এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ অক্টোবর ২০২৫ ২৩:৩৩542048
  • গুলতেকিন আগেও কিছু কিছু লিখেছেন, খুবই অল্প যদিও।  হুমাউন আহমেদ একজন নার্সিসিস্ট ম্যানিপুলেটার। শাওন একবার তাঁর প্রথম হুমাউনের সাথে ইন্টার‍্যাকশানের যেসব কথা লিখেছিলেন তাতে হুমায়ুনের ম্যানিপুলেটর চ্চরিত্রটা স্পষ্ট হয়। 
     
    গুলতেকিনের কালকের বক্তব্যে মুক্তিযুদ্ধ বিরোধী কিছুই ছিল না। ছিল এক অ্যাবিউজারের কথা আর একটা বোকা মেয়ের কথা।  উনি চান না এরকম বোকামি আর কেউ করুক। তবু মেয়েরা করে। বারেবারেই করে। ভাবে এই তো হঠাৎ রাগের মাথায় করে ফেলেছে ঠিক হয়ে যাবে সব। আসলে ঠিক হয় না বরং পুরুষটা বুঝে যায় এই ব্যবহার আরো বাড়ানো যাবে। 
     
    আর কোন অত্যাচারিত / তা মুখ খুললেই 'আগে বলো নি কেন?' টা সমাজের গন্ডায় আন্ডা মেলানো জনতার ডিফেন্স মেকানিজম।  সব ঠিক আছে, এত দেরী করেছ মানে তুমিই ভূল এইটে দেখানোর হাস্যকর চেষ্টা। 
  • এস এস অরুন্ধতী | ০৪ অক্টোবর ২০২৫ ২৩:১৪542047
  • গুলতেকিন খানের যে স্মৃতিচারণ হুমায়ুনের বিরুদ্ধে এতবছর পর  তা কি রাজনৈতিক পালাবদলে সাহস পেয়ে? না কি ব্যক্তিগত ক্ষোভ ই এর কারণ? আজ তো ফেবু উত্তাল এই নিয়ে। 
    আবার কেউ কেউ এও বলছেন মুক্তিযুদ্ধ বিরোধী মতবাদে এও এক সংযোজন।     
  • &/ | 107.77.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ২২:২৯542046
  • জোড়া জোড়া  হাওয়াই  চটি  উড়ে  যাচ্ছে ,  স্বপ্নে  যিনি  দেখছেন  তিনি  জিজ্ঞেস  করছেন , তোরা  কোথায়  যাচ্ছিস ? ওরা  বলছে , মেলায়  যাচ্ছি  :)
  • kk | 2607:fb91:4c21:664d:fd78:f637:eff4:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ২২:১৯542045
  • অ্যান্ডর,
    হ্যাঁ হ্যাঁ :-)। হাওয়াই চটিরা উড়ে উড়ে মেলায় যাচ্ছিলো এমনিও ছিলো না একটা?
  • &/ | 107.77.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ২২:১৩542044
  • হাফপ্যান্ট পরা  রাজা  পুরু পুরীর  সমুদ্রে  লাফিয়ে লাফিয়ে  স্নান  করছেন  :)
  • kk | 2607:fb91:4c21:664d:fd78:f637:eff4:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ২২:০৬542043
  • স্বপ্ন নিয়ে এত কথা হচ্ছে, মনে পড়ে গেলো ইন্দোদা একবার স্বপ্নের কনটেস্ট ঘোষনা করেছিলো। তাতে ফার্স্ট প্রাইজ ছিলো এক সের জিলিপি। সেকেন্ড, থার্ড আর কনসোলেশন প্রাইজ ছিলো জিলিপির রস :-)
  • যদুবাবু | ০৪ অক্টোবর ২০২৫ ২১:৪১542042


  • @রমিত, হুতোদা এট অল। 
  • শ্রীমল্লার বলছি | ০৪ অক্টোবর ২০২৫ ১৭:০৪542041
  • তবে যাই বলো বন্ধুরা, আমি কিন্তু ঘুমোতে যাই স্বপ্ন দেখার লোভেই...! 
  • Manali Moulik | ০৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৪542040
  • শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে।
     
    স্বপ্নের ক্ষেত্রে পূর্বতন কার্যক্রম আর চিন্তাও কাজ করে। আহা, জীবনানন্দ দাশের 'মাল‍্যবান' ফ্রয়েডের 'Interpretation of dream' সম্পর্কে বলেছিলেন ভালো, "ফ্রয়েডের কাছে আসতো যতো মৃগী রোগী, তাদের গরম কফির সুরুয়া খাইয়ে কি আর স্বপ্নতত্ত্ব জানা যায়?" 
    মাল‍্যবান উপন‍্যাস ছাড়া জীবনানন্দের কবিতাগুলিও স্বপ্নচেতনায় পূর্ণ।
    তবে স্বপ্নে কি ভাষার ব‍্যবধান থাকে? কী জানি এটা সত‍্যি ভাববার বিষয়। ক‍্যামিলো সিয়েনফুগোস বাংলায় গল্প করছেন, এটাও আমার দেখা। 
  • r2h | 208.127.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ১০:২৬542039
  • চোখ কান তো যা আছে তা দেখতে শুনতে কাজে লাগে। যা আসলে নেই, তা দেখার জন্য চোখ বা কানের দরকার হবে কেন?

    মানে চোখ থেকে সঙ্কেত নিয়ে যে স্নায়ু টায়ু মস্তিষ্কের যে জায়গায় গিয়ে টোকা দিয়ে বললো হ্যাঁ হে, এইসব হচ্ছে, তখন মস্তিষ্ক কিছু জল খাওয়া থুতু ফেলা বাথরুম যাওয়া ওরকম একটা টিকিট দিল।
    স্বপ্নের ক্ষেত্রে মস্তিষ্ক দরাজ, না চাইতেই ছুটি দিয়ে দিচ্ছে।
    যে কখনো চোখে দেখেছে, সে স্বপ্ন দেখবে, যার জন্মাবধি 'দেখা'র অভিজ্ঞতা নেই, তার স্বপ্ন তার অভিজ্ঞতার মাফিক হবে (অভিজ্ঞতার ভিত্তিতে লিখতে গিয়ে মনে হল দুর্ছাই)।

    আমি আগে খুব ঘুমের মধ্যে কথা বলতাম, এমনকি কেউ কিছু জিজ্ঞেস করলে প্রায় যথাযথ উত্তরও দিতাম স্বপ্নের মাঝখান থেকেই। অবশ্য ওটা খুব বিপজ্জনক ব্যাপার, জীবনে খুচরো গোপন পাপ তো কম নেই।

    আর একটা জিনিস হয়, বেশ ছোটবেলায় আমি একটা খুব অদ্ভুত ভয়ের স্বপ্ন দেখেছিলাম, তারপর মনে হত ঐটা আমি বারবার দেখি। তারপর অনেক চিন্তাভাবনা করে বের করেছিলাম, আসলে ওটা একবারই দেখেছিলাম, কিন্তু এত ভিভিড আর তীব্র ছিল, যে মাঝে মাঝেই মনে হত ঐ স্বপ্নটা দেখলাম।
    স্বপ্নের স্মৃতি আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে পাল্টেও যায়।
  • b | 117.238.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৯:২১542038
  • ""স্বপ্ন দেখতে দেখতে বোঝেন যে স্বপ্ন দেখছেন? "
    হয় তো। সায়েবরা বলে  lucid dream. 
  • :|: | 2607:fb90:bd55:66ac:90b1:81b6:16ac:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৮:২২542037
  • ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৪০- এর উত্তরে শুভ বিজয়াটা মিসিয়েছিলুম। আশা করি নিমকি ঘুগনি এখনও আছে। শুভ বিজয়া আপনাকেও। 
    আছি ভালোই। 
    এই যে এখানে চরকা তকলি সবই আছে 
  • dc | 2402:e280:2141:1e8:ccbc:690a:3737:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৮:১৩542036
  • সবাইকে শুভ বিজয়া। 
     
    আমি অনেক সময়ে খাওয়ার স্বপ্ন দেখি, মানে কোথাও গেছি বা বাড়িতে অনেকে এসেছে আর খাওয়াদাওয়া হচ্ছে। ঘুম ভেঙে মনে হয় কি ভালো সব খাবার খাচ্ছিলাম! ক্যাশিউ চিকেনটা কি ভালো ছিল বা মটন কারিটা কেমন ঝাল, এইসব। এতে বুঝতে পারি যে স্বপ্নে স্বাদ পাই। আর একটা স্বপ্ন বহুবার দেখি, সেটা হলো, ছোটবেলায় এক বন্ধুর বাড়ি খেলতে যেতাম, তার বাড়ি ছিল একটা গলির ভেতরে আর সেই গলিতে এক ধরনের গাছ ছিল যার একটা সুন্দর ওষুধ ওষুধ গন্ধ ছিল। ওই গন্ধটা আমার ছোটবেলাতেও খুব প্রিয় ছিল, আর স্বপ্নে ঐ গন্ধটা বহুবার পাই। এতে বুঝতে পারি যে স্বপ্নে গন্ধও পাই। স্পর্শ, শব্দ তো অবশ্যই পাই। 
  • &/ | 151.14.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৭:৪৯542035
  • শুভ বিজয়া। এই বিজয়াতে কী করছেন আপনারা?
  • &/ | 151.14.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৬:২৬542034
  • কিন্তু দেখতে চোখের প্রয়োজন আছে, শুনতে কানের প্রয়োজন আছে। স্বপ্নে যা অনুভব সেসব তো স্মৃতি থেকে। স্মৃতিচারণের সময়ও তো অনেক সময় সেই যা দেখেছিলাম বা শুনেছিলাম সেগুলো খুব স্পষ্টভাবে মনে পড়ে। তখন তো চোখ বা কান সরাসরি লাগছে না। ব্যাপারটা অনেকটা এইরকমই নয় কি?
    যাঁরা দৃষ্টিহীন বা বধির, তাঁরা যেসব স্বপ্ন দেখেন, সেসব কি চক্ষুষ্মান শ্রবণক্ষমদের স্বপ্নের মতন?
  • kk | 2607:fb91:4c21:664d:b158:cff9:695d:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৪:৫৩542033
  • "স্বপ্ন দেখতে দেখতে বোঝেন যে স্বপ্ন দেখছেন? "
     
    এইটা আমি কখনো কখনো বুঝতে পারি বটে। b যেমন বললেন, দু তিন লেয়ারেরও স্বপ্ন থাকে অনেক সময়। একটা স্বপ্ন ভাঙলো, প্রথমে ভাবলাম উঠেই গেছি। একটু পরে দেখলাম অমুক অমুক জিনিষ ঘটছে। তখন মনে হয় "ওঃ, তার মানে আসলে উঠিনি এখনো। এইটা নিশ্চয়ই স্বপ্নেই দেখছি। কোনোভাবে চোখ খুলতে পারলেই ভয়টা কেটে যাবে কারণ আমি সত্যি জেগে যাবো।" কিন্তু খুব চেষ্টা করেও কিছুতেই চোখ খুলতে পারিনা। কারণ ঘুম তখনো তত পাতলা হয়নি। এই রকম হয়। 
  • :|: | 2607:fb90:bd55:66ac:90b1:81b6:16ac:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৪:৩৩542032
  • কঠোপনিষদ।
  • অরিন | 119.224.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৪:৩০542031
  • অপূর্ব! 
    বড় ভাল লাগল, চতুষ্কোণ!
  • :|: | 2607:fb90:bd55:66ac:90b1:81b6:16ac:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৪:২৬542030
  • न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं
    नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः।
    तमेव भान्तमनुभाति सर्वं
    तस्य भासा सर्वमिदं विभाति॥
    Neither does the sun shine there, nor the moon with all the stars, nor does this lightning shine. What to say of this fire? Everything shines after him who alone shines. By His light all this shines variously.
  • অরিন | 122.56.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৩:৪৫542029
  • "আমার নিজের শুধুই স্বপ্ন দেখা, খানিকটা শোনার ব্যাপারও থাকে মনে হয়। যেমন কেউ কথা বলছে, বা নিজেই কারুর সঙ্গে কথা বলছি। আর ভেসে ভেসে চলার অনুভূতি থাকে। বা অনেকটা উপর থেকে, যেমন পাহাড় থেকে বা গাছ থেকে বা কোনো ছাদ থেকে পড়ে যাবার একটা ব্যাপার অনুভবে আসে, এইসব।আবার গলা চিরে চিৎকার করছি, কোনো শব্দ হচ্ছে না, এই অবস্থায় ঘুম ভেঙে যায়, এমনও হয়। তবে স্বপ্নে স্বাদ পাচ্ছি, বা গন্ধ পাচ্ছি, এরকম মনে করতে পারি না।"
     
    তার মানে দেখতে বা শুনতে চোখ বা কানের প্রয়োজন নেই, তাই না? অন্ধ বা বধির মানুষও তো স্বপ্ন দেখেন। স্বপ্নে আমরা যা দেখি, তাকে আলোকিত করার যে আলো, তারই বা উৎস কি? 
  • &/ | 151.14.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৩:০৩542028
  • অনেকে বলেন স্বপ্ন নাকি সাদা-কালো হয়। স্বপ্নে নাকি শুধু সাদাকালো ছাড়া অন্য রঙ দেখা যায় না। কিন্তু আমি যতদূর মনে করতে পারি, নানা রঙ দেখেছি। এটা মনে হয় ব্যক্তিতে ব্যক্তিতে তফাৎ হয়ে যায়।
  • &/ | 151.14.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০৩:০০542027
  • অরিন, সেই তো। স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠে তখন তো। মানে তখন যতটা মনে থাকে তার মধ্যে এই শোনা, স্পর্শ, গন্ধ, স্বাদ ইত্যাদি ব্যাপারগুলো হয়েছিল এটা মনে থাকে কিনা।
    আমার নিজের শুধুই স্বপ্ন দেখা, খানিকটা শোনার ব্যাপারও থাকে মনে হয়। যেমন কেউ কথা বলছে, বা নিজেই কারুর সঙ্গে কথা বলছি। আর ভেসে ভেসে চলার অনুভূতি থাকে। বা অনেকটা উপর থেকে, যেমন পাহাড় থেকে বা গাছ থেকে বা কোনো ছাদ থেকে পড়ে যাবার একটা ব্যাপার অনুভবে আসে, এইসব।আবার গলা চিরে চিৎকার করছি, কোনো শব্দ হচ্ছে না, এই অবস্থায় ঘুম ভেঙে যায়, এমনও হয়। তবে স্বপ্নে স্বাদ পাচ্ছি, বা গন্ধ পাচ্ছি, এরকম মনে করতে পারি না।
    একবার দেখেছিলাম, রাতের আকাশে অদ্ভুত আলো খেলে যাচ্ছে, যেন রামধনু রঙের বিদ্যুৎ ঝিলিক দিয়ে দিয়ে পড়ছে। অসংখ্য লোক বাইরে বেরিয়ে এসেছে, ঐরকম আলো দেখে ভয়ে চিৎকার করছে। এইটা মনে পড়তেই মনে হল আরে তাহলে তো শব্দ শুনেছি স্বপ্নে। নইলে লোকগুলোর চিৎকার শুনলাম কী করে?
  • r2h | 208.127.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০২:২৮542026
  • এই ঈশান মজুমদারের নিঠুর মনোহর শুনে আমি ভেবেছিলাম এ হয়তো কোন প্রাচীন প্রচলিত গান। বড় মিঠে, প্রাণ জুড়ানো লিখেছেন গানটা।

    এমনধারা স্নিগ্ধ কিছু লেখার ইচ্ছে ছিল ফেকগীতিতে, কিন্তু হায়।
  • r2h | 208.127.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০২:১৭542025
  • সম্প্রতি গুলবাহার গানটা (ঈশান মজুমদার, শুভেন্দু দাস শুভো) বেশ লাগলো।
    কিছুটা যেন রুবি রায় মেরি অ্যান-দের উত্তরসূরি।
  • অরিন | 119.224.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০১:৫৩542024
  • "এই তো , আপনাদের  কেউ কেউ  স্বপ্ন   খুঁটিনাটি ডিটেল  মনে  রাখেন।   স্বপ্নে  শুনতে  পান , গন্ধ  পান ,  স্বাদ  পান ? আওয়াজ  করতে  পারেন ?  মানে  ধরুন  দেখছেন  কারুর  সঙ্গে  কথা  বলছেন ?"
     
    স্বপ্ন দেখতে দেখতে বোঝেন যে স্বপ্ন দেখছেন? 
     
  • একক | 103.59.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০১:০৭542023
  • স্বপ্নে দৌড়ই সাবধানে।  একটু পেস তুল্লেই মাটি থেকে ওপরে উঠতে থাকি। কাজেই, যখন মাটির লেভেলে থাকা জরুরি যেমন কিনা ক্যানোপি,  তখন জোরে হাঁটি বরং। দৌড়লেই উঠে উঠে যাবো যে :/
  • স্বপ্ন  | 165.225.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০০:৪০542022
  • দৌড়ঃ স্বপ্নে দৌড় কখনও সমস্যা হয়নি আমার, কেবল ভয়ের পরিস্থিতি ছাড়া। অন্য সময়ে দেখি মুভি ক্যামেরার মত মুভমেন্ট হয় - কখনই স্টিল, কখনও ড্রোনে উড়ছে, এমন সব! 
    ভীতিপ্রদ পরিস্থিতি তো চোক করে যাবার জন্যে- যখন কেবল একটা ঘরে বন্ধ, বাঘ আর সিংহ ঘন ঘন জানলা দিয়ে থাবা মারছে, কখনও মুন্ডুর এক ইন্চি পাশ দিয়ে করাল দাঁত বেড়িয়ে যাচ্ছে। আবার পরে অন্য কোন স্বপ্নে তারাই দূর থেকে দেখে চলে যাচ্ছে। সবই মানসিক ভীতির ব্যাপার! 
  • স্বপ্ন  | 165.225.***.*** | ০৪ অক্টোবর ২০২৫ ০০:৩২542021
  • আরে হ্যাঁ হ্যাঁ এ তো আমারই হয়েছে। স্বপ্ন থেকে উঠে বৌকে বলছিলাম, ওফ এই সব বাজে বাজে স্বপ্ন দেখছিলাম! বৌ পাত্তা না দিয়ে চলে গেল। তারপরে আরো একটু পরে জটিল কোন কারণে উঠে পড়ে দেখি সবই আদ্যোপান্ত স্বপ্ন! 
     
    আচ্ছা, আরো একটা ব্যাপার আছে। কি ভাষায় আপ্নারা স্বপ্ন দেখেন? আমি তো এমন কি ইন্রিজিতেও স্বপ্ন দেখেছি। তবে এও দেখেছি গাভাসকার আর স্টেফি গ্রাফ আমার স্বপ্নে দিব্যি বাঙ্গলায় কথা বলছেন 
  • b | 117.238.***.*** | ০৩ অক্টোবর ২০২৫ ২৩:১০542020
  • দেখুন , বল্লে পেত্যয় যাবে না,  একবার  স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙ্গে গেলো । উঠে এটা করলাম, সেটা করলাম , আবার তারপরে ফের ঘুম ভাঙতে টের পেলাম  ওটাও একটা স্বপ্ন ছিলো। যাকে বলে বেদান্তের হদ্দমুদ্দ ।
  • kk | 2607:fb91:4c21:664d:b158:cff9:695d:***:*** | ০৩ অক্টোবর ২০২৫ ২২:৪৯542019
  • আমি স্বপ্নে স্বাদ, রং, গন্ধ সব পাই। কথা বলতেও পারি। খালি দৌড়োতে বিশেষ পারিনা, সে জাগা অবস্থায়ও আর তেমন পারিনা। আর ঘুম ভাঙার পরে স্বপ্ন আমার দিব্যি মনে থাকে। আবার যেটুকু বা ভুলে যাই, রাত্রে বালিশে মাথা রাখলে আগের রাত্রের স্বপ্ন একদম পুরোপুরি মনে পড়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত