এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কেডা বানাইব রাজহংসের মুখ? --- নাটক

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩২ বার পঠিত
  • পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩
                                    || ৩||
    [সত‍্যকাম একটি মেয়ের সঙ্গে কথা বলছে চাপাগলায়। আধো-অন্ধকার রাস্তা। একটি বাড়ির পাশে ওরা দাঁড়িয়ে। বাড়িটি গৌতমবাবুর। মেয়েটি চুমকি। তার পরিচয় তথাকথিত সমাজে 'বাজে মেয়ে'। গৌতমের বাড়ির আলো পড়েছে দুজনের উপর।]
     
    সত‍্যকাম: (চাপা গর্জন) : কেন এসেছিস? কতোবার  বলতে হবে তোকে? 
     
    চুমকি : এবার দাও না দাদা, আর এসবোনি।  (কান্না)
     
    সত‍্যকাম : আবার ! কেন যাচ্ছিস না বল্ তো? বলেছি না আমাকে ডাকবি না ওই নামে? 
     
    চুমকি : বেস্! চলে যাচ্চি। ঠিক বলেছিলো মাইরি সবনম, চুমকি, ভদ্দরলোক বনে গেচে তোর মায়ের পেটের ভাই ---যাসনে ওদের কাছে। আমিই বোকা মাইরি---   [প্রস্থান উদ‍্যত]
     
    সত‍্যকাম :  শোন্ এদিকে !
          [চুমকি ফিরে আসে]
    চুমকি : বলো মাইরি।
     
    সত‍্যকাম : মা...মা কেমন আছে রে? ধর এটা, দু-হাজার আছে আপাতত, ডাক্তার দেখছে মাকে? 
     
    চুমকি : লোকালে বলেচে বেসিদিন নেই। (কান্না) জবার মরণ ওইসে হবে? বলে কতো ---
     
    সত‍্যকাম : চুপ! একটা বাজে কথা নয়। নরক থেকে তোকে আসতে বলেছিলমা বোন,  আসিসনি তুই জেদ করে। এখন সেরকম কিছু ঘটলে তোকে নিয়ে আসবো আমি। বুঝেছিস? 
     
    চুমকি : সি তুমি ভদ্দরলোক বনে গেছো, আমাকে লিয়ে এলে তোমাকে ভি কেউ ইজ্জৎ দেবে আর? না গো দাদা, জবার বেটির আর শখ করা ঠিক লয়।            (প্রস্থান)
    [সত‍্যকাম দরজায় হেলান দিয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকে।] 
    [মঞ্চে দেখা যায় গৌতমের বসার ঘর। আসবাবপত্রের কোনো বাহুল‍্য নেই। টেবিলে একইভাবে কাজ করছেন। দেয়ালে ওনার স্ত্রীর হাস‍্যময়ী মুখের ছবিতে ফুলের মালা]
     
    গৌতম : (স্বগত) :  অদ্ভুত চিন্তা মাথায় দিয়ে গেল মেয়েটা আজ! রাজহংসের মুখ বানাতে হবে?  বলে কিনা সত‍্য আর মিথ‍্যা আলাদা করতে গেলে রাজহংসের মুখ চাই? যাতে দুধ কা দুধ আর পানি কা পানি বোঝা যাবে? নাহলেই বিভ্রান্তি আর সাংস্কৃতিক দূষণ। Strange! আচ্ছা, সার্ত্রে সাহেব যে বলেন,  "Existence of truth is an existential reality"! তাহলে সত‍্য খুঁজতে রাজহাঁসের দ্বারা আর বেশী কী হবে?  
     
    [  বৃদ্ধা পরিচারিকা ঘরে ঢোকে] 
     
    গৌতম : কী বলছো দুর্গার মা? 
     
    দুর্গার মা : আজকেও দুপুরে খাননি? এখনও কি সেইটেই করবেন? খাবেননি কিছু? 
     
    গৌতম : একটু পরে খেয়ে নেবো। তুমি যাও। 
     
    দুর্গার মা : একখানা কতা বলি বাবু, বৌদিদি কিন্তু দেকছেন আপনার এই দশাখানা। তিনি যেখানেই থাকুন, শান্তিতে নেই। 
     
    গৌতম : (রেগে উঠে) : কেন বলো তো দুর্গার মা? কেন তিনি মৃত‍্যুর পরেও ভাববেন আমার জন‍্য? আমি ভেবেছি?  এতোটাই কাজে মত্ত ছিলাম যে শেষসময়টায় আসতে পারিনি। তাহলে আজও--- আজও আমাকে নিয়ে কেন ভাববে সে? এটা কেমন নিয়ম? দায়িত্ব একতরফা হয় না। হতে পারে না! 
     
    [দুর্গার মা ভয় পায়। খাবারের থালা টেবিলে রেখে চলে যায়]
     
    [সত‍্যকাম প্রবেশ করে।] 
    সত‍্যকাম : স‍্যার,  একটা বিষয় জানতে এলাম। খুব জরুরি দরকার।
     
    গৌতম : বলে ফ‍্যালো।
     
    সত‍্যকাম : 'ভদ্রলোক' শব্দটা কি গালাগালি?  
    গৌতম : তোমার বোন কি একাই চলে গেল নাকি রয়েছে এখনও বাইরে? 
     
    [সত‍্যকাম চমকে ওঠে] 
     
    সত‍্যকাম : স‍্যার... আপনি কি করে।. 
     
    গৌতম : কালি, কলম, মন টেবিলে থাকলেও কানটা জানালার বাইরে রাখাই যায়। বাবা সত‍্যকাম, আগে নিজে ঠিক করো তুমি কি চাও? 
     
    সত‍্যকাম : কথা যখন হচ্ছে স‍্যার, আর সত‍্যকাম কেন? 'গুন্টু মস্তান' বলেই সম্বোধন করুন। কুলিবস্তির ঊর্বশী জবার ব‍্যাটা গুন্টু। যার ভাত কেড়ে খেয়েছে কুকুরে, জামা কেড়ে নিয়েছে মাতব্বররা।  (রুদ্ধ কান্না) 
     
    গৌতম : সে এক কলমচি ভদ্রলোকের ধমকে উত্তর দেয়, 'কে পড়াবে? তুমি? পারবে? নাহলে জ্ঞান দিতে এসো না বাবু।'  রোখ চেপে গেলে আমাকে থামানো খুব কঠিন জানো তো? পাঁকের অতল অন্ধকারেও হীরে-মানিক কর্দমাক্ত হয়ে পড়ে  থাকে। সেগুলিকে খুঁজে আনাই আমার চ‍্যালেঞ্জ।  (হাসি)  
    কতোই বা বয়স ছিলো সেদিন তোমার?
     
    সত‍্যকাম : তেরো-চোদ্দো বোধহয়। আপনি সমাজের তোয়াক্কা না করে, নিজের সম্মানের কথা না ভেবে পড়লেন আমাকে নিয়ে। 
     
    গৌতম : হাতে উঁচানো আঙুল, রাগ কী বাবা অতটুকু ছেলের !  ওই আকরিক রাগকে বাস্তবের ফার্নেসে যুক্তির ছেনি-হাতুড়ি দিয়ে আকার দিয়ে আজকে ---
     
    সত‍্যকাম :  সহ-সম্পাদক সত‍্যকাম আপনার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু স‍্যার, ভদ্রসমাজ আমার পরিচয়টা জানলে কী হবে?   মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল / পতঙ্গের মতো  সবে বিস্ময় বিকল? 
     
    গৌতম : জানি না। তবে এটা তো তপোবনের যুগ নয়। তাই আমি তোমাকে 'সত‍্যকুলজাত' বলে সার্টিফিকেট দিলেও কি সেটা গ্র‍্যান্টেড হবে বাবা? 
     
    (  গৌতম জড়িয়ে ধরেন তাকে)
     
    সত‍্যকাম : না স‍্যার। কোনোদিন কিছু ছিলো না। আজও কিছু নেই। এমনকী আমার বোনটাও আজ ভদ্রলোকদের অপছন্দ করতে শুরু করেছে। শুধু এই জার্নির কথাটা হয়তো মনে থাকবে। যে পাঁকের পথ পেরিয়ে নক্ষত্রলোকের দিকে যাত্রা আপনার হাত ধরে শুরু করেছি.....(কান্নায় ভেঙে পড়ে) 
     
    গৌতম : My boy, জীবন একটা কাঁচের গোলক ছার্ড় কিচ্ছু না। তার একেকটা তলে একেকরকম রঙ। কেঁদো না, প্লিজ। কোনোটার সাযুজ‍্য নেই কোনোটার সঙ্গে।তবু আমরা জীবন নিয়ে উদ্বেল হই, সংস্কৃতি-প্রগতির গর্ব করি। কিছুই প্রকৃত নয়। কে ধারণ করছে এসব? মরীচিকা  মাই বয়! কে সত‍্য বলোতো? সহ - সম্পাদক সত‍্যকাম নাকি গুন্টু মস্তান? 
     
    সত‍্যকাম : জানি না। তবে এটুকু বলবো স‍্যার, একই জীবনের দুই বিপরীত প্রান্তে ওই একটি মানুষই দাঁড়িয়ে আছে। যন্ত্রণা একইরকম --শুধু কেউ কাউকে ছু ঁতে পারছে না। আমি....আমি আসছি স‍্যার।  শারদীয়া সংখ‍্যার কাজ রয়েছে....                                     (প্রস্থান) 
     
    গৌতম :  সারাদিন রাজহা ঁসের পালক ঘেঁটেই গেলাম....সেই একই পেলবতা, কোমলতা....    পার্থক‍্য নিরুপণের সামর্থ‍্য কই?   
    (ঘর জুড়ে সাদা কাগজ উড়তে থাকে। শুধুই সাদা কাগজ ছড়িয়ে পড়ে মঞ্চ জুড়ে)
     
       রাজহংসের মুখ কোথায়? 
     
    [তীব্র আক্রোশে গৌতম টেবিলে মাথা রাখেন। মঞ্চ অন্ধকার হয়।] 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬734137
  • আবারও চমক! লেখো, লেখো, লিখে যাও... 
     
    এই ভালো কথা, আচ্ছা বলছি, 'রক্তগোধূলির পশ্চিমে জ্যোৎস্না' লেখাটা তোমার তো? 
  • Manali Moulik | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫২734140
  • ধ‍ন‍্যবাদ। চেষ্টা করছি।
    আর প্রশ্নের উত্তরে বলি, হ‍্যাঁ। তবে কি জানেন তো, প্রতিলিপি একটি অসহ‍্য প্ল‍্যাটফর্ম হয়ে উঠেছে (মানে আমার ভালো লাগছে না) বলে শেষ করিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন