বিপ্লব রহমান, Ramit Chatterjee এবং dc,
সত্যি কথাটা বলেই ফেলি। কয়েক বছর আগে শেখর বসুর 'সাহিত্যে প্রতিচ্ছায়া' বইটা পড়েছিলাম। ওখানে বারোজের কাগজ কেটে গল্প লেখা এবং প্লেন ক্র্যাশের কোইনসিডেন্সের কথা আছে। পড়তে পড়তে মনে হলো এরকম কিছু বাংলায় হয় না কেন ?
পরিচিত যাঁরা লেখেন, তাঁদের বললাম, তাঁরা কোইনসিডেন্স শুনে নাক কুঁচকে তাকালেন। বললাম এরকম তো ছোটদের জন্য লেখা যেতেই পারে। আমাদের ছোটবেলায় ভূত, কোইনসিডেন্স, জাদু এসব মিশিয়ে বেশ একটা ইচ্ছাপূরণের ব্যাপার ছিলো। তেমনই কিছু হোক না। ছ'সাত বছরেও কাউকে রাজি করাতে না পেরে আমি নিজেই চেষ্টা করলাম।
কিন্তু বারোজলিখন-বিমানপতন বাস্তবে সম্ভব কিনা সে নিয়ে খটকা একটা ছিলোই। পরে বারোজের জীবনের বিভিন্ন ঘটনা খোঁজাখুঁজি করেও কিন্তু ঐ উনি গল্প লিখলেন আর গল্পের জেরক্স কপি হয়ে দমাস করে প্লেনটা আছাড় খেয়ে পড়লো, এরকম কিছু পাইনি।
শেখর বসুকে দোষ দিই না। নিশ্চয় কোথাও পেয়েছিলেন। বা মিথও হতে পারে। সেলিব্রিটিদের নিয়ে যেমন থাকে।
কিন্তু যখন টের পেলাম প্লেন টেন বারোজের গল্পের মাপসই হয়ে খসে পড়েনি, ততদিনে বিদ্যাপতি বারুইয়ের বাগানে পবনরা তাস খেলতে বসে গেছে। অতএব বারোজঠাকুরের উদ্দেশ্যে নমো পাঠিয়ে ব্যাটাদের উঠিয়ে নিতেই হলো কিস্কার নীল আলোর টানে।
তবে কাহিনীর বিন্যাস নিয়ে আপনারা যা যা পরামর্শ দিয়েছেন, অবশ্যই মাথায় রাখবো। আপনারা এতো খুঁটিয়ে পড়েছেন, যত্ন করে ত্রুটিগুলো দেখিয়েছেন মন্তব্যে, কোনোরকম কার্পণ্য করেন নি, আর কি চাই আমার ?
আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।