এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • স্ট্রাইক দা পয়েন্ট - ৯ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ৩১ আগস্ট ২০২২ | ৬৬১ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • | | | | | | | | | ১০
    নটা বাজার মিনিট পাঁচেক আগে কলতান মাথায় একটা পাগড়ি পরে গালে দাড়ি লাগিয়ে নিল চট করে। এত দ্রুতবেগে কাজটা করল যে আশপাশের কেউ কিছু বুঝতেই পারল না। অনেক বছর ধরেই সে এ কাজটায় অভ্যস্ত।
    বাইকের রিয়ার ভিউ গ্লাসে নিজের মুখটা দেখে নিল। নিজেকে নিজে চিনতেই পারছে না।

    বারের ভিতরে ঢুকে কাউন্টারের একপাশে দাঁড়িয়ে রইল। ফ্লোরের টেবল দু তিনটে এখনও খালি। বাকিগুলোয় পানরসিকরা উদ্বেল হিল্লোলে ভাসছে। রাত আস্তে আস্তে রঙে রঙে রঙীন হয়ে উঠছে। দারিদ্র, মালিন্য ভরা কলকাতার ভিতরে আর এক কলকাতা। ন নম্বর টেবিলটা একপাশে একটু নিরিবিলিতে ঢিমে বাতির নীচে। ওটা কলতান অনলাইনে বুক করে রেখেছে।
    সাদা জামা, কালো প্যান্ট, নীল নেকটাই পরা একজন এসে বলল, ' কত নম্বর স্যার ? '
    কলতান হাত নেড়ে বলল, ' ঠিক আছে ... দেখে নেব ... '
    লোকটা বলল, ' এখানে দাঁড়াবেন না স্যার... টেবিলে চলে যান .... '
    কলতান অন্যদিকে তাকিয়ে চাপা গলায় বলল,
    ' নিজের কাজে যান .... ডিসটার্ব করবেন না ...'
    লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে কলতানের দিকে তাকিয়ে রইল, যদিও এরকম বদমেজাজি, দাপুটে লোক অনেক আসে এখানে। কারণ, এখানে ক্ষমতাবান লোকেরাই আসে। কিন্তু এই কাস্টমারটাকে কেমন যেন অন্যরকম ঠেকল বার অ্যসিস্ট্যান্টের। সে কলতানের চোখে চোখ রেখে বলল, ' তার মানে ? '
    কলতান স্থির দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে চাপা গলায় বলল, ' থানা থেকে আসছি ... নিজের কাজে যান ... ডোন্ট ডিসটার্ব .... '
    লোকটা আর ওখানে দাঁড়ানো নিরাপদ বোধ করল না। সে কাউন্টারের দিকে চলে গেল কি চিন্তা করতে করতে। পেটের দায়ে চাকরি করতে আসা ..... ঝামেলায় জড়ানোর দরকার কি ! ওসব ফ্লোর ম্যানেজার বুঝে নেবে।

    নটা বাজল। কলতান ন নম্বর টেবিলের দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে। বসবার দুটো সিট আছে। এখনও পর্যন্ত কেউ নেই। ওটার ধারেকাছেও কাউকে দেখা যাচ্ছে না। কলতান ভাবল, সে ঠিকই ভেবেছিল। অত সহজে জালে পড়ার মাছ নয়। অচিন্ত্য যতই বলুক। তারপর ভাবল, সে লোকটাও হয়ত নজর রাখছে ন নম্বর টেবিলের দিকে। ভাবছে, আগে পার্টনারের দেখা মিলুক ...
    কলতান ধীর পায়ে ফ্লোরে ঘুরতে লাগল। একা, দোকা বা দলবল নিয়ে যে যার টেবিলে মশগুল হয়ে আছে। নটা বেজে দশ মিনিট হয়ে গেল। একটু বাদেই গান বাজনা শুরু হবে। কলতানের একটু হতাশ লাগতে লাগল। চেষ্টাটা বিফলে যাবে ! অবশ্য এ সম্ভাবনার কথা ভাবেনি তা না। সেই সুর ইন্ডাস্ট্রীজের পাশেও তো অচিন্ত্য ছাড়া আর কেউ আসেনি। এগুলো এ খেলার অংশ ... পার্ট অ্যন্ড পার্সেল অফ দা গেম। কলতান কাউন্টারের একপাশে দাঁড়িয়ে রইল। এখনও তার দৃঢ় ধারণা যে তার ঘুঁটির এই চালটা একেবারে মাঠে মারা যাবার কথা নয়। সোয়া নটা বাজে। সে রাকেশ মিশ্র বলে যাকে চেনে এখন পর্যন্ত, তার নাম্বারে দ্বিতীয় সিম থেকে একটা মিসকল দিল।

    ওদিকের মানুষটি প্রায় সঙ্গে সঙ্গে ফোন তুলল। নীচু গলায় দুটো শব্দ এল --- 'হরি ওম'। স্বরক্ষেপ শুনে কলতান আন্দাজ করল লোকটা উদগ্রীব হয়ে অপেক্ষা করছিল এতক্ষণ। এটাও বুঝে গেল সে এখানে আসবে না। অন্য কোথাও অপেক্ষা করছে। সেই অন্য কোথাওটা কোথায় সেটাই এখন বার করতে হবে।

    কিন্তু সমস্যা হল এখানে কুলচা সঙ্গে নেই। সে নিজে পুরুষকন্ঠে কোন কথা বলতে পারবে না। তা বললও না। চুপচাপ ব্লু ফক্স থেকে বেরিয়ে গেল কলতান। কানে ফোন চেপে চুপচাপ অপেক্ষা করতে লাগল একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। সে বুঝতে পারল তার চার ফেলা পুরোপুরি বিফলে যায়নি। এখন শুধু ধৈর্যের পরীক্ষা কতক্ষণে রাঘববোয়াল বড়শিটা গেলে।
    সঘন নারী আসক্তি থাকলে সে শেষ পর্যন্ত বড়শিটা গিলবেই। ফেলে দিয়ে চলে যেতে পারবে না। শুধু একটা জবাবের অপেক্ষা। তারপরই সে পার্ক স্ট্রীট থানাকর্মীদের মিসকল দেবে। কলতান তীব্র একাগ্রতায় মোবাইল কানে চেপে দাঁড়িয়ে আছে। ওদিকের মানুষটার উন্মুখ শ্বাস প্রশ্বাসের আওয়াজ আসছে। ফোন ছাড়ছে না কিন্তু। আবার কিছু বলছেও না। ভীষণ সতর্ক, সাবধানী এবং সংশয়ী ব্যক্তি, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

    কাঁধ দিয়ে ফোনটা কানে চেপে রেখে আর একটা মোবাইল কোনরকমে পকেট থেকে বার করে কুলচাকে কল দিল। কুলচা ফোন ধরতেই কলতান বলল, আমি ফোনটা ছাড়ার পাঁচ সেকেন্ড পরে মিষ্টি করে বলবি--- 'কোথায় ? ' ..... উত্তর পেলে বলবি ---
    ' আসছি' .... ব্যাস, আর কিছু না।
    ঠিক তেমনই হল। মোবাইলটা ঠেকিয়ে রাখল তার কথা বলা মোবাইলের সঙ্গে। কুলচার ছোট্ট প্রশ্ন ভেসে এল --- 'কোথায় ? '
    জবাব চলে এল সঙ্গে সঙ্গে --- ' আন্ডার কে এফ সি বিল্ডিং .... অপোসিট স্পেন্সার ... মারুতি ভ্যান ... '
    কুলচা বলল, ' আসছি '। ব্যাস ... কলতান মোবাইলটা সরিয়ে নিল।
    পার্ক স্ট্রীট থানার কর্মীদের কল দিল। তাদের জানিয়ে দিল কে এফ সি বিল্ডিং-এর সামনে মারুতি ভ্যানের কথা।

    ( পরের পর্বে সমাপ্য )

    ****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন