এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৭ নভেম্বর ২০২৫ ১৮:০৪543695
  • ব্যাপার হল পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় সেসব বিষয়ই সোশ্যাল প্রেস্টিজ পাবে, যেগুলোর অর্থকরী দিক আছে, আরও নির্দিষ্ট করে বললে যেগুলো বেনিয়াদের পকেট ভরাতে পারে। সাহিত্য বেনিয়াদের কাজে লাগে না, তাই সাহিত্য নিয়ে পড়লে সোশ্যাল প্রেস্টিজ নেই। আবার তীব্র বেকারত্বের (যেটা কিনা পুঁজিবাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ), আতঙ্ক যেখানে তাড়া করে বেড়ায় সকলকে, সেখানে বেশিরভাগ সেটা নিয়েই পড়বে, যেখানে অর্থনৈতিক ভবিষ্যৎ কিছুটা হলেও উজ্জ্বল। একটার সাথে আর একটা রিলেটেড। পুঁজিবাদের উচ্ছেদ হলে বাংলা নিয়ে পড়াশুনা ইঞ্জিনিয়ারিং এর সমান সোশ্যাল প্রেস্টিজ পাবে, তাঁর আগে পাওয়া মুশকিল আছে।
  • b | 2402:3a80:1c52:aaf9:678:5634:1232:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১৭:২০543694
  • দেবেনবাবুর ছোটোপুত্তুরের লেখা একটা সংস্কৃত শেখার বই আছে, ওই বোলপুরের ইস্কুলটার  জন্যে লেখা, সেটার কোনো লিংক ইত্যাদি কেউ দিতে পারেন? 
  • dc | 2a02:26f7:d6cc:680d:0:c000::***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১২:১৯543693
  • নানা নালিশ করার প্রশ্নই নেই। এমনি আইডল kiuriosiTi.
  • Manali Moulik | ২৭ নভেম্বর ২০২৫ ১২:১৫543692
  • এখন প্রশ্ন হলো যেটা,  একটি গুমটি দোকান যে চালাচ্ছে ও সেনটেন্স থমকে গিয়ে পড়ে, চাষের ক্ষেতে যে কাজ করছে, কারখানায় বা কনস্ট্রাকশন সাইটে যারা খাটছে তাদের কাছে কবির বা লেখকের গ্রহণযোগ‍্যতা কী? 
    অধিকাংশই নাম শোনা নয়। শুনলেও বড়োজোর প্রতিক্রিয়া হবে, "ওহ্, লেখেন-টেখেন, বড়ো মাপের মানুষ। আমরা ওসব কী বুঝি?"
    একটি পত্রিকা (আজকের যুগে পোস্ট) পেলে এইরকম 'Mass' অর্থাৎ জনতা গোগ্রাসে পড়বে ও যারা হয়তো ততোটা পড়তে পারে না তাদের কেউ পড়ে শোনাবে, এরকমটা যদি পারতাম  ! 
    সারাদিন খেটে কেউই মাথা খাটিয়ে বা বুঝতে কিছু চায় না। বৈঠকি চালের রচনা, মানে  "poetry communicates before it is understood." 
     
    তা যদ্দিন না পারছি (মনে হয় না পারবো), ততোদিন হোমওয়ার্ক আর হিষ্ট্রি, পলস্, প্রোগ্রামিং করে যাই। 
  • :|: | 2607:fb90:bd92:387:d1f3:4aac:73bc:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১২:১২543691
  • বারোটা এক -- কি আবার বেড়াল বেরোবে? লোকেশন প্রসঙ্গে। ধরুন জানা গেলো কেউ সিলিকন ভ্যালিতে গুগুলে কাজ করার কম্পিউটার থেকে পোস্ট করে। তাতে কী? কোম্পানিকে নালিশ করবেন?  
  • dc | 2402:e280:2141:1e8:905e:ce67:c40:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১২:১১543690
  • ভোগন কবিতা লিখতে, পড়তে, আর পড়ে শোনাতে সবচাইতে বেশী সময় লাগে। বাকি সব কবিতা তুচ্ছ। 
  • :|: | 2607:fb90:bd92:387:d1f3:4aac:73bc:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১২:০৯543689
  • "তিনি বললেন কবিতা লিখতে কম টাইম লাগে।" (১১টা ৫৮) -- শুধু তাই না পড়তেও মনে হয় কম টাইমই লাগে। ছোটো লেখা! তবে কিনা আমার সময়ের অভাব নাই -- তাই কবিতা ছাড়া -- সময় লাগবে এমন কিছুই সচরাচর পড়ে থাকি। ;)
  • Manali Moulik | ২৭ নভেম্বর ২০২৫ ১২:০৮543688
  • হ‍্যাঁ ভালো কথা, শ্রীজাত রচিত কবিতা পড়লেও ওনাকে সামনে থেকে সেভাবে কখনো দেখা হয়ে ওঠেনি। তো গত ২১ তারিখ অবনীন্দ্র সভাঘরে একটি ডিবেট কম্পিটিশনের বিচারকের আসনে ছিলেন উনি। সাবলীল, শ্রদ্ধেয়, নম্র মানুষ।
  • dc | 2402:e280:2141:1e8:905e:ce67:c40:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১২:০১543687
  • এক্ষেত্রে তো অবশ্যই অভিশাপ, কোন সন্দেহ নেই। তবে কিনা দেখুন, যারা ডিকটেটোরিয়াল বা অপ্রেসিভ রেজিমে থাকে তারা অনেক সময়ে অ্যানোনিমাসলি পোস্ট করে। আবার যারা কোন কারনে মাইনরিটি, কালচারালি হোক বা সেক্সুয়াল  ওরিয়েন্টেশানের জন্য, তারাও অনেক সময়ে অ্যানোনিমাসলি পোস্ট করে।
     
    তবে রিসেন্টলি একটা মজার ব্যাপার হয়েছে, এক্স হঠাত করে ইউজারদের লোকেশান পাবলিক করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে মাগাদের অনেকগুলো অ্যাকাউন্টই আমেরিকার বাইরে থেকে পোস্ট করে। নাইজিরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চীন ইত্যাদি দেশে থেকে পোস্ট করে। ভাবছিলাম এরকম যদি গুরুর কোর কমিটি যদি এই পোস্টগুলোর লোকেশান পাবলিক করে দিতো তাহলে কোন ঝুলির থেকে কিরকম বেড়াল বেরিয়ে আসতো কে জানে laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ নভেম্বর ২০২৫ ১১:৫৮543686
  • কবিতা লেখা একদমই সোজা, লিখে ফেললেই হলো। থাইরয়েড, সেপসিস, ঝিকিমিকি, রেল্লাইন যাহোক নিয়ে লিখলেই হলো। আমি ফেবুর মতের সাথে একমত। গাদা লোক নিয়মিত লিখছে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনি কবিতার বদলে গল্প বা উপন্যাস লিখছেন না কেন? তিনি বললেন কবিতা লিখতে কম টাইম লাগে।
     
    কিন্তু স্বার্থক কবিতা লেখা খুবই কঠিন। চারশোর মধ্যে চারটে কবিতা হয়তো সেই জায়গায় যায়। অনেক ভাবনা, সংযোজন, বিয়োজন, পাঠ, পুনর্পাঠ এসব পেরিয়ে হ্য়তো একটা ভালো কবিতা বেরোয়। সেইটা পড়লে সারাদিনটা আলো আলো হয়ে যায়। চারিদিক শান্ত হয়ে যায়।
  • Manali Moulik | ২৭ নভেম্বর ২০২৫ ১১:৪৮543685
  • ধুর বাবা, একটা বিতর্কমূলক পয়েন্ট তুলেছিলাম মাঝখান থেকে কীসব এসে গেলো !  
  • অরিন | ২৭ নভেম্বর ২০২৫ ১১:৩৪543684
  • "ছদমোনামের" আড়ালে লুকিয়ে একটা বাচ্চা ছেলেকে গালাগালি দিচ্ছে,তার পরেও আশীর্বাদ না অভিশাপ এ নিয়ে সংশয়?
  • dc | 2402:e280:2141:1e8:905e:ce67:c40:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ১০:০০543683
  • অ্যানোনিমিটি - ইন্টারনেটের অভিশাপ না আশীর্বাদ, এ নিয়ে ২০ নম্বরের রচনা লিখে ফেলা যায় laugh
  • r2h | 165.***.*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৯:৫৬543682
  • শ্রীমল্লার, অভিজ্ঞতাপ্রসূত বন্ধুত্বমূলক পরামর্শ - এনগেজ করবেন না, বিচলিত হবেন না। আর পনেরো কুড়ি বাইশ বছর বয়স বাড়লে মগজে কড়া পড়বে, তখন এসব আর গায়ে লাগবে না।
    যা করতে আনন্দ হয় তাই করুন। সাস্টেনিবিলিটির কথাটা হাল্কা করে মাথায় রাখবেন, ব্যস।
  • | ২৭ নভেম্বর ২০২৫ ০৯:১৩543681
  • আহা আপনারা অত চিলুবিলু করবেন না,  গুরুতে এসব সেই ২০০৫ থেকেই হয়ে আসছে।  নাম লুকোনোর সুবিধে থাকায় তীব্র হতাশাগ্রস্ত লোকেরা তার সুযোগ নিয়ে খাবলে যায়। এরা ওই ভীড় বাসে উঠে ভীড়ের মধ্যে দিয়ে হাত চালিয়ে একটু দূরে দাঁড়ানো মেয়েদের শরীরের মাংসখন্ড খিমচে ধরা পাবলিক। এখন আর পাবলিক ট্রান্সপোর্টে  উঠে ওই সুখটুকু নিতে পারেনা তাই নেটে ঘুরে ঘুরে খাবলানোর চেষ্টা করে যায়।
  • :-)) | 2001:67c:289c:2::***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৯:০৩543680
  • আ মোলো যা @Truth মানে হল গে Truth er প্রতি। ওখেনে যা লেকা তা Truthsocial কেই বলা। তাই নিয়ে মল্লার ধিতিং ধিতিং নাচতে লেগেচে কেন? 
    সাধারণ বোধবুদ্ধির কি অবোস্তা! 
  • ট্রুথসোশ্যালের প্রতি | 2409:40e6:219:f111:9427:44ff:fe57:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৪৫543679
  • আর আরো বড় কথা। এত এত ব্যক্তি আক্রমণ করেন, তাও অকারণ, অযৌক্তিক, ভিত্তিহীন -  আপনি তো মশায় ব্যক্তি হিসেবেও একেবারেই সুবিধের নন। বেশ গোলমেলে। ওই যাকে বলে দুষ্টু লোক প্রকৃতির। ম্যাজিক করে গুপু এই বিদিকিচ্ছিরি পোস্টগুলো ভ্যানিশ করে দিতে পারেনা?  
    তর্কবিতর্ক, মতের অমিল তো প্রচুর হয় এপাতায়, সেসব থাকাও ভাল, পপিচুর পাতা হওয়াও কাজের নয়। কিন্তু এতো তা নয়।  
  • ট্রুথসোশ্যালের প্রতি | 2409:40e6:219:f111:9427:44ff:fe57:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৩৭543678
  • আপনার কথায় তিলমাত্র সত্য তো দূরস্থান, যুক্তির ছিঁটেফোঁটাও নেই।
     
    প্রথমত: গুরুর বহু লোকজন, তাঁদের অনেকাংশেরই ফেসবুক আছে এবং বেশ বড়সড় সার্কেলে। তাই প্রথম পয়েন্টেই কাঁচি।
     
    দ্বিতীয়ত:, একাকীত্ব কাটাবার জন্য গুরুতে পড়ে থাকার কী যুক্তি? সেতো ফেসবুকেও পড়ে থাকা যায়, আরো বেশি।  আর কেউ পড়ে থাকলে তাতেই বা কী সমস্যা? 
     
    তৃতীয়ত: কোন ইউনি কোন ক্লাস আর কে প্রফেশনালি ঝটতিপটতি তাতেই বা কী এল গেল।  যদিও এখানে রীতিমতন প্রফেশনালি সফল লোকজনও লেখেন, সেতো দেখাই যায়। কিন্তু না হলেও বা কী ছিল!  তবে এখানে কেমন জানি আপনার প্রফেশনাল হিংসের বদগন্ধ বেরুচ্ছে!  
     
    ওই লাস্ট বাট নট দ্য লিস্ট না কী - তো আপনি এই নিজবর্ণিত কোন ক্যাটেগরিভুক্ত?   
     
    এমন কথা লেখার আগে দু'বার ভাববেন, যা কিনা ব্যুমেরাং হয়ে আসতে পারে। ওই আকাশপানে থুতু ইত্যাদি... :)
     
    ভাল থাকবেন। মানে, গেট ওয়েল সুন আর কি। 
  • শ্রীমল্লার বলছি | ২৭ নভেম্বর ২০২৫ ০৮:২০543676
  • আমি যে কথাগুলো এখন লিখব, গুরুর পরিচালকবৃন্দ  দেখবেন, সেকথা নিশ্চিত। যদি মনে হয় আমার কথাগুলো অনুচিত, মুছে দিতে পারেন। আমি অযথা কখনও কারও সঙ্গে তর্ক করি না। কিন্তু এখানে চুপ থাকতে পারছি না। 
     
    কথার বদলে কথা 
     
    Truth |  ২৭ নভেম্বর ২০২৫ ০৬:১৮
     
    "শ্রীজাতর কুসঙ্গ ত্যাগ কর। তোর্ মতো কিছু ল্যাল্যার মাথায় হাত বুলিয়ে শ্রীজাতর মতন অশিক্ষিত ছাগল বাংলাবাজারে চড়ে বেড়াচ্ছে। আনন্দবাড়ির আনন্দনাড়ুও ফুরিয়ে এল যে শ্রীজাত বা তস্য গুরু ঢপের গোসাঁইয়ের মতো তরে যাবি, সে যুগ আর নেই।" 
     
    যে হাতে কবিতা লেখার চেষ্টা করি, সেই হাত দিয়েই আপনার গালে সপাটে একটা চড় মারতে আমার এক সেকেণ্ডও টাইম লাগবে না। কিন্তু আমি মারব না, কেননা ওটা আমার রুচি— মা-বাবার দফতর থেকে পাওয়া, জন্মসূত্রে। এবার বলি, আমি কারও অন্ধ ভক্ত হতে চাই না। কেউ আমারও অন্ধ ভক্ত হোক— সেও আমি চাই না। যাঁর সম্পর্কে আপনি বলেছেন, লিখেছেন এই কথা— সারাজীবন চেষ্টা করলেও তাঁর মতো এক লাইনও লিখতে পারব না। বাংলা কবিতা, বাংলা ভাষা ওঁর এই অবদান (লেখার প্রতি এই নিষ্ঠা) কখনও ভুলবে না। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ আছে, একশোবার থাকবে। তবে কী জানেন, আমাদের একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা আছে, ভালবাসা আছে। কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি (Truth |  ২৭ নভেম্বর ২০২৫ ০৬:১৮) পারস্পরিক শ্রদ্ধা কিংবা ভালবাসা— কোনওটাই অনুভব করছি না। 
     
     
    @Truth | ২৭ নভেম্বর ২০২৫ ০৭:১৮
     
    "উদিকে দু চামচ পাত্তা পাবার লেগে লিক লিক কচ্চিস খুবই ভিকিরি অবস্থা ত।" 
     
    পাত্তা তো অনেকদিন আগেই পেয়েছি, বুঝলে সোনা? তুমি বরং আমাকে জ্ঞান দিতে এসো না— এখন তো দেখছি তুমিই লিক লিক করছ, আমার পায়ে পায়ে... ঘুরো না। অনেকদিন হল ফুটবল খেলিনি। আমি চাই না প্রিয়, তোমার কোনও দুর্ঘটনা হোক... 
  • dc | 2402:e280:2141:1e8:905e:ce67:c40:***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৭:২১543675
  • হায়, আমিও ফেবুতে নেই, শুধু গুরুতেই আছি :-( জীবনে কিছু করতেও পারিনি, কোনো সোশ্যাল লাইফও নেই। আর এই বুড়ো বয়সে সেসব হবেও না :-((
  • @Truth | 2a0f:df00:0:255::***:*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৭:১৮543674
  • এর মধ্যে তুই কোনটে? ফালতু কলেযের পেঁপেচোর না ফেল্টুস ছাত্তর না হাজা মজা আইটি কুলি? গুরু ছেড়ে যেতেই পারছিস না এদিকে সাহিত্য টাইপ কিছু লিখতেও পারিস না. উদিকে দু চামচ পাত্তা পাবার লেগে লিক লিক কচ্চিস খুবই ভিকিরি অবস্থা ত। তুই কোনটে বল সেমত ওশুদ বলচি। 
  • Truth | 167.172.***.*** | ২৭ নভেম্বর ২০২৫ ০৬:১৮543673
  • দ্যাখ ভাই, শ্রীমল্লারকে বলছি, ফেবু ছেড়ে গুরু করিস ভাল কথা, কিন্তু তা নিয়ে এইচটিটি মারাস না। ফেবুতে থাকতে গেলে একটা সোশ্যাল লাইফ, সোশ্যাল সার্কেল মেন্টেন করতে হয়। সেসব যারা করতে পারে না, মুখচোরা গোছের বা জীবনে কিছু করতে পারেনি, এই টাইপের ল্যাল্যা পাবলিক গুরুতে ভিড় জমায়। ঐজন্যে গুরুতে ঝড়তিপরতি এনারাই, আম্রিগার থার্ডক্লাস ইউনির মাস্টার আর কিছু ফাঁকিবাজ আইটিকুলির আনাগোনা। এছাড়া আছে রিটায়ার্ড বুরহাবরা যারা বাঙ্গালায় সাহিত্য করে শেষ বয়েসে একাকিত্ব দূর করতে চায়। কবিতাফবিতা ছেড়ে কলেজে পড়গে। একটা চাকরি জোটাতে পারিস কিনা দ্যাখ। নইলে সারাজীবন আঁটি চুষে কাটাবি আর গুরুতে এসে ভবঘুরে কবিজীবন নিয়ে বারফট্টাই করতে হবে।
     
    পুনশ্চ: শ্রীজাতর কুসঙ্গ ত্যাগ কর। তোর্ মতো কিছু ল্যাল্যার মাথায় হাত বুলিয়ে শ্রীজাতর মতন অশিক্ষিত ছাগল বাংলাবাজারে চড়ে বেড়াচ্ছে। আনন্দবাড়ির আনন্দনাড়ুও ফুরিয়ে এল যে শ্রীজাত বা তস্য গুরু ঢপের গোসাঁইয়ের মতো তরে যাবি, সে যুগ আর নেই।
  • যদুবাবু | ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৪৩543672
  • @পাইদি, হ্যাঁ, কে যেন নিপাত যেতে বল্লেন তো। সঙ্গে সঙ্গে নিপাত গেলাম। 

    শ্রীমল্লার, এই তো একদিন এমন বিখ্যাত হবে যে লোকেই তোমার কবিতা পোস্ট করে ফেসবুক ঢেকে দেবে, তোমাকে আর কষ্ট করতে হবে না। এমনিও লেখকদের একটু এনিগম্যাটিক ও অ্যালুফ হয়ে থাকা মনে হয় মন্দ না।  

    @র২হদা, হ্যাঁ মানে অনেকের জন্যেই ঐ নেশেসারি ইভল, গালিও দেবে কিন্তু আঁকড়ে ধরেও থাকবে। তবে, সবাই ফেসবুকে আছে এটা যেন স্বতঃসিদ্ধের পর্যায়ে চলে গেছে, দেখি মহামান্য ইসিও ফেসবুকে কী করে কী ভরিতে হইবে ঘোষণা করছেন। অবশ্য ফেসবুক টুইটারে নাকি ইন্সটায় যা হয় সেই সব বাওয়ালি কপিপাস্তা করেই তো মিডিয়ার একটা অংশ চলে আজকাল। 
  • r2h | 165.***.*** | ২৬ নভেম্বর ২০২৫ ২৩:২২543671
  • ফেসবুক ইত্যাদির ব্যাপারটা কে কেমনভাবে ব্যবহার করবেন - অনেকটা নিজের ওপর।
    অনেকেই ফেসবুকে সাহিত্য রচনা করেন নিয়মিত, সেসবের মধ্যে অনেক কিছু অতি উৎকৃষ্ট। তাঁদের ঐরকম একটা বৃত্ত হয়তো আছে, যেখানে তাঁর বন্ধুবান্ধব সমঝদার। অনেকে রাজনৈতিক বক্তব্যের জন্য করেন, মক্ষিকা চক্রের আপডেট বা নতুন রোদচশমা নিয়ে মাথা ঘামান না। আবার বেড়ানো, পর্যটন সংক্রান্ত জিনিসে অনেক মন দেন।
    পারফর্মিং আর্টের লোকজনদের জন্য যেমন সমাজ মাধ্যম খুবই কাজের।
    আমি নিজে আবার একেবারেই গুরুগম্ভীর কথাবার্তা এড়িয়ে চলি ফেবুতে।

    তো ঐ আরকি। নানান লোকের নানা দষ্টিকোণ, সবেতে মন দিতে গেলে মুশকিল।
  • শ্রীমল্লার বলছি | ২৬ নভেম্বর ২০২৫ ২৩:০৭543670
  • @r2h | ২৬ নভেম্বর ২০২৫ ২২:৫৩
     
    আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। হয়তো সামান্য অন্য প্রসঙ্গ হয়ে যাবে, তবুও বলি—ফেসবুকে আছি, কিন্তু নিজের কোনও কবিতাই সেখানে জমা করি না। কেননা, প্রথম থেকেই একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট যে, আমার কবিজীবনের সঙ্গে ফেসবুকের কোনওদিনই কোনওরকমের সম্পর্ক ছিল না। আর থাকবেও না ভবিষ্যৎে। তবে মাঝেমধ্যে নিজের কিছু আপনজন, যাঁরা সোজা বাংলায় অন্যের হাঁড়ির খবর নিয়ে বেড়ায়, তাঁরা আমার এই জীবনযাত্রা দেখে হিংসে করে, গালাগাল দেয়। আমি যেহেতু খুবই নম্র প্রকৃতির মানুষ, সেহেতু সেই আপনজনেদের মুখের ওপরে সরাসরি কিছু বলিই না। বরং নিজের মনকে বলি, এই আপনজনেরা আগে আমার মতো মানসিক পরিশ্রম করুন, প্রস্তুতি নিক— তারপরে এঁদের সঙ্গে আলোচনায় বসা যাবে। নইলে শুধু শুধু নিজের সময় নষ্ট। ফালতু কথায় যতক্ষণ কান দেবো, ততক্ষণে আমার নতুন একটা কবিতা লেখার চেষ্টা করাই আমার নিজের জন্যে জরুরি। 
  • | ২৬ নভেম্বর ২০২৫ ২৩:০৬543669
  • হ্যাঁ আধুনিক কবিতা। আমাদের ক্লাস টেন নাগাদ প্রতিবেশী এক স্কুলের বাংলা দিদিমণি খুব রাগ করে বলেছিলেন আধুনিক কবিতা মানে যত ছাইপাঁশ।  এই তো 
    'শকুনের মাথা যেন একরাশ নরম লুচি
    সবুজ ঘাসের মাঠ যেন নরম থাইরয়েড গ্ল্যান্ড
    ওগো সুস্মিতা তোমার নাকে একটি বিষফোঁড়া '  ব্যাসস হয়ে গেল।   এর নাম কবিতা?  ছিহ। 
     
     বিভিন্ন কোচিন মার্ফৎ  এটা গোটা কোন্নগর নবগ্রামে চাউর হয়ে যাওয়ায় বিভিন্ন সুষ্মিতাদের জীবন তেজপাতা হয়ে উঠেছিল। 
  • r2h | 165.***.*** | ২৬ নভেম্বর ২০২৫ ২২:৫৮543668
    •  | ২৬ নভেম্বর ২০২৫ ২২:৪৮
    • ... সুনীল গাঙ্গুলি বলেছিলেন বাংলা নিয়ে অনার্স এবং এম এ করে চিড়িয়াখানায় বাঘ নাকি ভাল্লুক সাজার চাকরি ... 
     
    হ্যাঁ - বাংলায় এমএ পাশ করে একজন চিড়িয়াখানায় ভালুক সাজার চাকরি পেয়েছে, পাশের খাঁচা থেকে আরেকটা ভালুক বেরিয়ে আসায় সে লোক মহা আতংকে, তখন অন্য ভালুক বলেছে আরে মশাই আমিও বাংলায় এমএ।
    তখন তো এমনিতেই ভয়াবহ বেকারত্বের জমানা। 

    আমি প্রতুলের গলায় শুনেছি আমি বাংলায় এমএ পড়ি, আমি বাংলায় প্রেমে পড়ি। একটা অনুষ্ঠানে উনি বলছিলেন, ক.বির ক্যাম্পাসে নাকি উনি বাংলা বিভাগের শিক্ষার্থীদের এরকম গাইতে শুনেছেন।
  • r2h | 165.***.*** | ২৬ নভেম্বর ২০২৫ ২২:৫৩543667
  • ফেসবুক আপদ বটে, তবে এতে ফেসবুকের তত দোষ নেই।

    গদ্য লিখে দু'দিকে এলোপাথাড়ি ইরেজার দিয়ে মুছে দিলে আধুনিক কবিতা হয়, তার উত্তরে - না মুছলেও হয়, ভালুকের পোষাক পরা বাংলায় এমএ - এসব বহুকালের প্রচলিত রসিকতা।

    এ বিরোধ সর্বত্র। কালোয়াতি গায়ক সুপারহিট বম্বেগীতি শুনে বলেন এ কী পাটিগণিতের অংক নাকি, হাড়গিলে ছোকরা ধ্রুপদী সঙ্গীতের মুখব্যদান নিয়ে হাসাহাসি করে, গল্পের চিত্রশিল্পী রং মোছার কাগজের জন্য আধুনিক শিল্পকলায় ফার্স্ট প্রাইজ পায়।

    মোটের ওপর তাৎক্ষনিক অর্থকরী কিছু না করলে বা না বোঝার মত কিছু করলে ঐ নিয়ে একটু খিল্লি চিরকালই পাবলিক করে। রবীন্দ্রনাথের লম্বা চুল নিয়েও কত লোকে খিল্লি করেছে। ঐ এক আশ্চর্য, যে লোক ছোটবেলা থেকে কুস্তি শিখে মুগুর ভেঁজে যাবতীয় স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলে দীর্ঘজীবনে হাজারগণ্ডা কাজ করে দেশে বিদেশে সম্মান পেলেন, তাঁর জীবনযাত্রা আদর্শ লক্ষ্য এইসব নিয়ে নিয়ে পেট রোগা অমিতাহারী লোকজন কটাক্ষ করেছ।
    ওসবে চোখ কান বুঁজে লেগ থাকা আরকি।
  • | ২৬ নভেম্বর ২০২৫ ২২:৪৮543666
  • আহা ফেবু কেন বহু বহুউ আগে থেকেই বাংলা অনার্সকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আমাদের সময়ে আমাদের আকনা স্কুলের ব্যাচের একজনও বাংলা পড়তে যায় নি। তারও আগে সুনীল গাঙ্গুলি বলেছিলেন বাংলা নিয়ে অনার্স এবং এম এ করে চিড়িয়াখানায় বাঘ নাকি ভাল্লুক সাজার চাকরি পাওয়া যায়। 
    ইত্যাদি প্রভৃতি। 
  • Manali Moulik | ২৬ নভেম্বর ২০২৫ ২২:৩৫543665
  • *ভয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত