এমন গদ্য স্টাইলে কবিতা খুব ভালোলাগে পড়তে... ভালোলাগল পড়ে...স্পেশালি ২।
কুশান গুপ্তের এই কবিতামালার কিছুটা আগেও গুরুচন্ডালি ব্লগে পড়েছি। আজকের গুলি যেন আরো বান্ময়!! আরো চিত্রধর্মী !! বিধিবদ্ধ ক্লান্তিকর উচ্চারণ নয় এ, অনাবিষ্কৃত মৃত্যুর ছায়াময়তা ফুৎকারে উড়িয়ে এ বলে পরাগ নিষেক আর অন্তর্লীন শান্ততার কথা। আজীবন প্রবাহময়তায় থেকে গূঢ় সেই না-বোঝার কথা।
জনম-কাহনের কথাকার আবার মুগ্ধ করলেন!
অপূর্ব লিরিকাল। নরম আলোর মতো।
কুশানের বহিঃপ্রকাশ কখনো গুপ্ত থাকে না । তার এক একটি শব্দ মস্তিষ্কে বাসা বাঁধে, সেই বাসায় আস্তে আস্তে বিকশিত হয় জীবন। সেই জীবনের চলার পথে আমরা হই সঙ্গী।
কুশান গুপ্ত ভাষা তৈরি করেন, ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যান। এইসব কাব্য মালা, দৃশ্যকল্প ঘন কুয়াশার মতো মুগ্ধতার আবেশ তৈরি করে। কবি হলে নিশ্চিত কুশানের ভাষা চুরি হয়ে যেত।
আরও লিখুন। শুভ
অসাধারণ লাগলো পড়ে।
কুশানদার কবিতা পড়া অনেকটা শীতের সকালে কাঁথামুড়ি দিয়ে বসে প্রথম রোদ্দুর গায়ে মাখার মতো একটা চমৎকার অভিজ্ঞতা !
শব্দ আর ভাবনার কি অনায়াস আর স্বচ্ছন্দ বিচরণ !
আমি খুব সিরিয়াসলি ভাবি যে এই মান এর লেখক কেন আরো অনেক বেশি পাঠক এর কাছে পৌঁছাবে না! বা কিভাবে পৌঁছাবে !
আমি জানি না. শুধু বুঝি, লেখার মান বোধহয় পাঠকের কাছে পৌঁছানোর একমাত্র নির্ণায়ক নয়...
অপূর্ব কিছু ইমেজারি, আর শব্দের সুষম ব্যবহার খুবই আকর্ষণীয় লাগলো
অপূর্ব লাগল লেখা গুলো