এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নৈরাজ্যের বিগ্রহ

    পাপাঙ্গুল লেখকের গ্রাহক হোন
    ১৮ ডিসেম্বর ২০২৪ | ৩০২ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • গত কয়েকদিনে কর্পোরেট যুক্তরাষ্ট্রের নতুন অ্যান্টিহিরো হিসেবে উদয় হয়েছেন ছাব্বিশ বছরের লুইজি ম্যানজিওনি। যিনি সাইলেন্সার লাগানো একটি ত্রিমাত্রিক প্রিন্ট করা ভুতুড়ে বন্দুক দিয়ে নিউ ইয়র্কের হোটেলের বাইরে গুলি করে ইউনাইটেড হেলথ কেয়ার বলে একটি মার্কিন স্বাস্থ্যবীমা কোম্পানির সিইও ব্রায়ান থমসনকে সেই কোম্পানির ইনভেস্টরদের বার্ষিক আলোচনাসভাতে যোগ দিতে যাওয়ার সময় মেরে ফেলেন। লুইজি এক আইভী লীগ বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার্স, মেধাবী নিশ্চয়। তার মা একবছর আগে পুলিশে তাকে নিখোঁজ বলে ডায়েরিও করেছিলেন। তার সঙ্গে ইউনাবম্বারের বহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ইউনাবম্বার আসলে পুঁজিবাদ বিরোধী "শিল্পনির্ভর সমাজ এবং তার ভবিষ্যৎ" বলে এক ইশতেহারের লেখক টেড কাসিনস্কি। তিনিও অংকে বিস্ময়বালক ছিলেন, আইভি লীগের ছাত্র। বহুদিন নিরালায় থাকার পর ১৯৭৮ সাল থেকে ১৯৯৫ সালে ধরা পড়া পর্যন্ত তিনি ইউনাইটেড এয়ারলাইনসের প্রেসিডেন্টের মত পুঁজিবাদের পুতুল ব্যক্তিদের চিঠি দিয়ে বোমা পাঠাতেন। সূক্ষভাবে তৈরী নানারকম বোমা যা চিঠি খুললেই ফাটবে। অনেকটা ইংরেজ আমলে অনুশীলন সমিতির হেমচন্দ্র কানুনগোর বানানো বইবোমার মত [তার 'বাংলায় বিপ্লব প্রচেষ্টা' বইতে যেসব আছে ]।

    লুইজির খেলনা বন্দুক থেকে বেরোনো আসল বুলেটের খোলের গায়ে খোদাই করা ছিল 'ডিনাই ডিফেন্ড ডিপোস'। তদন্তকারীরা বলছেন এই তিন শব্দ আসলে 'ডিলে, ডিনাই, ডিফেন্ড' নামের বইটির থেকে নেওয়া, মার্কিন স্বাস্থ্যবীমা কোম্পানিদের ব্যবসার ওপর লেখা যে বই গত কয়েকদিনে আমাজনে বেস্টসেলার তালিকায় উঠে এসেছে। এই তিন শব্দ আসলে বীমা কোম্পানিদের দ্বারা বহুল ব্যবহৃত যাতে বছর বছর প্রিমিয়াম দিলেও আসল চিকিৎসার সময় গ্রাহকদের ঠকানো ও তাদের আবেদন খারিজ করে দেওয়া যায়। যদিও তিনি ইউনাইটেড হেলথ কেয়ারের গ্রাহক ছিলেন না, গত কিছুদিন ধরে সংবাদমাধ্যমে করা লুইজির নানা পোস্ট দেখে আন্দাজ তার পিঠে ব্যাথা হত এবং সেই চিকিৎসার টাকা তিনিও ফেরত পাননি এবং স্বাস্থ্যবীমার ওপর রাগ থেকে সুচিন্তিত ভাবে এই খুনের পথ বেছে নেওয়া।

    কিছুদিন লুকিয়ে থেকে ধরা পড়ে যাবার পর, লুইজিকে প্রেম নিবেদন করা অল্পবয়সী মেয়েদের রীলে টিকটক ভরে যাচ্ছে। পঞ্চাশ হাজার ডলার ফান্ড উঠেছে লুইজির আইনি লড়াইয়ের জন্য। তাকে সমর্থন করা 'কাল্ট' অনুসরণকারীদের থেকে লুইজি রবিনহুড ইত্যাদি খেতাব পাচ্ছেন। আগেও ২০১১ সালে ক্রমাগত বেড়ে চলা অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলন হয়েছে, যার শ্লোগান ছিল "আমরাই ৯৯ শতাংশ"। কিন্তু সম্প্রতি আমেরিকা জুড়ে আবার অ্যানার্কিস্টদের দাপাদাপি। কয়েকমাস আগে ট্রাম্পের উদ্দেশ্যে গুলি চলেছে। ভারতও পিছিয়ে নেই। কয়েকবছর আগে অম্বানিদের অ্যান্টিলার বাইরে নো পার্কিং অঞ্চলে পাওয়া গেছিল জিলেটিন স্টিক ভর্তি গাড়ি। সেই গাড়ির মালিক মানসুখ হিরেনকে কয়েকদিন বাদে রহস্যজনক মৃত অবস্থায় থানের এক খালে ভাসতে দেখা গেছিল।



    বস্তুত, পুঁজিবাদ দ্রোহকেও পণ্য করে তোলে, টিশার্টে চে র মুখ থাকলে হুলিয়ে বিক্রি হয়। এও একরকম দ্রোহের বিগ্রহ নির্মাণ। লুইজির তুমুল জনপ্রিয়তা থেকে দেখাই যাচ্ছে বাজারে এই রকম জিনিসের তুমুল চাহিদা। কয়েক বছর আগে বেরোনো 'জোকার' ছবিতে মেট্রোয় কয়েকজন কোট টাই পরা তরুণ, যাদের দেখে মনে হয় ওয়াল স্ট্রিটে পুঁজিবাদের চাকরি করে, জোকারকে দেখে হাসাহাসি করে। ওই সিনেমার শেষে জোকার সরাসরি সম্প্রচার চলাকালীন বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ত্বকে গুলি করে মেরে ফেলে এবং মর্টগেজ মেটাতে না পেরে যারা ফুটপাথবাসী ইত্যাদি সেরকম আর্থিকভাবে অপরদের নেতা হয়ে যায় এবং শহরে দাঙ্গা বেঁধে যায়। কোনো সন্দেহ নেই, ছবিটি ২০১৯ সালে সেরা ব্লকবাস্টারদের মধ্যে এবং বাক্স অফিসে এক বিলিয়ন ডলারের ওপর ব্যবসা করেছিল। একটু পুরোনো দিনের কাল্ট সিনেমার মধ্যে আছে ১৯৯৯ সালের ফাইট ক্লাব। যার প্রধান চরিত্র আগে গাড়ির বিমা কোম্পানিতে কাজ করত, সিনেমা শেষে রাতের বেলা জনশূন্য সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করা অফিস মিনারগুলিকে জিলাটিন স্টিক ভর্তি গাড়িদের দিয়ে ধ্বসিয়ে দেয়, যাতে সবার ক্রেডিট ইতিহাস মুছে যায় এবং অর্থনীতি আবার শূন্য থেকে শুরু হতে পারে।

    https://www.yahoo.com/news/everybody-wants-friend-trump-feels-013008720.html
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Aditi Dasgupta | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬540186
  • নৈরাজ্যের বিগ্রহ ---আর একটু লেখা যায়? 
  • dc | 2402:e280:2141:1e8:b0e5:8c85:977d:***:*** | ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:১৯540187
  • এই জঁরার সম্ভবত সবচেয়ে ফেমাস সিনেমা, আর আমার খুব প্রিয়, হলো ভি ফর ভেনডেটা। সেই বিখ্যাত লাইনঃ বিনিথ দিস মাস্ক ইজ মোর দ্যান জাস্ট ফ্লেশ, বিনিথ দিস মাস্ক দেয়ার ইজ অ্যান আইডিয়া। অ্যান্ড আইডিয়াস আর বুলেটপ্রুফ। 
  • PRABIRJIT SARKAR | ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯540189
  • আমি বীমাহীন জীবন যাপন করছি। আমার ন্যায্য দাবি দেয় নি। তাই অনেকদিন আগেই বিমার প্রিমিয়াম দেওয়া বন্ধ করেছি। আমেরিকার অনেক স্টেটে রেসিডেন্টদের বিমা মাস্ট। শেষ বয়সে  ওরা অনেকেই চিকিৎসার খরচ পায় না। গুলি তো করবেই। যে করবে গুলি সেই হিরো।
  • পাপাঙ্গুল | ১৯ ডিসেম্বর ২০২৪ ০১:৫০540191
  • @অদিতি আচ্ছা পরে আরেকটু লিখব। 
     
    @ডিসি , হ্যাঁ ভি ফর ভেনডেটা রাজনীতিকদের বিরুদ্ধে , গাই ফক্স ইত্যাদি। এইটা কর্পোরেটের বিরুদ্ধে আয়োজন [ট্রাম্পকে কর্পোরেট ধরে] নিয়ে লিখেছি। সিনেমাটার থেকে গ্রাফিক নভেলটা অবশ্য বেশি ভাল লেগেছিল :D
     
    @প্রবীরজিৎ , আচ্ছা :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন