এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৩৯৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ০৬ আগস্ট ২০২৫ ২২:৫৩733046
  • পর্বে পর্বে কবিতা ৬
    ——————————
    অবাধ্যঅহনা
     
    প্রতিবাদী হও দেখি–
    অবাধ্যঅহনা। 
     
    না গুছিয়ে খুলে দাও
          অরণ্যেখোঁপা স্রোত
     
    নিয়ে যাক নিয়ে যাক–
    পৌঁছনোদুর্দিন। 
     
     
    অবাধ্যঅহনায় নেমেছে আন্তরিক! 
  • r2h | 208.127.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ২৩:০৮733047
  • শ্রীমল্লারের ছন্দের প্রতি মনোযোগ আমার খুব ভালো লাগছে।
  • Srimallar | ০৭ আগস্ট ২০২৫ ১৫:২৫733060
  • পর্বে পর্বে কবিতা ৭
    ———————————
    প্রতিজ্ঞাখুশি
     
    বকেয়ামাধুরী     উত্তালযোনি
    দ্রুতছিঁড়ি 
              দ্রুতছিঁড়ি
     
    শহরের খোসা ছাড়াতে ছাড়াতে 
    নাগরিক হয়ে উঠি। 
     
    নেইঅসহ্য, নেইঅবজ্ঞা—
    উত্তালযোনি ভ্রমণ।
     
    ফাঁকি যে দিয়েছে তাকে আজ সব–
    সত্যি জানিয়ে যাব। 
     
     
     
     
    শ্রীমল্লার
    ০৭/ ০৮/ ২০২৫
     
  • Srimallar | ০৭ আগস্ট ২০২৫ ২০:৪৯733082
  • পর্বে পর্বে কবিতা ৮
    ———————————
    হুঁ হা হা 
     
    চ্যাংরা প্রজন্ম
    তার ধ্যাংরা চিকি চিকি
     
    পোঁদে দৌড়ে ওঠে ট্রেন
    খুলে রাস্তা ছুঁড়ে মারি
     
    হাঁড়ি শুকনো হেরে আগুন
    মুখে তুলি গরম চা
     
    বাপ খেদিয়ে দিল মাকে
    মায়ের পেটে যে বাচ্চা—
     
    সেও শুয়োর কিন্তু নরম,
    সালা পাক্কা হারামি
     
    চেটে 
    চুষিয়ে নিল চুমু
     
    যেন 
    আষাঢ়আশিকি 
     
     
    নিলি নেওয়ার মতো নেওয়া
    জানি আঘাত কিছু কম 
     
    ছায়া জলেই পড়ে, 
    তবু–
    খুনি মিছিল বোঝে কম! 
     
     
     
     
     
    শ্রীমল্লার 
    ০৭/ ০৮/ ২০২৫
  • Srimallar | ০৮ আগস্ট ২০২৫ ১৭:৪১733125
  • পর্বে পর্বে কবিতা ৯
    ——————————
    কী আর বলি তোমায়! 
     
    কথার কোনও মিথ্যে হয় না
    কথার কোনও সত্যি হয় না 
    কথা কেবল কথাই হয়। 

    যে কথাকে মিথ্যে ভাবো,
    হয়তো সেটাই সত্যি

    যে কথাকে সত্যি ভাবো, 
    হয়তো সেটাই মিথ্যে

    কথাকে তো দেখতে হবে
    তারপরে তো শুনতে হবে
    তারপরে এই শেষে এসে
    বুঝতে হবে কথা৷ 

    কথা কেবল কথাই—
    কথার কথায় যদি কান না দিলে,
    কী আর বলি তোমায়!
  • মতামত  | 165.225.***.*** | ০৮ আগস্ট ২০২৫ ২১:৩৬733128
  • শ্রীমল্লার ক্রমশঃ interesting  হয়ে উঠছেন। 
  • kk | 2607:fb91:17ad:4ed7:69c0:66ff:2400:***:*** | ০৮ আগস্ট ২০২৫ ২২:০৭733130
  • 'কী আর বলি তোমায়' কবিতাটা আমার বেশ ভালো লাগলো।
  • Srimallar | ০৯ আগস্ট ২০২৫ ১৬:১০733147
  • পর্বে পর্বে কবিতা: ১০
    ————————————
    বেড়ালের ঘুম আর লাজুক কবিতা
     
    বেড়ালের ঘুম খুলি
    আমার লাজুক কবিতায়

    বৃদ্ধ গাছের সাথে
    কথা হয় সবুজ নিয়ে 

    রোদকে মাথায় করে 
    নিয়ে চলি এমনি কোথাও–

    আমাকে এখনও রোদ,
            নিজের আপন কেউ ভাবে। 

    পর্দাকে দিতে হয়,
    জানলা খোলার আগে সহানুভূতি

    স্নান শেষ হয়ে এলে, 
    জলকে বলতে হয়: এবার এসো

    বেড়ালের ঘুম বড় চঞ্চল—
    তাই লাজুক এই কবিতাও
           চাই না নিজের মুখ খুলতে!
  • Srimallar | ০৯ আগস্ট ২০২৫ ২০:৫৪733156
  • পর্বে পর্বে কবিতা: ১১
    ————————————
    পাল্টা আঘাত
     
    শান্ত কুকুর ব'সে আছে 
    গায়ে খারাপ গন্ধ নিয়ে। 
     
    অন্যদলের কুকুরগুলো 
    এই কুকুরের ঘুরছে পাশে।— 
     
    শান্ত কুকুর। 
     
    অন্যদলের কুকুরগুলোর 
    চোখে যেমন হিংসা আছে, 
     
    তেমনি আছে সুযোগ পেলেই 
    অকারণেই লড়াই চালুর। 
     
    ঝাঁপিয়ে পড়বে এবং দেখবে 
    লড়াই শেষে শান্ত কুকুর
    বেঁচে আছে কি না আছে। 
     
    শান্ত কুকুর বড্ড ভাল। কিন্তু সে তো 
    কোনওমতেই— 
    অন্যদলের কুকুরগুলোর 
    না হোক ক্ষতি, 
                    এটাই তো চায়! 
     
    গায়ে যদি আঘাত পড়ে, 
    পাল্টা তুমি আঘাত দিয়ো—
     
    চুপ করে থেকো না এমন। 
     
     
    নিজের মধ্যে আগুন জ্বালো,
             শান্ত কুকুর বলছি তোমায়! 
     
     
  • Srimallar | ১০ আগস্ট ২০২৫ ১৪:৪১733174
  • পর্বে পর্বে কবিতা: ১২
    ————————————
    গোলাপসফলতা 
     
    গোলাপ ফুটেছে আর গোলাপ মরেছে 
    একই গাছে। 
    গোলাপজন্মে দ্যাখো—
    গোলাপের আয়ু লেখা আছে। 
     
    গোলাপবাক্য যায় ঘটনাকে ছুঁয়ে 
    ঘটনাতে। 
     
    কিছু কিছু গোলাপই বহুদূর সফলতা পায়,– 
     
     
    বাকিরা ক্লান্ত পায়ে 
          চেয়েছে ঘুমোতে মাঝপথে
     
  • Srimallar | ১০ আগস্ট ২০২৫ ২১:১৮733179
  • পর্বে পর্বে কবিতা: ১৩
    ————————————
    সময় লেখার সাহস
     
    সারাটাদিন বাংলা ভাষায় 
    স্বপ্ন দেখে বেড়াই–
    আমি অল্প কথায় বিখ্যাত খুব
     
    আমার নিজের লেখায়।
     
     
    পাঠক টুকিটাকি চিনছে আমায়
    পড়ছে আমার লেখা।—
    এইই পাঠক যখন জাগ্রত হয়,
    তখন কেবল লেখা? 
     
    না না। 
    তারও আগে লিখতে বসি
    তারও আগে শুরু—
     
    যতই পড়তে লাগুক খারাপ
    আমি লেখা রাখি চালু। 
     
    তাই সারাটাদিন বাংলা ভাষায়
    স্বপ্ন দেখি কেবল—
     
    আমি অল্প লিখেই কম বয়েসে 
    বিখ্যাত খুব হবো! 
     
    তাও রাতে যখন ঘুম আসে না, 
    তখন বসে ভাবি—
     
    এই সময়টাকে লিখে যাব
     
    যেক'টা দিন পারি... 
  • শ্রীমল্লার | ১১ আগস্ট ২০২৫ ১৫:১৮733206
  • পর্বে পর্বে কবিতা: ১৪
    ————————————
    বাবার শখ 
     
    মায়ের পিঠে সমুদ্র
    বাবার ঘাড়ে ধর্মঘট
    আমার পেটে গরিব লোক
    একমুঠো ভাত খুঁজতে চায়
     
    মায়ের বুকের আশঙ্কায়
    বাবার ঠোঁটে মিছিল যায়—
    এসব কথা জানলে বাতাস,
    প্রশ্ন করবে আচমকা:        কেন আমায় জানাওনি?
                                     আমি কি আর তোমার নই? 
                                     যতই তুমি লুকোও না,
                                     আড়ালে সব খবর পাই
     
     
    মায়ের পেটে দরজা দিয়ে
    বাবা এখন ভাবছে যে: 
                                      ধর্মঘটেই মিলিয়ে যাব
                                      সমুদ্রে পা রাখব না।  
     
     
    যার 
       যা ইচ্ছে 
    তাই 
       সে করুক 
    আমি 
    কিচ্ছু বলব না।—
     
     
    আমার বাবার শখ হয়েছে 
    মাকে ছাড়া মরবে না! 
     
     
     
     
     
  • শ্রীমল্লার | ১১ আগস্ট ২০২৫ ১৭:২৯733214
  • পর্বে পর্বে কবিতা: ১৫
    ————————————
    নতুন একটা মেয়েকে খুঁজছি
     
    ইচ্ছে ছিল বন্ধু হবো—
    বন্ধু হতে পারিনি। 
     
    ইচ্ছে ছিল শেষ মুহূর্তে
    আটকে রাখব তোকে—
     
    কিন্তু তুইও জানিস আমায়,
    জোর করতে পারি না। 
     
    এখন,   
    এমন একটা বিকেলবেলায় 
    তোকে মনে পড়ে। 
     
    তুই যাওয়ার আগে বলেছিলিস: 'আরও লিখবি, কেমন? 
                                  এই ছেড়ে যাওয়ার সঙ্গে যেন                                               লেখার কোনও ক্ষতি না হয়...' 
     
    আমি আটকে রাখতে চাইনি তোকে
    আটকে রাখতে পারিনি। 
     
    তুই ছেড়ে যাওয়ার পরেই কিন্তু 
    ঘুমের ওষুধ খাওয়া বাড়ল। 
     
    তুই কি নতুন 
             প্রেম পেয়েছিস? 
    প্যারিসে আজ 
             মেঘলা আকাশ? 
     
     
     
    আমি নতুন একটা মেয়েকে খুঁজছি—
    যে আমার প্রেমে পড়বে আবার! 
  • শ্রীমল্লার | ১২ আগস্ট ২০২৫ ১৫:৩০733261
  • পর্বে পর্বে কবিতা: ১৬
    ————————————
    চিরকালীন অবসাদ 
     
    বৃষ্টিপাগলামি,
    এই ভিজল মাটি কিন্তু দেখি, বৃষ্টিপাগলামি—
    এসে থামেই না আর একটিবারও
    মাতাল কাকে বলে! 
     
    এই পাতার প্রজন্মকে, 
    দিই সবুজ লিখে একটা যদি
    ফুল ফোটাতে পারে। 
     
    মেঘের চুলের রঙ কালো—
    এই অনিন্দিতা উপমাকেই 
    ছুঁড়ে জীবন দেব। 
     
    এই প্রকাশিত কথায়,
    তোমার চিরকালীন অবসাদকে 
     
    নিজের ক'রে নেব... 
  • শ্রীমল্লার | ১৩ আগস্ট ২০২৫ ১৫:৪৮733295
  • পর্বে পর্বে কবিতা: ১৭
    মেয়েকে যেন বলতে পারো
     
    দুপুরবেলায় ঘুরে যাচ্ছ 
    অফিস থেকে অফিসে—
    কোথাও কোনও খালি একটা 
    জায়গা পাওয়া যাচ্ছে না। 
     
    বাড়ি ফিরে ভাত বসাবে
    দুধ চাইবে কোলের শিশু—
    কাজের মাসি ছিল, তাই
    তোমার একটু এই বাঁচোয়া। 
     
    স্বামী তো সেই কবে তোমায়
    ঠকিয়ে একা রেখে গেছে— 
    দোষের মধ্যে ছিল বলতে,
    বাচ্চা দিতে পারোনি। 
     
    এই প্রতিদিন যে সন্ধে হলেই 
    পাড়ার বাচ্চাগুলো পড়তে আসে— 
    এদেরকে রোজ পড়াও বলেই, 
    মাস পড়তেই মাইনে ওঠে। 
     
    বাচ্চা পেটে ধরোনি, তাও
    দত্তক সেই নিয়েইছিলে— 
    ইচ্ছে তোমার এই মেয়েটাকেই, 
    কষ্ট করে মানুষ করবে। 
     
    অফিস থেকে অফিসে রোজ 
    ঘুরে যাচ্ছ দুপুরবেলায়—
    দ্যাখো, তোমার দুই ক্লান্ত পা-কে
    তুলে আনছি আমার লেখায়। 
     
    বাড়ি ফিরেই ভাত বসাবে,
    নিজের জন্যে ভাজবে আলু—
    তোমার মেয়েকে রেখে কাজের মাসি, 
    একটা পাও আর নড়ে না। 
     
    তুমি খেয়াল রেখো কাল, এই
    মেয়ে যেন– বন্ধু হয়ে ওঠে 
    তোমার।  
     
    মেয়েকে যেন বলতে পারো: 
    'আমার কান্নাগুলো লুকিয়ে আছে, 
    তোর একটু ক'রে বেড়ে ওঠায়'
     
     
     
  • শ্রীমল্লার | ১৪ আগস্ট ২০২৫ ২২:০৫733309
  • পর্বে পর্বে কবিতা: ১৮
    ভ্রমণ 
     
    এই ইতিহাস বরং সহজ
    ওই ইতিহাস এমনি রঙিন 
    সেই ইতিহাস একটু নরম—
    যেমনি আজও জটিল গণিত। 
     
    এই কলতান অরণ্য পায়
    ওই কলতান জলজদিন 
    সেই কলতান সিঁদুরআরাম—
    আলো যেমন অত্যাচারী। 
     
    এই পরাভয় কবরগীতি
    ওই পরাভয় তারিখচয়ন 
    সেই পরাভয় আমনক্ষত—
    নালককে জিত পরিয়ে দেবো। 
     
    এই সুষমা খেলনাবাটি
    ওই সুষমা দূরের সুজন 
    সেই সুষমা গুল্মজভুল—
    জাগৃতিচিল তাই তো নধর। 
     
    এই কণিকা আয়নাকেমন 
    ওই কণিকা বাদলশিশু
    সেই কণিকা পত্রালিনী—
    যতভিজ্ঞা প্রজ্ঞাআঁতুড়। 
     
    এই মনামী পাহাড় চূড়া 
    ওই মনামী দেওয়ালচুমুক 
    সেই মনামী যত্ননিখিল—
     
    অশ্বারোহণ কুক্ষিগত
     
     
     
     
     
  • r2h | 134.238.***.*** | ১৪ আগস্ট ২০২৫ ২২:২৮733310
  • বাহ!
    শ্রীমল্লার ফাটিয়ে দিচ্ছেন। নিয়মিত সমনোযোগ কবিতাচর্চা দেখে ভালো লাগছে।
    শ্রীমল্লারকে দেখে আরও অন্য অন্য তরুণ কবিরা এগিয়ে এলে বেশ হয়।
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০২৫ ১১:৩৬733323
  • সহমত l
     
    অনেক দিন গুরুর পুরোনো কবিরা বনে চলে গেছেন l didi, মিঠুন,  আরো অনেকে l 
    শুধু ফরিদা এখানে নিয়মিত এবং অমল l
    Rabahuto লিখছেন না l
     
    এখন গুরুর দরকার নতুন কবি,  নতুন প্রজন্মের কবি l
     
    হয়তো Shrimallar থেকে এই যাত্রা শুরু হল l
     
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০২৫ ১৩:১২733328
  • কিছু কিছু নতুন শব্দপ্রতিমার নির্মাণ ফাটাফাটি।
     
    যেমনঃ জাগৃতিচিল, আয়নাকেমন, দেয়ালচুমুক----
  • শ্রীমল্লার | ১৫ আগস্ট ২০২৫ ২০:৩১733345
  • আমি জানি না পরের কবিতাটা আবার কবে লিখব। আমি জানি না নতুন একটা কবিতার সঙ্গে আর কোনও দিন আমার দেখা হবে কি না। দেখা হলেও আরও ভাল লেখার চেষ্টা করতে পারব কি? সে উত্তরও অজানা। আমি চাই না কোনও তাড়াহুড়ো করতে লেখা নিয়ে। 
     
    পাঠক, তোমাকে প্রণাম! heart
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন