এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ঘুনসিযন্ত্রের রহস্য

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৪ ডিসেম্বর ২০২৩ | ৯৭৮ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • ......
    বড় চালতা গাছটার তলায় শুয়ে এইসব আকাশপাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারে নি বংশী। হঠাৎ পায়ের তলায় একটা সুড়সুড়িতে ঘুমটা ভেঙে গেল। বংশী দেখল ঘটিগরম পরম আনন্দে ওর বাঁ পায়ের কড়ে আঙুলটা চেটে চলেছে। অন্য কেউ হলে হয়তো তড়াক করে লাফিয়ে উঠত কিন্তু বংশী মুচকি হেসে পাশ ফিরে শুল। হোক না কুকুর, তবু তো কেউ ওকে ভালোবাসছে। নয়তো আজকাল কেউ তাকে বড় একটা পাত্তা দেয় না। সবাই তাকে পাগল ছাগল ভাবে। উমারানী তো উঠতে বসতে খোঁটা দেয়। বলে, বাপ-মা হাত পা বেঁধে এর থেকে জলে ফেলে দিলে ভালো করত। এমন বেভুল মানুষের সংসার করার থেকে না কি মরণ ভালো। এসব শুনলে কষ্ট হয় বংশীর। একা থাকলে অনেক সময় চোখ দিয়ে জলও পড়ে। বংশী যে সবকিছু ভুলে যায় একথা পুরোপুরি ঠিক নয়। এই যেমন গত চৈত্রমাসে খাওয়া কাঁচা আমটা কেমন ভয়ংকর টক ছিল তা ওর স্পষ্ট মনে আছে। বংশী মনে মনে ভাবে আসলে উমা ওকে আর তেমন ভালবাসে না। তাই মিছিমিছি এইসব অজুহাত দেয়। আর শুধু কি উমা, ছেলে গনশাটাও যেন কেমন হয়ে গেছে। আগে কত বাপ ন্যাওটা ছিল। আজকাল যেন কাছেই ঘেঁষে না।

    গনশার কথা মনে আসতেই হঠাৎ মনে পড়ে গেল পরশু থেকে ছেলেটার ধূম জ্বর। কিছুতেই কমছে না। ডাক্তার বলেছে আরেকদিন দেখে তারপর হাসপাতালে নিয়ে যেতে হবে। সকাল থেকে কথাটা এক্কেবারে মনে পড়ে নি। এহ্, খুব ভুল হয়ে গেছে। অন্তত একবার খবরটা নেওয়া উচিত ছিল।

    বংশী উঠে বসল। তারপর ঘটিগরমের দিকে তাকিয়ে নরম গলায় বলল, "বাবা ঘটি, এবার পাটাকে যে ছাড়তে হয়।" ঘটি মুখ তুলে একবার ভুক করে আওয়াজ করে খুব অনিচ্ছার সঙ্গে উঠল। তারপর পা দুটোকে আগে করে সামনে ঝুঁকে আড়মোড়া ভাঙল। বংশী ডান হাতে আশীর্বাদ মুদ্রা করে বলল, "থাক থাক, আর প্রনাম করতে হবে না বাবা, দীর্ঘজীবী হও। খুব বড় হও। লোকের চটিজুতো খাওয়া বন্ধ করো।"

    মুখে একথা বললেও মনে মনে ঘটিগরমের ওপর খুশিই হয় বংশী। এই কমাস একপায়ে চপ্পল থাকায় হাঁটতে একটু অসুবিধে হচ্ছিল। ঘটির কল্যাণে আজ আর সে বালাই নেই।

    বংশী তাড়াতাড়ি বাড়ীর দিকে পা চালায়। উমারাণী আজ খুব রাগারাগি করবে। যত নষ্টের গোড়া ওই কোমরের ঘুনসিযন্ত্রটা। ওইটাতে ভবিষ্যত দেখতে গিয়েই তো আর অতীত ঠিকমতো মনে রাখতে পারে না বংশী। অনেকবার ভেবেছে যন্ত্রটা ফেলে দেবে কিন্তু পারে নি। ওটা অনেক কাজের জিনিষ। যেমন ওটা আছে বলেই বংশী জানে কাল সকালেই গনশার জ্বর ছেড়ে যাবে। অতএব জ্বর নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু আসল বিপদটা আসবে তারপর।
    .......
    রোজই প্রকাশিতব্য বইয়ের একটা করে অংশ দেব। আজকের বই ঘুনসিযন্ত্রের রহস্য। লেখক অভিজিত মজুমদার। চেনা কিশোরোপন্যাসের আদল পাচ্ছেন? পাবারই কথা। আদলটা রেখেই লেখা হয়েছে। এ হল একাধারে ধ্রুপদী কিশোরোপন্যাসগুলির প্রতি শ্রদ্ধার্ঘ্য, আর এই অখাদ্য বাজারে কিশোর ও বুড়োদের জন্য এক চিলতে নতুন হাওয়া। এইটুকু পড়ে যদি মনটা চনমন  করে ওঠে তো নেড়েচেড়ে দেখতে পারেন। আর কিশোরদের জন্য নতুন করে ভাবার প্রকল্পে আগ্রহী হলে দত্তকও নিতে পারেন। যোগাযোগের মেল ঠিকানা একই। guruchandali@gmail.com ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:643d:90ca:9d95:***:*** | ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৬527139
  • সুন্দর 
  • π | ১৬ জানুয়ারি ২০২৪ ০৭:৪৪527658
  • রমিতের প্রচ্ছদ, হুতোর সঙ্গে কিছুটা যুগলবন্দী - শেষ অব্দি যেমনটি হল
     
     
  • dc | 2401:4900:7b79:f949:3de7:bf8e:d486:***:*** | ১৬ জানুয়ারি ২০২৪ ০৮:৪৪527660
  • এই বইটা অনলাইনে কেনার কোন লিংক আছে? 
     
    বা বইমেলার পরে যদি কেউ পাঠিয়ে দিতে পারেন (কয়েকদিন আগে ভাটিয়ালিতে এরকম কথা হয়েছিল) তো ডিটেলস দিলে ভালো হয়। 
     
    এতে মনে হলো, গুরুর কি অনলাইনে বই বিক্রি করার বা কিন্ডল এডিশান বিক্রি করার পরিকল্পনা আছে? 
  • | ১৬ জানুয়ারি ২০২৪ ০৮:৫৩527661
  • কিন্ডল আর গুগলে প্রথমদিকের কিছু বই রাখা হয়েছিল। কিবডল আলাদা করে কারণ তলহন শুধু মোবি সাপোর্ট  করত। তো আমাজন যেহেতু বাংলা ফন্ট সাপোর্ট করে না বাংলা ওদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ নয় তাই গুরুচন্ডা৯ সহ আরো যারা সেইসময় বাংলা বই তুলছিলেন সবারই ব্লক করে দেয়। গুগলে সেসব বইয়ের ইপাব দিব্বি আছে। 
     
    ২০২২ এর আগস্ট থেকে আমাজন ইপাব সাপোর্ট করে। তবে বাংলা বোধহয় এখনো করে না। গুরুর এখন সমস্যা হল ইপাব বানানোর লোক নেই। থাকলে ইপাব বানিয়ে বিক্রি করা যেত। অনেকে উপকৃত হত।
  • | ১৬ জানুয়ারি ২০২৪ ০৮:৫৫527662
  • *কিন্ডল আলাদা করে, কারণ আমাজন তখন শুধু মোবি সাপোর্ট করত।
  • dc | 171.79.***.*** | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:০০527663
  • আচ্ছা বুঝতে পেরেছি। 
  • dc | 171.79.***.*** | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:০৬527664
  • তবে এখন তো খুব সহজেই ই কমার্স অ্যাপ ইনস্টল করা যায়, ফোনপে বা অন্য থার্ড পার্টিরা চট করে অ্যাকাউন্ট লিংকও করিয়ে দেয়। চাইলে এই সাইটেও একটা শপিং কার্ট ইনস্টল করে দেওয়া যায় :-)
  • র২হ | 96.23.***.*** | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:১১527665
  • তা যায় তবে কলকাতার অপারেশন চালানো এখনও বড় চ্যাল্যাঞ্জ।
    বিটিডাব্লিউ গুরুর বইয়ের ডেলিভারির নাম্বার টাম্বার এই পাতায় আছে - https://www.guruchandali.com/book.php
  • π | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:১১527666
  • আগের ইপাব বেশ কিছু আছে, ডিসি দেখেছেন? 
     
    সাইটে লিনক দেওয়া ছিল।
     
    আর অন-লাইনে বহদিন ধরেই পাওয়া যায়। 
    এম্নিতে এখানে মেসেজ করলেও হবে
    +91 93303 08043
     +918777642234
  • π | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:১৫527667
  • এই যে, ইবই। 
    https://www.guruchandali.com/book.php?ebook=Y
     
    আর কেউ যদি ইবই বানানোর কাজে এগিয়ে আসেন তো বড়ই ভাল হয়!  বাকি,দমদি বলেই দিয়েছে।
     
     
  • dc | 171.79.***.*** | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:২০527668
  • পাই ম্যাডামকে অনেক ধন্যবাদ। তাহলে এই বইটা অনলাইনে দিলে কিনে ফেলবো, নাতো আপনার দেওয়া নম্বরগুলোয় যোগাযোগ করে নেবো। r2h কেও ধন্যবাদ। 
  • π | ১৬ জানুয়ারি ২০২৪ ০৯:২১527669
  • বেশ :)
  • dc | 171.79.***.*** | ২০ জানুয়ারি ২০২৪ ১০:২৮527806
  • ওপরের নম্বরদুটোয় ফোন করলাম, কিন্তু প্রথমটা সুইচড অফ আর দ্বিতীয়টায় কেউ উত্তর দিলেন না। পরে আবার চেষ্টা করবো। 
  • r2h | 165.***.*** | ২০ জানুয়ারি ২০২৪ ১১:০৬527808
  • বইমেলার বাজারে ফোন ধরার চান্স কমঃ)
    টেক্স্ট/ হোয়া করে রাখতে পারেন!
  • dc | 171.79.***.*** | ২০ জানুয়ারি ২০২৪ ১১:০৮527809
  • আমিও তাই ভাবছিলাম, সবাই ব্যস্ত আছেন :-) টেক্সট করার কথা ভেবে রেখেছি, বইমেলা শেষ হলে নাহয় ওনারা রিপ্লাই করবেন। তাড়াহুড়ো নেই। 
  • π | ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৪528339
  • ডিসি, পেয়েছেন? 
  • dc | 2401:4900:232e:a656:9dd7:90b:60e7:***:*** | ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৮528350
  • পাই ম্যাডাম, এখনও পাই নি। বইটা কি পাঠিয়ে দিয়েছেন? আমি ছ তারিখে টাকাটা ট্রান্সফার করেছিলাম। 
  • π | ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৭528381
  • তাহলে ঘুনসি রাস্তায় :) 
  • dc | 2401:4900:232e:a656:6c3c:c36f:c89e:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৮528382
  • ভেরি গুড! তাহলে অপেক্ষা করি। 
  • dc | 106.198.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪০528746
  • গল্পটা পড়ে ফেল্লাম, বেশ ভালো লাগলো। কৃষ্ণন আর প্রোফেসার হুসেন, মানচান্দানি আর সমুদ্র হাজরা, দারোগা ভগবান আর হাবিলদার মনসুখ, এরকম নানা চরিত্রদের নিয়ে গল্প। আর অবশ্যই সুন্দরী :-) শেষটা পড়ে মনে হলো, সত্যিই কি অর্ণববাবু কখনো নিজের মনে ভাবে, সারা দিনরাত চেঁচানোই কি কারুর জীবনের কক্ষ হতে পারে? রমিতবাবুর প্রচ্ছদ ​​​​​​​আর ​​​​​​​ছবিগুলো ​​​​​​​ফাটাফাটি, ​​​​​​​সে ​​​​​​​তো ​​​​​​​অবশ্য ​​​​​​​আগেই ​​​​​​​সবাই ​​​​​​​বলে ​​​​​​​দিয়েছে, ​​​​​​​নতুন ​​​​​​​কিছু ​​​​​​​বলার ​​​​​​​নেই। বইএর ​​​​​​​প্রিন্ট ​​​​​​​কোয়ালিটিও ​​​​​​​ভালো, ​​​​​​​জ্যাকেটটা ​​​​​​​সুন্দর।
     
    একটা ​​​​​​​কথা ​​​​​​​মনে ​​​​​​​হলো, আশা ​​​​​​​করি ​​​​​​​লেখক কিছু ​​​​​​​মনে ​​​​​​​করবেন না। আমার মনে হলো লেখাটা একটু ​​​​​​​যেন ​​​​​​​এবড়োখেবড়ো হয়ে ​​​​​​​গেছে, ​​​​​​​আরেকটু ​​​​​​​সময় ​​​​​​​নিয়ে ​​​​​​​লিখলে ​​​​​​​বা আরেকটু ​​​​​​​পরিমার্জনা ​​​​​​​করলে ​​​​​​​ভাষার ​​​​​​​ফ্লোটা ​​​​​​​আরেকটু ​​​​​​​সুন্দর ​​​​​​​হতো। ​​​​​​​বেশ ​​​​​​​কিছু ​​​​​​​জায়গায় ​​​​​​​এমন ​​​​​​​ভুল ​​​​​​​দেখলাম ​​​​​​​যা ​​​​​​​আমরা ​​​​​​​সাধারনত গুরুতে ​​​​​​​বা ​​​​​​​ফেবুতে ​​​​​​​পোস্ট ​​​​​​​করতে গিয়ে ​​​​​​​করি। ​​​​​​​আর কিছু কিছু সিনট্যাক্স ভুল হয়েছে। যেমন ​​​​​​​২০ ​​​​​​​পাতায় ​​​​​​​এই ​​​​​​​বাক্যটাঃ ​​​​​​​"হয়তো ​​​​​​​বাইরের ​​​​​​​বসে ​​​​​​​ঘটিগরমকে ​​​​​​​জীবনের ​​​​​​​অর্থ বোঝাচ্ছে"। ​​​​​​​এখানে ​​​​​​​"ঘরে" বাদ ​​​​​​​পড়ে গেছে। ​​​​​​​ওই ​​​​​​​পাতাতেই "লুকেনো", ​​​​​​​বা ​​​​​​​২৬ ​​​​​​​পাতায় ​​​​​​​"গ্রিন ট্রি" (টি ​​​​​​​হবে) ইত্যাদি। ​​​​​​​আশা ​​​​​​​করি ​​​​​​​অভিজিৎবাবু ​​​​​​র ​পরের ​​​​​​​গল্পে ভাষা ​​​​​​​আরও ​​​​​​​অনেক ​​​​​​​বেশী ​​​​​​​সাবলীল ​​​​​​​হবে। 
     
    আর গুরুচন্ডালি প্রকাশনার উদ্দেশ্যে, ​​​​​​​এই ​​​​​​​পাতাটায় ​​​​​​​লাইনগুলো ​​​​​​​কেমন উঁচুনীচু ​​​​​​​হয়ে ​​​​​​​গেছে (আর ​​​​​​​কমিউনিকেশনস হবে, দ্বিতীয়বারে "মুদ্রণ" হবে)ঃ 
     
     
     
    খেয়াল করে দেখুন, মুদ্রণ শব্দটা নীচে নেমে গেছে, সম্পাদনা ওপরে উঠে গেছে। 
     
    যাই হোক, এই ছোটখাট ভুলগুলো বাদ দিলে পড়ে ফেলার মতো বই। আর যিনি আমাকে বইটা পাঠালেন তাঁকেও বিশেষ ধন্যবাদ, সময় বার করে কুরিয়ার করার জন্য। 
  • dc | 106.198.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪১528747
  • *লক্ষ :-)
     
     
  • Kaktarua | 2607:fea8:4a9e:7fe0::***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪১528750
  • বইটা সুরুৎ করে পরে ফেললাম। বেশ ভালো লাগলো আবার শীর্ষেন্দু কে খুঁজে পেয়ে। তবে ওপরে ডিসি যা বলেছেন,  আরেকটু সময় নিয়ে লিখতে হতো। আরেকটু লম্বা বা আর দু একটা টুইস্ট থাকলে মন্দ হতো না। কেমন যেন বড্ডো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কোনো জটিলতা ছাড়াই। আশায় থাকলাম এরকম বই আরো আসতে থাকবে লেখকের থেকে। 
  • ইন্দ্রাণী | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৩528776
  • কোথাও একটা ভুল হয়েছে। আমি সম্পাদনা করিনি।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৬528785
  • @দ দি, ভুল লিঙ্ক চলে এসেছে মনে হয়, এটা কাশ্মীরের লেখাটার লিঙ্ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন