এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ক্ল্যারিফিকেশন

    আফতাব হোসেন লেখকের গ্রাহক হোন
    ২৩ এপ্রিল ২০২৫ | ১০৮৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মাঝে মাঝে নিজেকে খুব দামী মনে হয় বুঝলেন।

    । ক্ষমতা হীন কিন্তু দামী ।

    যাঁরা জানেন না, তাদের নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিই আগে।

    আপাদমস্তক বাঙালি আমি। বিএম আই দশের নিচে। পাতি চাকুরী করি। ইএমআই আর অম্বলে দিন গুজরান। আপনাদের মতই বছরে একবার রিলায়েন্স ট্রেন্ড বা মিন্ত্রা থেকে জামাকাপড় কিনি। খিস্তি মারি বাংলায়। বিরিয়ানীর চেয়ে ধের ভালো লাগে পান্তাভাত আর শম্ভুর চপ দোকানের পেঁয়াজীর সাথে আলু মাখা। পুজোয় প্যান্ডেল হ্পিং করি চুটিয়ে। গাড়ি ভাড়া করে ফ্যমিলি নিয়েই। ঈদে নামাজ পড়তে যাই। বড় করে ফেসবুক পোস্ট দিই - হ্যাপী ঈদ বলে। যেমনটি দিই অষ্টমীতে।

    এত দূর পর্যন্ত ঠিক ছিল।

    এরপর যদি নাম হঠাৎ করে বলে বসি আফতাব হোসেন, তাহলেই ক্যালকুলেশন বিগড়ে যায়।

    হোসেন শুনলেই, চোখে না দেখেই একটা ন্যারেটিভ ক্লিয়ার হয়ে ওঠে - একগাদা দাঁড়ি, নোংরা দাঁত, চার জেনানা বিবি, হাফডজন বাচ্চাকাচ্চা নিয়ে একটা বিদিগিচ্ছিরি ব্যাপার স্যাপার। আরো ভেতরে ঢুকলে রিপাবলিকান ওয়েতে কেউ কেউ কল্পনা করে নিতেই পারেন আমি হিন্দিভাষী, কেজি কেজি বড় মাংস খোর, বাংলাদেশ প্রেমী, বোমা বানানোর কারিগর। কিন্তু এখানেই টুইস্ট। যখনই আপনি আমার সাথে বেশি করে মিশে ফেলবেন, যখনই দেখবেন আমিও ইদানিং ক্লিন সেভ বেশি পছন্দ করি, দীপিকা পাড়ুকোন আমার প্রিয়, ড্রিম ইলেভেনে আমারও একাউন্ট আছে, আর আমিও অরিজিৎ সিং শুনি, তখনই আমার সম্পর্কে আপনার ধারণা হবে - যাহ, আপনি বাঙালি না মুসলমান ?

    সমস্যা হল,
    কোন এক অশিক্ষিত দাঁড়ি টুপি দু মিনিটে শহর দখল করার কথা বললেও আমাকেই ক্লিয়ারিফাই করতে হয় ওটা আমার জাতের উদগান্ডু মূর্খ বলে, আবার দেখি সেই উদগান্ডু মুখ্যুই নাকি আমার সমাজের প্রতিনিধি হয়ে প্রধান উপপ্রধান হয়ে যান অনায়াসে আমাকে সাইডে রেখে, আর তার ক্ল্যারিফিকেশনও আমাকেই করতে হয়। কাকে কে কেন পিটিয়ে মারবে ভদ্রলোকেরা, শুধু মুসলমান বলে তার দায় যেমন আমাকে নিতে হয়, ঠিক তেমনি কোন দল সরকারে কেন? দুধেল গরু দুধ দেয় না পনির তার দায়ও আমারই।

    আমার ভাইরা, সুদূরে বসা কোন লেখিকার বই কেন বেস্ট সেলার হল সে নিয়ে মিছিল করে কলকাতা স্তব্ধ করে দিলেও, নিজের দশমিক ভগ্নাংশ হারে থাকা সরকারি কর্মীর পেটের ভাত কি করে কেড়ে নেওয়া হল, তার জন্য কেউ উচ্চবাচ্য না করলেও দায় আমারই।
    ওয়াকফ সাহায্য না পেলেও ওয়াকফ বাঁচানোর দায় আমার,
    আবার
    জীবনে গঙ্গা না পেরোনো আমারই দায় থাকে গাজা বাঁচানোর।
    চ্যাটার্জীর ঘরের ছেলে আমেরিকায় রেপ করলে ইন্ডিয়ার সব চ্যাটার্জি রেপিস্ট না হলেও, বাংলাদেশের কোন এক হোসেন ঠাকুর ভাঙলে ভারতের সব হোসেন যে ঠাকুর ভাঙবে না, তা নিশ্চিত করার দায় আমারই, শুধুই আমার।

    আজকেও সেই দায় থেকেই লিখছি ...

    যে বেজন্মার দল, আমার জাতের নামধারী, জাতের নাম নিয়ে, জাত খসালো,
    আমি তার জাতের সাথে মিল পাই না।

    যে ভাবধারা, যে উদ্দেশ্য, যে বিধেও, সব নিয়ে যে মুসলমান জঙ্গিরা, জঘন্য মানবতা বিরোধী কাজ করলো, তাঁরা আমার ধর্মের কলঙ্ক।

    কোন ইতিহাস, কোন ভূগোল, কোন অংক দিয়ে যাঁরা মেলাতে চাইলেন ওই সদ্য বিবাহিত মহিলা, তাঁর প্রিয় মানুষের লাশের পাশে বসে কোন প্রপাগান্ডার স্বীকার, তাঁরা আমার কেউ নন।

    আর হ্যাঁ

    সেই কাশ্মীরি লোকটা, একটা গোটা কাশ্মীর, একগাদা আফতাব দের বাঁচাতে গিয়ে বুলেট নিয়ে ঝাঁঝরা হল,
    সেই লোকটাই আমি,
    আমার ভারতবর্ষ।

    বললাম না,

    মাঝে মাঝে নিজেকে খুব দামী মনে হয় বুঝলেন।

    । ক্ষমতা হীন কিন্তু দামী ।

    ওই মুসলমান কাশ্মীরি লোকটার মত।

    পালাতে পারতাম, কিন্তু বুক পাততে ইচ্ছে হল।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জমজমের পানি ধোয়া অ্যাপলজি হাজির | 116.206.***.*** | ২৩ এপ্রিল ২০২৫ ২২:২২542615
  • হ্যাঁ এরম‌ই করতে হবে আপনাদের, আর কিছু করার নেই। ভেতর থেকে তো ইসলামকে বদলাতে পারবেন না, কোরাণ হাদিস শরিয়ার মানবতাবিরোধী ফতোয়াগুলিকে মানবধর্মের পরিপন্থী বলতে পারবেন না জোরগলায় ওই সুদূরবাসিনী বাংলাদেশিনীর মতো, সুতরাং আপনাদের মতো good muslim দের এরকমভাবেই মাথা নত করে ক্ষমা চাইতে হবে অমুসলিমদের কাছে, অই প্রাণহারা মানব আর মানহারা মানবীদের দ্বারে দ্বারে বলতে হবে "ক্ষমা করো"- আর তার মধ্যে দিয়েই বেরিয়ে আসবে হায়নারা, প্রথমে টুঁটি টিপবে আমাদের অর্থাৎ "কাফের/মালাউন" দের আর তারপর আপনাদের, আপনাদের সবার, পারভিন সুলতানা, এ আর রহমান, রেজ‌ওয়ানা চৌধুরী বন্যা, হুমায়ুন আহমেদ, আহমেদ ছফা, সেখ সাহেবুল হক, তৌসিফ হক- যে-ই হোন না আপনি বা আপনারা। আর ন‌ইলে, আমরা যদি শক্তি জোগাড় করে ঘুরে দাঁড়িয়ে পাল্টা মার দিই, তখন ওই "bad muslim" দের বেরাদরি দেখিয়ে "ইসলামোফোবিয়া" র ঢাল দিয়ে পিঠ বাঁচাতে এলে আপনাদের‌ও পিঠে তীর লাগবে। শাঁখের করাতে ফেঁসেছেন নিজেরাই, পারলে বেরিয়ে আসার চেষ্টা করুন (কিভাবে বেরোবেন এই চক্রব্যূহ থেকে, তা আপনাদের মাথাব্যথা, বেরোতে আন্তরিক উৎসাহ আছে কি না আপনাদের আদৌ- সে তো অন্য প্রশ্ন)।
  • জয় | ২৪ এপ্রিল ২০২৫ ২৩:৫১542636
  • প্রবীরজিৎ 
    কোনও দিন এমন কথা ছাপার অক্ষরে পড়ব ভাবিনি। আমি বোঝার ক্ষমতা নেই কি অবস্থায় এমন মন্তব্য বেরিয়ে আসে। এটা আমার অক্ষমতা। তবু বলছি; মাফ করবেন; তুমুল খারাপ লাগল। 
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ০১:১৪542644
  •  | ২৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫
     
    ছিঃ।
    এত ঘৃণা নিয়ে অধ‍্যাপনা করতেন?
    চাকরি নট হয়ে ভালোই হয়েছে।
    আগে নিজে মানুষ হন। তারপরে ছাত্র মানুষ করবেন।
  • Copy paste | 2600:387:2:809::***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ০২:৪৫542645
    • AM | 72.162.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ০১:২৯537492
    • @ বোধিসত্ত্ব দাশগুপ্ত, সত্যিই ভাবা যায় না কী মন্তব্যের মালা ছড়িয়ে থাকে আজকাল এই সাইটে। নোয়াখালির বদলা মুর্শিদাবাদে নিতে পারেনি বলে আফতাব হোসেনের লেখায় চাট্টি থুথু ছিটিয়ে এসেছে। এই সাইটে মুলত যেটা করে সেটা হল ফেসবুক থেকে কপি-পেস্ট আর মাঝে মাঝে কুৎসিত মন্তব্য। এছাড়া একবার একটা হাফ পানু লেখা লিখেছিলো, সেটায় চোখ না পড়লে জানতে পারতাম না যে পানু লেখা এতো বোরিং হতে পারে।
  • নিরীহ প্রশ্ন | 165.225.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ০৫:৩৫542646
  • @১০ঃ৫৫, @০১ঃ০১ 
    মধ্যযুগের ধর্মে তো তবু বিধর্মী খুন করতে বলেছে, আপনার ধর্মে যে ভাই বেরাদর আত্মীয় পরিজনদের খুন করতে বলা আছে [কিষনজি অর্জুনজিকে গীতার আগে বলে দিলেন] তার জন্যে আপনারা নাম পাল্টাবেন না?  
  • :|: | 2607:fb91:386:d7c8:d9f3:680e:d676:***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ০৬:৩৮542647
  • ঠিক খুন করতে বলেননি মনে হয়। জাস্ট মরার উপর খাঁড়ার ঘা দিতে ইনিসপায়ার করেছিলেন হয়তো। 
  • PRABIRJIT SARKAR | ২৫ এপ্রিল ২০২৫ ০৭:৩১542648
  • এরা গীতা ও পড়েনি কোরআন ও পড়েনি। মাকু মাকু ভাব মার্ক্স পড়ার অভাব। গীতায় একটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিমর্ষ অর্জুনকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। ঘরে ঘরে অকারণে জ্ঞাতি হত্যা করতে বলে নি। গীতা নিয়ে আমার ধারণা খেরোর খাতায় লিখেছিলাম। কোরানে যে আল্লা কে মানবে না তাকে মারার নিদান দেওয়া আছে। ইহুদি বাইবেল থেকে টোকা। তবে ইসরাইল হবার আগে ওরা নিজেরাই নিপীড়িত ছিল। তাই ওই হোলি টেক্সট ফলো করে নিরীহ মানুষের গলা ওরা কেটেছে বলে শুনিনি। তোয়াজ নীতি ফলো না করে যা সত্যি তাই লিখুন। অন্তত গুরু তে। বাইরে বললে গলা কাটবে।
  • আমি | 47.32.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ০৭:৫৭542649
  • এরা তো নাহয় কিছুই পড়ে নি, আমি পড়েছি ইকোনমিক্স আর লেখার চেষ্টা করি হাফ পানু আর খিস্তি।
     
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c07a:1c97:31b3:9a8a:***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ০৯:০১542651
  • @আফতাব অকারণে বিনা দোষে গ্লানি তে ভুগবেন না। কিছু ছাগল একটা ঘটনা ঘটালে তার দায় আপনার নয়। নাম বদলানোর পরামর্শ সহ যে অসভ্য আনকাইন্ড এবং আটার স্টুপিড মন্তব্য গুলি এসেছে সেটা আপনার পক্ষে সমসাময়িক ভারতবর্ষে নতুন না তা ই আর কি বলিব দিয়ে শেষ করছি। আমরা দেশের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের একটা বৃহদংশ আপাতত কোনোধরণের কোনও সংখ্যালঘু র অনুভূতি , তাদের ডিগনিটির প্রয়োজন বুঝতে অক্ষম। মজাটা হল এটা দার্শনিক বা মরাল ক্রা ইসিস না , সরাসরি তৈরি করা রাজনৈতিক পরিস্থিতি।
  • dc | 2402:e280:2141:1e8:24ba:8e23:3a91:***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ০৯:৫১542654
  • বোধিদার সাথে সম্পূর্ণ একমত। "জমজমের পানি" আর প্রবীরজিত এর পোস্টদুটো রিপোর্ট করা উচিত। আফতাব হুসেনকে বলবো আর লিখুন, এই চাড্ডিগুলোকে দেখে পিছিয়ে যাবেন না। 
     
    (খ দা আশা করি ভালো আছো। তোমার প্রবন্ধ মিস করি :-))
  • | ২৫ এপ্রিল ২০২৫ ১০:৫৭542656
  • এই টইয়ের কমেন্ট কয়েকটা কি অসম্ভব নোংরা।  প্রবীরজিত আর চাড্ডি ফেকের কমেন্টগুলো নিয়ে গুপু কিছু ব্যবস্থা নেবে না? 
     
    আফতাম হোসেন, আপনার কাছে এই ইতরগুলোর  ইতরামোর জন্য ক্ষমা চাইছি। 
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ১২:২৬542658
  • এই ট্রোলগুলোকে জুতোপেটা করা সম্ভব না হলে, গুরু প্লিজ  পোস্ট গুলো ডিলিট করো।
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ১২:২৭542659
  • গুরু গুপু
  • আফতাব হোসেন | ২৫ এপ্রিল ২০২৫ ১৩:৫৫542660
  • অক্ষরের একটা অদ্ভুত ক্ষমতা আছে জানেন । 
    উচ্চারনে ইতিহাস , বর্তমান , ভবিষ্যত , শিক্ষা , শিক্ষক সব একসাথে বোঝা যায় । 
     
    ধন্যবাদ সকলকে
  • Bhutanoya | ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৬542663
  • একের দোষে আরেককে শাস্তি দেওয়া যে অন্যয় সেটা আমাদের হিন্দুবীর জমজমবাবু বোধহয় শেখেননি। অনেক হিন্দুবীরই শেখেনা। ওনার পাড়ায় চুরি হলে যদি ওনাকে তুলে নিয়ে যায় তবে বুঝবেন। 
  • Not verified the source though | 42.108.***.*** | ২৭ এপ্রিল ২০২৫ ০৯:১৬542692
  • From noted filmmaker Anand Patwardhan...

    Just a recap:
    . Guests came in taxis belonging to Muslims
    . Stayed in hotels owned by Muslims
    . Ate food cooked by Muslims
    . Rode Ponies owned by Muslims
    . Did trekking Guided by Muslims.
    . When terrorists started their attack, they were covered and protected by Muslims
    . The first person to Die defending was a Muslim.
    . Those who first came to help were Muslims
    . Pony owners, atv rides and pillow back ride to safety done by Muslims.
    . First Aid and Rescue done by Muslims
    . Ambulance driven by Muslims
    . Treated in Hospitals by Muslims Doctors and Nurses.
    . Taxi drivers who drove the tourists back to Srinagar were Muslims.

    And everywhere on Social Media: "All Muslims are Terrorists "
  • আফতাব হোসেন | ২৭ এপ্রিল ২০২৫ ১২:১২542695
  • Not verified the source though | 42.108.***.*** | ২৭ 
    দারুন বললেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন