এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd16:61ca:c5b8:2527:f04:***:*** | ২৯ নভেম্বর ২০২৫ ০৬:২৫543725
  • শুধু স্যারের নেগেটিভ সাইড দেখলেই হবে? তিনি যে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের কাজও করছেন তার বেলা? 
  • শ্রীমল্লার বলছি | ২৯ নভেম্বর ২০২৫ ০০:০৬543724
  • মাঝে মাঝে অন্তর্দৃষ্টির বিরুদ্ধে যাওয়া ভাল, এতে জীবন আরও সহজ হ'য়ে যায়। 
  • Ranjan Roy | ২৮ নভেম্বর ২০২৫ ২৩:০১543723
  • মাইরি! 
    আমার কাছেও উনিজির মেল এসেছে ডিয়ার শ্রী রঞ্জন রায় সম্বোধন করে। তারপর সংবিধান দিবস নিয়ে বিশাল লেখা। তাতে নাগরিকদের কর্তব্য এবং বিরসা মুন্ডা আছে কিন্তু মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রের কর্তব্য নিয়ে এক লাইনও চোখে পড়লাম না,।
    তারপরে মনে বেশ পুলক হল। উনি আমাকে চেনেন! নাম ধরে ডেকেছেন! মানে, বিপদে আপদে ওনার কাছে ধার চাইতে পারি! কিন্তু উনি আমার নামঠিকানা জানলেন কী করে? 
    এ আই? কাল যদি এ আই বলে দেয় যে আমি পাজামা বা লুঙির নীচে আন্ডারওয়ার পরেছি কিনা তাহলে? 
     
    "ভয় পেয়েছি, ভীষণ ভয়, পেয়েছি ভয় ভীষণ! 
    আত্মারাম ছেড়ে যাচ্ছে খাঁচার ইস্টিশন!" 
     
    ২ ওনার আর আমার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। উনি আমার থেকে বারো দিনের ছোট। তাহলে উনি চাইলে আমাকে দাদা বলতে পারেন, আর আমি ওনাকে ছোটু? 
     
    কিন্তু একটা ভীষণ অমিল।
    আমি জন্মেছিলাম বায়োলজিক্যাল পদ্ধতিতে আর উনি নন-বায়োলজিকাল! তাহলে ?

    কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে,
    ভাই বলে ডাক যদি দেব গলা টিপে! 
  • :|: | 2607:fb90:bd16:61ca:c5b8:2527:f04:***:*** | ২৮ নভেম্বর ২০২৫ ২২:১৭543721
  • হাঁ গা ভারতবর্ষ কি তৃতীয় বিশ্ব? আপ্নেরা কী বলেন? কোল্ড ওয়ারের সময় যাহা তৃতীয় বিশ্ব ছিলো তাহাই নাকি এখন উন্নয়নশীল। যার নাম চালভাজা তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল তার নাম বুড়ি -- এমন হিসেবে দোলান্দা কি ভারতবর্ষের আবেদনকারীদের উপরেও...  মানে এই খবরটি
  • Manali Moulik | ২৮ নভেম্বর ২০২৫ ১২:৩০543720
  • r2h স‍্যার, অমৃতবাজার সম্পর্কে বিস্তারিত জানার একটি আগ্রহ আমার বরাবরই রয়েছে। তবে এই পত্রিকাটির কিছু বিষয় পড়ে মনে হয়েছে, বাণিজ‍্যবৈরাগ‍্য ঠিক নয় কিন্তু বাণিজ‍্যসহায়ক পদক্ষেপও ঠিক এরা নেয়নি। অবশেষে আর্থিক অনটন ও অর্থসংক্রান্ত সমস‍্যাই কিন্তু এর প্রকাশনা বন্ধ হওয়ার কারণ। একধার থেকে প্রাতিষ্ঠানিক বাণিজ‍্যিকীকরণ জাতীয় ধাঁচ এদের ছিলো না। ধরুন, মরিচঝাঁপি সংক্রান্ত খবর। আর কোনো সংবাদপত্র প্রকাশ করেছিলো? 
  • r2h | 165.***.*** | ২৮ নভেম্বর ২০২৫ ১১:৫৮543719
  • হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঐসবই, নানান জটিল, এত গুছিয়ে লিখতেও পারি না, আর সত্যি বলতে কী বিস্তারিত তো জানিও না। তবে ঐ আরকি, এত সোজা তো না।

    বক্তব্য হল, স্বার্থগোষ্ঠী (স্বার্থান্বেষী কথাটা ঠিক যায় না, ইন্টারেস্ট গ্রুপের আক্ষরিক অনুবাদ হয়ে গেল) গুলি নিতান্ত ভালো ভালো বা পরীক্ষামূলক বা এলেবেলে - যেকোন বিষয়কেই নিজেদের কাজে লাগানোর চেষ্টা করতে পারে।
  • সিএস | 103.99.***.*** | ২৮ নভেম্বর ২০২৫ ১০:৫৯543718
  • আর সিয়া কিন্তু তখন গোমড়ামুখো, সন্দেহপ্রবণ লোকজন দিয়ে ভর্তি নয়, বিবিধ লেনিনিস্ট, ট্রটস্কাইট, কিছু মোদো - মাতাল টাইপ, লেখাপড়া করত বা লিখত টিখত এসব লোকজনও ছিল। তাদের কাছে abastract expressionism হয়ত অন্যকিছু ছিল, স্টালিনিস্ট পজিশনের বিরুদ্ধে ঐ কাজগুলোকে ব্যবহার করা তাদের নিজেদের চিন্তাভাবনার সঙ্গে হয়ত সঙ্গতিযুক্ত ছিল।

    (কী যেন কথাটা ছিল, ইতিহাস এক জটিক গলিঘুঁজি ! )
  • সিএস | 103.99.***.*** | ২৮ নভেম্বর ২০২৫ ১০:৪৫543717
  • "অন্যদিকে সিয়ার বিমূর্তশিল্পের পৃষ্ঠপোষন"

    বিমূর্তশিল্প বললে চলবে না, সিয়ার জন্মর আগে থেকে বিমূর্তশিল্পর শুরু। স্পেসিফিক হোন, বলুন জ্যাকসন পোলকদের abstract expressionism এ মদত দেওয়া, আমেরিকাতেই যার শুরু। না হলে, যা যুগ, লোকে উঁচিয়ে আছে, বলার জন্য, টান মেলে ফেলে দাও ঐ আধুনিক কাব্য আর ছবি। সব পুঁজিপতি আর কলোনিয়ালিস্টদের চক্রান্ত। কিন্তু ভেবে দেখবেন, রাশ্যায় সোশালিস্ট রিয়ালিজমকে মদত দেওয়া পার্টি আর গভঃ এর মদতে, খোলাখুলি, কিন্তু আমেরিকায় ঐ শিল্পধারাকে সিয়ার মদত দেওয়া গোপনে ! এই শিল্প মানুষের চেতনার মুক্তির পক্ষে কিন্তু সে কথা প্রচার করতে হচ্ছে লুকিয়ে ! এরও কারণ আছে অবশ্য, পাব্লিক ঐসব মাথামুণ্ডুহীন কাজকর্ম খেত না, আমেরিকার কোন এক প্রেসিডেন্টের কমেন্টও আছে ঐসব ছবি নিয়ে। তবে হ্যাঁ, ১৯২০ - ৩০ দশক জুড়ে পার্জ করে সোভিয়েটে শিল্পী - সাহিত্যিকদের চুপ করিয়ে দেওয়া আর গুম করিয়ে দেওয়া আর সাইবেরিয়ায় ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার থেকে, সিয়ার টাকা ঢেলে মদত দেওয়া বেশী সমর্থনযোগ্য। এবং এখানেও দেখবেন পার্জ হত অনেক ক্ষেত্রেই খোলাখুলি, বিচারটিচার করে, আমেরিকায় ম্যাকার্থি জমানাতেও যা হয়েছে সে লোক জানিয়ে কিন্তু এই abstract art টিকে সমর্থন সরাসরি করা যাচ্ছে না, গভঃ এর পক্ষ থেকেও করা যাচ্ছে না। তো, নানাসব ব্যাপার আছে, কেন আছে, কী আছে, সে পড়ে দেখার বিষয়।
     
     
  • dc | 2a02:26f7:d6c6:680d:0:a000::***:*** | ২৮ নভেম্বর ২০২৫ ১০:৩৪543716
  • সে আর বলতে! 
  • অরিন | 119.224.***.*** | ২৮ নভেম্বর ২০২৫ ১০:০৪543715
  • তাহলে তো খুবই শোচনীয় ব্যাপার। কারণ ভারত সরকারের irctc তে 60% মত stake আছে মনে হয়, যে কোন দিন divest করে দিতে পারে। অথচ দেখুন এরা user data শেয়ার করছে, এমনকি প্রাইম মিনিস্টারের নাম দিয়ে mass mail পাঠাচ্ছে। এরা আর কি ধরণের ডাটা মডেলিং বা লিঙ্ক করে আপনার কি তথ‍্য breach করছে এবং শুধু নাগরিকদের নয়, বিদেশী নাগরিকদেরও রেহাই নেই, কি ডাটা কোথায় ফিড করছে কেউ জানে না। এবং AI এর জমানায় কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। 
  • অরিন | ২৮ নভেম্বর ২০২৫ ০৯:১৬543713
  • "রমিতবাবু, আমার চিঠিটা এসেছে আইআরসিটিসি ইমেল আইডি থেকে"
     
    তার মানে তো আপনার data breach। Irctc PM Modi নাম দিয়ে ইমেল পাঠাচ্ছে কেন? 
    ভারত সরকার private citizen দের data এভাবে আধা সরকারী সংস্থাকে ব্যবহার করতেই বা দিচ্ছে কেন? 
     
  • dc | 2402:e280:2141:1e8:911d:c5a4:1cba:***:*** | ২৮ নভেম্বর ২০২৫ ০৮:০৮543711
  • রমিতবাবু, আমার চিঠিটা এসেছে আইআরসিটিসি ইমেল আইডি থেকে। আপনার ক্ষেত্রে হয়তো আপনার বাবার নামে টিকিট কেটেছিলেন, উনিজি বোধায় অতো বুঝতে পারেননি। 
  • dc | 2402:e280:2141:1e8:911d:c5a4:1cba:***:*** | ২৮ নভেম্বর ২০২৫ ০৮:০৩543710
  • :|: আচ্ছা :-)
  • :|: | 2607:fb90:bd92:387:d1f3:4aac:73bc:***:*** | ২৮ নভেম্বর ২০২৫ ০২:৩৮543709
  • "তারপর পড়ে দেখলাম কনস্টিপেশান নিয়ে কিসব কচকচানি।"
    কিন্তু আপনার সমস্যা উনিজি জানলেন কীকরে? দক্ষিণ দেশে থাকেন বিভীষণ থেকে সাবধান! 
  • :|: | 2607:fb90:bd92:387:d1f3:4aac:73bc:***:*** | ২৮ নভেম্বর ২০২৫ ০২:৩৬543708
  • "এরকম অদ্ভুত বাংলা লেখে কারা?"
    হয় এমে পাশ ভাল্লুক নয় এয়াই। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ নভেম্বর ২০২৫ ০১:১৩543707
  • আপনাদের আলোচনা শুনে আম্মো একবার মেলবাস্কো নেড়েচেড়ে দেখলাম আমার নামে কোনও চিঠি এসেছে কিনা, মেলআইডিই বা পেল কী করে এসব ভাবছিলাম। দেখি ঠিক সে এসে হাজির আগে কোনও ভাবে মিস করে গেছি। কিন্তু চিঠি দেখেই মাথা গরম, এভাবে জগতগুরু হবে? আমার নামের জায়গায় বেমালুম  বাবার নাম বসিয়ে দিয়েছে। ছ্যাঃ ছ্যাঃ এই আইটি সেল ফেলে দেওয়া উচিত। 
  • শ্রীমল্লার বলছি | ২৮ নভেম্বর ২০২৫ ০১:১২543706
  • রবীন্দ্রনাথ ওঁর ‘বলাকা’ কাব্যগ্রন্থের ‘ছবি’ নামক কবিতার চতুর্থ স্তবকের এক জায়গায় লিখেছিলেন, 
          “অজানার সুরে 
    চলিয়াছি দূর হতে দূরে,
            মেতেছি পথের প্রেমে”

    এই অংশের ব্যাখ্যায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, “আজ জানি না কাল কী হবে, পরক্ষণে কী ঘটবে— অজানা তার বাঁশি বাজিয়ে আমাকে দূর থেকে দূরে ডেকে ডেকে চলেছে। আমি প্রতিদিনের চলাকে ভালোবাসি ব’লেই জীবনকে ভালোবাসি। অজানার সুরে চলা আমার ভালো লাগে।” 
    যেটা বলার— মনের কথাকে এত সহজে আবিষ্কার ক’রে সময়ের কাছে পৌঁছে দিতে রবীন্দ্রনাথ বেশ ভালই জানতেন। কবিতার এই অংশটুকু আমার বড় কাছের। সেইসঙ্গে রবীন্দ্রনাথের নিজেরই করা ব্যাখ্যা— আরও বড় কাছের। নিজের কবিতার কীভাবে সহজ, সাবলীল ব্যাখ্যা দেওয়া যেতে পারে, একইসঙ্গে দর্শনকে ছুঁয়ে এসে সময়ের পিঠে কী আদর দিয়ে অবতরণ করতে হয়— রবীন্দ্রনাথের থেকে এও শিখতে পারি। 
  • অরিন | ২৮ নভেম্বর ২০২৫ ০০:৪৫543705
  • মোদীর চিঠির বাংলা তর্জমা থেকে, 
    "
    আমাদের সংবিধান নাগরিকদের ভোটাধিকার দিয়েছে। সাবালক নাগরিক হিসেবে জাতীয়, প্রাদেশিক এবং স্থানীয় নির্বাচনে এই অধিকার প্রয়োগের সুযোগ হাতছাড়া না হতে দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা প্রতি বছর ২৬ নভেম্বর দিনটিতে ১৮ বছর বয়ঃপ্রাপ্তদের সচেতন করে তোলার জন্য বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে পারি। তেমনটা হলে প্রথমবারের ভোটাররা এই বোধে জারিত হবে যে তারা নিছক শিক্ষার্থীর সীমা ছাড়িয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। "
     
    এরকম অদ্ভুত বাংলা লেখে কারা?
    নাগরিকের সবটাই কর্তব্য, রাষ্ট্রের কোন দায়িত্ব নেই। 
    "বোধে জারিত হবে"! 
     
  • r2h | 134.238.***.*** | ২৮ নভেম্বর ২০২৫ ০০:৩৯543704
    • কৌতূহলী | ২৭ নভেম্বর ২০২৫ ২১:২৮
    • ...সাহিত্যের বিশ্লেষণাত্মক ডিসকোর্সে পুঁজিপতিদের আগ্রহ কোথায়? বাংলা অনার্সে বা একাডেমিক্সে বাংলা নিয়ে চর্চায় সাহিত্য রচনা বা বইপত্র বিক্রির ওপর নয় ,সাহিত্যের বিশ্লেষণাত্মক চর্চার ওপর জোর দেওয়া হয়। 
     
    আগ্রহ সবারই সব জায়গায় থাকতে পারে। ভারতে কিন্ডলে ফ্রি ফ্রি ফ্রি বলে যেসব বইয়ের বিজ্ঞাপন আসে সেগুলি লক্ষ্য করলে প্যাটার্ন ধরা যায়।
    এবার আপনি বলবেন সে তো চাড্ডি প্রোপাগাণ্ডা। সে কিন্তু ম্যাক্সিম গোর্কি সুকান্ত মানিকদেরও সলিল চৌধুরীদেরও অনেক কিছু প্রোপাগাণ্ডা। যে যে রসে মজেছে সে তাকে প্রোপাগাণ্ডা ছাপিয়ে সাহিত্য হয়ে উঠেছে - এমন দাবি করলে তা নিয়ে কূটতর্ক হবে বটে কিন্তু আপাতগ্রাহ্যতা থেকে যাবে।
    কাজে সবারই সব লাগে, কীভাবে লাগানো হচ্ছে তা হল কথা।
    কিপলিং ভাবুন, অরঅয়েল ভাবুন। আবার সোভিয়েত ইউনিয়নের চমৎকার পত্রিকাগুলি ভাবুন, অন্যদিকে সিয়ার বিমূর্তশিল্পের পৃষ্ঠপোষন। তা বলে কি আর শিল্প খারাপ?
    আর সর্বোপরি আমাদের দেশে অন্তত কারিকুলামের দাম নির্ভর করে তার শেষে চাকরি পাবার সম্ভাবনা বিচার করে। সে হিসেবে ঐ আরকি। তবে আমাদের দেশ নিয়ে মনস্তাপ করে লাভ নেই, হরেদরে সর্বত্রই কাছাকাছি, কম বেশি।
     
    • Manali Moulik | ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫১
    • ওইজন‍্যই তো আনন্দবাজার টপে রইলো আর অমৃতবাজার উঠে গেলো!
     
    এটা কীরকম? আবাপ বেশি খাড়াপ আর অমৃতবাজারের বাণিজ্যবৈরাগ্য ছিল? ক'দিন আগে অমৃতবাজার উঠে যাওয়া নিয়ে কথা হয়েছিল মনে আছে, কিন্তু কী ব্যাপার ছিল বেমালুম ভুলে গেলাম।
  • Manali Moulik | ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫১543703
  • ওইজন‍্যই তো আনন্দবাজার টপে রইলো আর অমৃতবাজার উঠে গেলো!
  • | ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫০543702
  • মালটা সব্বাইকে নামে নামে চিঠি পাঠিয়েছে।  দেখেই আমি ব্লক করলাম। বাইরে থেকেই দেেেলাম নামের পরে জি বসিয়েছে। 
     
  • dc | 2402:e280:2141:1e8:11df:b458:e27e:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ২১:৫৮543701
  • ওদিকে, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বগারু আমাকে একটা লম্বা চিঠি পাঠিয়েছে। একেবারে আমার নাম করে ইমেল! আমি তো তাড়াহুড়ো করে খুললাম এই ভেবে যে অ্যাকাউন্টে পনেরো লক্ষ ঢুকলো বোধায়, কিন্তু তারপর পড়ে দেখলাম কনস্টিপেশান নিয়ে কিসব কচকচানি। 
  • dc | 2402:e280:2141:1e8:11df:b458:e27e:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ২১:৫০543700
  • হ্যাঁ, পার পোস্ট একশো টাকা হতেও পারে। ওরা বোধায় ডলারে রোজগার করে, আর এদিকে বেচারা আইটি সেলের কুলিরা টাকায় রোজগার করে laugh
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৭ নভেম্বর ২০২৫ ২১:২৮543699
  • বেনিয়াদের বা বিভিন্ন পাবলিশার্স এর আগ্রহের জায়গা বইপত্র বিক্রি। সাহিত্যের বিশ্লেষণাত্মক ডিসকোর্সে পুঁজিপতিদের আগ্রহ কোথায়? বাংলা অনার্সে বা একাডেমিক্সে বাংলা নিয়ে চর্চায় সাহিত্য রচনা বা বইপত্র বিক্রির ওপর নয় ,সাহিত্যের বিশ্লেষণাত্মক চর্চার ওপর জোর দেওয়া হয়। এর জন্যই এর মার্কেট ভ্যালু কম। 
  • %% | ২৭ নভেম্বর ২০২৫ ১৯:৪২543698
  • @ডিসি - "তাতে দেখা যাচ্ছে মাগাদের অনেকগুলো অ্যাকাউন্টই আমেরিকার বাইরে থেকে পোস্ট করে।" - ওদের নিশ্চয় পার পোস্ট একশো টাকার কমে হবে না। 
  • | ২৭ নভেম্বর ২০২৫ ১৯:৩৪543697
  • সাহিত্য বেনিয়াদের কাজে লাগে না কিরকম? পেঙ্গুয়িন,  স্ফিয়ার বুকস, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান এরা সব জনসেবামূলক প্রতিষ্ঠান বুঝি?  আমাদের আনন্দ জ্যুয়েলার্স?  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত