এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ইন্দ্রানুজ কীকরে চোট পেলেন?

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৪ মার্চ ২০২৫ | ৩০৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ইন্দ্রানুজ কীকরে চোট পেলেন? তৃণমূল একটা ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ইন্দ্রানুজ ব্রাত্য বসুর গাড়ির পাদানি থেকে ঝুলছিলেন, পাশের একটা স্কুটারে ধাক্কা লেগে ধপ করে পড়ে গেছেন। বামরা পাল্টা আরেকটা ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, যে পড়ে গেছে, সে ইন্দ্রানুজ না, একজন পাদানি থেকে ঝুলছিলেন, একজন বনেটে বসে ছিলেন, ইন্দ্রানুজ ছিলেন গাড়ির উল্টোদিকে, তিনি সামনে থেকে চলন্ত গাড়ি ঠেলছিলেন, সেই অবস্থায় ধপ করে পড়ে যান। ইনি গাড়ির ডানদিকে পড়েন, উনি বামদিকে। দুটোর যেটাই ঠিক হোক, যিনিই 'আসল' ইন্দ্রানুজ হন, কোনোটাই 'পিষে' দেবার ছবি না। যাঁরা এই তত্ত্বটা আবিষ্কার করেছেন, তাঁদের নমস্কার। আর যাঁরা এই বাজারেও একটা স্টিল পেলেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছেন, তাঁদের ক্ষুরে ক্ষুরে প্রণাম। তাঁরা উচ্চশিক্ষিত জানি, কিন্তু ক্রমাগত যা চলছে, তাতে কলেজে পড়েছেন, না হোয়াটস্যাপ ইউনিভার্সিটিতে সেটাই বোঝা মুশকিল। দুপক্ষের ভিডিও দেখেই একটা জিনিসই বোঝা যাচ্ছে, রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িকে কুম্ভগামী ট্রেন ভেবে পাদানি-বনেট এসবে উঠে লাফাচ্ছিলেন যাঁরা, তাঁরা একেবারেই ঠিক করেননি। ওরকম করলে চোট আঘাত লাগতে পারে। শিক্ষামন্ত্রীর গাড়ি চলছে, আর তার বনেটের উপর একজন লাফিয়ে বসে পড়ল, পিছন থেকে একজন লাফিয়ে পিছনের পাদানিতে উঠে পড়ল। ভাবা যায়? বিশ্বে এমন কোনো জায়গা, এমন কোনো আমল  জানেন, যেখানে পুলিশ এই জিনিস দেখলে ওইখানেই  পিণ্ডি চটকে দিতনা?

    নেহাৎই রাজনীতির প্রয়োজনে যাঁরা এগুলোকে বাহবা দিচ্ছেন, একদমই ঠিক করছেন না। কারণ ঘটনা তো ওইখানেই শুরু না। একটা সংগঠনের সেমিনার বা বার্ষিক মিটিং এ  ঢুকে পড়ে চেয়ার ছোঁড়া হয়েছে, লাঠি ছোঁড়া হয়েছে, অধ্যাপকদের গায়ে হাত পড়ছে, এটা যেকোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতিরই পরিপন্থী। সেদিন দুপুর থেকে টিভিতে কাণ্ডগুলো লাইভ দেখাচ্ছিল, আমি হাঁ করে দেখছিলাম। এরা কারা? বামপন্থী? এদেরকে বলে দিতে হচ্চে, এটা অগণতান্ত্রিক? ডানকুনিতে একটা সম্মেলন হল কদিন আগে। প্রকাশ কারাতের গাড়ির হাওয়া খুলে দিয়ে, হইহই করে সম্মেলনকক্ষে কেউ স্লোগান দিতে ঢুকে পড়লে, লাঠি ছুঁড়ে মারলে কী বলতেন? আন্দোলন হচ্ছে, না গুণ্ডামি? নাকি ফ্যাসিবাদ? যা বলতেন, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এগুলো সত্যিসত্যি ছেলেখেলা না। 

    এবং শিক্ষামন্ত্রী। তিনি নিজের নিরাপত্তা নিজের হাতে নিয়ে গাড়ি চালিয়ে কোন আক্কেলে বেরোলেন, কেউ জানেনা। পৃথিবীতে বোধহয় এই প্রথমবার কোনো শিক্ষামন্ত্রীর গাড়ির ঘায়ে দুইজন ছাত্র ঘায়েল হল, তবে আসলে ওই ভিড়ভাট্টায় যা খুশি ঘটতে পারত, প্রাণহানি পর্যন্ত। তিনি তো কেন পুলিশ আনবেন না, একদমই বুঝিনি। তিনি কি সুপারম্যান? শিক্ষামন্ত্রী নিজেও বলছেন, শিক্ষাঙ্গণে পুলিশ ডাকবেননা। অনেকেই বলছেন, ডাকলে সেটাই ইস্যু হত। কিন্তু না, এর সঙ্গে শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকানোর কোনো সম্পর্ক নেই। মারার জন্য, বিক্ষোভ তোলার জন্য তো কেউ পুলিশ ডাকতে বলছেনা। ডাকলে, এই শর্মাই তার বিরোধিতা করবে। কিন্তু রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এঁরা এলে কি পুলিশি নিরাপত্তা থাকতনা? থাকত। সেটা কি শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকানো হত? হত না।  এগুলো তো নিরাপত্তার প্রটোকল। না করলেই বরং ক্যাওস হবে, যা এখন হচ্ছে। এই অদ্ভুত হিংটিংছটের অর্থ বোঝা ভার।
     
    তৃণমূলের ভিডিওঃ https://www.facebook.com/share/167yj4VfdS/?mibextid=WC7FNe
     
    সিপিএমের পাল্টাঃ  https://www.facebook.com/share/v/16Ai6fUvUd/?mibextid=WC7FNe

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ০৪ মার্চ ২০২৫ ১০:৩৩541477
  • বুদ্ধদেব বাবু একটা কিছু উদ্বোধনের জন্য এসেছিলেন। আমি ওখানকার অধ্যাপক হিসাবে আমন্ত্রণ পত্র পেয়েছিলাম। সেটা না নিয়ে আমি বাড়ির পথ ধরেছিলাম। পুলিশ আমায় ওই পথ দিয়ে যেতে দেয় নি। আমি অনেক ঘুরে বাড়ি এলাম। পরে শুনেছিলাম ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ হয়েছিল। সেই নিয়ে বেশ কিছুদিন জল ঘোলা হল।
  • Aditi Dasgupta | ০৪ মার্চ ২০২৫ ১০:৪৯541479
  • নিরপেক্ষ লেখা। তবে গাড়ির বনেট এর উপরে উঠে নাচার গল্প আরেকজনের ও আছে। ১৯৭৫ না ৭৭ ? পুলিশ যে পিন্ডি চটকায়নি তার প্রমান তো চোখের সামনে! Jokes a part.
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ০৪ মার্চ ২০২৫ ১০:৫৫541480
  • জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে উঠে নাচার সময় জরুরি অবস্থা চলছিল। সিদ্ধার্থশঙ্করের পুলিশ তাই তৎকালীন শাসকদলের যুবনেত্রীকে ধরেনি।
  • sangeeta das | ০৫ মার্চ ২০২৫ ০৭:৪৪541494
  • "কামাওবাদী হওয়ার চেয়ে মাওবাদী হওয়া অনেক ভালো।" - কে যেন বলেছিলেন তার নাটকে। 
  • sangeeta das | ০৫ মার্চ ২০২৫ ০৭:৫১541495
  • "যদি সত্যিই চেহারা দেখে ভালো, খারাপ বলাটা 'অশিক্ষিতের পরিচয়' না হতো, তাহলে বেশ গলা খুলে বলা যেত যে লোকটার দিকে তাকালেই বোঝা যায়, সে বিক্রি হয়ে গেছে। ওর চোখের তলায় জমা লোভ, মিথ্যা ঢাকবার জন্য মুখব্যাদান আর ডিফেন্সিভভাবে উঁচানো কাঁধ বলে দেয় যে ও কিছু একটা গোপন করছে। তবে হ্যাঁ, ওর ক্রমশঃ মাটির দিকে‌ নেমে আসা গাল, এত সব আস্ফালনের মধ্যেও বলছিল যে, ও হেরে গেছে।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন