মানুষ নামলে পথে চারদিক তোলপাড় হয়
মানুষ নামলে পথে রাজার সিংহনাদ মিউ করে ওঠে!
মানুষ ভয়ঙ্কর যদি সে শ্লোগান তুলে নেয়
কালো মানুষের গান গাই...
আমেরিকা ভুলে গেছে সাদা আর কালোর প্রণয়
আমেরিকা শব্দটা সাদা চামড়ার তকমায় ঢেকে গেছে ভেতরে বিষের পুঁজ
এতো ঘৃণা
এতো ক্রোধ বুকে একই মাটিতে সংসার
এক পথে হাঁটাচলা এক মাঠে রোজ শিস দেয়া
তবু খুন হতে হয় সাদার হাঁটুর নিচে কালো চামড়ার
‘শ্বাস নিতে পারছি না... শ্বাস নিতে পারছি না... অফিসার অফিসার ছাড়ো...!'
হিসসসস!
আমেরিকা... আমেরিকা... ভুলে গেছে মানুষ... মানুষ...
আমেরিকা সাদা ভালোবাসে
আমেরিকা কাফন পড়তে চায়
দেশে দেশে কাফন ছড়িয়ে
আমেরিকা নিজের শরীরে আজ কাফন নিয়েছে
জর্জ ফ্লয়েড...
কালো জর্জ ফ্লয়েড...
কালো জর্জ... কালো ফ্লয়েড... মরে গেছ তুমি...
দেখো চেয়ে কবরের থেকে আমেরিকা জ্বলছে তুমুল
সাদা আর কালোর মিছিলে
আমেরিকা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে তোমার লোবান শোকে
এতো ভালোবাসা সাদা আর কালোর ভেতর
এসো চুমু খাই
আমাদের সন্তান হলে তার নাম দেবো কালো আমেরিকা
আমাদের সময়ের নাম কালো মানুষের বিপ্লব
আমেরিকা আমেরিকা চেয়ে দেখো চারিদিকে ভয়
এতো ভালোবাসার মিছিল দিকে দিকে জ্বলছে তোমার সাদা শব
ভুলে যাও আমেরিকা সাদা আর কালোর তফাৎ
রক্তের লাল বুঝি টের পাও?
সব একাকার যেই লালে!
নাকি তুমি লাল ভয় পাও?
আমেরিকা কান পেতে শোন তোমার চূড়ায় কালো কাক
পথে লাখো মানুষের হৃদয় মিছিল করে যায়
কালো আর সাদা মিলেমিশে
তোমাকে নামাতে চায় মানুষের দরজায় এসো হাঁটুমুড়ে
আমেরিকা নেমে এসো মাটির নিকটে
জঙ্গি বিমান দিয়ে কাকে আজ কুপোকাত করবে এবার?
তোমার মানুষ আজ তোমার সামনে মুখোমুখি
গুলি করে লাভ নেই
এরা সব মাতাল আগুন
এরা কেউ বোঝে না সফেদ আর কালো
চেয়ে দেখো ভয়াবহ নেমে গেছে পথে
সাদা আমেরিকা সাবধান
কালো মানুষের ঠোঁটে চুমু খেলে প্রেমে পড়ে যাবে!
০২ জুন ২০২০
আই ক্যান্ট ব্রিদ...
ভালো লাগলো।
ভালো লাগল। সময়ের কবিতা। নিজস্ব মতামত: গণতন্ত্র বুঝি-বা বড্ডো বুড়ো হয়ে গেছে।