এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হ্যালো টেস্টিং... 

    π লেখকের গ্রাহক হোন
    ১৫ এপ্রিল ২০২২ | ১১০০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • সেই দূরদর্শনে নববর্ষের বৈঠকী আড্ডা শোনার জন্য ইস্কুলের দিনগুলোর থেকেও তাড়াতাড়ি উঠে পড়া, আর অনুষ্ঠান শুনে প্রতিবারের মতই সেই নাক সিঁটকানো ... তা হোক। ভাল কিছু ও তো ছিল। সেই সেবার , 'শূন্য হৃদয়পদ্ম নিয়ে যা' লাইনটা যেমনি আসছিল, জলের উপর একটা লত্‌পত করতে থাকা পদ্মফুলের উপর ক্যামেরা ফোকাস করছিল,দেখে আমাদের কি হাসি, কিন্তু ঐ চক্করে ধীরেন মিত্তিরের গলায় ঐ অমন পদ্মার ঢেউ রে ও তো শোনা হয়ে গেল ! :)

    তারপর এট্টু বেলা হল কি হল নি, মায়ের হাতে তৈরি করা সুতির নতুন ফ্রক গলিয়ে পাড়া চরতে বেড়ানো, ক্লাবের থেকে মিষ্টির প্যাকেটে বরফি , গুঁজিয়া আর বোঁদে, দুপুরবেলা খাসির মাংস ভাত,তাতে ইয়াব্বড় বড় আলু :)
    খেয়েদেয়ে নাকি ঘুমোতেও হবে, নৈলে সন্ধেবেলা স্টেজে উঠে গান গাইবো যখন, তখন পু-উ-রো পেত্নীর মত লাগবে। মা বলেছে। সকাল থেকে রোদে পুড়ে টো টো করে ঘুরে বেরিয়েছি যে।

    ছাই ঘুমুবো। চোখটা বুঁজে একটু মটকা মেরে পড়ে থাকতে হবে, মা ঘুমানো অব্দি।
    কিন্তু ঐ ফুলস্পীডে চলতে থাকা পাখার হাওয়া ঠিকমত গায়ে না লাগার অস্বস্তি নিয়েই কখন যে সত্যি চোখ লেগে গেছে, টের পাই চটকাটা ভেঙ্গে যেতে।
    একটু ঠান্ডা হাওয়ার ঝলক লাগতে।
    চেয়ে দেখি, যে ভয়টা ছিল আমাদের , ক'দিন ধরে, ঠিক তাই।
    ঈশেন কোণে মেঘ জমেছে।
    কালবোশেখী এল বলে।
    এবার আমাদের ফাংশন ! :((

    কী হাওয়া , ক্কীঃ হাওয়া ..., দৌড়ে গিয়ে রান্নাঘরের জানলা দিয়ে দেখি, স্টেজের ত্রিপল তো উড়ে গেল বলে ! :((
    পই পই করে সুজয়কাকুরা বলেছিল আসলামদাকে। ম্যারাপটা মজবুত করে বাঁধতে। নিশ্চই ফাঁকি মেরেছে।
    কিন্তু এবার কী হবে !
    জানলা দিয়ে চীৎকার করে ওবাড়ির তিনতলায় গুড্ডিকে ডাকি। বারান্দায় বেরিয়ে আসে, ধুতি পরেই। জুতা আবিষ্কারের গোবুচন্দ্র। ধুতি পরে ফাইনাল স্টেজ রিহার্স্যালের কথা ছিল যে একটু বাদেই। বলে, ফাংশন কি আর তাইলে হবেই না !
    বৃষ্টিও নেমে পড়েছে। কী বড় বড় ফোঁটা। :(
    কেঁদেই ফেলি এবার ।
    মা চেঁচাচ্ছে, শিগ্গির জানলার পাটি বন্ধ কর, ছাঁট আসছে !

    হ্যালো, হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু...
    ঠিক শুনছি তো ! :o
    জানলাটা ফাঁক করি । অন্ধকার। মেঘের না। সন্ধে নামার একটু আগের।
    বৃষ্টি ই বা কৈ ! :)
    বাপিদারা একটা বড় ত্রিপল জোগাড় করে ফেলেছে, তার উপরে চেয়ারগুলো পাতা হবে তাইলে আর কাদা লাগবেনা।
    আর এমনকি, স্টেজটাও তো উড়ে যায়নি বলেই মনে হচ্ছে ! :)
    সাড়ে ছ'টার ঘন্টা।
    উফ, কী দেরিটাই না এবার করে ফেল্লাম !
    কখনই বা গানগুলো একবার প্র্যাকটিস করবো, কখনই বা সাজবো .. কত্ত কাজ .... পালাই !

    - অনেককাল আগে এমনি কোনদিন স্মৃতিমেদুর হয়ে লিখে ফেলেছিলুম। আজ ওই জায়গা, ওই জানলা,  ওই মাঠ সবের কাছে গিয়ে আবার সব মনে পড়ে যাচ্ছিল... ওয়ান টু থ্রি...

    ভাল করে খুঁজলে মনে হয় স্টেজটা, বন্ধুদের, এমনকি সুতির নতুন ফ্রক পরা মেয়েটাকেও খুঁজে পেয়ে যাব!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ১৬ এপ্রিল ২০২২ ০৪:২৬506445
  • খুব ভালো লেখা। যেসব লেখা পড়লে একটা লম্বাআআআ দীর্ঘশ্বাস পড়ে সেইরকম। 

    এতো রাজ্যের কাজ সামলাতে গিয়ে আর লেখার সময় পাও না বুঝি, কিন্তু যদি নমাস-ছমাসে একটাও আসে, সেটাই পিলিজ আসুক। 
  • Somnath | ১৬ এপ্রিল ২০২২ ০৬:৪৪506450
  • বেশ লেখা। প্রোগ্রামের আগে/পরে হালখাতার মিষ্টির প্যাকেট আর রসনা বা স্কোয়াশ খাওয়া ছিল না?
  • Abhyu | 47.39.***.*** | ১৬ এপ্রিল ২০২২ ০৭:২২506451
  • বেশ লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন