এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অভয়া কান্ড ও বর্তমান বাঙালি মেয়েদের আর্থ সামাজিক অবস্থা 

    Koushik Chatterjee লেখকের গ্রাহক হোন
    ২৫ আগস্ট ২০২৫ | ২৯ বার পঠিত
  • | | | | | পর্ব ৬ | পর্ব ৭ | পর্ব ৮ | | | পর্ব ১১
    “অভয়া” কান্ডের এক বছর হয়ে গেল। বিচার ও তদন্ত বিখ্যাত হিন্দি সিনেমার সংলাপের মতো “তারিখ পে তারিখ”ই হয়ে যাচ্ছে। অভয়া তাঁর কর্মস্থলে নির্যাতিতা ও খুন হয়ে ছিলেন। একটি জঘন্য ও ঘৃণ্য ব্যাপার। বর্তমান সময়ে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতা এবং চাকুরীররতা মেয়েদের অবস্থা কি অভয়ার থেকে আলাদা কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি “বিন্দু তে সিন্ধু দর্শন” বলে যে প্রাচীন বাংলা প্রবাদ আছে, সেই পদ্ধতি অনুসরণ করেছি। যদি কোনও একজন এই রকমের মেয়ের জীবন হুবহু উন্মোচিত করা যায়, তবে সমস্ত এই ধরনের মেয়েদের প্রকৃত অবস্থা আমাদের সামনে ফুটে উঠবে। তাহলেই আমরা বুঝতে পারবো আদতে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতা চাকুরীররতা মেয়েদের অবস্থা সত্যি সত্যি কি অভয়ার থেকে আলাদা নাকি এই লেখক বাড়িয়ে বলছেন। অনিচ্ছাকৃত মিলের জন্য ক্ষমা চাইছি।
     
             বাড়ি ফিরতে ফিরতে রাত হল। সবার সাথে মিলে হইচই করেছে ঠিকই,কিন্তু শরীর তো আর সাথ দিচ্ছে না। জামা কাপড় খুলে বাথরুমে গিয়ে স্নান করে হালকা জামা পরে ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল ফুলকি। হঠাৎ কেউ যেন ওর গায়ের হাত দিচ্ছে!! চটকা ভেঙে ধরাম করে উঠে বসলো। সুভাষ !! গা টা গুলিয়ে এলো। সুভাষ বাকা চোখে বলল “অন্য কেউ নয় গো আমিই”। চুপ করে থাকতে পারলো না,ফুলকি। বলল ”হঠাৎ কি হলো যে রাক্ষসীর সঙ্গে সোহাগ??” সুভাষ বলল “বলত কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না?” সে বলল “এটা ঝগড়া না, হত্যা করার ষড়যন্ত্র?” সুভাষ নির্বিকার মুখে বলল “কি যাতা বলছো!” ফুলকির সাফ কথা “দেখ যা হবার হয়ে গেছে,নতুন করে কোনও নাটক কোরো না প্লীজ , আমার শরীর ভালো নেই আমাকে ঘুমাতে দাও”। সুভাষ বলল “আমি এবার থেকে যে দিন তুমি হাসপাতালে ভর্তি হতে যাবে তোমার সাথে যাবো”। ফুলকি বলল ”তবে একটা শর্তে, ভুলেও তুমি আমার ঘনিষ্ঠ হবার চেষ্টা করবে না!” সুভাষ মেনে নিল। সারারাত সুভাষের এই অপ্রত্যাশিত পরিবর্তনের কারণ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল ফুলকি।
       পরদিন যথা বিহিত নিত্য কর্মের পর অফিসে গেল। এখন সব বন্ধুদের কাছে ওর নম্বর। WhatsApp এ সোনালী বলল “প্রোফাইল পিক্স টা দারুন হয়েছে fb তে”। লাঞ্চের সময় সে সোনালীকে ফোন করে জিজ্ঞাসা করলো “ কি যা তা বলছিস।“ সোনালী বলল “ন্যাকা, সুভাষদার সঙ্গে একসঙ্গে ছবি তুলে fb র dp তে দিয়ে এখন কিচ্ছু জানে না ঢং“ বলে খুব হাসতে লাগলো। তারপর বলল “সুভাষদার ফেসবুক প্রোফাইলটা খুলে দেখ”। তাড়াতাড়ি ফুলকি ওর ফোন কেটে দিয়ে ফেসবুকে সুভাষের পেজ খুলে দেখলো, দেখে তো অবাক!! লাটাগুড়িতে একটা গাছের নিচে পাশাপাশি বসে একটা ফটো তুলেছিল সে আর সুভাষ, সেটাই দিয়ে দিয়েছে, যেন তাদের সম্পর্ক কত পবিত্র!!! দেখে গা জ্বলে গেল তাঁর, কিন্তু কিছুই করার নেই। রাগে আর সারাদিনে whatsappই খুলল না সে। ফেরার সময় গাড়িতে টুম্পার ফোন “কি রে তোকে তো পাওয়াই যায় না! দেখেছিস সুভাষদা কি সব পোস্ট করেছে?” না বলল ফুলকি। “জানিস আমাদের গ্রুপের সেদিন তোলা সবকটা ফটো এমনকি তোদের বিয়ের ফটো পর্যন্ত আপলোড করেছে”। টুম্পা বলল “মহা শয়তান বাইরে ওর মুখোশটা ধরা না পরে সেইজন্য এতকিছু”। ফুলকি বলল ”আমার সাথেও কাল রাতে ন্যাকামি করতে এসেছিল।“ টুম্পা বলল “আমি আগামী কাল বিকেলের ট্রেনে চলে যাচ্ছি, তুই সাবধানে থাকবি আর সতর্ক থাকবি, কোনও কিছু হলেই আমাকে ফোন করবি, ওর মতো শয়তানের মতলব বোঝা তোর মত বোকার কাজ নয়”। ফোন রেখে দিল ফুলকি, সারা শরীররে যেন একটা ক্লেদাক্ত ভাব। এই জন্য কালরাতে ওই রকম করছিল, এতক্ষণে পরিষ্কার হলো ওর মতলবটা। ফুলকির বন্ধুদের কাছে ও এক অসম্ভব ত্যাগী ও পরোপকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় ,যে কিনা স্ত্রীর কাছে কোনও কিছুই চায় না, না সন্তান না টাকা পয়সা। শুধু ভালোবেসেই সব হাসি মুখে সব করে যাচ্ছে সে !!! ভাবা যায় কি মহান মানুষ। ফুলকির হাসি পেল। সত্য জিজ্ঞাসা করল “কি হয়েছে ম্যাডাম?” সে বলল না কিছু না। এই জন্য হাসপাতালে তাঁর সঙ্গে যেতে চায়, যাতে সেই ছবিও fb তে পোস্ট করতে পারে এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। বাড়ি এসে গেল। সত্যকে আগামীকাল হাসপাতালে ভর্তি হবে জানিয়ে সে উপরে তাঁর ঘরে চলে গেল। সে নিজে কখনই এইসব ব্যক্তিগত কথা এতদিন কেউকে বলেনি, কিন্তু টুম্পা প্রথম থেকে সব জানে ও খুব কাছের বন্ধু তাই সে ওকে বলেছে। এছাড়া এসব কথা কি পাবলিক ডোমেইন এ বলা যায়?? কোনও রুচি-সম্পন্না মেয়েই তা পারে না, আর সেই সুযোগটাই সুভাষের মতো ধূর্ত ও ধর্ষকামী লোকেরা নিয়ে থাকে।
     
    ক্রমশঃ 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | পর্ব ৬ | পর্ব ৭ | পর্ব ৮ | | | পর্ব ১১
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন