এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নানা রঙের দিনগুলি — ৬

    মানব মীরা দে লেখকের গ্রাহক হোন
    ৩০ জুন ২০২৪ | ২২৯ বার পঠিত
  •  
    "আগে আমাদের একবার বলতে পারতিস, ডাইরেক্ট চিঠি না করে।", ক্লাস ইলেভেনের সায়েন্সের ফাস্ট বয় গোবিন্দ কথাগুলো বলল স্বর্ণেন্দুর উদ্দেশ্যে। ক্লাস ইলেভেন সায়েন্স ডিপার্টমেন্টে স্বর্ণেন্দু, সৌমিত্র, শুভাশিষরা গেছিল।
     
    সৌমিত্র বলে, " দাদা, তুমিই বলো আমাদের জায়গায় তোমরা থাকলে কি করতে?"
     
    গোবিন্দর পাশে বসে থাকা অনামিক বলে, "আমরা হলে কি করতাম সেটা বড় কথা নয়। তোরা তো একবার আমাদের সাথে কথা বলতে পারতিস্। আমরা কি তোদের শত্রু?"
     
    তাপস পেছন থেকে বলে, "সব কিছু এত ধপাধপ হয়ে গেল!"
     
    অনামিক বলে, "তাই বলে প্রেয়ারে গান না করে স্যারেদের অপমান করবি,!"
     
    স্বর্ণেন্দু বলে, "সেই জন্যেই তো ক্ষমা চাইতে এসেছি।"
     
    সেকেন্ড বেঞ্চ থেকে সুমন বলে, "কি ভেবেছিস্ এই ক্ষমা চাইলেই সব মিটে যাবে?"
     
    অনামিক সুমনের সাথে সুর মিলিয়ে বলে, "যতদিন স্কুল থাকবে ততদিন তোদের নামে এই দাগটাও থাকবে।"
     
    মোহনস্যার ক্লাসেই বসে সব শুনছিলেন, বলে ওঠে, "অনামিক-সুমন তোমরা একটু বেশি বলে ফেলছো বোধহয়। তোমাদের জানা উচিত অনাধিকার চর্চা বা সমালোচনাও একধরনের অন্যায়। ওরা তো অলরেডি নিজের কাজের জন্য পানিসমেন্ট পেয়েছে। তার ওপর তোমাদের এই ব্যবহার সত্যিই নিন্দনীয়!"
     
    গোবিন্দ বলে, "আসলে তা নয়, আমরা শুধু বলছি এসব করার আগে আমাদের অন্ততঃ একবার বলতে পারত।"
     
    মোহনস্যার বললেন, "যা হবার হয়ে গেছে। যা করার হেড স্যার করবেন। তোমার এই সব বক্তব্য ভিত্তিহীন। (স্বর্ণেন্দুদের) তোমরা এখন ক্লাসে যাও ।"
     
    সেদিন এবিষয়ে আর কোন কথা হয় নি কারুর। তবে ছুটির ঘন্টা বাজার পর সকলের ভিড়ে এক রকম মাথাহেঁট করেই ক্লাস নাইন স্কুলের থেকে বাড়ির দিকে পা বাড়াল। অমলা স্টোর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অনির্বান শ্রীকান্তকে বলে, "ভাই, হঠকারিতার কাজ হয়ে গেল! একটু ওয়েট করা উচিত ছিল।"
     
    শ্রীকান্ত বলে, "হয়তো—কিন্তু এটারও হয়তো দরকার ছিল। অন্ততঃ আমরা তো বুঝতে পারলাম যে আমরা ভুলছিলাম।"

    অনির্বন বলে, "হুম, শুধু শেখার মূল্যটা একটু বেশি হয়ে গেল এই যা।"

    এইট্টি ফাইভ বাস আসে ওরা ভিড় বাসে উঠে যায়। বাসে করে যাওয়ার সময় জানলা দিয়ে ওরা দেখে অমল-স্যার রাস্তার পাশে দাঁড়িয়ে সূর্য আর অতনুকে কি যেন বোঝাচ্ছেন। সেটা দেখে শ্রীকান্ত আর অনির্বান একে অপরের দিকে নীরব অর্থপূর্ণ দৃষ্টি বিলিময় করে। অনির্বানের দৃষ্টি যেমন বলতে চায়, "বোঝ ঠেলা! সামলাও এবার, এখন যে পারবে সে আমাদের জ্ঞান দিয়ে যাবে।"

    আর শ্রীকান্তর চোখের ভাষা যেন বলে, "হোতা হ্যায় ইয়ার, তু দিল পে মাত লে। আর স্যারই তো আমাদের অন্য কেউ তো নয়।"

    বাসটা ধোঁয়া ছেড়ে এগিয়ে চলে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন