এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • রবি-কবি ভালো আছেন?

    রত্নদীপা ব্যানার্জি লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ০৮ মে ২০১১ | ৯৬৬ বার পঠিত
  • বিষ্ণু দে গভীর সংশয় নিয়ে লিখেছিলেন, "কবি...তুমি কি শুধুই পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ?' ...শম্ভু মিত্রের প্রাণ ছুঁয়ে যাওয়া গলায় সে কবিতা কতবার শুনেছি ও বারেবারেই এক নঞর্থক বৃত্তে পাক খেয়েছি। বেশীর ক্ষেত্রেই আধুনিক কবির সাথেই একমত হয়েছি। চারপাশের ইঁট-কাঠ-পাথর-মনের দেয়াল আমাদের "রবি'কে এই দুই বিশেষ দিনের "সংরিক্ষত সম্পত্তি'র "সম্মানজনক' আখ্যা দিয়েছে;আমরাও ভগ্নমনোরথ হয়ে মেনেই নিয়েছি যুগের "শীলমোহর'টিকে। "তবু' ....হ্যঁ¡ ... এই "তবু'টাই বড়ো ভাবাচ্ছে আজ...

    যেমন একদিন। এই তো কিছুদিন আগের কথা। বক্সা-জয়ন্তী বেড়াতে গেছি। ফেরার দিন। আলিপুরদুয়ার স্টেশন। "কাঞ্চনকন্যা' ছাড়ার বেশ কিছুক্ষণ বাকি। ওয়েটিং রুমে বসে আছি। আর ভাবছি "কনফারমেশন চার্ট' কখন দেবে! কখনো কখনো চোখ চলে যাচ্ছে জানালার বাইরে। রেলের একটা রংওঠাগুদাম-ঘর। পাশে একটা পুরোনো আমগাছ। "টোপ'-এর রাজাবাহাদুরের ভালবাসার শিশুদের মত কিছু ছেলেছোকরা আমগাছে উঠেছে। ফল পাড়ছে। আর নীচে অপেক্ষারত কোনো বন্ধুর আগ্রহী কোচড়ে জমা হচ্ছে অনেক অনেক আম। আর সেই সম্মিলিত হাসির লীলাময় সুরমাধুরী আমাদের কানে মিষ্টি করে বাজছে। দিন শেষ হতে চলেছে। এমন সময় ঘরে ঢুকলেন একপাল যুবক। ওয়েটিং রুমে। প্রথমে স্বাধীনতা হানিতে কিছুটা ক্ষুণ্ন আমরা। তারপর দেখি সহযাত্রীদের। ভীষণভাবেই নিম্নমধ্যবিত্তের ছাপ। শিক্ষার বিশেষ রেখা পড়েনি বলেই মনে হয়। হতাশভাবে বাইরের দিকেই তাকিয়ে থাকি। আমগাছের ছেলেরা তখনো ব্যস্ত। একটু একটু মেঘ-ও জমছে। বিকেল ঘন হচ্ছে। হঠাৎ কোনো এক খোলা গলায় "বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলায়,কোন বলরামের আমি চেলা!' সুর আছে,কথা আছে,তাল আছে,লয় আছে। আর ভাব আছে নির্ভুল। আমরা কি প্রবলভাবে বিস্মিত!!!একী শুনছি ??? কার মুখে!!! কোন শাপভ্রষ্ট "অরুণেশ্বর' অখ্যাত অন্ধকারে জন্মগ্রহণ করলেন! তারপর একের পর এক গান। রবি-আরাধন অবিরত। আলাপ হলো। ওনারা পেশায় ইলেক্‌ট্রিশিয়ান। চলতি বাংলায় অতি অবজ্ঞার "মিস্ত্রি'। বাঁশি কি এদের হাতেই দিয়ে যাবার কথা ভেবেছিলেন ক্রান্তদর্শী কবি? বেশ ভালো তো এই উল্টো-পুরাণ!!! "মাল্টিপ্লেক্স'-এ "পরান যায় জ্বলিয়া রে'র জয়ধ্বনি তুলে যাচ্ছি আমরা। আর এদিকে সুপথের কোনো শ্রেণীবিভেদ রইল না!

    "যা ছিল কালো ধোলো' তা রঙে রঙে ভরে উঠল। সাম্যবাদের কথা কোথাও "স্লোগান'সম লেখেননি কবি: যেটুকু আছে, তা কি নিবিড়, কি গোপন!! ধরা যায় কি যায় না?? তাই সেদিনের সে অমৃত অসীম!!!

    এমন আরেক দুপুর। আমার বাড়িতে। কাজের জায়গা থেকে ফিরে নীচে ডাইনিং-হলে খেতে বসেছি। গানের প্রতি তো সবসময় দুকান পাতাই থাকে। এদিন-ও ছিল। একটি সুমিষ্ট গান ভেসে এল। "তোমার খোলা হাওয়া,লাগিয়ে পালে/টুকরো করে কাছি,আমি ডুবতে রাজি আছি' -কে গায়!! পাশের বাড়ির উঠোনে একটি পনোরো-ষোলো বছরের মেয়ে বাসন মাজছে আর মনের খুশিতে গেয়ে চলেছে। চোখের তারায় তার বড়ো আনন্দ!! "অবাক আঁখি দুটি হেরিল তারে!' এই কি সেই ময়নাপাড়ার "কালো মেয়ে'? কবির সঙ্গে কখনি বা তার আলের ধারে দেখা হল? দুদিন পরে হয়তো কোনো এক ঘরে বিশাল পণ দিয়ে তার বিয়ে হবে; দু-বছর পরে তিন সন্তানের জননী হবে; অবৈতনিক স্কুলে কোনো নাইট ক্লাসে হ্যারিকেনের আলোয় হয়ত নিজের নামটুকু সই করতে শিখেছে; স্কুল থেকে ফেরার পথে বস্তির ছেলেরা শিস দিয়েছে: শুনতে শুনতে খোলার চালের নীচে এসে দেখেছে, মাতাল বাবা মার ওপর রাগের সদ্ব্যবহার করেন; অবসরসময়ে মেয়েকে হয়তো বিক্রী করার ভাবনা-চিন্তা করেন: জন্মমূহূর্তেই না মেরে ফেলার সিদ্ধান্তকে ঘিরে আপশোস করেন: আজকালকার কোনো রমেশ বা শশী-ডাক্তার এদের ঘরে দীপ জ্বালাবার কথা ভাবতেই পারেন না। মেয়েটি পেল কোথায় এই "খোলা হাওয়া'?? সে তো তার কাছে সাগরতলের দৈত্যপুরীর ধন!যেখানে আমরা হ্রষ্টপুষ্ট্‌ "গ্রন্থকীট' হয়েও মিথ্যা দূর করবার সাহস পেলাম না! যে অমৃতের সন্ধান শুরু হয়েছিল "শান্তিনিকেতন এক্সপ্রেস'-এর হতদরিদ্র রবীন্দ্রপ্রেমিকের কন্ঠের দোলায় আর গলায় ঝোলানো হারমোনিয়ামের নয়-অমর ছবিতে, সে যাত্রার শেষ হল কই?

    এ বোধহয় শেষ হবার নয় - কারণ রবি-কবি বেঁচে আছেন ও আজও ভালো আছেন ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৮ মে ২০১১ | ৯৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন