এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:7005:34b0:29cc:***:*** | ১০ নভেম্বর ২০২৫ ০০:৫৯543393
  • মাধ্যমিকে ফেল করার হাই চান্স ছিল, যদি পরীক্ষক খাতা পড়তে না পেরে ডাস্টবিনে ফেলেন এবং গোল্লা দেন - সেই আশঙ্কায় বিনিদ্র রাত যাপন 
  • অরিন | 122.56.***.*** | ১০ নভেম্বর ২০২৫ ০০:৫৯543392
  • "আমার হাতের লেখা এত ভয়াবহ রকম খারাপ ছিল, স্কুল কালে, নিজেও পড়তে পারতাম না, অনেক সময়।"
    :-),  মোক্ষম হয়েছে। 
  • aranya | 2601:84:4600:5410:7005:34b0:29cc:***:*** | ১০ নভেম্বর ২০২৫ ০০:৫৭543391
  • আমার হাতের লেখা এত ভয়াবহ রকম খারাপ ছিল, স্কুল কালে, নিজেও পড়তে পারতাম না, অনেক সময়। শিক্ষকরা টিচার্স রুমে ডেকে পরীক্ষার উত্তরপত্র পড়ে দিতে বলতেন। 
    মনে পড়ল 
  • অরিন | ১০ নভেম্বর ২০২৫ ০০:৩৯543390
  • শ্রীমল্লার, "
    আচ্ছা, মনের বর্তমান অবস্থা কি হাতের লেখায় কোনও প্রভাব ফ্যালে? "
     
    সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ, মনে হয়  ফেলে। 
    আরেকটু বিস্তৃতভাবে বলতে গেলে জানতে হবে কী ধরণের হাতের লেখার কথা বলতে চাইছেন। Cursive না একটি করে অক্ষর লেখা কথা বলছেন? আপনি কি কাগজের খাতায় লেখার কথা বলছেন না ডিজিটাল ট্যাবলেটে হাতের লেখার কথা বলছেন?না কি ডিজিটাল ট্যাবলেট কিন্তু Remarkable টাইপের ট্যাবলেটে লেখার কথা বলছেন? এর প্রতিটি কিন্তু আলাদা রকমের বিষয়। তারপর কোন স্ক্রিপ্টে লেখার কথা বলছেন তাই নিয়েও নির্ভর করবে। ফাউন্টেন পেন (লেখাকে অপেক্ষাকৃত স্লথ করে দেয়, ফলে মানসিক উত্তেজনা, সাময়িক হলেও কিছুটা প্রশমিত হতে পারে), না কি পেনসিলে লেখার কথা বলছেন, না বল পয়েন্ট পেনে লেখার কথা বলছেন? এই প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। 
     
    এই নিয়ে Emothaw নাম দিয়ে হাতের লেখা এবং তাকে কেন্দ্র করে মানসিক অবস্থা নিয়ে গবেষণার জন্য একটি ডাটাবেস তৈরী করেছেন Likforman-Sulem প্রভৃতি গবেষকরা, দেখতে পারেন, এখানে, 
     
     
    লিকফরমানের এ নি ে গবেষণা পত্র আছে, পড়ে দেখুন(১) এরা মেশিন লার্নিং মডেল দিয়ে ডাটা বিশ্লেষণ করে দেখেছেন যে 
     
    "We...  build random forest classifiers associated to each emotional state. Our results,
    obtained from cross-validation experiments, show that the targeted emotional states can
    be identified with accuracies ranging from 60% to 71%."
     
    তবে এদের গবেষণা মূলত ডিপ্রেসন, anxiety নিয়ে, আপনি হয়ত সে সব নিয়ে নাও ভাবতে পারেন। তবে Emothaw ডাটাবেসটি আপনার কাজে লাগলেও লাগতে পারে। 
     
    ১) Likforman-Sulem, L.; Esposito, A.; Faundez-Zanuy, M.; Clemencon, S.; Cordasco, G. EMOTHAW: A Novel Database for Emotional State Recognition from Handwriting and Drawing. IEEE Trans. Hum.-Mach. Syst.2017, 47, 273–284. [Google Scholar] [CrossRef]
     
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ২৩:৩৫543389
  • আচ্ছা, মনের বর্তমান অবস্থা কি হাতের লেখায় কোনও প্রভাব ফ্যালে? 
  • kk | 2607:fb91:4c21:664d:54bf:2a:65ec:***:*** | ০৮ নভেম্বর ২০২৫ ২১:১৬543387
  • এইবারের উৎসব মরশুমে কুমুদি'র জন্য গল্প বেরোবে না?
  • dc | 2401:4900:93dc:e4f1:7579:8858:b70b:***:*** | ০৮ নভেম্বর ২০২৫ ১৮:০৭543386
  • মাউন্ট এভারেস্টে স্কি 
     
  • অরিন | 119.224.***.*** | ০৮ নভেম্বর ২০২৫ ০৩:১৩543385
  • সবাইকে সুপরামর্শ দেবার জন‍্য অসংখ‍্য ধন‍্যবাদ। এইগুলো আমি পরপর যেমন জানলাম এনাদের জানিয়ে দেব। 
  • . | ০৮ নভেম্বর ২০২৫ ০২:৫৭543384
  • বাড়ি দখলের ব‍্যাপারে কতগুলো পদ্ধতি থাকে।
    ১) কোনও পয়সাওয়ালা ক্রেতার নজরে পড়েছে প্লটটা। লোকেশন খুব ভালো। ভবানীপুর চক্রবেড়িয়া অঞ্চলে ঐ প্লটে হাইরাইজ তুলবে বা শপিংমল।
    ২) ক্রেতা সরাসরি কিনতে পারবে না, এখানে কিছু নিয়ম থাকে। সে প্রোমোটাার ধরেছে। প্রোমোটার কিন্তু কাউন্সিলরকে ভাগ দেয় এবং কাউন্সিলরকে জানিয়েই কাজে হাত দিয়েছে।
    ৩) বৃদ্ধার সঙ্গে সরাসরি অ‍্যাপ্রোচ করানো হয় পাড়ার মাস্তান ও চ‍্যালাচামুন্ডা দিয়ে। তারা সামান্য কিছু ভাগ পায় এবং মদ বিরিয়ানি।
    ৪) পুলিশ কেস নথিভুক্ত করবে না, ঘোরাবে। পুলিশের বিশেষ কিছু করার নেই কারণ প্রোমোটারের কথামত সে চলবে। প্রেমোটারের হাতে বেশ কিছু ভালো উকিল আছে। বৃদ্ধার বাড়ির অন‍্য পুরুষ সদস্যদের নামে কেস দিতে পারে, অবশ‍্যই ফলস কেস।
    ৫) কাউন্সিলরকে জানালে সে কয়েকদিন ঘুরিয়ে নেগোসিয়েশনের কথা বলবে। হয়ত এরকম অপশন দেবে যে বৃদ্ধার জন‍্য একটা ফ্ল‍্যাট ও কিছু টাকা দেওয়া যায় কিনা, সেসবও আল্টিমেটলি হয়ত দেবে না।
    ৬) সংবাদমাধ্যমকে জানান। জনবল কতটা আছে দেখুন। পাড়ার লোকের মধ্যে একতা কতটা, কতজন সত‍্যিই পাশে থাকবে সেটাও প্রশ্নাতীত নয়।
    ৭) প্রাণের ভয়ও উড়িয়ে দেবার মত নয়।
    ৮) বাড়িতে সিসিটিভি রাখার সুফল খুন হবার পরে পাওয়া যায়।
    ৯) উচ্চ লেভেল এর রাজনৈতিক দাদা ধরুন, তবে সার্ভিস ফ্রিতে হবার চান্স কম। খুবই কম।
  • aranya | 2601:84:4600:5410:e1f0:e22:8b2d:***:*** | ০৮ নভেম্বর ২০২৫ ০০:৪৫543383
  • মীরাতুন নাহার - এর একটা সাক্ষাৎকারে শুনেছিলাম - উনি দিদি-র কোপে পড়েছিলেন, তিনোদের চাপে নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠে যেতে হয়েছে 
    অরিন, আশা করি আপনার পরিচিত মহিলা এই ধাক্কা সামলে উঠবেন। খুবই অরাজক পরিস্থিতি :-(
  • :|: | 2607:fb90:bd31:c506:8429:6371:8749:***:*** | ০৮ নভেম্বর ২০২৫ ০০:৪৫543382
  • এইযে https://pronam.in/
    প্রণাম 
  • অরিন | 119.224.***.*** | ০৮ নভেম্বর ২০২৫ ০০:১৮543381
  • জোহরান মামদানির ফক্সকে দেওয়া ইন্টারভিউর অংশ। 
  • অরিন | 119.224.***.*** | ০৮ নভেম্বর ২০২৫ ০০:১২543379
  • বৃদ্ধ-বৃদ্ধা হবে। 
  • অরিন | 119.224.***.*** | ০৮ নভেম্বর ২০২৫ ০০:১১543378
  • ধন‍্যবাদ রমিত। সব প্রশ্নের উত্তর বলতে পারব না,তবে শুনে যতটুকু বুঝেছি শুনেছি ক্লাব এবং পার্টির লোকেরা বাড়ি "দখল" করতে চায় । সেটা লিগাল প্রপার্টিতে কারো পক্ষে কিভাবে করা সম্ভব আমার মাথায় ঢোকেনি। তবে কলকাতায় আজকাল বহু বাড়িতে একা বৃদ্ধ বৃ্ধা থাকেন তাঁদের অনেকেরই মনে হয় এই ধরণের সমস্যা হলেও হতে পারে। 
     "প্রণাম" ব্যাপারটা কি? 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ নভেম্বর ২০২৫ ০০:০০543377
  • এখানে একটা ব্যাপার বোঝার আছে, এই ক্লাবের ছেলেগুলোর দাবি কী? বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছে ? আর দরজা কি খোলা থাকে? ট্রেসপাসিং করছে কীকরে? উৎপাত মানে কি থ্রেট করছে? চাঁদা চাইছে? খারাপ ব্যবহার করছে? প্রতিবেশীরা কী করছে এক্ষেত্রে? 
    অনুমান করছি নিজস্ব একতলা বা দোতলা বাড়িতে উনি থাকেন।
     
    উনি কয়েকটা জিনিস করতে পারেন, বাড়িতে সিসিটিভি লাগানো, দরজায় ক্যামেরাওলা বেল লাগানো। প্রণাম এর সদস্য হওয়া (আগে কলকাতা পুলিশের এই উদ্যোগের ব্যাপারে অনেক শুনেছিলাম, এখন কেমন চলছে খোঁজ নিতে হবে)। এছাড়া স্পষ্ট ও ভদ্রভাবে ছেলেগুলোকে আসতে বারণ করা। 
     
    এরপর কাজ না হলে লোকাল থানায় জানানো, সেই চিঠির কপি লোকাল কাউন্সিলর ও পুলিশ কমিশনারকে পাঠানো। এছাড়া সংবাদ মাধ্যমকেও জানানো যায়।
  • অরিন | 119.224.***.*** | ০৭ নভেম্বর ২০২৫ ২৩:৩৪543376
  • b,"ওগুলো দিদি দেখেন। অবশ্য এখন দিদির বিরুদ্ধে কিছু বলা মানা, বিজেপি এসে যায় যদি?"
     
    ভদ্রমহিলা বা ওনার বাড়ির লোকেদের কি দিদির কাছে দরবার করতে হবে? এর জন‍্য নবানেন অভিযান? :-)
    কি সাংঘাতিক। 
    সাধারণত এই ব‍্যাপারগুলো কারা দেখে? কর্পোরেশনের আওতায় পড়ে না?
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৫ ২০:২৩543375
  • আহা....কবে যে নিজে নিজে কলেজ স্ট্রীট যেতে পারবো ! 
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ২০:১৮543374
  • "বাড়ির লোকের উত্তেজনা— 'কেন কিছু একটা করছ না?' 
     যেন আজও বেকার আছি শখ করে
     তবু এমন দেশপ্রেম, যে এমপ্লয়মেন্ট-এক্সচেঞ্জে 
     নাম লিখেছি সোনাবরণ অক্ষরে"
     
    এই কথাগুলো শ্রীজাত কত কত বছর আগে লিখেছিলেন, অথচ আজও যে সমান প্রাসঙ্গিক— তা নিজের জীবন দিয়েই টের পাচ্ছি। কবিতা লেখা নাকি কোনও কাজই নয়... কেননা, কবিতা লিখে তো পেট চালানো যায় না। আর তাই, যেটা ক'রে পেট চালানো যায় না, তাকে কোনও নাকি কাজই বলা যাবে না!— এমত তাঁর/তাঁদের যাঁরা ভাবেন এমনকী বলেনও যে কবিতা লেখা কোনও কাজের মধ্যেই পড়ে না। শুধু শুধু
    সময় নষ্ট এমনকী নিজের ভবিষ্যৎও! বলেন তাঁরা... এমনকী এই মতও আছে যে, সারজীবন কাজ ক'রে কিছু সঞ্চয় করো এবং জীবনটাকে কোনওভাবে কাটিয়ে দাও! আমি তো এই ধরনের জীবনের ধারেকাছেও পৌঁছতে চাই না। যদি জীবনে ঝুঁকিই না নিতে পারলাম, তাহলে আর করলামটা কী?! কাউকে নতুন কিছু করতে দেখলেই কিছু মানুষ এগিয়ে এসে বলেই ফ্যালেন, "এমন করছ কেন? নিজেকে বিপদে ফেলবে" আমার অন্তত মনেই হয় যে, যাঁরা এমনসব বলেন তাঁরা একটা সীমিত জীবনের মধ্যেই নিজেকে আটকে রাখলেন সারাটাজীবন... তাঁরা ভাবেন যে, তিনি যেমন আমাকে তেমনই হতে হবে। আমার বয়েই গেল তাঁর মতোন হতে! তিনি নিজের জীবন দিয়ে আমার জীবনকে বিচার করছেন, আমার জায়গায় দাঁড়িয়ে একবারও ভাবছেন না, ছেলেটা এমন যখন করছে তখন নিশ্চয়ই কোনও কারণ আছে... 
  • b | 117.238.***.*** | ০৭ নভেম্বর ২০২৫ ১৯:৫৮543373
  • ওগুলো দিদি দেখেন। অবশ্য এখন দিদির বিরুদ্ধে কিছু বলা মানা, বিজেপি এসে যায় যদি? 
  • Guruchandali | ০৭ নভেম্বর ২০২৫ ১৮:০৯543372
  • অরিন | 119.224.***.*** | ০৭ নভেম্বর ২০২৫ ১৫:১২543370
  • আমাদের কলকাতার বাড়ির পাশের বাড়িতে এক বৃদ্ধা ভদ্রমহিলা বসবাস করেন, আজকে শুনছিলাম সেই বাড়িতে পাড়ার কয়েকজন "ক্লাবের ছেলে" বাড়িতে ঢুকে উৎপাত করছে । এরকম trespassing আটকানোর উপায় কি? আমি জানতাম 441IPC র কথা, সেটা কি ঠিক? কলকাতা কর্পোরেশনে জানিয়ে দিলে কাজ হবে নাকি পুলিশের কাছে ওনাকে যাবার পরামর্শ দেওয়া উচিত। এই ব‍্যাপারগুলো কলকাতায় administration এ কারা দেখে? 
    কার কাছে তিনি বা তাঁর ছেলে বা বাড়ির লোক যেতে পারেন? 
  • Guruchandali | ০৭ নভেম্বর ২০২৫ ১৩:০৮543369
  • :|: | 2607:fb90:bd31:c506:8429:6371:8749:***:*** | ০৭ নভেম্বর ২০২৫ ০৯:৫৯543368
  • খুব সত্যি কথা। :)
    এখনও সরোজিনীকে মিস করি। 
  • ফাজিল ছোকরা | 165.225.***.*** | ০৭ নভেম্বর ২০২৫ ০৭:৪৮543367
  • আসলে, সেই যে সরোজিনী পাশ ফিরে শোয়া বন্ধ করলেন গুরুর শুভমুখে, চতুর্মুখ তখন থেকে পাশের দিকে তাকানও কাটিয়ে দিয়েছেন। 
  • lcm | ০৭ নভেম্বর ২০২৫ ০৬:২২543366
  • তা ঠিক, ভিডিও দেখার জন্য আর কত নীচে নামবেন ভিজিটররা ...
  • :|: | 2607:fb90:bd31:c506:8429:6371:8749:***:*** | ০৭ নভেম্বর ২০২৫ ০৪:৫০543365
  • দেখলুম। থ্যাঙ্কু। কোনও দিন স্ক্রোল ডাউন করেকরেকরে অতো নীচে নাবিনি কিনা। 
  • lcm | ০৭ নভেম্বর ২০২৫ ০৪:৪০543364
  • মোবাইলে ও আছে তো, ডেস্কটপে সাইডের মেনুটা মোবাইলে নীচে আছে - 
  • :|: | 2607:fb90:bd31:c506:8429:6371:8749:***:*** | ০৭ নভেম্বর ২০২৫ ০৪:২১543363
  • কিন্তু এখানে তো দেখাচ্ছে না! ইকিরকম পক্ষপাতদুষ্টতা!! 
  • lcm | ০৭ নভেম্বর ২০২৫ ০১:০৬543362
  • :|: ,
    মেনুতে আছে গুরু ইউটিউব চ্যানেলের লিংক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত