চলাই ছিল বাঙালির আত্মপরিচয়। সেই ধারাবাহিকতা বাঙালি মধ্যবিত্ত সত্তর দশক পর্যন্ত গুলিতে ঝাঁঝরা হইয়াও বজায় রাখিয়াছিল। তারপর? তারপর হইল এক ব্যাপার। তারপর বাঙালি মধ্যবিত্ত আম্রিগা চিনিল। ডেভেলপমেন্ট চিনিল। স্টক মার্কেট চিনিল। চিনিল বেঙ্গালুরু। বুঝিল দেশে টাকার দাম পড়িলে কোথায় লাভ। বুঝিল জঙ্গল কাটিয়া আদিবাসী উচ্ছেদ করিয়া আদানি কয়লা উত্তোলন করিলে স্টক ইনভেস্টমেন্টে কতখানি পকেট ভরিতে পারে। মোট কথা উদ্যমী হইয়া উঠিল। উদ্যোগী হইয়া উঠিল। বিড়ি সিগারেট রকের ঠেকবাজি ত্যাগ করিল। লাল পতাকা দেখিলেই রে রে করিতে শিখিল। নিম্নবিত্ত দেখিলেই গাল্টনের যুক্তি শিখিয়া উদ্যোগহীন অলস ইত্যাদি বলিয়া গাল পাড়িতে শিখিল। আরো বড় কথা উচ্চাকাঙ্খী হইতে শিখিল। আম্বানির ব্যাটা হাতির পোঁদ ধুইবার জাকুজি বানাইয়াছে। খিইইইই উচ্চাকাঙ্খী!!! বাঙালি মধ্যবিত্ত অন্ততঃ নিজের পোঁদ ধুইবার জাকুজি লইয়া উচ্চাকাঙ্খী হইয়াছে।
    বাকি সব প্রশ্ন? সে সব আছে কিন্তু সে সব জাকুজির উষ্ণ প্রস্রবনে শিরদাঁড়া সমেত উবিয়া গিয়াছে।  যদি সে সব প্রশ্ন তবুও চিরবিড়ায় তবে চিন্তা নাই, তাহাদের আর্ল গ্রে আর বার্গামটের মধ্যে ট্রিভিয়ালাইজ করিবার তরিকাও উত্তম রূপে শিখানো হইবে। তাতেও না হইলে অলস বাঙালি বরং থাকিবে ডিটেনশনে। আহা খিইইই আনন্দ!
    পাইপখোর অলস মৃনাল সেনের মূর্তি উপড়াইয়া এক্ষনে উদ্যোগী পয়দায়িশ সান্যালের মূর্তি বসিয়াছে। আহা খিইইই আনন্দ! বাঙালি উদ্যোগী হইতে শিখিয়াছে। কিন্ত আমি না, ঘুরায় বলে এতো করিয়াও উদ্যোগী হিসাবে পুঁজিবাদ হায় বাঙালি না, মহাউদ্যোগী নরেন্দ্র মোদিকেই সর্বাগ্রে বাছিয়া লইবে। বাঙালি কি জানে তাহা? 
  • বাঙালী  | 2405:201:c007:8009:fd0a:c546:7c35:***:*** | ৩১ মার্চ ২০২৪ ১৬:৩৯530063
  • "দ্বিতীয়তঃ পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের বিপুল স্রোত এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক জীবনে তার প্রভাব সম্পর্কে কোন দীর্ঘ মেয়াদী সমীক্ষা বাদ রেখেই , এই উদ্বাস্তুস্রোত কে অবাধে আশ্রয় দেয়া পশ্চিমবাংলার অর্থনৈতিক পতনের এক অন্যতম প্রধান কারণ "          
    গুরুতে বাঙ্গাল বেশি বলে এই পয়েন্টে আর কেউ কথাই বলে না 
  • dc | 2401:4900:2307:18de:418e:88b9:27de:***:*** | ৩১ মার্চ ২০২৪ ১৬:৫৫530064
  • তা কেন, গুরুতে যে কেউ যে কোন পয়েন্টে কথা বলতে পারে। আমি তো বাঙাল বা বাঙালি না হয়েও বলি :-)
  • শুধু | 2.57.***.*** | ৩১ মার্চ ২০২৪ ১৭:১৭530067
  • গুরুদের অপছন্দ হলে তড়িঘড়ি মুছে ফেলা হয়। কারণ
    শান্তির মরা লিঙ্গ
    চুষতে আমরা বাধ্য।
  • বিপ্লব রহমান | ৩১ মার্চ ২০২৪ ১৯:৪৩530069
  • "একটা জাতিকে 'পারে না' বলে দাগিয়ে দেওয়া যে জাতিবিদ্বেষ, সেটা তাঁরা বুঝতে পারেন না..."
     
    সর্বত্র এই চলছে, একচেটিয়া পুঁজিবাদ আর পেশীশক্তির আস্ফালন!! frown
  • hehe | 130.193.***.*** | ৩১ মার্চ ২০২৪ ২২:১৫530072
  • সঞ্জীব সান্যাল নিজের কাজের মাধ্যমে বাঙালির অলস আঁতলামির কলঙ্ক ভঞ্জন করছেন। বসে বসে নিজেদের পিঠ চাপড়ে চলার যুগে এরকম বাঙালি ব্যতিক্রম।
  • Haha | 2409:40e0:105c:32f7:ccb1:83ff:feb3:***:*** | ৩১ মার্চ ২০২৪ ২৩:৪৬530073
  •   এই সান্যাল তো IAS  নিয়েও ভুলভাল বকে গেছে!   এদিকে ওর বস মোদী IAS দিয়েই সরকার চালায়! 
    একে তো নানা মহল থেকেই তুলোধোনা করছে,  নিজের কাজের মাধ্যমে কী রাজাউজির মেরেছে তো দেখাই যাচ্ছে! 
     
  • hihi | 2a0b:f4c2::***:*** | ৩১ মার্চ ২০২৪ ২৩:৫৩530074
  • সান্যাল বনাম মোদি!
    গুরুদের কত্ত জ্ঞান!
  • s | 2a03:4000:1e:7d4:84fb:5fff:fef3:***:*** | ৩১ মার্চ ২০২৪ ২৩:৫৮530075
  • অক্ষমের ঈর্ষার দৌড় মমতাশংকর বা সঞ্জীববাবুকে ট্রোল করা পর্যন্ত।
  • ধুর | 2a03:e600:100::***:*** | ০১ এপ্রিল ২০২৪ ০০:০৪530077
  • UPSC না থাকলে দহেজের রেট ঠিক হবে কিসের ভিত্তিতে?
  • হাহা | 2409:40e0:105c:32f7:ccb1:83ff:feb3:***:*** | ০১ এপ্রিল ২০২৪ ০০:১৩530078
  • চাড্ডিদের পোস্ট রেট কত যাচ্ছে এখন?
     
    এই সান্যালের ঠ্যালায় পড়ে চাড্ডিদের এখন IAS দেরও পিছনে পড়তে হল। এই ঠ্যালার আসল নাম অবশ্য উনিজি! 
  • এই যে | 2a03:4000:62:8:c855:23ff:fef6:***:*** | ০১ এপ্রিল ২০২৪ ০০:১৩530079
  • মুছে দেওয়া ডিবেট!
  • Arindam Basu | ০১ এপ্রিল ২০২৪ ০১:১১530082
  • @আখোঁ চমতকার লিখেছেন। 
    যারা মনে করেন শুধু জঙ্গী ট্রেড ইউনিয়নিজমের কারণে বাংলার শিল্পবাণিজ্য অধ:পতনে গেছে, তাঁরা ভুলে যান যে পশ্চিমবঙ্গের থেকে  অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ফ্রানসে বিলেতে ইতালিতে জঙ্গী ট্রেড ইউনিয়নিজম কিছু কম নয়। তাদের শিল্প বাণিজ্য অধ:পাতে যায়নি তো! ট্রেড ইউনিয়ন নষ্ট করলে বা না থাকলে কি ভয়ঙ্কর exploitation এর মুখোমুখি হতে হয় যারা কল সেন্টার বা গিগ কাজ করে দিন যাপন করে তাদের কাছে একবার খোঁজ নিতে পারেন। 
  • সান্যাল কাকু | 2601:5c0:c280:d900:7c5e:7a50:d84:***:*** | ০১ এপ্রিল ২০২৪ ০৪:১৪530089
  • "Not satisfied with upsetting the bureaucracy, Sanyal then spouted tired cliches about Bengal and Bengalis. After a simplistic rant against Left rule and Jyoti Basu (in which he more or less said the state’s voters don’t know what they are doing), he blamed the Bengalis for their “poverty of aspiration” as well: “If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual… That is your aspiration that you are sitting around smoking and sipping your Old Monk and passing judgement on the rest of the world, rather than doing anything.”

    "While there is at least the kernel of an issue in the obsession with clearing the UPSC exam, Sanyal’s anti-Bengali statements are almost bigoted. His statements echo ones often made in private, on WhatsApp groups by overbearing, ignorant uncles. Going by his books and CV, Sanyal does not appear to be a parochial person. He went to the best schools and universities in India and abroad. He is, in fact, an intellectual – though, it would seem, it is worse to be an “adda” intellectual than a sarkari one."

    আকাশ যোশী লিখেছেন -- 
    https://indianexpress.com/article/opinion/columns/sanjeev-sanyal-comments-bengalis-upsc-aspirants-9240635/
  • dc | 2401:4900:2307:18de:418e:88b9:27de:***:*** | ০১ এপ্রিল ২০২৪ ০৪:২৮530090
  • ওল্ড মংক আমার প্রথম রাম। এখনও পাওয়া যায় কিনা জানিনা। 
  • খিক | 2a03:e600:100::***:*** | ০১ এপ্রিল ২০২৪ ০৯:২৯530099
  • সান্যাল মাকুদের লেজে ভালই আগুন দিয়েছে। আকাশ পাতাল যাকে পাচ্ছে আঁকড়ে ধরছে।
  • guru | 103.17.***.*** | ০১ এপ্রিল ২০২৪ ১৩:২২530104
  • @আ খোঁ
    আচ্ছা একটা কথা কয়েকদিন আগে একটা অন্তর্জালের সমীক্ষাতে (সোর্স পেলে শেয়ার করে দেব) পড়েছিলাম দুটো তথ্য। যে ভারতের ১২৫ জন বিলিয়নায়রের মধ্যে ৮০-৮৫ ভাগ পশ্চিম ভারতের একটি বিশেষ রাজ্যের। রাজু পারুলেকর নামের একজন বলছেন এই ব্যাপারটাকে "ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি"। দ্বিতীয়তঃ সারা ভারতের শিক্ষিত (গ্রাজুয়েট বা তার বেশি) যুবকের মধ্যে unemployment রেট ৩৫ ভাগের মতো।
    তা সান্যালবাবু যা বলছেন মেনে নিচ্ছি যে পশ্চিমবঙ্গের বাঙালী কুঁড়ে এবং তাই দুঃখী। কিন্তু দক্ষিণের রাজ্যগুলোর উদ্যোগী ও উদ্যমী মানুষ কি সত্যি সুখী? এই তো কয়েকদিন আগেই রিপোর্টে প্রকাশ ব্যাঙ্গালুরু আর চেন্নাই প্রায় জলশূন্য। আত্মীয় সূত্রে আমার নিজের পরিচিত বেশ কয়েকজন তামিল ভদ্রলোক আমাকে জানিয়েছেন তারা ভীষণ ভাবেই আতংকিত যে তাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেনা বরঞ্চ কাউ বেল্টের থেকে ইম্মিগ্রান্টরা এসে তাদের রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছে এবং সব চাকরি খেয়ে নিচ্ছে এবং তাদের ভাষাকেও খতম করে দিতে চাইছে এসব কাউ বেল্টের ইম্মিগ্রান্টরা। তাদের কিন্তু সবথেকে বড়ো আতঙ্ক ডিসি বাবুর মতো Veḷi napar வெளி நபர் যারা বাইরে থেকে এসে তাদের কাজ খেয়ে নিচ্ছে । তারা প্রশ্ন তুলছেন দক্ষিণ ভারতে ইন্ডাস্ট্রি গড়ার ফলে সবচেয়ে ক্ষতি হয়েছে ভূমিপুত্রদের এবং স্থানীয় পরিবেশের এবং সব লাভের গুড় খেয়েছে কাউবেল্টের ইম্মিগ্রান্টরা। সবুজ বিপ্লবের রাজ্য পাঞ্জাবের অবস্থা এখন ভয়াবহ। আত্মীয়তাসূত্রে পাঞ্জাবেও যাতায়াত আছে আমার।
    তা আমার প্রশ্ন পশ্চিমবঙ্গের বাঙালী না হয় কুঁড়ে এবং তাই দুঃখী তাহলে ভারতের অন্যান্য রাজ্যের মানুষ যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে এবং যারা ভীষণ উদ্যোগী ও উদ্যমী তাদের এই এতো খারাপ অবস্থা কেন ???
  • আ খোঁ | 2402:3a80:1981:6b69:178:5634:1232:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ০১:৪১530129
    • Arindam Basu | ০১ এপ্রিল ২০২৪ ০১:১
    একদমই। ইউরোপের ট্রেড ইউনিয়নিজম সম্পর্কে কোনো ধারণাই অধিকাংশ মানুষের নেই। ল্যাটিন আমেরিকাকে ক্যাপিটালিজম ছিবড়ে করেছে তবু সেখানেও মানুষের অধিকার বোধগত চেতনা মাঝেমাঝেই জ্বলে ওঠে। এখনো। কিন্তু পোস্ট ওয়র্ল্ড ওয়র পুঁজি তৃতীয় বিশ্বের যে দেশগুলির সংস্কৃতিগত চেতনাকে যেভাবে দাসখতে টেনে নিয়ে গিয়েছে তার মনে হয় সবচেয়ে বড় উদাহরণ ভারত। আমি খুব অল্প কয়েক বছর কর্পোরেট চাকরি করেছি। তখন টাইম লগ করতে হতো। আমি দেখতাম ছেলেপুলের আরো আরো টাইম বাড়ানোর কী প্রানান্ত চেষ্টা। আমি দক্ষিণ ভারতীয়দের দেখতাম তাঁদের বেশীরভাগই পারলে পুরো দিনরাত অফিসেই কাটিয়ে দেন। সে যেন লয়াল্টি না আমি দাসখতই বলবো তার প্রতিযোগিতা চলেছে। এইটাকে এডপ্ট করতে বাঙালির টাইম লেগেছে। আমরাই তো হামেশাই গালি খেতাম বাঙালি পলিটিক্স করে। খাটতে চায় না। এইসব। কেন এক্সপ্লয়েট করছো জিজ্ঞেস করা যাবে না। করেছি তাই লাথি খেয়েছি। :-) তো এই করে বাঙালি সর্বগ্রাসী ক্যাপিটালিজমকে দাসখতের কনসেন্ট দিতে দেরী করেছে। তাই সান্যালদের এতো রাগ। কী আর করা। তবে বাঙালির মধ্যবিত্ত গুষ্টি এখন লাইনে এসে গেছে। সিপিয়েম পর্যন্ত এয়াই সঞ্চালিকা সমেত লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে।  
  • আ খোঁ | 2402:3a80:1981:6b69:178:5634:1232:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ০১:৫৪530131
  • গুরু 
    এই নিয়ে আমরা বোধহয় আগেও আলোচনা করেছি। আমি একটা লেখাও লিখেছিলাম। আমরা ক্রমাগত এক ডিস্টোপিয়ান ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। সেখান থেকে কারুরই রেহাই নেই  আমি কয়েকদিন ধরে সাউথ সুদান নিয়ে একটু পড়ছিলাম। আমরা খুব তাড়াতাড়ি ওদিকে যাচ্ছি। পরে এ নিয়ে বড় করে আলোচনার ইচ্ছে থাকলো  আর ডিসি ভালোই থাকবেন। ও নিয়ে চিন্তা করবেন না। আসিমভ থাকতে ডিসির চিন্তা কী?  
  • Arindam Basu | ০২ এপ্রিল ২০২৪ ০২:১৩530133
  • ভাল লিখলেন আখোঁ। 
    আসলে অনেকেই busy work ব্যাপারটাকে কাজ বলে গুলিয়ে ফেলে। এতে টাইমশিটে দেখানো যায় কাজ করছি, ছাইপাঁশ যাই করি। কিন্তু কম সময়ে বেশী কাজের প্রোডাকটিভটির একটা ব্যাপার থাকে । বহু দেশে অল্প সময়ের জন্য আপিস খুলে রাখে, পাঁচটার পর কেউ মেল চেক করে না, তাতে যে তাদের দেশে কাজকর্ম হয় না তা নয়, ভালই হয়। মানুষের একটা ওয়ার্ক লাইফ ব্যালানসের ব্যাপার থাকে তো। 
  • dc | 2402:e280:2141:1e8:4d65:442c:3acd:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ০৭:৪৫530138
  • শুধু অ্যাসিমভ না, আর্থার সি ক্লার্কও। তবে ওনাদের এতোদিনে প্রায় ক্লাসিকাল পিরিয়ডের লেখক বলা যায়। এখন আরও অনেকে আছেন যাঁদের লেখা পড়ে আমি দিব্যি আছি :-)
  • কৌশিক মহলদার | 2401:4900:7069:370e:1d4:30e1:3dc8:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ০৭:৫২530139
  • সঞ্জীব সান্যালের অনেক মতামত আমি মানি না, সত্যি কথা বলতে কি দুই একটা ইন্টারভিউ ছাড়া তার কোনো বক্তব্যই আমি শুনিনি বা পড়িনি। তবে একটা ব্যাপারে আমি তার সাথে একমত , পশ্চিমবঙ্গের অধিবাসী বাঙালিদের একটা বিরাট অংশের economic aspiration সেই রকম নেই। দেশভাগ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইত্যাদী নানা কারন একেবারে সত্য। এই সব সত্বেও রাজ্য শাসকদের ধারাবাহিক ভুল না থাকলে এই রাজ্য অনেক economically অনেক উন্নতি করতে পারত। মাঝখানে মোটামুটি ২০০১ থেকে ২০০৬ এই সময়টা রাজ্য সরকার চেষ্টা করেছিল। তারপর আবার কোনো রকম বৃহৎ শিল্প তৈরির প্রচেষ্টা করা হয়নি, এবং মুখে না মানলেও আড়ালে বিরোধিতা করাই হয়েছিল। রাজ্যের ভোটার দের বৃহৎ অংশ এই ব্যপারটা মেনেও নিয়েছে, হয়ত তারা এভাবেই বাঁচতে চায়। ভোটারদের যে অংশ টা এই economical stagnancy মানতে পারেনি তারা হয় সৈকতের অপছন্দের দলকে ভোট দিচ্ছে অথবা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে।
    Economical stagnancy এর জন্য রাজ্য সরকারের সাথে রাজ্যবাসি মানুষও দায়ী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্যি, কিন্ত নাগরিকদের economical aspiration এর অভাব ও সত্যি।
    এখন রাজ্যবাসি যদি এই econimical অবস্থায় খুশি থাকে তবে তারা ঠিক কাজই করছে। ওই যে বলেছে মেজরিটি যেটা চাইবে সেটাই হবে।
    "বাঙালি পারেনা" কথাটা শিক্ষিত বাঙালি বলে না, কারণ বাইরের রাজ্যে বা দেশে গিয়ে তারা ভালোই পারছে। শিক্ষিত বাঙালি বলে এই রাজ্যে পড়ে থাকলে নিজের economical growth করবার সুযোগ খুব কম। এবং এই চিন্তাটা কোনো রাজনৈতিক দলের শেখানো নয়, পশ্চিমবঙ্গের অধিবাসীরা পারিপার্শ্বিক থেকেই টের পেয়েছে।
  • dc | 2402:e280:2141:1e8:4d65:442c:3acd:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ১৩:১২530147
  • কৌশিক মহলদার এর সাথে কিছু জায়গায় একমত। আশি আর নব্বুই দশকে জঙ্গি ট্রেড ইউনিয়নিজমের ফলে পব থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়েছে। সেই সময়ে সিপিএম এর সেই বিখ্যাত অবস্থান ছিল, কম্পিউটারকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আর ছিলো চলছে না, চলবে নার সময়। ২০০১ এর পর বুদ্ধবাবু ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করেছিলেন, কিন্তু দিদির বিরোধিতা সামলাতে পারেন নি। আর দিদির আমলে বড়ো ইনভেস্টমেন্ট বোধায় প্রায় কিছুই হয়নি। এই ইকোনমিক স্ট্যাগনেশানের একটা কারন যে পবর লোক বারবার সিপিএমকে ক্ষমতায় এনেছে, এক বা দুবার এর পর অন্য কোন দলকে ক্ষমতায় আনলে, বারবার সরকার পাল্টালে হয়তো এরকম নাও হতে পারতো। 
     
    যেখানটা একমত না, সেটা হলো সঞ্জীব সান্যালের নাম আগে ​​​​​​​শুনিনি, ​​​​​​​এই ​​​​​​​টইতে ​​​​​​​প্রথম ​​​​​​​শুনলাম। ​​​​​​​ওনার ​​​​​​​সম্বন্ধে ​​​​​​​কিছুই ​​​​​​​জানিনা।​
  • আ খোঁ | 2402:3a80:1cd1:7aba:278:5634:1232:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ১৫:২১530149
  • এই সান্যাল ডিসি নিক নিয়ে লিখছে না তো????laugh
  • guru | 103.17.***.*** | ০২ এপ্রিল ২০২৪ ১৬:৪৮530153
  • @আ খোঁ 
     
                "   এই সান্যাল ডিসি নিক নিয়ে লিখছে না তো????laugh"
     
    এই একুশ শতকের পৃথিবীতে কোনো কিছুই আশ্চর্য নয় | তবে এটা সত্যিসত্যি হলে খুবই চাপের ব্যাপার , আমাদের কম্পিউটার এড্রেস ট্র্যাক করে ED বা CBI দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারে !!!sadwink
     
    আচ্ছা আপনার আরন বুশনেল কে নিয়ে লেখাটি পেলে ভালো হয় | গাজার ঘটনা নিয়ে গতবছর একটা toi লিখেছিলাম তবে এই থ্রেডে আমার থেকেও কিছু বিদগ্ধ পুরোনো গুরু পশ্চিম এশিয়ার ইতিহাস নিয়ে কিছু ভালোভালো কথা লিখেছিলেন | তুলে দিলাম |
     
  • guru | 103.17.***.*** | ০২ এপ্রিল ২০২৪ ১৭:০২530154
  • @আ খোঁ
     
                 আচ্ছা জিয়োপলিটিক্স আর সাইন্স ফিক্শন এই দুটোকে এক করে কিছু লেখা যেতে পারে ? মানে ধরুন গল্পে সাইন্টিফিক ব্যাপার স্যাপার বেশি নয় কিন্তু জিয়োপলিটিক্স বেশি থাকবে | ধরুন প্লটটা এরকম যে আজ থেকে পঞ্চাশ বছর পরে ভারতের সব নদী (উত্তর ও দক্ষিণ ) মরে হেজে গেছে এবারে বিভিন্ন রাজ্যের মধ্যে জল নিয়ে যুদ্ধ ও সংঘাত চলছে | এইরকম একটা জিয়োপলিটিক্যাল ব্যাপার নিয়ে একটা সাইন্স ফিক্শন ছোট গল্প হতে পারেনা ?? কি বলেন ?
     
               আরেকটা কথা আপনি যেহেতু প্রচুর পড়াশোনা ও লেখালিখি করেন একটা জিনিস জিজ্ঞেস করি আপনার লেখাগুলো কি ল্যাপটপে টাইপ করবার আগে পুরোটা কাগজ কলমে ড্রাফট করে নেন ? ফাইনাল ভার্সন কি শুধু ল্যাপটপে টাইপ করেন ? আমি সম্প্রতি ডিপ ওয়াক নিয়ে একটি লেখাতে পড়েছি যে অনেক বর্তমানের খ্যাতিমান লেখক এইভাবেই কাজ করেন | আপনি কি বলেন ??
  • dc | 2402:e280:2141:1e8:cad:bb2:785a:***:*** | ০২ এপ্রিল ২০২৪ ১৭:৩৪530155
  • আ খোঁ laugh
     
    এঃ আমি যদি সান্যাল হতাম তো কি ভালোই না হতো! বিশ্বগুরুর থেকে একশো কোটি টাকা কামিয়ে নিয়ে অন্য কোন দেশে গিয়ে সেটল করে যেতাম। টাকা কামানো ছাড়া আমার জীবনের আর কোন উদ্দেশ্য নেই, সেই উদ্দেশ্য সফল হতো।  
  • স্যানিয়াল সাহেব  | 165.225.***.*** | ০২ এপ্রিল ২০২৪ ১৮:১১530156
  • স্যানিয়াল সাহেবকে নিয়ে য়েতো তোর্কো কোর্ছেন, য়েকটা ভিডিও ভি দিয়ে দিন।
  • স্যানিয়াল সাহেব | 165.225.***.*** | ০২ এপ্রিল ২০২৪ ১৮:১৩530157
  •  
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন