এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ০৩ নভেম্বর ২০২৫ ০৭:৪৩543233
  • ইউটিউব রেসিপিওলাদের মাথায় মাথায় ঠুকে দিতে হয়। সেদিন বেশ একটু বৃষ্টি বাদলা করেছে, নানান কিছু দেখে একটা 'ভোগের খিচুড়ি' রেসিপি পছন্দ হল, অনেক কসরত করে গুচ্ছের বাসন ভরিয়ে অনেক সময় দিয়ে বানালাম, স্বাদে খারাপ হয়নি, কিন্তু এত ঝাল যে খেতে গিয়ে ব্রহ্মতালু থেকে দর২ ধারে ঘাম ঝরে পড়েছে। বাড়িতে অবশ্য আমারই ঝাল টলারেন্স সবচে কম তাই লোকনিন্দের হাত থেকে বাঁচা গেছে।
    তারপর ফ্রিজে গোটা কতক কর্নিশ হেনের কী গতি করা যায় ভাবতে ভাবতে নানা কিছু দেখে পছন্দ হল 'মুর্গির লাল ঝোল'। আবারও ও বাসন, সময়, তেলের ছিটে, রান্নাঘর পরিষ্কার এইসবের পর যা বেরুলো তা খেতে মন্দ না কিন্তু রঙে ভ্যাটকা খয়েরি।

    তো ভাবছিলাম কিসে কী হয়। সম্ভবত ওমনাথ যে প্রশ্নটা তুলেছিল আরকি ক'দিন আগে।
    পেটে দু'পাত্র পড়লে আমার মনে হয় কিছুতেই কিছু হয় না, সবই ভবিতব্য। লোকে যদি রাগটাগ একটু কম করে, মনে একটু ফুর্তি থাকে, একটু প্রেম টেম করে, তাহলে মারপিট একটু কম হয়, মনে একটু দয়া, করুণা, এইসব জাগে, ফড়িঙের ল্যাজে সুতো বেঁধে দিতে গিয়ে বা প্রজাপতির ডানা ছিঁড়ে নিতে গিয়ে মনে হয় আহা থাক না, কেষ্টর জীব, উড়ছে উড়ুক।

    কিন্তু সে কী আর সহজ কাজ, জীবন ভর খালি ঝগড়া কাজিয়া।

    তো ঐ ব্যাংকের কেওয়াইসি ইত্যাদি নানান ফ্যাচাং। আমার তো ব্যাংকে টাকা কড়ি তেমন নেই, ধার কর্জ আছে অনেক। আরে ঘৃত খাওয়ার জন্য ঋণ তো করতে হবে, নাকি। সেদিন ব্যাংক থেকে ইমেল করেছে তোমার হোম লোনের অমুক কাগজ আমাদের কাছে নেই, শিগ্গিরি দাও, নাহলে কন্সিকোয়েন্স হবে। আমিও উত্তর দিয়ে দিয়েছি, অত ফ্যাচাং পারবো না বাপু, মোকদ্দমা করতে হলে করো, দেশে ফিরলে আদালতে দেখা হবে।
    এইসব সার টারও আমি একেবারে তুষ্ঞীম্ভাব অবলম্বন করে আছি ও থাকবো, যদি দেশে ঢুকতে না দেয় তো দেখা যাবে। দুর্দুর, আর পারা যায় না। সবাই খালি দেশ থেকে বের করে দেবে, তাহলে দে না ভাই মহাকাশে পাঠিয়ে।

    তো ঐ আরকি, আতংক টাতংক, সবাই সব জানে, যে যা ইচ্ছে পড়ে ও ইন্টারপ্রিট করে। আমার মত বুড়ো হাবড়াদের কিছু আর হওয়ার নেই, পোলাপান যদি মুক্তচিন্তায় বিশ্বাস করে, তাহলে কিছু হবে, না হলে আর কী।
  • অরিন | ০৩ নভেম্বর ২০২৫ ০৭:৩১543232
  • এই প্যারডিটা অনেকদিন আগে লিখেছিলাম, আরেকবার দিই (দু বার এক জিনিস চালানোর অপরাধ করার ক্ষমা চেয়ে নিয়ে)
     
    চিত্ত যেথা ভয়পূর্ণ লুচ্চা যেথা বীর,
    জ্ঞান যেথা শুষ্ক যেথা কারার প্রাচীর
    আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
    পেয়াদারা ভাবিতেছে আজ কাকে ধরি
    যেথা কটুবাক্য নির্দয়ের উৎসমুখ হতে
    উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
    গোটা দেশে দিকে দিকে গুণ্ডাগণ ধায়
    অজস্র সহস্রবিধ চাটুকারিতায়
    যেথা উচ্চবিত্তের ধনরাশি রাশি
    বিচারের পথটিকে পুরোটাই গ্রাসি,
    পৌরুষের সে কি স্পর্ধা, নিত্য যেথা
    উনিজিই সর্ব কর্ম চিন্তনের নেতা,
    নিজহস্তে নির্দয় আঘাত করি, বস
    ভারতেরে সেই নরকে কোর না কো টস
  • . | ০৩ নভেম্বর ২০২৫ ০১:৫৫543231
  • নাগরিকত্বের প্রয়োজনে যখন মেয়া তে গেছলাম কোলকাতায় কিছু নথি অ‍্যাপোস্টাইল করতে, তখন গোটা চারেক এরকম শুয়োরের সঙ্গে লড়তে হয়েছে। আমি সেন্সলেস হয়ে গেছলাম সেখানে। কয়েক সেকেন্ডের জন‍্য জ্ঞান হারিয়ে ফেলে মেঝেয় পড়ে যাই।
    সে ঘটনা আরেকদিন বলব। বেসিকালি এরা ম‍্যাচো শভিনিস্ট এবং প্রচণ্ড হিংসুটে।
  • . | ০৩ নভেম্বর ২০২৫ ০১:৫০543230
  • বলেছিল চাইল্ড ট্র‍্যাফিকিং করছি।
    বেসিক‍্যালি এরা শুয়োরের বাচ্চা।
    স্বনির্ভর মহিলা দেখলেই এদের ঝাঁট জ্বলে।
  • aranya | 2601:84:4600:5410:59e6:a3b8:b36a:***:*** | ০৩ নভেম্বর ২০২৫ ০১:৪৩543229
  • হ্যাঁ, আপনি লিখেছিলেন @সে 
  • . | ০৩ নভেম্বর ২০২৫ ০১:৪২543228
  • এ আর নতুন কী?
    এর চেয়েও বাজে অভিজ্ঞতা আমার হয়েছে ইমিগ্রেশনে। লিখিনি সেসব আগে? তবে কাগজে খবর হয় নি, এই যা ফারাক।
  • aranya | 2601:84:4600:5410:59e6:a3b8:b36a:***:*** | ০৩ নভেম্বর ২০২৫ ০১:২১543227
  • ' ‘‘সীমান্তে পাসপোর্ট হাতে নিয়ে ইমিগ্রেশন অফিসার প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, এই পাসপোর্ট নিয়ে প্রথম বার বিদেশে যাচ্ছি কি না। আমি ‘হ্যাঁ’ বলার পর ২০০২ সালে ভোটার তালিকায় বাবা-মায়ের নাম, জমি বা বাড়ির দলিল অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখতে চান উনি। আমার কাছে ওই সময়ে এ সব কিছুই ছিল না। আমি বলি, ‘আমার কাছে তো পাসপোর্ট আছে। এর থেকে বড় নাগরিকত্বের প্রমাণ আর কী হতে পারে? আমি সমস্ত প্রয়োজনীয় নথি জমা করেছি বলেই তো পাসপোর্ট দেওয়া হয়েছে। তা হলে এর কোনও মূল্য নেই?’’’ আফরিনা জানান, এর পর মোবাইল খুলে তাঁর বাবার প্যান কার্ড এবং নিজের আধার কার্ডের ছবি দেখান। কোনওটাই গ্রাহ্য করেননি ওই আধিকারিক।'
     
    - কাগজে পড়লাম। পাসপোর্ট থাকলেও অন্য ডকু দেখাতে হবে !!! 
    এ তো পুরো ' শিব ঠাকুরের আপন দেশে, নিয়ম কানুন সর্বনেশে ' :-( 
  • aranya | 2601:84:4600:5410:f4b6:84a7:8d8b:***:*** | ০৩ নভেম্বর ২০২৫ ০১:০০543226
  • মানুষ = কুকুর প্রসঙ্গে, ভাল লিখেছ :-) @হুতো 
  • aranya | 2601:84:4600:5410:f4b6:84a7:8d8b:***:*** | ০৩ নভেম্বর ২০২৫ ০০:৫৭543225
  • 'আমার তো নিজেকে কিছুই মনে হয়না, না ভারতীয়, না বাঙালি, না অন্য কিছু'
    - ডিসি, ভারত বিশ্বকাপ জিতলে বা কোন অলিম্পিক মেডেল জিতলে কি আনন্দ হয় ? যদি না হয়, তাহলে, তুমি সত্যিই বিশ্ব নাগরিক হতে পেরেছ :-)
  • . | ০৩ নভেম্বর ২০২৫ ০০:৫৪543224
  • ডিট্টো @অরণ‍্য
  • aranya | 2601:84:4600:5410:f4b6:84a7:8d8b:***:*** | ০৩ নভেম্বর ২০২৫ ০০:৫২543223
  • খুব খুব খুশী। ঝুলন আজ মাঠে থাকলে আরও খুশী হতাম। 
    এই ​​​​​​বিশ্বকাপ জয় ​​​​​​​যদি মেয়েদের ​​​​​​​প্রতি ​​​​​​​ভারতীয় ​​​​​​​পুরুষ ​​​​​​​দের ​​​​​​​দৃষ্টিভঙ্গীতে ​​​​​​​সামান্য ​​​​​​​পরিবর্তন ​​​​​​​ও ​​​​​​​আনে, ​​​​​​​সেটাও ​​​​​​​একটা ​​​​​​​বড় প্রাপ্তি ​​​​​​​হবে 
  • জয় | ০৩ নভেম্বর ২০২৫ ০০:৪৪543222
  • হরমনপ্রীত যখন খুব সিরিয়াসলি ব্যাট করে অন‌্যদিক থেকে স্মৃতি বলে "হাসো না! 
    আজ ইন্ডিয়ার মেয়েরা সব ভারতীয়কে বলছে "হাসো না!"
  • r2h | 208.127.***.*** | ০৩ নভেম্বর ২০২৫ ০০:২৭543221
  • সকাল সকাল তিন কিলো মাথা ধরা নিয়ে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি ঘড়ি পাল্টে গেছে, কী যন্ত্রনা। তো খুবই অবাক হলাম, এমনকি সপ্তাহান্তে মদ্যপানও করিনি। শুক্রবারের মক্ষিকা চক্রের আসর নিজগৃহেই ছিল কিন্তু কন্যার হল্লোবীন জমায়েতে আনা নেওয়ার জন্য বারে বারে বেরুতে হচ্ছিল আর শনিবার অন্যত্র; মর্মপীড়ের বিবিধ উপদেশ অধ্যায়ে লেখা আছে ড্রিংক অ্যান্ড ড্রাইভ করিলে মহাপাতক হইবে, সুতরাং।
    চা বানাতে বানাতে মনে হল ভাটে কয়েক দিস্তা সুচিন্তিত মতামত লেখা হয়নি, তার ভারেই হবে। এইটা মনে হতেই দেখা গেল মাথাটা বেশ হাল্কা হয়ে গেল। তো কিস্তিতে কিস্তিতে লিখে ফেলতে হবে।

    প্রথমেই মানুষ নিজেকে কুকুর ভাবতে পারে কিনা প্রসঙ্গে।
    দেখুন, মানুষ তো নিজেকে নানান কিছু ভাবে, কে একটা দেখলাম চারপায়ে হেঁটে ভাইরাল হয়েছে, তাছাড়া পুরনো কলকাতার গুলির আড্ডায় বেয়াদপ ছোকরা নিজেকে গাড়ু ভেবে বসেছিল সে আমরা সবাই জানি। সমস্যা সেখানে না, সমস্যা হল মানুষ অন্য মানুষকে প্রায়শই কুকুর, কীট - এইসব ভেবে থাকে। যেমন কেকেকে কালোদের, নাজিরা ইহুদিদের, জাত্যাভিমানী ব্রাহ্মণরা দলিতদের। মানুষ মানুষকে মানুষ ভাবলেই, নিজেকে সহ, বোধহয় সবথেকে মঙ্গল।
    অন্যদিকে কুকুর নিজেকে তামিল বা বাঙালী বা ভোজপুরী ভাবে কিনা তা জানার তো উপায় নেই, কিন্তু বিস্কিটদাতার প্রতি কুকুর যতই কান গুটিয়ে আল্হাদ করুক, বেপাড়ার কুকুর, বা উলিঝুলি পোষাক পরা মানুষ বা অচেনা মানসিক ভারসাম্যহীন বা মধ্যরাতে বেয়াকুল পথচারীর প্রতি কুকুরের যা আচরন, তাতে ঠিক ভরসা হয় না। এমনকি কুকুরের এইসব আচরনে এও মনে হয় যে তারা আসলে মানুষের থেকে খুব একটা ভালো তাও না। অ্যাবিউসিভ মালিকের প্রতি রুখে ওঠে না, এই লোকটা বেআইনী, ওকে মারো বললে নিজের আবেগ বুদ্ধি না খাটিয়ে ছুটে গিয়ে তার টুঁটি কামড়ে ধরে, তো কুকুর আসলে পোষ মানা মানুষের আদর্শ প্রতিমুর্তি।

    এসবে কুকুরের দোষ কিছু নেই, তার বুদ্ধি অত জটিল না। কিন্তু মানুষ নিজেকে কুকুর ভাবলে সমস্যার সমাধান হবে কিনা সেসব ভাবতে গিয়ে এই মনে হল আরকি।
  • . | ০৩ নভেম্বর ২০২৫ ০০:০৩543219
  • আমাদের মেয়েরা অসাধারণ heart
  • . | ০৩ নভেম্বর ২০২৫ ০০:০১543217
  • চাক দে ইন্ডিয়া
  • Manali Moulik | ০২ নভেম্বর ২০২৫ ২৩:১৯543213
  • এলিটিজম্ সভ‍্যতার আদিকাল থেকে বিদ‍্যমান। প‍্যালিওলিথিক গ্রেভ কালচার শুদ্ধু তার ছোঁয়া পেয়েছে (যদিও সেটা Strata ছিলো, সরাসরি শ্রেণী নয়)
    সাব-অল্টার্ণের কথা কেবলই ব্লগ ও টইতে। 
    বাস্তব পরিসর খুবই সীমিত।
  • . | ০২ নভেম্বর ২০২৫ ২২:২৯543212
  • wow! শেফালি বর্মা!
  • শ্রীমল্লার বলছি | ০২ নভেম্বর ২০২৫ ১৯:২৬543211
  • মিত্র ইন্সটিটিউশন (মেন) এর পাশের এক চায়ের দোকানের বেঞ্চে আজকে বসেছিলাম। আর আমার পাশে বসেছিলেন সম্ভবত বছর সাঁইত্রিশের এক দাদাভাই। যাঁকে আমি আগে কোনওদিনই দেখিনি, এবং এটাই তাঁর সঙ্গে সম্ভবত শেষ দেখাও... তো যাইহোক, আমার পাশে ব'সে থাকা সেই দাদাভাইকে অনেক অনেকক্ষণ ধ'রে লক্ষ্য ক'রে দেখলাম যে, উনি ফেসবুকে রিল দেখে যাচ্ছেন সমানে। এই দেখার চাইতেও যেটা সবচেয়ে বড় কথা সেটা হল, তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মোবাইলের পর্দা স্পর্শ করার জন্য দারুণ রকমের উদগ্রীব! এমনকী কোনও রিলই তিনি সম্পূর্ণ না দেখে পরের আরেকটা রিলে চলে যাচ্ছেন! মনোযোগ— এত এত কমে এসেছে। আর মাঝেমধ্যে রিল দেখতে দেখতে যখন ক্লান্ত বোধ করছেন, তখন রাস্তার এদিকে ওদিকে তাকিয়ে চোখ দুটো কচলে ফের আবার ডুবে যাচ্ছেন রিলের দুনিয়ায়! এ দৃশ্য যে কী ভয়ঙ্কর! ওঁর মতোই এমন মানুষ আরও আরও ছড়িয়ে আছে, ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়বেও এই ফাঁদে... আমি শুধু ভাবছিলাম, ভাবছি যে, সময় বড় অস্থির, দিশাহারা!
  • b | 117.238.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ১৬:৪৭543210
  • @০২ নভেম্বর ২০২৫ ১৩:০০
    হ্যা সব ঐ সম্ভবতঃ তেই ঠেকে আছে। 
  • অরিন | 119.224.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ১৩:৩০543209
  • কি ভয়ঙ্কর dystopian উপন্যাস রঞ্জণ বাবু !  
  • কৌতূহলী | 115.187.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ১৩:০০543208
    • b | 117.238.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ২২:৪৮543182
    • আচ্ছা ২০০২ এর ভোটার লিস্টিতে নাম থাকলে কি হবে ?
      মানে নাম দেখেছি কিন্তু তাতে কি হবে ?
      এদিকে বাড়ী তালাবন্ধ, মা কলকাতায় থাকে, মাঝে মধ্যে বাড়ি যায়। কি যে করি !
    অনলাইনেও সম্ভবত ফর্ম ফিল আপ করা যাবে। 
  • Ranjan Roy | ০২ নভেম্বর ২০২৫ ১২:৫৪543207
  • LCM
    আমার "কোথায় তোমার দেশ গো বন্ধু'? ধারাবাহিকটি একবার তুলে দেবেন, প্লীজ?
     
    দুটো কারণ।
     
    এক,
    ওটা বাংলায় NRC এবং CAA নিয়ে একমাত্র উপন্যাস। আজ বড্ড প্রাসংগিক।
     
    দুই,
    যদিও থ্রিলার ফরম্যাট, কিন্তু ওতে নাগরিকতা আইন , সংশোধন ও প্রয়োগের সীমা নিয়ে ধারা সমেত আলোচনা আছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ নভেম্বর ২০২৫ ১০:৪৬543205
  • তখন অনেক রাজনৈতিক দল এই সি এ এ, এনারসির বিরোধিতা করেছিল। তাই সাধারন মানুষ, বুদ্ধিজীবী যারা প্রতিবাদ করছিল তারা একটা সাপোর্ট পেয়েছিল। আজ এই সার এর কেসে সব রাজনৈতিক দল সারকে সাপোর্ট করছে। সাধারণ মানুষ কার কাছে যাবে? 
     
    আমার ভোটার লিস্টে নাম আছে, কিন্তু সারে নাম তুলতে হবে, যা যা দেখাতে হবে এখন দেখাতে বাধ্য। কিছুই করার নেই।
     
    যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের আর কিছু করতে হবে না, তারা নিশ্চিন্ত।
  • b | 117.238.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ০৯:৫৪543204
  • ডট্ কে 
    না সে সাহস নেই। হুজুর হুকুম করলে ছুটে গিয়ে কাগজ জমা দিয়ে আসবো। সব কিছু যেভাবে মেনে নিয়েছি, এটাও মেনে নেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত