এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জিমি আর কলতান  ৬ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ আগস্ট ২০২৪ | ১৬৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
    ( ৬ )

    ---- ' আমরা স্যার শোভাবাজার থেকে আসছি। একটা সমস্যায় পড়েছি। যদি একটু সাহায্য করেন .... ' প্রাণময় বলল।
    ---- ' আচ্ছা আচ্ছা .... কোন অসুবিধে হয়েছে বলেই তো এখানে এসেছেন .... কোন হেজিটেট করবেন না ... বলুন .... '
    ---- ' ওই ডেথ সার্টিফিকেটের ব্যাপারে ... তিনমাসের ওপর হয়ে গেল ... বৌদির পেনশনটা ... ' প্রাণময় অসংলগ্নভাবে বলল। তার কেমন যেন সব তালগোল পাকিয়ে যেতে থাকে। কলতান এদের স্নায়ুর চাপটা অনুভব করতে পারল।
    জলের জাগ থেকে দু গ্লাস জল গড়িয়ে দুজনকে দিল। বলল, ' টেনসড হবেন না ... আপনারা। ধীরে সুস্থে একটু গুছিয়ে বলুন। কোন অসুবিধে নেই ... '
    ---- ' না... মানে, দাদা অ্যক্সিডেন্টে মারা গেছে ... '
    ---- ' কবে অ্যক্সিডেন্ট হয়েছিল ? '
    ---- ' থার্টিনথ মে .... '
    ---- ' কবে ? '
    ---- ' এই তো ...এই বছরেই থার্টিনথ মে ... '
    ---- ' স্ট্রেঞ্জ ... '
    ---- ' কি বললেন ? '
    ---- ' না কিছু না.... তারপর বলুন ... '
    ---- ' আমরা খবর পেয়ে প্লেস অফ অকারেন্সে গিয়ে দেখি বডি চলে গেছে হাসপাতালে ... '
    ---- ' কোন হাসপাতালে ? '
    ---- ' হাওড়া হাসপাতালে। '
    ---- ' হোয়াট ? '
    ---- ' হাওড়া হাসপাতালে ... সেখানে গিয়ে দেখি ওখান থেকে ডেথ সার্টিফিকেট কারা বার করে নিয়ে নিমতলাঘাট শ্মশানে নিয়ে গেছে .... '
    ---- ' ও মাই গড ... তারপর ? '
    ---- ' তারপর শ্মশানঘাটে গিয়ে দেখলাম বডি পোড়ানো হয়ে গেছে এবং কারা যেন ডেথ সার্টিফিকেট বার করে নিয়ে গেছে .... '
    ---- ' আই সি .... অ্যক্সিডেন্টটের স্পটটা ঠিক কোথায় ছিল বলুন তো .... '
    ---- ' ওই তো ... হাওড়ার দিকে ... কোনা আর কদমতলার মোড়ের কাছাকাছি ... '
    ---- ' টাইমটা ? '
    ---- ' ওই .... যা শুনেছি ... দুপুরে দেড়টা দুটো নাগাদ ... শ্মশানে গিয়ে শুনেছি ইনজিওরি এত বেশি ছিল যে মুখ একদম বিকৃত হয়ে গিয়েছিল .... দেখে নাকি চেনা যাচ্ছিল না ... '
    ---- ' হমম্ ... ভিক্টিমের নামটা আমি বলছি। দেখুন তো মেলে কিনা ....'
    ---- ' হ্যা... বলুন না ... '
    ---- ' মনোময় ঠাকুর .... মারুতি জেন কার ...গাড়ির নাম্বার ডব্লিউ বি ফাইভ ফোর ... আই ওয়ান জিরো জিরো সিক্স ... এবং গাড়ির কালার ম্যাজেন্টা ব্লু .... ঠিক আছে ? '
    প্রাণময় এবং স্বপ্নময় দুজনেই চমকে গিয়ে হাঁ করে তাকিয়ে রইল।
    ---- ' হ্যা... একদম ঠিক। কিন্তু আপনি কি করে .... '
    ---- ' ওই দুইয়ে দুইয়ে চার করলাম আর কি ....'
    ---- ' ঠিক বুঝলাম না ...'
    ---- ' ওসব পরে বুঝবেন .... এখন আপনাদের আসল সমস্যাটা বলুন .... আচ্ছা আমি বলছি ... দেখুন মেলে কিনা ---- আপনারা একটা ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেট বার করেছেন কিন্তু তাতে নাম ছাড়া আর কিছুই মিলছে না .... তাই তো ? '
    স্বপ্নময় এতক্ষণ চুপ করে বসে রইল। এবার সে না বলে পারল না, ' এগ্জ্যাক্টলি.... একদম তাই .... আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি স্যার ... আপনি আমাদের সমস্যাটা সবই তো বুঝতে পারছেন .... যদি কাইন্ডলি একটা ব্যবস্থা করে দেন ... '
    ---- ' ব্যবস্থা করে দেবার কোন ক্ষমতা আমার নেই। সেটা একমাত্র কম্পিটেন্ট অথরিটিই করতে পারে। আমি শুধু অনুসন্ধান চালিয়ে প্রকৃত সত্যটা বের করে আনার চেষ্টা করতে পারি ... '
    ---- ' তাহলে সেটাই করুন স্যার.... আমরা আমাদের সাধ্যমতো... মানে .... সামনে পুজো ... তাই ... '
    কলতান বুঝতে পারল এরা তার পারিশ্রমিকের কথা বলছে। সে বলল, ' ওটা নিয়ে এখন চিন্তা করবেন না .... ও ব্যাপারে আপনাদের সমস্যায় ফেলব না। আগে আপনাদের সমস্যাটা মিটুক ... আচ্ছা আপনাদের গাড়িটা কি পুলিশ কাস্টডিতে আছে ?'
    ---- ' হ্যাঁ... ওটা সাঁতরাগাছিতে একটা গ্যারাজে রেখেছে। '
    ---- ' আচ্ছা ঠিক আছে। একদিন গিয়ে চেক করে আসবেন ... '
    ---- ' আচ্ছা '
    প্রাণময় বিগলিত ভাবে বলল, ' আপনি যা ভাল বোঝেন ... খুব চিন্তায় আছি স্যার .... '
    ---- ' আপনারা আপনাদের দুজনের ফোন নাম্বার আর অ্যাড্রেস এখানে লিখে দিন ... '
    একটা রাইটিং প্যাড এগিয়ে দিয়ে বলল কলতান। ..... আমি দরকার মতো আপনাদের সঙ্গে কনট্যাক্ট করে নেব। একটা ট্র্যাজিকমেডি হয়েছে মনে হচ্ছে .... '
    ---- ' সরি .... কি হয়েছে বললেন ? ' স্বপ্নময় জিজ্ঞাসা করে।
    ---- ' ট্র্যাজিকমেডি ... মানে, ট্র্যাজেডি প্লাস কমেডি ... সেটা এখন খুলে বলতে পারব না ... এই দুটোকে সেপারেট করাই এখন কাজ ... '
    প্রাণময়রা কিছুই বুঝতে পারল না। খানিকক্ষণ কলতানের মুখের দিকে তাকিয়ে ওর কথাবার্তা বোঝার চেষ্টা করতে লাগল। তারপর বলল, ' ঠিক আছে, আমরা আসি এখন। কোন প্রয়োজন পড়লে জানাবেন .... '
    ---- ' হ্যাঁ.... নিশ্চয়ই, চিন্তা করবেন না ... '
    প্রাণময়, স্বপ্নময় দুজনে কলতানকে অসংখ্যবার ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিল।

    ওরা যাবার পর কলতান মনে মনে ছক সাজাতে বসল। ফর্মূলা অবশ্য সরলরৈখিক। একজন মনোময় ঠাকুরকে খুঁজে বার করা। আর একজন মনোময় ঠাকুর যিনি সম্ভবত: এ পৃথিবীতে আর নেই, তার মৃত্যুর ঘটনাকে প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে দুই মনোময় একসঙ্গে মৃত বা একসঙ্গে জীবিত হতে পারে না। সুতরাং একজন জীবিত প্রমাণিত হলে আর একজন স্বাভাবিকভাবেই মৃত প্রমাণিত হবে। লেবুবাগানের মনোময়কে জীবিত অবস্থায় খুঁজে পেলে শোভাবাজারের মনোময়ের মৃত্যুটা স্বযুক্তিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। দুটো গাড়ির রঙ এবং ব্র্যান্ডও এক। গাড়ির নম্বরেও সামান্য তফাত। কি অদ্ভুত ঘটনা ! এমন ব্যাপার কলতান তার জীবনে কখনও দেখা তো দূরের কথা, শোনেওনি। কলতান ভাবতে লাগল, গাড়িটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তফাৎ শুধু 'আই' আর 'এল'-এ। তারপর ভাবল, লেবুতলার মনোময়ের গাড়ির যদি অ্যক্সিডেন্ট না হয়ে থাকে কাকলিদেবীর দাদা উজ্জ্বলবাবু তাহলে ইনসিওরেন্স ক্লেম সাবমিট করলেন কি করে। ওটার নম্বর হল ' ... এল ওয়ান জিরো জিরো সিক্স '। যাক, ও ব্যাপারটা নিয়ে পরে মাথা ঘামালেও চলবে।

    কলতান ভাবে, এখন এই মুহুর্তে মন দিতে হবে লাভপুর অভিযান এবং জিমি-তে, যে হবে তাদের দলের নেতা। 'মা তারা কার সার্ভিস'- এ ফোন লাগাল কলতান ---- কাল সকাল আটটার মধ্যে একটা বড় গাড়ি চাই। লাভপুরে কিছু দিশা না পেলে ঝাড়গ্রামে খোঁজ চালাতে হবে। এই খোঁজ চালানোটাই তো তার কাজ।

    ( ক্রমশঃ)

    ****************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.25.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ২১:৩৬536305
  • টি আই ​​​​​​​এল -- তিন ​​​​​​​থেকে ​​​​​​​ছয়ে ​​​​​​​ব্যাপারটা ​​​​​​​কেমন ​​​​​​​ইয়ে। 
     
    পর্ব ৩ থেকে: 
    গাড়ির নম্বরটা যা লেখা রয়েছে সেটা হল ---- WB .... T 1006. ফটোকপিতে অনেকসময় দু একটা ক্যারেকটার একটু অস্পষ্ট লাগে। এখানেও T -টা যেন একটু অস্পষ্ট লাগল।
    রাত প্রায় দশটা বাজে। বসে বসে একমনে চিন্তা করছিল কলতান। একটা T কিংবা I ....
    মাথায় শুধু একটা দাগের তফাৎ। কিন্তু এইটুকুতেই বদলে যাচ্ছে অনেক কিছু।
    পর্ব ৬ থেকে: 
    "তফাৎ শুধু 'আই' আর 'এল'-এ। তারপর ভাবল, লেবুতলার মনোময়ের গাড়ির যদি অ্যক্সিডেন্ট না হয়ে থাকে কাকলিদেবীর দাদা উজ্জ্বলবাবু তাহলে ইনসিওরেন্স ক্লেম সাবমিট করলেন কি করে। ওটার নম্বর হল ' ... এল ওয়ান জিরো জিরো সিক্স '।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন