এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নানা রঙের দিনগুলি – ৫

    মানব মীরা দে লেখকের গ্রাহক হোন
    ২৯ জুন ২০২৪ | ২৮৯ বার পঠিত
  •  
    রপর ফাস্ট পিরিয়ড শেষ হল। সেকেন্ড পিরিয়ড শেষ হল। এক এক করে বাকি দুটো পিরিয়ড হয়ে টিফিন হল। এখনও পর্যন্ত আজকের সকালে বিষয়টা নিয়ে কেউ আলোচনা করে নি। যেন কিছুই হয়নি। চার চারজন স্যার ক্লাস নিলেন কিন্তু এ ব্যাপারে কেউই কিছু বললেন না—ভালো-মন্দ কোন কিছুই নয়। এমনকি ছাত্ররাও একে অপরের সাথে কেউ কোন আলোচনা করে নি। টিফিনে সবাই টিফিন খাচ্ছে কিন্তু সবই যেন স্বাদহীন! টিফিনে তেমন কেউ বাইরেও যায় নি, ওই ছোট বাইরে বা বড় বাইরে বাদে—এক্ষেত্রে বলা প্রয়োজন সেযুগে বেঙ্গলী মিডিয়ামে ছাত্রছাত্রীরা ইউরিনালকে ছোটবাইরে আর ল্যাটিরিনকে বড়বাইরে বলত। টিফিনের সময সবাই যখন এক জায়গায় বসে টিফিন খাচ্ছে, তখন স্বর্ণেন্দুই এসে বলল, "অন্য সেকশানদের সাথে আমার কথা হয়ে গেছে। টিফিনের পর আমরা পর পর রোল নম্বর অনুযায়ী দশজন দশজন করে টিমে ভাগ হয়ে, এক একটা টিম একটা ক্লাসের সেকশানে যাব।"

    শ্রীকান্ত বলে, "গিয়ে কি বলব?"

    সূর্য আমতা আমতা করে বলে, "বলব, আজ সকালে আমার যে ঘটনাটা ঘটিয়েছি ,সেটা খুবই অযৌক্তিক, অবমাননাকর ও ক্ষমার অযোগ্য। আমরা আমাদের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।"

    অনির্বান হঠাৎ বলে ওঠে, "বাঃ—কি সুন্দর বলি তো তুই!—তা যে দিন আবেদনপত্র লেখা হল সেদিন স্বর্ণেন্দুকে দিয়ে না লিখিয়ে নিজেই তো লিখতে পারতিস্।"

    সূর্য ভ্রূ কুঁচকে বলে, "কি বলতে চাস তুই?"

    অনির্বান বলে, "না, এত যে আন্দোলনের হিড়িক তুললি— তা কি হল? হেড স্যারের এক ধমকে সব হেকরি পেছনে ঢুকে গেল!?"

    সূর্য এবার রেগে চিৎকার করে বলে ওঠে, "হ্যাঁ ঢুকে গেল—সকালে দেখলাম তো সবার অবস্থা। আমার মেরুদন্ড আছে তাই আমি প্রতিবাদ করার কথা বলেছি। আর মনে রাখবি সকালে স্যারের পাশে বেদীতে একা আমিই দাঁড়িয়ে ছিলাম। আর তোদের তো তলায় দাঁড়িয়ে টলগুলো সব মাথায় উঠে গেছিল। প্রত্যেকটা মেরুদন্ডহীন"

    'সি'-সেকশানের অতনু পাশে বসেই ছোট্ট একটা কাঁটা চামচ দিয়ে অনেকক্ষণ ধরে টিফিন থেকে সুতোর মত সাদা-সাদা ম্যাগী যাচ্ছিল, চোখ উল্টে সূর্যকে বলে, "হ্যাঁ–আমি তো বেদীর ওপর ছিঁড়ছিলাম আর সেটা গুনছিলাম।"

    সূর্য অতনুকে কিছু বলতে যাচ্ছিল। অশেষ হঠাৎ বলে, "ভাই সূর্য ঠিক বুঝতে পারলাম না! কথা হচ্ছে তোর সাথে অনির সেখানে তুই বললি কি করে যে প্রত্যেকটা মেরুদন্ডহীন!"

    অনির্বান ফোঁড়ন কাটে, "হ্যাঁ একা ওরই মেরুদন্ড আছে কারণ আরেকটা দন্ড তো ওর নেই।"

    সূর্য রেগে গিয়ে বলে, "মুখ সামলে কথা বলবি বাড়া।"

    অনির্বান চিৎকার করে বলে, "হ্যাঁ রে বাস!"

    এবার সবার কণ্ঠস্বরকে চাপা দিয়ে শ্রীকান্ত চিৎকার করে বলে, "চুপ কর্—চুপ করে বালগুলো! নিজেদের মধ্যে আর ক্যাচাল্ করিস্ না। সূয্যি, এটা ঠিক যে প্রথম প্রতিবাদের কথাটা তুইই বলেছিলে কিন্তু মাথায় রাখিস্ আমরা সবাই তোর পাশে না দাঁড়ালে তোর একার পক্ষে কিছু করা সম্ভব হত না। আর অনি, ওকে কেন এত বলছিস্!—আজ ওই কিন্তু আমাদের মধ্যে আগুনটা জ্বালিয়েছিল, আজ যদি আমরা সাকসেস্ পেতাম তাহলে সেটা যেমন আমাদের সবার জিত হত—তেমনি আজ হেরে গেছি মানে এটা আমাদের সবার হার।"

    অনি বলে, "সবই বুঝলাম, কিন্তু একটা কথা বল্, সিনিয়রদের ব্যাপারটা আলাদা, কিন্তু জুনিয়রদের কাছে ক্ষমা যাওয়ার পর পরের এক বছর আর কোনদিনও আমরা মাথা উচু করে চলতে পারব?"

    শ্রীকান্ত শীতল কণ্ঠে বলে, "দেখ ভাই, আমি জানি না আমার ঠিক করেছি না ভুল করেছি! শুধু এইটুকু জানি হেড স্যার ক্ষমা চাইতে বলেছেন মানে নিশ্চয়ই আমাদের কাজে কোন ভুল ছিল। তাই ক্ষমা আমাদের চাইতেই হবে। আর রইল তোর জুনিয়রদের কাছে ক্ষমা যওয়ার ব্যাপার। সিনিয়রদেরটা তোরা দেখে নে, জুনিয়রদের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোদের কারুর যদি ইচ্ছা হয় আমার সাথে যাবি–তো যেতে পারিস্, কিন্তু যেতেই যে হবে এমন কোন ব্যাপার নেই।"

    সূর্য বলে, "সবার অনেক সম্মান, আমি যাব তোর সাথে।"

    এরপর টিফিন টাইম প্রায় শেষ হয়ে আসে। সৌমিত্র প্রত্যেকটা টিম তাড়াতাড়ি তৈরি করে ফেলে। ফিফথ্ পিরিয়ডে স্যার এলে তার অনুমতি নিয়ে এক একটা টিম এক একটা ক্লাসের সেকশানে গিয়ে ক্ষমা চায়। শ্রীকান্ত যায় 'ফাইভ -এ' সেকশানে। সাথে অন্যদের সাথে সূর্য আর অনির্বানও ছিল।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ৩০ জুন ২০২৪ ১৭:১০533938
  • রীতিমতো পাকা হাতের লেখা। পর্বগুলো আরও বড় করে লিখতে পারতেন। 
     
    চণ্ডাল একদা নিজেও এই শিরোনামে খেরো খাতায় এক টুকরো শৈশব লিখেছিল। 
     
    শুভেচ্ছা  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন